নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর | WBBSE Class 9 Bengali Question Answer – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণি

বাংলা পাঠ্য বিষয়ে কিছু কথা:
ছাত্র-ছাত্রীদের পড়া শুরু করার আগে পাঠ্যসূচি বা সিলেবাস সম্পর্কে সম্যক ধারনা থাকা একান্ত প্রয়োজন। প্রতিটি পাঠের পাশে প্রশ্নোত্তর ও MCQ এই দুটি কলাম আছে। প্রশ্নোত্তর ও MCQ অংশে ক্লিক করলে কাঙ্খিত পৃষ্ঠায় যাওয়া যাবে। প্রতিটি পাঠের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং MCQ প্রশ্ন দেওয়া হয়েছে। এই সাইটটি নিয়মিত অনুসরণ করলে আশা করি বাংলা সহায়িকা বইয়ের দরকার হবে না।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
পাঠের আলোচনা প্রশ্নোত্তর MCQ Test
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি প্রশ্নোত্তর MCQ TEST
ধীবর-বৃত্তান্ত প্রশ্নোত্তর MCQ TEST
ইলিয়াস প্রশ্নোত্তর MCQ TEST
দাম প্রশ্নোত্তর MCQ TEST
নোঙর প্রশ্নোত্তর MCQ TEST
ব্যোমযাত্রীর ডায়রি প্রশ্নোত্তর MCQ TEST
ব্যাকরণ প্রশ্নোত্তর MCQ TEST
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নব নব সৃষ্টি প্রশ্নোত্তর MCQ TEST
আকাশে সাতটি তারা প্রশ্নোত্তর MCQ TEST
চিঠি প্রশ্নোত্তর MCQ TEST
আবহমান প্রশ্নোত্তর MCQ TEST
রাধারাণী প্রশ্নোত্তর MCQ TEST
কর্ভাস প্রশ্নোত্তর MCQ TEST
ব্যাকরণ প্রশ্নোত্তর MCQ TEST
বার্ষিক পরীক্ষা (গোটা বই)
হিমালয় দর্শন প্রশ্নোত্তর MCQ TEST
খেয়া প্রশ্নোত্তর MCQ TEST
নিরুদ্দেশ প্রশ্নোত্তর MCQ TEST
ভাঙার-গান প্রশ্নোত্তর MCQ TEST
চন্দ্রনাথ প্রশ্নোত্তর MCQ TEST
আমরা প্রশ্নোত্তর MCQ TEST
স্বর্ণপর্ণী প্রশ্নোত্তর MCQ TEST
ব্যাকরণ প্রশ্নোত্তর MCQ TEST

 

বিগত বছরের প্রশ্ন

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিচালনায় প্রতিটি বিদ্যালয় বছরে তিনটি পরীক্ষা তিনটি পর্যায়ে গ্রহণ করে থাকে। যাকে বাংলায় পর্যায়ক্রমিক মূল্যায়ন, ইংরেজিতে Summative Evaluation বলা হয়। আগে Unit Test বলা হতো। শেষ পরীক্ষাটিকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন বা ইংরেজিতে Annual Exam বলা হয়। নীচে বিগত বছরগুলির পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রশ্নপত্র আপলোড করা হবে। প্রশ্নগুলি পড়লে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটা ধারনা পাওয়া যাবে; এছাড়া মেধাবী ছাত্রছাত্রীরা নিজেদের সাজেশন নিজেরাই করে নিতে পারবে।

This Post Has One Comment

Leave a Reply