ডাকাতের মা MCQ Test একাদশ শ্রেণি | Dakater Maa Online MCQ Mock Test Class 11 WBCHSE

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ডাকাতের মা MCQ Test

Class 11 Bengali Exam Preparation Online Mock Test. আজকের বিষয় একাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্ন পত্রে ‘অথবা’ সহ মোট ২২টি প্রশ্ন থাকে। 18 টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

👉Online Mock Test কেন দেবেন ?

• Exam দেওয়ার জন্য আপনি কতটা তৈরি হয়েছেন সেটা জানতে পারবেন।

• পরীক্ষার প্যাটার্নের সাথে আপনার পরিচিতি ঘটে।

• পড়াশোনার ঘাটতির বিষয়ে আপনার দুর্বলতাকে চিহ্নিত করে।

• Online Mock Test দেওয়াটা বেশ মজার এবং তার সাথে পড়া শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।

• নিয়মিতভাবে Mock Test দিলে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরীক্ষা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।

👉Prosnodekho.com -এর Mock Test কেন দেবেন ?

• পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করা হয়।

• প্রতিদিন যখন ইচ্ছে Online Mock Test দিতে পারবেন।

• পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়।

• আপনার পরীক্ষার প্রস্তুতির কৌশলের অংশ হিসাবে মক্ টেস্টগুলি অত্যন্ত অপরিহার্য।

Q ➤ ১. দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটিটি কিনেছে ? (ক) চোদ্দো আনায় (খ) বারো আনায় (গ) দশ আনায় (ঘ) ষোলে আনায়


Q ➤ ২. দারোগার সঙ্গে যাবার সময় খাটিয়ার উপর সৌখী কী রেখে গেল ? (ক) তার ছেলের জন্য আনা খেলনা (খ) তার গায়ের পুরনো কম্বল (গ) তার বউয়ের জন্য আনা শাড়ি (ঘ) কোমর থেকে বার করা বটুয়া


Q ➤ ৩. ডাকাতের মায়ের ছেলের নাম কী ? (ক) সৌখী (খ) মহিম (গ) সাদিয়া (ঘ) করিম


Q ➤ ৪. জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল— (ক) গুদামে (খ) রান্নাঘরে (গ) বাগানে (ঘ) খামারে


Q ➤ ৫. “পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়।”- এখানে যার কথা বলা হয়েছে— (ক) সৌখীর মা (খ) সৌখীর বউ (গ) সৌখী (ঘ) সৌখীর বাবা


Q ➤ ৬. “এর আগেরবার সৌখী জেল থেকে এনেছিল”– (ক) একটি থালা (খ) একটি জামা (গ) একটি কম্বল (ঘ) একটি চাদর


Q ➤ ৭. জেলের ঠিকাদারের কাছ থেকে সৌখী রোজগার করে এনেছিল– (ক) নব্বই টাকা (খ) পঁচাত্তর টাকা (গ) পঁচাশি টাকা (ঘ) সত্তর টাকা


Q ➤ ৮. সৌখীর মা কার বাড়ি থেকে চুরি করেছিল ? (ক) পেশকার সাহেবের বাড়ি (খ) ধনীর বাড়ি (গ) দত্তবাড়ি (ঘ) রাজমিস্ত্রির বাড়ি


Q ➤ ৯. সৌখী টাকা কোথায় রেখেছিল ? (ক) মানিব্যাগে (খ) কোমরের বটুয়ায় (গ) মায়ের কাছে (ঘ) কোনোটাতেই নয়


Q ➤ ১০. সৌখীদের বাড়ির বাইরে কোন ফলের গাছ ছিল ? (ক) আম (খ) পেয়ারা (গ) লেবু (ঘ) নোনা আতা


Q ➤ ১১. “লোটা হলো বাড়ির লক্ষী”- বক্তা কে ? (ক) পেশকারের স্ত্রী (খ) দারোগা সহ্যের (গ) সৌখির মা (ঘ) মাতাদিন পেশকার


Q ➤ ১২. সৌখীর মায়ের বেয়াই এর কয়টি মোষ ছিল ? (ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি


Q ➤ ১৩. সৌখী কাকে ঘুষ দিয়েছিল ? (ক) জেলার সাহেবকে (খ) লাট সাহেবকে (গ) চৌকিদারকে (ঘ) হেড জমাদার সাহেবকে


Q ➤ ১৪. সৌখীর মা কী বিক্রি করে জীবন কাটায় ? (ক) দই (খ) কড়াই (গ) খই মুড়ি (ঘ) ধান


Q ➤ ১৫. দলের লোকেরা কয় বছর সৌখীর মাকে টাকা পাঠিয়েছিল ? (ক) এক বছর (খ) দুই বছর (গ) তিন বছর (ঘ) চার বছর


Q ➤ ১৬. “চোরাই মাল জেনেই কিনেছিস”– বক্তা কে ? (ক) সৌখির মা (খ) মাতাদিন পেশকার (গ) দারোগা (ঘ) দোকানদার


Q ➤ ১৭. “ওকে ছেড়ে দিন দারোগা সাহেব”- বক্তা কে ? (ক) সৌখি (খ) সৌখির মা (গ) সৌখির বাবা (ঘ) সৌখির বৌ


Q ➤ ১৮. “বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে”- উক্তিটি কার ? (ক) পেশকার সাহেবের (খ) সৌখির মায়ের (গ) সৌখির (ঘ) সৌখির বৌয়ের


Q ➤ ১৯. হাতি পাকে পড়লে কে লাথি মারে ? (ক) সাপ (খ) টিকটিকি (গ) ব্যাং (ঘ) মানুষ


Q ➤ ২০. “ঘুম আর আসতে চায়না”- এখানে কার কথা বলা হয়েছে ? (ক) সৌখির (খ) সৌখির মায়ের (গ) সৌখির বাবার (ঘ) সৌখির বৌয়ের


Q ➤ ২১. টকটক করে টোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে কে এসেছে ? (ক) সৌখী নিজে এসেছে (খ) সৌখীর বাপ এসেছে (গ) দলের লোক টাকা দিতে (ঘ) পুলিশের লোক এসেছে


Q ➤ ২২. “ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে না”- কেন ? (ক) ছেলে ডাকাতি করে রাতে ফিরে (খ) দরজায় সামান্য আওয়াজে যাতে ঘুম ভেঙে যায় (গ) পুলিশ এলে যাতে সতর্ক হওয়া যায় (ঘ) উপরের সবগুলো ঠিক


Q ➤ ২৩. কে জেল দেখতে গিয়েছিলেন ? (ক) বড় সাহেব (খ) লাট সাহেব (গ) বড়বাবু (ঘ) ছোটবাবু


Q ➤ ২৪. কাছারির ঘড়িতে কটা বাজে ? (ক) রাত তিনটে (খ) রাত দুটো (গ) রাত একটা (ঘ) রাত চারটা


Q ➤ ২৫. সৌখির ক’বছর হল জেলে গিয়েছে ? (ক) সাত বছর (খ) ছয় বছর (গ) পাঁচ বছর (ঘ) চার বছর


Q ➤ ২৬. সৌখীর ছেলের বয়স কত ? (ক) চার-পাঁচ বছর (খ) সাত-আট বছর (গ) দশ-এগারো বছর (ঘ) দুই-তিন বছর


Q ➤ ২৭. সৌখির মা আগে ছিল— (ক) ডাকাতের বউ (খ) ডাকাতের মা (গ) ডাকাতের ছেলে (ঘ) ডাকাত


Q ➤ ২৮. সৌখী টাকা কোথায় রেখেছিল ? (ক) মানিব্যাগে (খ) কোমরের বটুয়ায় (গ) মায়ের কাছে (ঘ) কোনোটাতেই নয়


Q ➤ ২৯. জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল— (ক) গুদামে (খ) রান্নাঘরে (গ) বাগানে (ঘ) খামারে


Q ➤ ৩০. ‘দারোগাসাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন ?’ এই উক্তিটি কার ? (ক) সৌখির (খ) পেশকারের (গ) দোকানদারের (ঘ) পাড়ার লোকের


Q ➤ ৩১. বুড়ি কার পায়ের ওপর মাথা কুটছে ? (ক) পেশকারবাবুর (খ) দারোগাবাবুর (গ) কেরানিবাবুর (ঘ) উকিলবাবুর


Q ➤ ৩২. ‘সেইজন্য হুলস্থূল পড়ে গেল তাঁর বাড়িতে’– কোন সময় ? (ক) সকালবেলায় (খ) মাঝরাতে (গ) বিকেলবেলায় (ঘ) দুপুরবেলায়


Q ➤ ৩৩. ‘মেয়ে-মানুষের আর কত আক্কেল হবে।’– এ চিন্তা কার ? (ক) দোকানদারের (খ) দারোগার (গ) সৌখির (ঘ) ডাকাত দলের সর্দারের


Q ➤ ৩৪. ‘হায় রে কপাল’ উক্তিটি কে করেছে ? (ক) সৌখির বাবা (খ) সৌখি (গ) সৌখির মা (ঘ) সৌখির বউ


Q ➤ ৩৫. ‘ডাকাতের মা’ গল্পে কাছারির ঘড়িতে বেজেছিল ? (ক) চারটে (খ) পাঁচটা (গ) দুটো (ঘ) তিনটা


Q ➤ ৩৬. ‘ডাকাতের মা’ গল্পে সৌখির সাজা কমেছিল ? (ক) এক বছর (খ) দেড় বছর (গ) আড়াই বছর (ঘ) দু বছর


Q ➤ ৩৭. ‘এ আনন্দ তার রাখবার জায়গা নেই।’– আনন্দের কারণ হল ? (ক) ছেলে এতদিন পর জেল থেকে ফেরার পরও তার সঙ্গে খুনশুড়ি করছে (খ) ছেলে জেলে ভালো ব্যাবহার করে ছাড়া পেয়ে মার কাছে এসেছে (গ) ছেলে জেল থেকে লুকিয়ে বাড়ি ফিরেছে (ঘ) ছেলে এতদিন জেলে থাকার পর বাড়ি ফিরেছে


Q ➤ ৩৮. ‘পুলিশ দেখে ভয় পাবার লোক এসে নয়’ কিন্তু ? (ক) আজকার ঘটনা আলাদা (খ) আজকার ব্যাপার সাপার সম্পূর্ণ পৃথক (গ) আজ ঘটেছে অন্য ঘটনা (ঘ) আজ যে ব্যাপার অন্য


Q ➤ ৩৯. কতবার পুলিশ এসেছে, কখনও সৌখির মার মাথা হেঁট হয়নি, কারণ ? (ক) সে জানে তাঁর স্বামী পুত্র ছিঁচকে চোর নয় (খ) সে জানে ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা (গ) সে জানে তাঁর স্বামী পুত্র ছোটো কাজ করে না (ঘ) সে মনে করে ডাকাতি করা মস্ত বীরের কাজ


Q ➤ ৪০. সৌখির মা ছেলের দিকে শুধু একবার তাকিয়ে মাথা হেঁট করে রইল, কারণ ? (ক) সে ডাকাতের মায়ের উপযুক্ত কাজ করেনি (খ) সে ডাকাত ছেলের মুখে চুনকালি দিয়েছে (গ) সে ছিঁচকে চোরের কাজ করেছে (ঘ) স্বামী পুত্রের হকের পেশার দুর্নাম করেছে


Q ➤ ৪১. ‘ডাকাতের মা’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? (ক) অপরিচিতা (খ) জাগরী (গ) চকাচকি (ঘ) সংকট


Q ➤ ৪২. ‘ডাকাতের মা’ কি ধরনের গল্প ? (ক) গল্প (খ) ছোটোগল্প (গ) বড়ো গল্প (ঘ) অণুগল্প


Q ➤ ৪৩. ‘ডাকাতের মা’ গল্পে সৌখির ছেলের বয়স ? (ক) তিন-চার বছর (খ) চার-পাঁচ বছর (গ) সাত-আট বছর (ঘ) ছয়-সাত বছর


Q ➤ ৪৪. ‘ডাকাতের মা’ গল্পে যে ঋতুর উল্লেখ পাওয়া যায় সেটি ? (ক) গ্রীষ্মকাল (খ) শরৎকাল (গ) শীতকাল (ঘ) বসন্তকাল


Q ➤ ৪৫. ‘ডাকাতের মায়েরও গা ছমছম করে।’ কারণ ? (ক) সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে (খ) সম্মুখে এক ভূতের মতন কিম্ভুত লোককে দেখে (গ) সম্মুখে পুলিশের এক লোককে দেখে (ঘ) সম্মুখে এক তাগড়াই চেহারার লোককে দেখে


Q ➤ ৪৬. ‘বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরুল ঘর থেকে’ এখানে ‘বুড়ি’ বলতে কে ? (ক) সৌখির শাশুড়ি মা (খ) সৌখির দিদা (গ) সৌখির মা (ঘ) সৌখির ঠাকুরমা


Q ➤ ৪৭. ‘উনোনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে।’– কোথায় ? (ক) সারা ঘরময় (খ) সারা পাড়ায় (গ) সারা বারান্দায় (ঘ) সারা রান্নাঘরে


Q ➤ ৪৮. মাত্র দু মাস তিন মাসের সাজা হয় কাদের ? (ক) কদুচোরদের (খ) কুমড়ো চোরদের (গ) পটোল চোরদের (ঘ) বেগুন চোরদের


Q ➤ ৪৯. ‘দেখিয়ে দেব পাড়ার লোকদের’– সৌখির মা কি দেখিয়ে দেবে— (ক) তাঁর নাতি ফেলনা নয় (খ) তাঁর নাতি কাঙাল নয় (গ) তাঁর নাতি হালঘরের ছেলে নয় (ঘ) তাঁর নাতি পথের ভিখারী নয়


Q ➤ ৫০. একবার সৌখি ‘কি মারই মেরেছিল মাকে’ কারণ ? (ক) ঘুমে নিঃসাড় হয়ে পড়েছিল বলে (খ) ডাকাডাকি করেও ঘুম ভাঙেনি বলে (গ) রাত দুপুরে বাড়ি ফিরে এসে টোকার সাড়া না পেয়ে (ঘ) রাতে সজাগ ছিল না বলে


Q ➤ ৫১. ‘প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল’ প্রশ্নটি কি ? (ক) ছেলেকে দেখছি না ? (খ) বউকে দেখছি না ? (গ) বাড়িয়ে কাউকে দেখছি না ? (ঘ) এদের কাউকে দেখছি না ?


Q ➤ ৫২. ‘সে মনে মনে ঠিক করে ফেলে যে’ – কি ঠিক করেছে ? (ক) কালই সে যাবে ছেলেকে দেখতে (খ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে (গ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে দেখতে (ঘ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে আসার কথা বলতে


Q ➤ ৫৩. ‘তাঁর পরিচয় ডাকাতের মা বলে’– কারণ ? (ক) ডাকাত দলের সঙ্গে ছেলের যোগ আছে (খ) ছেলে ডাকাত (গ) ডাকাতের সঙ্গে ছেলের বন্ধুত্ব আছে (ঘ) ছেলে ডাকাত দলের শাগরেদ


Q ➤ ৫৪. ‘ডাকাত মায়ের ঘুম পাতলা হতে হয়’– কারণ ? (ক) ছেলের ফেরার অপেক্ষায় (খ) ছেলে কত কি আনবে তা দেখার আগ্রহ (গ) দরজায় টোকার আওয়াজ শুনে দরজা খোলার জন্য (ঘ) ছেলের আনা জিনিস ঘরের ভিতরে নেওয়ার জন্য


Q ➤ ৫৫. সৌখির বাপের দলের একজন পুলিশের হাতে ধরা পড়বার পর নিজের হাতে জিব কেটে ফেলেছিল, কারণ ? (ক) পাছে সর্দারের নাম বলে ফেলে (খ) পাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে (গ) পাছে কত কি ডাকাতি করেছে তা বলে ফেলে (ঘ) পাছে দলের লোকের নাম বলে ফেলে


Q ➤ ৫৬. সৌখির এবারকার বউটার শরীর ভেঙে গিয়েছে, কারণ ? (ক) খুব খাটুনির ফলে (খ) মনের অশান্তির ফলে (গ) রোগা ভোগা ছিল, তাঁর ওপর ছেলে হওয়া (ঘ) খাটুনির মধ্যে বিশ্রাম না পাওয়া


Q ➤ ৫৭. ‘তখন তাকে ঠেকানো হয় মুশকিল।’– কারণ ? (ক) যখন দলের কারও মনে পাপ ঢোকে (খ) যখন দলের কেউ মারমুখী হয়ে ওঠে (গ) যখন দলের কারও মনে স্বার্থ চিন্তা বড়ো হয় (ঘ) যখন দলের কেউ শত্রু হয়ে ওঠে


Leave a Reply