প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় Dhoni Totto Mock Test. তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী Quiz. যে কোনো পরীক্ষায় সময় ধরে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা সব সময় এগিয়ে থাকে। নিজের অগ্রগতি জানার জন্য অবশ্যই মক টেস্ট দেওয়া প্রয়োজন। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য এই Quiz Blog এর আয়োজন করা হলো । প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে করার চেষ্টা করা হয়েছে, তারপরেও যদি কোন ভুল থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাফল্যই আমাদের সাফল্য।ধন্যবাদ।
Q ➤ ১. একটি অবিভাজ্য ধ্বনি হল— (ক) দৈর্ঘ্য (খ) শ্বাসাঘাত (গ) সুরতরঙ্গ (ঘ) উপরের সবকটি
Q ➤ ২. তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির শেষ ধ্বনিটি সবসময়ই ______ হয়। (ক) র (খ) স (গ) প (ঘ) ক
Q ➤ ৩. বাংলায় দ্বিস্বরধ্বনি কয়টি ? (ক) দুটি (খ) চারটি (গ) ছটি (ঘ) সাতটি
Q ➤ ৪. ধ্বনিমূল হলো ভাষার— (ক) ক্ষুদ্রতম অর্থহীন একক (খ) ক্ষুদ্রতম অর্থযুক্ত একক (গ) বৃহত্তম অর্থহীন একক (ঘ) বৃহত্তম অর্থপূর্ণ একক
Q ➤ ৫. ধ্বনিতত্ত্ব বিষয়টি যা বিশ্লেষণ করে— (ক) মূলত বিভাজ্য ধ্বনি (খ) কেবল অবিভাজ্য ধ্বনি (গ) কেবল যুক্তধ্বনি (ঘ) কেবল গুচ্ছধ্বনি
Q ➤ ৬. ধ্বনিতত্ত্ব অনুযায়ী বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটি ? (ক) ২৫টি (খ) ২৭টি (গ) ৩০টি (ঘ) ৩২টি
Q ➤ ৭. বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি ? (ক) পাঁচটি (খ) সাতটি (গ) নটি (ঘ) এগারোটি
Q ➤ ৮. বাংলা ভাষায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশের তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা— (ক) একটি (খ) চারটি (গ) আটটি (ঘ) বারোটি
Q ➤ ৯. নিচের কোনটি একটি কন্ঠনালীয় ধ্বনি ? (ক) হ (খ) ষ (গ) থ (ঘ) ছ
Q ➤ ১০. উষ্মধ্বনিটি হল- (উঃ মাঃ ২০১৫) (ক) ত (খ) ম (গ) ল (ঘ) শ
Q ➤ ১১. চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় কটি রয়েছে ? (ক) দুটি (খ) একটি (গ) তিনটি (ঘ) চারটি
Q ➤ ১২. একটি তাড়িত ধ্বনি হলো- (উঃ মাঃ ২০১৬) (ক) ঝ (খ) ম (গ) ভ (ঘ) ড়
Q ➤ ১৩. বাংলায় অর্ধ স্বরধ্বনি হলো – (ক) ২ টি (খ) ৩ টি (গ) ৪ টি (ঘ) ৫ টি
Q ➤ ১৪. নীচের কোনটি বাগ্ যন্ত্রের অন্তর্ভুক্ত নয় ? (ক) কণ্ঠ (খ) তালু (গ) দন্ত (ঘ) মস্তক
Q ➤ ১৫. শ, ষ, স –এই ধ্বনি তিনটি হল— (ক) নাসিক্য ধ্বনি (খ) উষ্ম ধ্বনি (গ) পার্শ্বিক ধ্বনি (ঘ) কম্পিত ধ্বনি
Q ➤ ১৬. ঘোষ শব্দের অর্থ হল— (ক) গভীর (খ) হালকা (গ) নাদ (ঘ) গম্ভীর
Q ➤ ১৭. ‘র’ ধ্বনিটি হল— (ক) উষ্ম ধ্বনি (খ) কম্পিত ধ্বনি (গ) পার্শ্বিক ধ্বনি (ঘ) নাসিক্য ধ্বনি
Q ➤ ১৮. ‘ল’ ধ্বনিটি হল— (ক) উষ্ম ধ্বনি (খ) নাসিক্য ধ্বনি (গ) কম্পিত ধ্বনি (ঘ) পার্শ্বিক ধ্বনি
Q ➤ ১৯. দন্তমূলীয় বর্ণের উদাহরণ হল— (ক) ক (খ) ম (গ) প (ঘ) স
Q ➤ ২০. ‘হ’ ধ্বনিটি হল— (ক) পার্শ্বিক ধ্বনি (খ) কম্পিত ধ্বনি (গ) নাসিক্য ধ্বনি (ঘ) উষ্ম ও কণ্ঠনালীয়
Q ➤ ২১. উষ্ম ধ্বনিটি হল— (ক) শ (খ) ম (গ) ত (ঘ) ল
Q ➤ ২২. ‘ভ’ ধ্বনি টি হল— (ক) অল্পপ্রাণ ওষ্ঠ (খ) অঘোষ ওষ্ঠ (গ) মহাপ্রাণ দন্ত্য (ঘ) ঘোষ ওষ্ঠ
Pingback: উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | WBBSE H.S Bengali Question Answer - Prosnodekho - Prosnodekho