দ্বীপান্তরের বন্দিনী কবিতার MCQ Test একাদশ শ্রেণি | Dipantorer Bondini MCQ Test Class 11 WBCHSE

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দ্বীপান্তরের বন্দিনী MCQ Test

WBCHSE Class 11 Bengali Exam Online MCQ Mock Test. আজকের বিষয় একাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাৎসরিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্ন পত্রে ‘অথবা’ সহ মোট ২২টি প্রশ্ন থাকে। 18 টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

👉Online Mock Test কেন দেবেন ?

• Exam দেওয়ার জন্য আপনি কতটা তৈরি হয়েছেন সেটা জানতে পারবেন।

• পরীক্ষার প্যাটার্নের সাথে আপনার পরিচিতি ঘটে।

• পড়াশোনার ঘাটতির বিষয়ে আপনার দুর্বলতাকে চিহ্নিত করে।

• Online Mock Test দেওয়াটা বেশ মজার এবং তার সাথে পড়া শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।

• নিয়মিতভাবে Mock Test দিলে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরীক্ষা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।

👉Prosnodekho.com -এর Mock Test কেন দেবেন ?

• পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করা হয়।

• প্রতিদিন যখন ইচ্ছে Online Mock Test দিতে পারবেন।

• পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়।

• আপনার পরীক্ষার প্রস্তুতির কৌশলের অংশ হিসাবে মক্ টেস্টগুলি অত্যন্ত অপরিহার্য।

Online MCQ Mock Test
একাদশ শ্রেণি বাংলা
দ্বীপান্তরের বন্দিনী

Q ➤ ১. “মা’র কতোদিন দ্বীপান্তর ?”- এর উত্তরে কী শোনা যায় ? (ক) একশত বছর (খ) দুইশত বছর (গ) দেড়শত বছর (ঘ) আড়াইশ বছর


Q ➤ ২. দ্বীপান্তর কোথায় ? (ক) হাজার মাইল দূরে (খ) সপ্ত সিন্ধু তেরো নদী পার (গ) দেশান্তরে (ঘ) ইংল্যান্ডে


Q ➤ ৩. “যন্ত্রী যেখানে সান্ত্রী বসায়ে”- ‘সান্ত্রী’ কথার অৰ্থ কী ? (ক) শাস্তি (খ) প্রহরী (গ) যন্ত্র (ঘ) গুপ্তচর


Q ➤ ৪. “সত্য বলিলে বন্দী হই” কারণ— (ক) সত্য বলা নিষিদ্ধ (খ) আইন এখানে ন্যায়ের শাসক (গ) সত্য নিজেই বন্দী আছে (ঘ) কেউ সত্য শুনতে চায় না।


Q ➤ ৫. “মুক্ত কি আজ বন্দিনী বাণী ?”- ‘বন্দিনী বাণী’ আসলে কী ? (ক) স্বাধীনতার কন্ঠস্বর (খ) দেবী সরস্বতী (গ) ভারতমাতা (ঘ) স্বাধীনতা সংগ্রামী


Q ➤ ৬. “বাজাও পাঞ্চজন্য শাঁখ”- ‘পাঞ্চজন্য’ আসলে কার শাঁখ ? (ক) কৃষ্ণ (খ) অর্জুন (গ) কর্ণ (ঘ) ভগীরথ


Q ➤ ৭. ব্রিটিশ সরকার ভয়ে সিংহকে কোথায় রাখে ? (ক) আন্দামানে (খ) দ্বীপান্তরে (গ) কারাগারে (ঘ) পিঞ্জরে


Q ➤ ৮. “বেজেছে বাণীর সেতারে আজ?”- কী বাজার কথা বলা হয়েছে ? (ক) বিধির বেতারমন্ত্র (খ) মুক্তবন্ধ সুর (গ) পূজার মন্ত্র (ঘ) শঙ্খধ্বনি


Q ➤ ৯. কে ‘বিদ্রোহী’ আখ্যা লাভ করল ? (ক) ব্রিটিশরা (খ) পরাধীন দেশবাসীরা (গ) স্বাধীনতা সংগ্রামীরা (ঘ) বাণীর মুক্ত শতদল


Q ➤ ১০. “উঠেছে বাণীর শিশ-মহল”- ‘শিশ-মহল’ কথার অর্থ হল– (ক) সীসা নিৰ্মিত মহল (খ) কাঁচের ঘর (গ) শীর্ষ মহল (ঘ) গুপ্ত কক্ষ


Q ➤ ১১.“সহিছে বিচার-চেড়ীর মার”- কে সহ্য করছে ? (ক) দেশবাসী (খ) শৌখিন পূজারী (গ) বন্দিনী সীতা-সম বাণী (ঘ) ভারত-ভারতী


