শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে Defence Research & Development Organisation এ নিয়োগ ২০২৩-২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে Defence Research & Development Organisation এ নিয়োগ ২০২৩-২০২৪

DRDO নিয়োগ ২০২৪: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) রিসার্চ অ্যাসোসিয়েটশিপ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে। ভারত সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।

» পদের নাম– Research Associateship(01) Junior Research Fellowship(04)

» মোট শূন্যপদ– ৫ টি।

» শিক্ষাগত যোগ্যতা– রিসার্চ অ্যাসোসিয়েটশিপের জন্য প্রার্থীদের অবশ্যই পিএইচডি করা থাকতে হবে। বা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিভাগে সমমানের ডিগ্রি থাকতে হবে।

জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য প্রার্থীদের অবশ্যই NET যোগ্যতা সহ প্রথম বিভাগে প্রাসঙ্গিক বিষয়ে (মৌলিক বিজ্ঞান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই পেশাদার কোর্সে (B.E./B.Tech.) নেট/গেট সহ প্রথম বিভাগে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বা পেশাদার কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি (M.E./M.Tech.) উভয় ক্ষেত্রেই প্রথম বিভাগে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ডিগ্রি থাকতে হবে।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» আবেদন পদ্ধতি– অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.drdo.gov.in-এ গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করার পর নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা করতে হবে।

»আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা–
স্থান: DMSRDE ট্রানজিট সুবিধা (DRLM পুলিয়ার কাছে), DMSRDE, G. T. রোড, কানপুর 208004
তারিখ- ২৪-0১-202৪
সময়: 0৯.00 ঘন্টা

» আবেদন ফি– আবেদনকারীকে কোনো আবেদন ফি দিতে হবে না।

» মাসিক বেতন– রিসার্চ অ্যাসোসিয়েটশিপের জন্য নির্বাচিত প্রার্থী মাসিক বেতন পাবেন ৬৭০০০টাকা।
জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য নির্বাচিত প্রার্থী মাসিক বেতন পাবেন ৩৭০০০ টাকা।

» আবেদনের শেষ তারিখ– ২৩ শে জানুয়ারী, ২০২৪।

»ইন্টারভিউ এর তারিখ-২৪ শে জানুয়ারী,২০২৪

Official Notificatio– Download Now

Leave a Reply