MODEL QUESTION PAPER
Set-2
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় – ইতিহাস
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান – ৪০
বিভাগ ‘ক’
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :১×১০=১০
১.১ ‘আমিই রাষ্ট্র’ – ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উক্তিটিতে ফুটে ওঠে—
(ক) গণতন্ত্রের ধারণা
(খ) স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা
(গ) প্রজাতন্ত্রের ধারণা
(ঘ) সামন্ততন্ত্রের ধারণা
১.২ ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে মন্তব্য করেছিলেন—
(ক) ভলতেয়র (খ) নেকব্বার
(গ) ষোড়শ লুই (ঘ) অ্যাডাম স্মিথ
১.৩ মার্চ এস্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল—
(ক) সাঁকুলেং-দের ভোটাধিকার
(খ) সমস্ত জনগণের ভোটাধিকার
(গ) থার্ড এস্টেটের মাথাপিছু ভোটাধিকার (ঘ) নারীদের ভোটাধিকার
১.৪ বাস্তিল দুর্গের পতন হয়েছিল—
(ক) ১৪ / ৭ / ১৭৮৯
(খ) ২০ / ৬ / ১৭৮৯
(গ) ৫ / ৫ / ১৭৮৯
(ঘ) ২৬ / ৭ /১৭৯৪
১.৫ ফরাসি চার্চ আদায় করত—
(ক) গ্যাবেল (খ) তেইলি (গ) করভি
(ঘ) টাইথ
১.৬ ১৮০৪ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন—
(ক) ষোড়শ লুই
(খ) রোবসপিয়ের
(গ) নেপোলিয়ন বোনাপার্ট
(ঘ) লাফায়েত্
১.৭ ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন—
(ক) নেপোলিয়ন বোনাপার্ট
(খ) তুর্গো
(গ) মিরাবো
(ঘ) আবে সিয়েস
১.৮ টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল—
(ক) ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে
(খ) ফ্রান্স ও রাশিয়ার মধ্যে
(গ) ফ্রান্স ও স্পেনের মধ্যে
(ঘ) ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে
১৯ নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল—
(ক) রাশিয়া
(গ) প্রাশিয়া
(খ) আইবেরিয় উপদ্বীপ
(ঘ) ইংল্যান্ড
১.১০ কনফেডারেশন অফ রাইনা গড়ে উঠেছিল—
(ক) ১৮০৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮০৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮০৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮০৭ খ্রিস্টাব্দে
বিভাগ : ‘খ’
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ১×৬=৬
২.১ ‘অ’স্তম্ভের সঙ্গে ‘আ’স্তম্ভ মেলাও : ১×৬=৬
‘অ’স্তম্ভ | ‘আ’স্তম্ভ |
(২.১.১) পার্সিয়ান লেটারস | ১.ফরাসি সংবিধান সভা |
(২.১.২) মানুষ ও নাগরিকের অধিকার | ২.নেপোলিয়ন বোনাপার্ট |
(২.১.৩) ফন্টেন ব্রুসন্ধি | ৩.মস্তেস্কু |
২.২ প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো :
(২.২.১) প্যারিস
(২.২.২) কর্সিকা
(২.২.৩) মস্কো
অথবা
(কেবল দষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করো :
(২.২.১) স্যোসাল কন্ট্রাক্ট বইয়ের লেখক ____________।
(২.২.২) ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল _______________।
(২.২.৩) নেপোলিয়ন বোনাপার্টের পরে ফ্রান্সের শাসক হয়েছিলেন __________।
বিভাগ : গ
৩. দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ৪টি) ২×৪=৮
৩.১ দৈবরাজতন্ত্র বলতে কী বোঝ ?
৩.২ জ্যাকোবিন শাসন কী ছিল ?
৩.৩ কোড নেপোলিয়ন কী ?
৩.৪ কনফেডারেশন অফ রাইন কেন গঠন করা হয়েছিল ?
৩.৫ নেপোলিয়ন-বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল ?
বিভাগ: ঘ
৪. সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ২টি) : ৪×২=৮
৪.১. বিপ্লব-পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কীভাবে ফরাসি বিপ্লবে ভূমিকা নিয়েছিল ?
৪.২. ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের যোগদান বিষয়ে একটি টীকা লেখো
৪.৩. মহাদেশীয় অবরোধ কীভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল?
বিভাগ : ঙ
৫. পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
৫.১ ফরাসি বিপ্লব দার্শনিকদের অবদান – মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। ৮
৫.২ কোড নেপোলিয়ন বিষয়ে একটি টীকা লেখো। শতদিবসের রাজত্ব বলতে কী বোঝো ? ৫+৩
Pingback: WBBSE Class 9 All Subject Unit Test Question Papers - Prosnodekho -