নব নব সৃষ্টি নবম শ্রেণির বাংলা প্রবন্ধের এম সি কিউ ও ছোট প্রশ্ন উত্তর | Nobo Nobo Sristi MCQ & Short Question Answer

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

       নব নব সৃষ্টি – সৈয়দ মুজতবা আলী

                      নবম শ্রেণি 
 
সঠিক উত্তর নির্বাচন করো :
১. বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কোনটি ? 
(ক) পদাবলি কীর্তন 
(খ) ভাটিয়ালি 
(গ) বাউল 
(ঘ) অনুবাদ
 
উত্তরঃ (ক) পদাবলি কীর্তন।
 
২. এদের মধ্যে প্রাচীন যুগের ভাষা নয় —
(ক) গ্রিক 
(খ) এসপেরান্তো 
(গ) আবেস্তা 
(ঘ) হিব্রু
 
উত্তরঃ (খ) এসপেরান্তো।
 
৩. ‘আতর’ শব্দ টি – 
(ক) তামিল শব্দ
(খ) ফারসি শব্দ
(গ) আরবি শব্দ
(ঘ) ইংরেজি শব্দ
 
উত্তরঃ (খ) ফারসি শব্দ।
 
৪. লেখালেখির ক্ষেত্রে বিদ্যাসাগর যে এই ভাষাটি ব্যবহার করতেন,তাহল- 
(ক) আধুনিক বাংলা ভাষা 
(খ) প্রাচীন অপভ্রংশ ভাষা 
(গ) প্রাচীন মাগধী ভাষা 
(ঘ) সাধু ভাষা
 
উত্তরঃ (ঘ) সাধু ভাষা।
 
৫. ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধাংশটির নাম – 
(ক) ‘চতুরঙ্গ’ 
(খ) ‘বত্রিশ সিংহাসন’ 
(গ) ‘পঞ্চতঞ্চ’ 
(ঘ) ‘চাচা কাহিনী’
 
উত্তরঃ (ক) ‘চতুরঙ্গ।
 
৬. খাঁটি বাঙালি মেয়ের রূপ ধারণ করেছেন- 
(ক) কুম্ভী 
(খ) দ্রৌপদী
(গ) গান্ধারী
(ঘ) শ্রীরাধা 
 
উত্তরঃ (ঘ) শ্রীরাধা।
 
৭. “সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে”, কারণ – 
(ক) সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে 
(খ) সংস্কৃত বাংলা ভাষার জননী বলে 
(গ) বাংলায় এখনও বহু সংস্কৃত শব্দের প্রয়োগ রয়েছে, 
(ঘ) সংস্কৃত ভাষা জানা আবশ্যক বলে
 
উত্তরঃ (ক) সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে।
 
৮. যিনি আরবি-ফারসি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখি বলে মনে করতেন, তিনি হলেন- 
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসার 
(খ) কাজী নজরুল ইসলাম 
(গ) হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
 
উত্তরঃ (গ) হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়।
 
৯. উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিৎ
নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন- 
(ক) কবি ইকবাল 
(খ) নিদা ফজিল 
(গ) আলি সরদার জাফরি 
(ঘ) মির্জা গালিব
 
উত্তরঃ (ক) কবি ইকবাল।
 
১০. নিম্নলিখিত ভাষা গুলির মধ্যে কোনটি একটি আন্তনির্ভরশীল ভাষা ?
(ক) বাংলা
(খ) ফরাসি 
(গ) সংস্কৃত 
(ঘ) ইংরেজি
 
উত্তরঃ (গ) সংস্কৃত।
 
১১. নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে যেটি একটি আত্মনির্ভরশীল ভাষা নয়,সেটি হলো —
(ক) হিব্রু 
(খ) গ্রিক 
(গ) সংস্কৃতি 
(ঘ) ইংরেজি
 
উত্তরঃ (ঘ) ইংরেজি।
 
১২. বাঙালির চরিত্রে বিদ্রোহ – 
(ক) বিদ্যমান নয়
(খ) অল্প পরিমাণে বিদ্যমান 
(গ) বিদ্যমান 
(ঘ) বহুলরূপে বিদ্যমান
 
উত্তরঃ (গ) বিদ্যমান।
 
১৩. ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে উল্লিখিত ভাটিয়ালি হল একটি বিশেষ ধরনের –
(ক) জাতি 
(খ) কবিত
(গ) নাচ 
(ঘ) পল্লিগীতি 
 