Q ➤ ১২. ব্যাঘ্রের জন্য ব্রিটিশ সরকার কী শাস্তি বরাদ্দ করে ? (ক) জেল খাটানো হয় (খ) দ্বীপচালানে দেওয়া হয় (গ) গুলি করা হয় (ঘ) অগ্নিশেল হানা হয়


Q ➤ ১৩. কবি কোথা থেকে আরতির তেল আনতে বলেছেন ? (ক) জীবন চুয়ানো ঘানি থেকে (খ) মন্দির থেকে (গ) গৃহস্থ্য থেকে (ঘ) অন্য দেশ থেকে


Q ➤ ১৪. “পদ্মে রেখেছে চরণ-পদ্ম”- কে ? (ক) ভারত-ভারতী (খ) পূজারী (গ) কৃষ্ণ (ঘ) যুগান্তরের ধর্মরাজ


Q ➤ ১৫. “পুণ্যবেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন _________” (২০১৪) (ক) এক শত বছর (খ) দেড় শত বছর (গ) দুই শত বছর (ঘ) তিন শত বছর


Q ➤ ১৬. ‘বাজাও পাঞ্চজন্য’ — পাঞ্চজন্য কী ? (২০১৫) (ক) কৃষ্ণের বাঁশি (খ) অর্জুনের শাঁখ (গ) কৃষ্ণের শাঁখ (ঘ) নারদের বীণা।


Q ➤ ১৭. দ্বীপান্তরের বন্দিনী’ কবিতাটির মুল কাব্যগ্রন্থের নাম (২০১৬)– (ক) ফণি-মনসা। (খ) দোলন চাঁপা (গ) অগ্নিবীণা। (ঘ) সর্বহারা


Q ➤ ১৮. ‘দীপান্তর’ কথার অর্থ হল— (২০১৭) (ক) অন্য দ্বীপ (খ) সবুজ দ্বীপ (গ) অনেক দ্বীপ (ঘ) দ্বীপের বাইরে


Q ➤ ১৯. ‘পুণ্যবেদীর শূন্যে’ কতদিন ক্রন্দন ধ্বনিত হয়েছে ? (২০১৮) (ক) হাজার বছর (খ) একশত বছর (গ) দেড়শত বছর (ঘ) তিনশত বছর


Q ➤ ২০. ‘পাঞ্চজন্য’ ব্যবহারকারী হলেন– (২০১৯) (ক) অর্জুন (খ) শ্রীকৃষ্ণ (গ) ইন্দ্র (ঘ) নারদ


Q ➤ ২১. ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম– (২০২০) (ক) ফণিমনসা (খ) অগ্নিবীণা (গ) দোলনচাঁপা (ঘ) সর্বহারা।


Q ➤ ২২. ‘চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে ?’– চণ্ডাল ও ব্রাক্ষ্মণ কারা ? (২০২২) (ক) অর্জুন ও কৃষ্ণ (খ) কৃষ্ণ ও ব্যাস (গ) ব্যাস ও বিধুর (ঘ) অর্জুন ও নীলধ্বজ।


Q ➤ ২৩. ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতাটি কবি কাজী নজরুল কোথায় বসে লেখেন ? (ক) কলকাতায় বসে (খ) কুমিল্লায় বসে (গ) ঢাকায় বসে (ঘ) হুগলিতে বসে


Q ➤ ২৪. “__________ভয়ে রাখে পিঞ্জরে।”– (ক) ব্যাঘ্রেরে (খ) ভাল্লুকেরে (গ) হায়নারে (ঘ) সিংহেরে


Q ➤ ২৫. “বাণী যেথা ঘানি টানে________।”– (ক) দিনরাত্রি (খ) দিবারাত্রি (গ) নিশিদিন (ঘ) অহর্নিশ


Q ➤ ২৬. রূপের কলম কীসে ম্লান হয় ? (ক) রুপোর কাঠির কোমল স্পর্শে (খ) সোনার কাঠির কঠিন স্পর্শে (গ) রুপোর কাঠির কঠিন স্পর্শে (ঘ) সোনার কাঠির কোমল স্পর্শে


Q ➤ ২৭. ‘ধ্বংস হল কি _______?’– (ক) যক্ষ পুর (খ) রক্ষ পুর (গ) পরাধীনতা (ঘ) স্বাধীনতা


Q ➤ ২৮. ‘বাজাও পাঞ্চজন্য’ পাঞ্চজন্য কি ? (ক) কৃষ্ণের বাঁশি (খ) অর্জুনের শাঁখ (গ) কৃষ্ণের শাঁখ (ঘ) নারদের বীণা


Q ➤ ২৯. দ্বীপান্তর কথার অর্থ হল ? (ক) অন্য দ্বীপ (খ) সবুজ দ্বীপ (গ) অনেক দ্বীপ (ঘ) দ্বীপের বাইরে


Q ➤ ৩০. ‘বাণী যেথা ঘানি টানে’ কতদিন ? (ক) নিশিদিন (খ) রাতদিন (গ) সারাদিন (ঘ) দিবারাত্রি


Q ➤ ৩১. ‘সিংহেরে ভয়ে রাখে’ কোথায় ? (ক) খাঁচায় (খ) পিঞ্জরে (গ) বাঁধনে (ঘ) বদ্ধ ঘরে


Q ➤ ৩২. ‘দ্বীপান্তরের বন্দিনী ’ কবিতাটি কে লিখেছেন ? (ক) মাইকেল মধুসূদন দত্ত (খ) দেবেন্দ্রনাথ সেন (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়


Q ➤ ৩৩. ‘পদ্মে রেখেছে চরণ পদ্ম’ কে রেখেছে ? (ক) সৌভাগ্য দেবী লক্ষ্মী (খ) বানীর দেবী সরস্বতী (গ) প্রলয় দেবতা নটরাজ (ঘ) যুগান্তরের ধর্মরাজ


Q ➤ ৩৪. কে ধান ভানছে ? (ক) বন্দিনী বাণী (খ) বন্দিনী সীতা (গ) বানীর কমল (ঘ) বন্দি সত্য


Q ➤ ৩৫. ‘আসে নাই ফিরে ভারত ভারতী ?’ ‘ভারতী’ কে ? (ক) দূর্গা দেবী (খ) মনসা দেবী (গ) সরস্বতী দেবী (ঘ) মহামায়া দেবী


Q ➤ ৩৬. দ্বীপান্তরের স্থানটি কোথায় ছিল ? (ক) সিংহল (খ) আন্দামান (গ) মালদ্বীপ (ঘ) নিকোবর


Q ➤ ৩৭. ‘সপ্ত সিন্ধু তেরো নদী পার’ বলতে কি বোঝানো হয় ? (ক) কাছের (খ) দূরের (গ) দূরতর স্থান (ঘ) দূরতম স্থান


Q ➤ ৩৮. আন্দামান কোথায় অবস্থিত ? (ক) আরব সাগরে (খ) বঙ্গোপসাগরে (গ) কচ্চ উপসাগরে (ঘ) ভারত মহাসাগরে


Q ➤ ৩৯. আন্দামান কি ? (ক) এশিয়ার মূলখন্ড (খ) ভারতের মূলখন্ড (গ) ভারতের অঙ্গরাজ্য (ঘ) ভারতের অধীন দ্বীপপুঞ্জ


Q ➤ ৪০. ‘সত্য বলিলে’ কি হতে হয় ? (ক) তিরস্কৃত হতে হয় (খ) বন্দি হতে হয় (গ) অত্যাচারিত হতে হয় (ঘ) শাস্তি পেতে হয়


Q ➤ ৪১ দ্বীপান্তরের ঘানিতে কি লেগেছে ? (ক) নতুন যুগের ছোঁয়া (খ) যুগ পরিবর্তনের স্পর্শ (গ) নব যুগের আবর্তন (ঘ) যুগান্তরের ঘূর্ণিপাক


Q ➤ ৪২. কে ‘ঘানি টানে নিশিদিন’ ? (ক) সশ্রম কারাদণ্ডে দন্ডিত কয়েদি (খ) দ্বীপান্তরে নির্বাসিত কয়েদি (গ) বাণী (ঘ) আন্দামানের বন্দিপল্লীর কয়েদি


Q ➤ ৪৩. পূণ্যবেদীর শূন্য ভেদ করে কি উঠেছে ? (ক) ক্রন্দন (খ) হা হুতাশ (গ) দীর্ঘশ্বাস (ঘ) যন্ত্রণার আওয়াজ


Q ➤ ৪৪. সীতা কোথায় বন্দিনী ছিলেন ? (ক) পঞ্চবটিতে (খ) দন্ডকার্ণ (গ) সুন্দর বনে (ঘ) অশোক কাননে


Q ➤ ৪৫. প্রকৃতপক্ষে বাণীর মুক্ত শতদল হলেন কারা ? (ক) যাঁরা বাণী মায়ের সেবক (খ) যাঁরা বন্দিনী বাণী মায়ের মুক্তির জন্য উৎসর্গিত প্রাণ (গ) যাঁরা বাণীর মুক্ত ভক্ত (ঘ) যাঁরা বাণী মায়ের সেবায় রত


Leave a Reply