2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Set-2
সিলেবাস/Syllabus—
চতুর্থ অধ্যায় : চাপ বলয় ও বায়ু প্রবাহ
পঞ্চম অধ্যায় : মেঘ-বৃষ্টি
নবম অধ্যায় : উত্তর আমেরিকা
দশম অধ্যায় : দক্ষিণ আমেরিকা
2ND SUMMATIVE EVALUATION
Class – VIII Sub : Geography
Time : 50 mints Full Marks-25
১। ঠিক উত্তরটি বেছে নাও : (যে-কোনো পাঁচটি) ১×৫=৫
১.১ আয়ন বায়ুর অপর নাম – (বাণিজ্য বায়ু / পশ্চিমা বায়ু / আকস্মিক বায়ু)।
উত্তরঃ বাণিজ্য বায়ু
১.২ ‘চিরবসন্তের দেশ’ বলা হয়– (চিলি / পেরু / কুইটো-কে)।
উত্তরঃ কুইটো-কে।
১.৩ গো-মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে – (ব্রাজিল / আর্জেন্টিনা / কানাডা)।
উত্তরঃ আর্জেন্টিনা।
১.৪ ‘গোধূলি অঞ্চল’ নামে পরিচিত – (সাভানা তৃণভূমি / ক্রান্তীয় মরু জলবায়ু / সেলভা অরণ্য)।
উত্তরঃ সেলভা অরণ্য।
১.৫ কোন বায়ুকে সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় ? – (পশ্চিমা বায়ু / মৌসুমি বায়ু / আয়ন বায়ু)।
উত্তরঃ মৌসুমি বায়ু।
১.৬ কর্ডিলেরা শব্দের অর্থ হল – (শৃঙ্খল / শান্তি / বিশৃঙ্খল)।
উত্তরঃ শৃঙ্খল।
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (চার-পাঁচটি শব্দের মধ্যে) ১×৫=৫
২.১ কাকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয় ?
উত্তরঃ উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি অঞ্চলকে।
২.২ স্লিট কী ?
উত্তরঃ তুষার ও জলকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে।
২.৩ পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কী ?
উত্তরঃ পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি হল অ্যাঞ্জেল।
২.৪ শূন্যস্থান পূরণ করো : ১/২×৪=২
(a) পৃথিবীর বৃহত্তম স্বাদুজলের হ্রদের নাম হল _________।
উত্তরঃ সুপিরিয়র হ্রদ।
(b) __________ শহরকে ‘পৃথিবীর কসাইখানা’ বলা হয়।
উত্তরঃ শিকাগো।
(c) উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম ____________।
উত্তরঃ মাউন্ট ম্যাককিনলে।
(d) ‘বজ্রমেঘ’ বলা হয় ______________ মেঘকে।
উত্তরঃ কিউমুলোনিম্বাস।
৩। নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×২=৪
৩.১ প্রতিবাত ঢাল কাকে বলে ?
উত্তরঃ পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালই হল পর্বতের প্রতিবাত ঢাল ।
৩.২ ‘ঘূর্ণবাতের চক্ষু’ বলতে কী বোঝো ?
উত্তরঃ শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের গভীর নিম্নচাপযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণবাতের চোখ বা চক্ষু বলে। ঘূর্ণবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে।
৩.৩ আপেক্ষিক আদ্রতা কাকে বলে ?
উত্তরঃ কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন তাদের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে ।
৩.৪ মৃত্যু উপত্যকা বলতে কী বোঝো ?
উত্তরঃ পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নীচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। তাই এই গভীর উপত্যকা ‘মৃত্যু উপত্যকা’ নামে পরিচিত।
৪। অনধিক ৫০টি শব্দে উত্তর দাও : (যে-কোনো দুটি) : ৩×২=৬
৪.১ ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
পার্থক্যের বিষয় | ঘূর্ণবাত | প্রতীপ ঘূর্ণবাত |
(i) উৎপত্তিস্থল | ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে ও নাতিশীতোষ্ণ অঞ্চলে স্থলভাগে উৎপত্তি হয়। | শীতলত যুক্ত স্থলভাগে উৎপত্তি হয় । |
(ii) অবস্থান | নিম্ন ও মধ্য অক্ষাংশের উষ্ণ ও নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত অবস্থান করে। | মধ্য ও উচ্চ অক্ষাংশের নাতিশীতাষ্ণে ও হিমমণ্ডলে প্রতীপ ঘূর্ণবাত অবস্থান করে। |
(iii) বিস্তার | স্বল্প অঞ্চল জুড়ে দেখা যায়। | বৃহৎ অঞ্চল জুড়ে দেখা যায় । |
(iv) সংঘটনকাল | গ্রীষ্মকালে বেশি পরিমাণে সংঘটিত হয়। | শীতকালে বেশি পরিমাণে সংঘটিত হয় । |
(v) বায়ুর গতিবেগ | গতিবেগ তুলনামূলক বেশি। গড়ে ঘন্টায় ১২০-১৬০ কিমি। | গতিবেগ তুলনামূলকভাবে কম। গড়ে ৩০-৫০ কিমি. প্রতি ঘণ্টা। |
৪.২ পম্পাস অঞ্চলকে ‘দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার’ বলা হয় কেন ?
