Class 8 Bengali Second Unit Test Model Question Paper Set-8 | অষ্টম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৮

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Class 8 Bengali Second Unit Test Model Question Paper Set-8 | অষ্টম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৮

📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper

সিলেবাস/Syllabus —

সাহিত্যমেলা : কবিতা– দাঁড়াও, ছন্নছাড়া, হাওয়ার গান, পাড়াগাঁর দু-পহর ভালোবাসি, গড়াই নদীর তীরে।

গল্প/গদ্য– পল্লীসমাজ, গাছের কথা, কী করে বুঝব, নাটোরের কথা।

ছোটোদের পথের পাঁচালী : নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ।

ভাষাচর্চা : বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ।

নির্মিতি : এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্ররচনা।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি   বিষয় – বাংলা
পূর্ণমান ২৫      সময়- ৫০ মিনিট

Set-8

Dinhata High School (H.S)
Second Summative Evaluation-2023
Class – VIII   Subject – Bengali
F.M – 25                      Time – 1 hr.

১। সঠিক উত্তর নির্বাচন করো : ১×৬=৬

১.১ ‘তুমি নীচ, অতি ছোট’– কে, কাকে বলেছে ?
(ক) রমেশ রমাকে
(খ) রমা রমেশকে
(গ) বেনী রমেশকে
(ঘ) রমেশ বেনীকে

১.২ আশাপূর্ণাদেবী রচিত গ্রন্থটি হল–
(ক) ‘সোনার হরিণ’
(খ) ‘ঘুম পাড়ানি’
(গ) ‘রামের সুমতি’
(ঘ) ‘আমরা’

১.৩ ‘আহা কী দেখিলাম!’ – বাক্যটি হল–
(ক) নির্দেশক বাক্য
(খ) প্রশ্নবোধক বাক্য
(গ) বিস্ময়সূচক বাক্য
(ঘ) অনুজ্ঞাসূচক বাক্য

১.৪ ‘রামবাবু গ্রামের মাথা‘ বাক্যে রেখাঙ্কিত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে
(ক) বুদ্ধি
(খ) মোড়ল
(গ) অঙ্গ
(ঘ) দুশ্চিন্তা

১.৫ ‘বাঃ, কী চমৎকার দৃশ্য!’ এখানে ‘বাঃ’ হল–
(ক) আলংকারিক অব্যয়
(খ) সংযোজক অব্যয়
(গ) আবেগসূচক অব্যয়
(ঘ) বিশেষ্যপদ

১.৬ ‘পাড়াগাঁর দু-প্রহর ভালোবাসি’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) ধূসর পাণ্ডুলিপি
(খ) বনলতা সেন
(গ) ঝরাপালক
(ঘ) রূপসী বাংলা

২। যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও :
৩x৩=৯

২.১ ‘মানুষ বড়ো একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও।’- এই উক্তির কারণ বুঝিয়ে দাও।

২.২ ‘গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র’ প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো।

২.৩ বুকুর সত্যি কথা বলার ফল কী হয়েছিল ?

২.৪ নাটোরের রাজবাড়িতে খাবারের কেমন ব্যবস্থা ছিল ?

৩। যে কোন ১টি প্রশ্নের উত্তর দাও : ৩x১=৩

৩.১ ‘আজ যেন একটা উৎসবের দিন।’– কখন, কেন দুর্গার এরূপ মনে হয়েছিল ?

৩.২ ‘এরা খুব বড়লোক তো’ কার, কেন এরূপ মনে হয়েছিল ?

৪। এক কথায় উত্তর দাও : ১×৩=৩

৪.১ হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন ?

৪.২ নীলপূজার দিন বিকালে সন্ন্যাসীরা কী করে ?

৪.৩ নরোত্তম দাসের বাড়িতে অপু কোন বইটি দেখতে চাইত ?

৫। বিদ্যালয়ের অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র লেখ। ৪

📌আরও পড়ুনঃ

অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

📌 অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply