MADHYAMIK GEOGRAPHY QUESTION PAPER 2018
Geography Question Paper 2018 with answers for Madhyamik students of West Bengal Board of Secondary Education. Question and Answers of the question paper are given below.
মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ২০১৮ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্নপত্র।
2018
Geography
Time — Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks — 90
(For Regular and Sightless Regular Candidates)
Full Marks — 100
(For External and Sightless External candidates)
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
[‘ক’ বিভাগ থেকে ‘চ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং ‘ছ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
[‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়। ‘চ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।]
মাধ্যমিক সমস্ত বিষয়ের মক্ টেস্ট
মাধ্যমিক সমস্ত বিষয়ের প্রশ্নপত্র
Geography Question Paper 2018 with answers
বিভাগ —’ক’
১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x১৪ = ১৪
১.১ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়—
(ক) ক্যানিয়ন
(খ) “V” আকৃতির উপত্যকা
(গ) মন্থকূপ
(ঘ) ধান্দ
উত্তরঃ (ক) ক্যানিয়ন
১.২ পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে—
(ক) নীলনদের মোহানায়
(খ) হোয়াংহোর মোহানায়
(গ) সিন্ধুনদের মোহানায়
(ঘ) মিসিসিপি-মিসৌরির মোহানায়
উত্তরঃ (ঘ) মিসিসিপি-মিসৌরির মোহানায়
১.৩ উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে—
(ক) আয়নোস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার
(গ) মেসোস্ফিয়ার (ঘ) এক্সোস্ফিয়ার
উত্তরঃ (গ) মেসোস্ফিয়ার
১.৪ মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়—
(ক) সাইক্লোন (খ) টুইস্টার (গ) টাইফুন
(ঘ) হ্যারিকেন
উত্তরঃ (খ) টুইস্টার
১.৫ শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল—
(ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল
(খ) গিনি উপকূল
(গ) ফ্লোরিডা উপকূল
(ঘ) পেরু উপকূল
উত্তরঃ (ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল
👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈
১.৬ মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে—
(ক) 180° (খ) 360° (গ) 90° (ঘ) 120°
উত্তরঃ (গ) 90°
১.৭ নিম্নলিখিত বর্জ্যপদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য—
(ক) প্লাস্টিক বর্জ্য
(খ) কৃত্রিম রবার বর্জ্য
(গ) অ্যালুমিনিয়াম পাত
(ঘ) সবকটিই প্রযোজ্য
উত্তরঃ (ঘ) সবকটিই প্রযোজ্য
১.৮ নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়—
(ক) মধ্যপ্রদেশ (খ) অন্ধ্রপ্রদেশ (গ) বিহার (ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (খ) অন্ধ্রপ্রদেশ
১.৯ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে-সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—
(ক) খাদার (খ) ভাঙ্গর (গ) ভাবর (ঘ) বেট
উত্তরঃ (গ) ভাবর
১.১০ ভারতে একটি লবণাক্ত হ্রদর উদাহরণ হল —
(ক) প্যাংগং হ্রদ (খ) ভীমতাল (গ) ডাল হ্রদ (ঘ) লেকটাক হ্রদ
উত্তরঃ (ক) প্যাংগং হ্রদ
১.১১ ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে—
(ক) গাঙ্গেয় সমভূমি
(খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে (গ) সুন্দরবন
(ঘ) মরু অঞ্চল
উত্তরঃ (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
১.১২ গম হল একটি—
(ক) রবি শস্য (খ) খারিফ শস্য
(গ) জায়িদ শস্য (ঘ) পানীয় ফসল
উত্তরঃ (ক) রবি শস্য
১.১৩ উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে—
(ক) পূর্ব-পশ্চিম করিডোর
(খ) সোনালি চতুর্ভূজ
(গ) উত্তর-দক্ষিণ করিডোর
(ঘ) উত্তর-মধ্য করিডর
উত্তরঃ (গ) উত্তর-দক্ষিণ করিডোর
১.১৪ ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল —
(ক) IRS (খ) LANDSAT (গ) SPOT
(ঘ) Station
উত্তরঃ (ক) IRS
মাধ্যমিক ভূগোল উত্তরসহ প্রশ্নপত্র ২০১৮
বিভাগ — খ
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬ = ৬
২.১.১ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
উত্তরঃ ‘অ’
২.১.২ বায়ুর চাপ ফটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।
উত্তরঃ ‘শু’
২.১.৩ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।
উত্তরঃ ‘অ’
২.১.৪ প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়।
উত্তরঃ ‘অ’
২.১.৫ বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।
উত্তরঃ ‘অ’
২.১.৬ পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ আখ্যা দেয়া হয়।
উত্তরঃ ‘শু’
২.১.৭ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল ‘প্লাটফর্ম’।
উত্তরঃ ‘শু’
২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে-কোনো ছ-টির উত্তর দাও): ১x৬=৬
২.২.১ ________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক ‘মিয়েন্ডর’ নামে পরিচিত।
উত্তরঃ মিয়েনড্রেস।
২.২.২ হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমন্তরাল ফাটলগুলিকে ________ বলে।
উত্তরঃ ক্রেভাস।
২.২.৩ বায়ুমন্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে _________ বলে।
উত্তরঃ বৈপরিত্য উপত্যাকা।
২.২.৪ ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহানা দিয়ে নদীতে প্রবেশ করে, একে _________ বলা হয়।
উত্তরঃ বানডাকা বা জোয়ারি বান।
২.২.৫ যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে _______ বলে।
উত্তরঃ জৈব ভঙ্গুর বজ্র বা পচনশীল বজ্র।
২.২.৬ ________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
উত্তরঃ শিলং
২.২.৭ 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার _______ শতাংশ।
উত্তরঃ ৭৪.৪
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছ-টি) : ১x৬=৬
২.৩.১ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত ?