উত্তরঃ (ঘ) পল্লিগীতি।
 
১৪. রচনার ভাষা নির্ভর করে – 
(ক) তার লেখকের মানসিকতার উপর 
(খ) তার বিষয়বস্তুর উপর 
(গ) রচনার সময়কালের উপর 
(ঘ) পাঠকের চাহিদার উপর
 
উত্তরঃ (খ) তার বিষয়বস্তুর উপর।
 
১৫. রান্নাঘর থেকে যা তাড়ানো মুশকিল, তা হলো- 
(খ) আলু-বেগুন 
(খ) পটল-কপি 
(গ) আলু-কপি 
(ঘ) বেগুন-উচ্ছে
 
উত্তরঃ (গ) আলু-কপি।
 
১৬. ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে যে-মহাকাব্যের উল্লেখ আছে, তা হল- 
(ক) রামায়ণ 
(খ) ধর্মমতা 
(গ) মহাভারত
(ঘ) সবকটি
 
উত্তরঃ (গ) মহাভারত।
 
১৭. প্রাচীন যুগের সব ভাষাই – 
(ক) আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ 
(খ) পরনির্ভরশীল
(গ) বর্তমানে অপ্রচলিত 
(ঘ) বহুল প্রচলিত
 
উত্তরঃ (ক) আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ।
 
১৮. ‘আবেস্তা’ ভাষাটি ব্যবহার করত- 
(ক) গ্রিকরা
(খ) ইহুদিরা 
(গ) আরবদেশীয়রা 
(ঘ) জরাথুস্ট্রিয়রা
 
উত্তরঃ (ঘ) জরাথুস্ট্রিয়রা।
 
 
কম-বেশী কুড়িটি শব্দে উত্তর দাও :
 
১. লেখক সৈয়দ মুজতবা আলী’র মতে বর্তমান যুগের কোন্ কোন্ ভাষা আত্মনির্ভরশীল নয় ?
উত্তরঃ লেখক সৈয়দ মুজতবা আলী’র মতে বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়।
 
২. নজরুল ইসলাম বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দ ব্যবহার করেছেন তার কী কী উদাহরণ দিয়েছেন সৈয়দ মুজতবা আলী?
উত্তরঃ নজরুল ইসলাম ‘ইনকিলাব’ এবং ‘শহীদ’ প্রভৃতি আরবি-ফারসি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেছেন।
 
৩. কোনাে নতুন চিন্তা বা অনুভূতি বােঝানাের জন্য নবীন শব্দের প্রয়ােজন হলে সংস্কৃত ভাষা কী করে?
উত্তরঃ নতুন চিন্তা বা অনুভূতি বােঝাতে সংস্কৃত তার নিজের ভাণ্ডারেই কোনাে ধাতু বা শব্দের সামান্য পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরির চেষ্টা করে।
 
৪. “প্রাচীন যুগের সব ভাষাই তাই”—প্রাচীন যুগের কোন্ কোন্ ভাষার কথা লেখক উল্লেখ করেছেন?[হিন্দু স্কুল]
উত্তরঃ লেখক প্রাচীন যুগের সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং কিছুটা পরবর্তীযুগের আরবি ভাষার কথা বলেছেন।
 
৫. “সে সম্বন্ধেও কারও কোনাে সন্দেহ নেই।’—কোন্ বিষয়ে সন্দেহ নেই?
উত্তরঃ শিক্ষার মাধ্যমরূপে ইংরেজির বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ইউরােপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে। এ বিষয়ে কারও কোনাে সন্দেহ নেই।
 
৬. সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলতে লেখকের আপত্তি নেই কেন?[জেনকিন্স স্কুল)
উত্তরঃ কারণ সংস্কৃত ভাষা অন্য ভাষার ওপর নির্ভরশীল না হয়ে নিজের ভাণ্ডারে খোঁজ করার মাধ্যমে নতুন শব্দ তৈরির চেষ্টা করে।
 
৭. পাঠান-মােগল যুগে আরবি ও ফারসি থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন?
উত্তরঃ পাঠান-মােগল যুগে আইন-আদালত, খাজনাখারিজ নতুন করে দেখা দেওয়ায় আরবি-ফারসি ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল।
 
৮. “চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারব না’—কোন চেষ্টার কথা বোঝানাে হয়েছে?
উত্তরঃ হিন্দি ভাষা থেকে আরবি, ফারসি বা ইংরেজির মতাে ভাষা দূর করার চেষ্টার কথা বােঝানাে হয়েছে।
 
