Class 9 History First Unit Test Model Question Paper – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Model Question Paper
Set-1

First Summative Evaluation
Cals- IX Sub – HISTORY
Time-1 hrs 30mts. F.M-40

১। সঠিক উত্তরটি বেছে লেখো (পাঁচটি) :
১ × ৫ = ৫

(ক) বারুদের ধ্বংসাত্মক শক্তির কথা বলেন (গ্যালিলিও / ব্রাজার / বেকন)।

উত্তরঃ গ্যালিলিও।

(খ) ‘টিথি’ ফরাসি (রাজাকে / চার্চকে / ভূ-স্বামীকে) কর দেয়।

উত্তরঃ চার্চকে।

(গ) পার্সিয়ান লেটারস’-এর রচনাকার (রুশো / মন্টেস্কু / ভলতেয়ার)।

উত্তরঃ মন্টেস্কু।

(ঘ) জ্যাকোবিন দলের নেতা (অ্যাডামস্মিথ / রোবস্পিয়ার / মিরাবো)।

উত্তরঃ রোবস্পিয়ার।

(ঙ) ফরাসি ‘বুর্জোয়া’ শব্দের অর্থ (মধ্যবিত্ত / অভিজাত শ্রেণী / নিম্নবিত্ত।

উত্তরঃ মধ্যবিত্ত।

(চ) বাস্তিল দুর্গের পতন হয় (১২-ই / ১৪-ই / ১৮-ই) জুলাই ১৭৮১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ১৪-ই ।

(ছ) ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হল (ইংরাজ / ফরাসি / জার্মান) শক্তি ১৮০৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ফরাসি।

২। দুই-এক কথায় উত্তর দাও (পাঁচটি) : ১×৫=৫

(ক) গুটেনবার্গ কীজন্য বিখ্যাত ?
উত্তরঃ গুটেনবার্গ বই ছাপার প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিখ্যাত।

(খ) ‘স্পিরিট অব লজ’ কার রচনা ?
উত্তরঃ মন্তেস্কু।

(গ) ‘আমিই রাষ্ট্র’ কোন্ ফরাসি রাজার উক্তি ?
উত্তরঃ পঞ্চদশ লুই।

(ঘ) বিপ্লব পূর্ব যুগে কারা ফ্রান্সে প্রথম সম্প্রদায়ভুক্ত ছিল ?
উত্তরঃ যাজকরা।

(ঙ) রুশো রচিত একটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ ‘লা কস্তা সোসিয়াল’।

(চ) ফরাসি বিপ্লবের বাণী কী ?
উত্তরঃ ‘স্বাধীনতা, সাম্য ও মৈত্রী’।

(ছ) কে সেন্টহেলেনা দ্বীপে নির্বাসিত হন ?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট।

৩। অতি সংক্ষিপ্ত উত্তর দাও (পাঁচটি) : ২ × ৫ = ১০

(ক) ‘সাকুলাৎ’ কাদের বলা হত ?
উত্তরঃ ফ্রান্সের নিম্ন শ্রেণীর মানুষ যারা শহর ও গ্রামের দরিদ্র, নিঃস্ব ও ভবঘুরে তাদের সাকুলাৎ বলা হত।

(খ) নোটার ডেম (নটর ডেম) ক্যাথিড্রেলে কার অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছিল ?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্টের অভিষেক হয়েছিল।

(গ) মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণায় কী বলা হয় ?
উত্তরঃ মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় বলা হয়—
১. স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার ও পবিত্র অধিকার।
২. আইনের চোখে সকলেই সমান।
৩. আইনের উৎস হল জনমত।
৪. সম্পত্তির অধিকার একটি পবিত্র অধিকার।
৫. স্বাধীনভাবে ধর্ম পালন ও মতামত প্রকাশের অধিকার সকলের আছে।
৬. সমস্ত নাগ্রিকের ওপর করভার সমভাবে প্রযোজ্য হবে।
৭. আইনি সাহায্য ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা বা কারাদন্ড দেওয়া যাবে না।

(ঘ) তিনজন ফরাসি দার্শনিকের নাম লেখো।
উত্তরঃ মন্তেস্কু, রুশো এবং ভলতেয়ার।

(ঙ) টেনিস মাঠের শপথ কী ?
উত্তরঃ 1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সের
তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেটস
জেনারেলের অধিবেশনে যোগ দিতে এসে,
সভার দরজা ভিতর থেকে বন্ধ দেখে,
পার্শ্ববর্তী টেনিস কোর্টের মাঠে জড়ো হয়।
সেখানে তারা ফ্রান্সের জন্য একটি সংবিধান
রচনা করার শপথ নেয়। একেই বলা হয়
‘টেনিস কোর্টের শপথ।

(চ) শত দিবসের রাজত্ব কী ?
উত্তরঃ নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে এলে রাজা অষ্টাদশ লুই পালিয়ে যান, তারপর নেপোলিয়ন 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শত দিবসের রাজত্ব নাম পরিচিত ।

(ছ) কোড নেপোলিয়ন কী ?
উত্তরঃ নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে ৪ জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয়, তা ‘কোড নেপোলিয়ন’ নামে খ্যাত।

৪। সংক্ষেপে উত্তর দাও (তিনটি) : ৪×৩=১২

(ক) ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ কী ছিল ?

(খ) বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব সংক্ষেপে লেখো।

(গ) ফরাসি বিপ্লবে ফরাসি নারীদের কী ভূমিকা ছিল ?

(ধ) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হল কেন ?

৫। একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

(ক) ফরাসি জাতীয় সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এর গুরুত্ব কি ?
৫+৩

(খ) ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের বিবরণ দাও। এর অবসান কীভাবে হলো ? ৫+৩

(গ) নেপোলিয়নের বিরুদ্ধে ফ্রান্স, জার্মানী ও আইবেরীয় উপদ্বীপের জনগণের
প্রতিক্রিয়ার সংক্ষিত বিবরণ দাও। ৩+২+৩

This Post Has 2 Comments

  1. Ff

    ৩)খ নাম্বার বলে দিলে খুব ভালো হতো স্যার

Leave a Reply