উত্তরঃ কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার উর্বর পলিমৃক্তিকা ও পরিমিত বৃষ্টিপাত কৃষির পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনায় এতো বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে, এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানি কারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বালি, আখ, তুলা, নানারকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমান অনেক বেশি। সেই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয়।
৪.৩ প্রতিবাত ঢাল ও অনুবাত ঢালের মধ্যে পার্থক্য লেখো।
৪.৪ দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলে পশুপালনে উন্নতি লাভের কারণ লেখো।
৪.৫ স্থলবায়ু ও সমুদ্র বায়ু সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
৪.৬ টীকা লেখ : গ্র্যান্ড ক্যানিয়ন।
৫। অনধিক ৮০ টি শব্দে উত্তর দাও: (যে-কোনো একটি) : ৫×১=৫
৫.১ চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও।
উত্তরঃ সংজ্ঞা : শৈল শব্দের অর্থ পর্বত এবং ‘উৎক্ষেপ’ কথার অর্থ উপরে ওঠা। পর্বতে উঁচু ভূমিতে জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুপ্রবাহের ফলে যে বৃষ্টিপাত হয়, তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে।
অবস্থান : মৌসুমি জলবায়ু অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত সবচেয়ে বেশি ঘটে।
কারণ : কোনো পর্বতের উঁচু ভূমিতে জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বাধা পেয়ে পর্বতের গা বেয়ে সোজা উপরে উঠে যায় এবং ওপরের শীতল বায়ুস্তরের সংস্পর্শে এসে প্রসারিত ও শীতল হয়। ক্রমশ ওই বায়ু সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয় এবং পর্বতের প্রতিবাত চালে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু অনুবাত ঢালে কোনো বৃষ্টিপাত ঘটায় না । এই অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।
৫.২ উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো।
উত্তরঃ হ্রদ অঞ্চল আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি হল—
(i) হ্রদ অঞ্চলের মেসাবি, ভারমেলিয়ন, মিনোমিনি, মারকোয়েট প্রভৃতি এলাকা যুক্তরাষ্ট্রের আকরিক লোহা উত্তোলক অঞ্চল।
(ii) হ্রদ অঞ্চলের ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্য কয়লা সম্পদে সমৃদ্ধ। বিখ্যাত উত্তর অ্যাপালেশিয়ান কয়লাখনিও হ্রদ অঞ্চলের কাছেই অবস্থিত।
(iii) পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল এই অঞ্চলের শিল্পে ব্যবহৃত হয়।
(iv) স্থানীয় এলাকার খরস্রোতা নদীগুলি ও নায়াগ্রা জলপ্রপাত থেকে উৎপাদিত সুলভ জলবিদ্যুৎ এখানাকার শিল্পে ব্যবহৃত হয়।
(v) হ্রদ অঞ্চলের সড়ক, রেল ও বিমান পরিবহন ব্যবস্থা খুব উন্নত। এছাড়া সেন্ট লরেন্স নদী ও পঞ্চ হ্রদের মাধ্যমে এদেশের জল পরিবহন ব্যবস্থার ও যথেষ্ট উন্নতি ঘটেছে।।
৫.৩ চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও।
উত্তরঃ প্রবল সূর্যতাপে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হলে সেইস্থানে ঊর্ধ্বগামী উষ্ণ ও আবায়ু ওপরের দিকে উঠে গিয়ে প্রসারিত ও শীতল হয়ে ঘনীভবনের মাধ্যমে সেখানে বৃষ্টিপাত ঘটায়, তাকে পরিচলন বৃষ্টিপাত বলে।
বায়ুমণ্ডলে যথেষ্ট উষ্ণতা এবং এই উষ্ণতার সাহায্যে বাষ্পীভূত হওয়ার জন্য প্রচুর জলভাগের প্রয়ােজন। পরিচলন বৃষ্টিপাত হওয়ার জন্য প্রধান দুটি শর্তই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ভালােভাবে পূরণ হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়। এছাড়া নাতিশীতােষ্ণমণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে এবং ভারতীয় উপমহাদেশে সাধারণত শরৎকালে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে।
প্রধানত বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত হল পরিচলন বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য।
৫.৪ চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো।
৫.৫ বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো।
৫.৬ পৃথিবীপৃষ্ঠে প্রবাহিত নিয়তবায়ু সম্পর্কে ব্যাখ্যা করো।
👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