৯. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক সৈয়দ মুজতবা আলী কোন্ প্রশ্নকে অবান্তর বলেছেন?
উত্তরঃ বিদেশি শব্দগ্রহণ ভালাে না মন্দ—এই প্রশ্নকে লেখক সৈয়দ মুজতবা আলী অবান্তর বলেছেন।
 
১০. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক রান্নাঘর থেকে কী কী তাড়ানাে মুশকিল বলেছেন?
উত্তরঃ ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক রান্নাঘর থেকে আলুকপি এ জাতীয় বিদেশি সবজি তাড়ানাে মুশকিল বলেছেন ।
 
১১.“হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন’— হিন্দি কোন্ চেষ্টা করছে?[রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর)
উত্তর: হিন্দি থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টার কথা এখানে বলা হয়েছে।
 
১২. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে কোন্ কোন্ ভাষাকে লেখক সৈয়দ মুজতবাআলী বলেছেন ‘আত্মনির্ভরশীল?
উত্তরঃ ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা,সংস্কৃত এবং আরবি ভাষাকে ‘আত্মনির্ভরশীল’ বলেছেন।
 
১৩. “নূতন আমদানিও বন্ধ করা যাবে না।”—কোন্ প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন?
উত্তরঃ বিদেশি দ্রব্যের ব্যবহারের মতাে বিদেশি ভাষাও মাতৃভাষায় থাকবে এবং তাদের আসা বন্ধ করা যাবে না—এই প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন ।
 
১৪. “সেগুলাে নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনাে কারণ নেই।”—কোন্ বিষয়ে দুশ্চিন্তা করা নিষ্প্রয়ােজন?[বেথুন কলেজিয়েট স্কুল]
উত্তরঃ পাের্তুগিজ, ফরাসি, স্প্যানিশ ইত্যাদি শব্দ বাংলা ভাষায় এত কম এসেছে যে তাদের নিয়ে দুশ্চিন্তা করার কোনাে কারণ নেই বলে লেখক মনে করেছেন।
 
১৫. “বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন”— লেখক কোন্ ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন?
উত্তরঃ লেখক হিন্দি ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন।
 
১৬. “বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন”— বহু সাহিত্যিক কোন্ কাজে তৎপর হয়েছেন?
উত্তরঃ হিন্দি ভাষার সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ দূর করার জন্য তৎপর হয়েছেন।
 
১৭. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে কয়েকজন বাঙালি সাহিত্যিক ও পণ্ডিত ব্যক্তির নাম এসেছে, তারা কারা?
উত্তরঃ আলােচ্য রচনাংশে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র, আলাল (প্যারীচাদ) ও হুতােম (কালীপ্রসন্ন)-এর নাম পাওয়া যায়।
 
১৮. ‘নব নব সৃষ্টি’ রচলাংশে ব্যবহৃত ‘আলাল’ ও ‘হুতােম’ কাদের লেখা, গ্রন্থ দুটি কী কী ?
                           অথবা
“ ‘আলাল’ ও ‘হুতােম’-এর ভাষা”—“আলাল’ ও ‘হুতােম’ কী? [ব্যারাকপুর গভঃ হাই স্কুল]
 
উত্তরঃ ‘আলাল’ হল আলালের ঘরের দুলাল, লেখক প্যারীচাঁদ মিত্র। ‘হুতােম’ হল হুতােম প্যাঁচার নকশা, লেখক কালীপ্রসন্ন সিংহ।
 
১৯. হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়?[যােধপুর পার্ক গার্লস হাই স্কুল)
উত্তরঃ হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম বলা হয় বিখ্যাত সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে।
 
২০. কোন্ পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে বলে লেখক মনে করেন?
                    অথবা, 
বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন ছিল? [রামকৃয় মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির]
উত্তরঃ লেখক সৈয়দ মুজতবা আলীর মতে, বসুমতী পত্রিকার সম্পাদকীয় রচার ভাষায় গাম্ভীর্য আছে৷
 
২১. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক কোন্ উর্দু কবির কথা উল্লেখ করেছেন?
উত্তরঃ ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক উর্দু কবি ইকবালের কথা উল্লেখ করেছেন।
 
২২. বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন্ কোন্ ভাষা প্রধান বলেছেন লেখক?
উত্তরঃ বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফারসি এবং ইংরেজি অন্যতম।
 
