First Unit Test History Class 10 | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণির ইতিহাস – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণির ইতিহাস
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান – 40

বিভাগ – ক

১. সঠিক উত্তরটি নির্বাচন করো :১x১০=১০

১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন—
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) যদুনাথ সরকার
(গ) বোরিয়া মজুমদার
(ঘ) রণজিৎ গুহ

উত্তরঃ (ঘ) রণজিৎ গুহ

১.২ বাগেশ্বরী শিল্প প্রবন্ধমালা’ রচনা করেন—
(ক) অক্ষয়কুমার মৈত্র
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) অশোক মিত্র।
(ঘ) বিনোদবিহারী মুখোপাধ্যায়

উত্তরঃ (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

১.৩ ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) উমেশচন্দ্ৰ দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১.৪ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন—
(ক) নব্যবঙ্গ গোষ্ঠী (খ) ব্রাহ্মসমাজ
(গ) প্রার্থনা সমাজ (ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (ক) নব্যবঙ্গ গোষ্ঠী

১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস
চ্যান্সেলার ছিলেন—
(ক) উইলিয়াম কোলভিল
(খ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(গ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়
(ঘ) ডেভিড হেয়ার

উত্তরঃ (ক) উইলিয়াম কোলভিল

১.৬ হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে (খ) ১৮১৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮১৭ খ্রিস্টাব্দে

১.৭ বারাসত বিদ্রোহের নেতা ছিলেন—
(ক) দুদুমিঞা (খ) তিতুমীর
(গ) বিরসা মুন্ডা (ঘ) রামরতন মল্লিক

উত্তরঃ (খ) তিতুমীর

১.৮ চূয়াড় বিদ্রোহের নেতা ছিলেন—
(ক) নুরুলউদ্দিন (খ) সিধু (গ) মজনু শাহ
(ঘ) দুর্জন সিং

উত্তরঃ (ঘ) দুর্জন সিং

১.৯ কোন্‌ বিদ্ৰোহ ‘উলগুলান’ নামে পরিচিত ?
(ক) মুন্ডা বিদ্রোহ (খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ (ঘ) ভীল বিদ্রোহ

উত্তরঃ (ক) মুন্ডা বিদ্রোহ

১.১০’বাংলার নানাসাহেব’ বলা হয়—
(ক) রফিক মণ্ডলকে
(খ) রামরতন মল্লিককে
(গ) বিচরণ বিশ্বাসকে
(ঘ) দিগম্বর বিশ্বাসকে

উত্তরঃ (খ) রামরতন মল্লিককে

বিভাগ -খ

২. নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও : ১×৬=৬

২.১ পূর্ণবাক্যে উত্তর দাও : ১×২=২

২.১.১ কোন বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্ৰ
‘আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন ?
উত্তরঃ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিতে।

২.১.২ ‘হুতোম পেঁচা’ কার ছদ্মনাম ?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ।

২.২ ঠিক বা ভুল নির্ণয় করো : ১×২=২

২.২.১ ‘কথাকলি’ অসমের নৃত্যশৈলী।
উত্তরঃ মিথ্যা।

২.২.২ বিপিনচন্দ্ৰ পালের আত্মজীবনীর নাম ‘সত্তর’ বৎসর।
উত্তরঃ সত্য।

২.৩ নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো : ১×২=২

২.৩.১ বিবৃতি : তিতুমীরের আন্দোলনকে ‘বারাসাত বিদ্ৰোহ’বলা হয়।
ব্যাখ্যা ১: তিতুমীর ছিলেন বারাসাতের বাসিন্দা।
ব্যাখ্যা ২ : বারাসাতের দরিদ্র জনগণের স্বার্থেই তিতুমীরের আন্দোলন পরিচালিত হয়েছিল।
ব্যাখ্যা ৩: তিতুমীরের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নারকেলবেড়িয়া।

উত্তরঃ ব্যাখ্যা ৩: তিতুমীরের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নারকেলবেড়িয়া।

২.৩.২ বিবৃতি : ইংরেজরা হরিশচন্দ্র সম্পাদিত ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার বিরোধী ছিল।
ব্যাখ্যা ১: ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা বাংলার জনগণে ব্রিটিশবিরোধী আন্দোলনে উৎসাহিত করত।
ব্যাখ্যা ২: এই পত্রিকা পাশ্চাত্য শিক্ষার প্রসারের বিরোধিতা করেছিল।
ব্যাখ্যা ৩: এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহ কে সমর্থন করেছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩: এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহ কে সমর্থন করেছিল।

বিভাগ-গ

৩. ২-৩টি বাক্যে উত্তর দাও (যে-কোনো ৪টি) :২x৪

৩.১ চিপকো আন্দোলন কী?
উত্তরঃ ১৯৭৩ খ্রিস্টাব্দে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডে এই আন্দোলন শুরু হয় এবং ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়ে। হিন্দি চিপকো শব্দের অর্থ আলিঙ্গন করা। গাছকে জড়িয়ে ধরে ছিল বলে এই আন্দোলনের নাম চিপকো।

৩.২ ‘উডের ডেসপ্যাচ’ কী?
উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য ১৮৪৪ সালে ঘোষণা করেন যে, সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকারৎদেওয়া হবে। এই কাজকে আরও উৎসাহিত করার জন্য
১৮৫৪ সালে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা ‘উডের ডেসপ্যাস’ নামে পরিচিত।

৩.৩ নব্যবঙ্গ কাদের বলা হয় ?
উত্তরঃ ডিরােজিও ও তাঁর অনুগামীদের নব্যবঙ্গ’ বা ইয়ং বেঙ্গল বলা হয়।

৩.৪ দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি প্রথা কী ?
উত্তরঃ

৩.৫ সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তরঃ সিধু ও কানু।

বিভাগ-ঘ

৪. ৭-৮টি বাক্যে বিশ্লেষণমূলক উত্তর দাও
(যে-কোনো ২টি) : ৪x২=৮

৪.১ আধুনিক যুগের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো।

৪.২ নারীশিক্ষা বিস্তারে বিদ্যাসাগর মহাশয়ের ভূমি সংক্ষেপে আলোচনা করো।

৪.৩ কোল বিদ্রোহের কারণগুলি লেখো।

বিভাগ-ঙ

৫. ১২-১৫টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

৫.১ আধুনিক ইতিহাসচর্চার উপাদান হিসেবে সাময়িকপত্র ‘বঙ্গদর্শন ও ‘সোমপ্রকাশ’ পত্রিকার ভূমিকা আলোচনা করো।

৫.২ উনিশ শতকের বাংলার নবজাগরণ কি সত্যিই নবজাগরণ ছিল ? তোমার মতের স্বপক্ষে যুক্তি দাও।

৫.৩ বাংলার ফরাজি আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো ৫+৩

This Post Has One Comment

Leave a Reply