২৩.“সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই।”— কোন্ ভাষার ? [বীরভূম জেলা স্কুল]
উত্তরঃ বাংলা ছাড়া অন্য যে-কোনাে ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই।
 
২৪. বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশের কারণ কী ?
উত্তরঃ প্রাচীন যুগ থেকেই বাংলাদেশে সংস্কৃত ভাষার চর্চা ছিল। ফলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশ করেছে।
 
২৫. “যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি।’ যতদিন কী থাকার কথা বলেছেন লেখক?
উত্তরঃ বাংলাদেশে যতদিন সংস্কৃত ভাষার চর্চা চলবে ততদিন বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রবেশও চলতে থাকবে।
 
২৬. স্কুল-কলেজ থেকে যে আমরা সংস্কৃতচর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ কী বলেছেন লেখক?
উত্তরঃ বাংলা অনেকাংশেই সংস্কৃত ভাষার ওপর নির্ভরশীল, তাই শিক্ষাক্ষেত্রেও সংস্কৃত ভাষার চর্চা বন্ধ করা হয়নি।
 
২৭. কোন্ বিশেষ বিশেষ বিদ্যাচর্চায় ইংরেজি অবশ্যই প্রয়ােজন বলে লেখক মনে করেন?
উত্তরঃ দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মতাে বিদ্যাচর্চায় ইংরেজি অবশই প্রয়ােজন বলে লেখক মনে করেন।
 
২৮. “এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে।”—কোন্ দুই ভাষা’র কথা এখানে বলা হয়েছে? [হুগলি কলেজিয়েট স্কুল)
উত্তরঃ ‘নব নব সৃষ্টি’ রচনাংশে সৈয়দ মুজতবা আলী দুই ভাষা বলতে আরবি এবং ফারসি ভাষার কথা বলেছেন।
 
২৯. হিন্দি গদ্যের ওপর কোন্ ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন লেখক?
উত্তরঃ হিন্দি গদ্যের ওপর ফারসি ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন লেখক।
 
৩০. ভারতীয় আর্যরা কোন্ ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল?
উত্তরঃ ভারতীয় আর্যরা ফারসি ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল।
 
৩১. উর্দু সাহিত্যের মূলসুর কোন ভাষার সঙ্গে বাঁধা বলেছেন লেখক?
উত্তরঃ উর্দু সাহিত্যের মূলসুর ফারসির সঙ্গে বাঁধা বলেছেন লেখক।
 
৩২. ইরানে নবীন ফারসি ভাষার উদ্ভব ঘটেছিল কীভাবে?
উত্তরঃ আর্য ইরানি ভাষা এবং সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ইরানে নবীন ফারসি ভাষার উদ্ভব ঘটেছিল।
 
৩৩. “ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না।”—লেখক কেন এরকম বলেছেন?
[যাদবপুর বিদ্যাপীঠ]
উত্তরঃ সত্য-শিব-সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয়, বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমানরা তাদের বিরােধী। তাই লেখক আলােচ্য মন্তব্যটি করেছেন।
 
৩৪. ইরানে আর্য-ইরানি ভাষা ও সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে কোন্ কোন্ সাহিত্যের সৃষ্টি হয় ?
উত্তরঃ ইরানে আইরানি ভাষা ও সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়।
 
৩৫. “ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতাে নব নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্যসৃষ্টি করতে পারল না।”—ভারতবর্ষের এ তিন ভাষা কী কী?
উত্তরঃ ভারতবর্ষীয় এ তিন ভাষা’ বলতে সিন্ধি, উর্দু এবং কাশ্মীরি ভাষাকে বােঝানাে হয়েছে।
 
৩৬. কে উর্দুকে ফারসির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন? [হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউশন]
উত্তরঃ উর্দু ভাষার কবি ইকবাল উর্দু ভাষাকে ফারসির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন।
 
৩৭. সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কোনটি ?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি হল পদাবলি কীর্তন।
 
৩৮. “এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি।”— এ সাহিত্য বলতে কোন্ সাহিত্যকে বােঝানাে হয়েছে?
উত্তরঃ ‘নব নব সৃষ্টি’ রচনাংশে পদাবলি কীর্তন সম্পর্কে আলােচ্য উধৃতাংশটি ব্যবহৃত হয়েছে।

This Post Has One Comment

Leave a Reply