উত্তরঃ আর্গ।
২.৩.২ বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে ?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার।
২.৩.৩ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি ?
উত্তরঃ প্ল্যাঙ্কটন।
২.৩.৪ একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
উত্তরঃ ইউরেনিয়াম।
২.৩.৫ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ গোদাবরী।
২.৩.৬ ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় ?
উত্তরঃ গির অরণ্যে।
২.৩.৭ ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।
উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC
২.৩.৮ কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়।
উত্তরঃ ভূ-বৈচিত্র্যসূচক।
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১x৪=৪
বাম দিক | ডান দিক |
২.৪.১ তাল | (১) কফি গবেষণা কেন্দ্র |
২.৪.২ জুম চাষ | (২) ডিজেল রেল ইঞ্জিন |
২.৪.৩ চিকমাগালুর | (৩) পশ্চিম হিমালয়ের হ্রদ |
২.৪.৪ বারাণসী | (৪) মৃত্তিকা ক্ষয় |
উত্তরঃ
২.৪.১ — ৩
২.৪.২ — ৪
২.৪.৩ — ১
২.৪.৪ — ২
বিভাগ—গ
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : ২x৬ =১২
৩.১ ‘অপসারণ গর্ত’ কিভাবে গঠিত হয় ?
উত্তরঃ মরুভূমির যে অংশে ক্ষুদ্রাকার বালি এবং পলি শিথিল অবস্থায় থাকে সেখান থেকে ঐ পদার্থসমূহ শক্তিশালী বায়ুর সাথে অন্যত্র অপসারিত হয়। অপসারণের ফলে যেসকল ছোট বড় গর্তের সৃষ্টি হয় তাকে অপসারণ গর্ত বলে। কালাহারিতে ‘প্যান্’ এবং ভারতের থর মরুভূমিতে ‘ধান্দ্’ নামে পরিচিত।
অথবা,
হিমশৈল কী ?
উত্তরঃ হিমশৈল হলো পরিষ্কার জলের বরফের একটি বৃহৎ টুকরো, যা হিমবাহ বা একটি বরফের বড় তাক ভেঙে গিয়ে তৈরী হয় এবং খোলা জলে অবাধে ভেসে বেড়ায়। হিমশৈলের ছোট বিটগুলিকে ‘গ্রোয়ার’ বা ‘বার্গি বিট’ বলা হয়।
৩.২ চিনুক কি ?
উত্তরঃ আর্দ্র বায়ু উপকূলীয় পর্বতের প্রতিবাত ঢাল বরাবর উপরে উঠে মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি করার পর অনুবাত অঞ্চলে নেমে এসে উষ্ণ ও শুষ্ক বায়ুরূপে প্রবাহিত হয় । উত্তর আমেরিকার রকি পর্বতের অনুবাত ঢালে প্রবাহিত এরকম উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ চিনুক (Chinook) নামে পরিচিত। ‘Chinook’ একটি রেড ইন্ডিয়ান শব্দ, যার অর্থ হল ‘তুষার ভক্ষক’।
অথবা,
অ্যাপোজি জোয়ার কাকে বলে ?
উত্তরঃ চাঁদ এক উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এইভাবে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক (4 লক্ষ 7 হাজার কিমি) হয়, তাকে চাঁদের অ্যাপােজি বা অপসূর অবস্থান (অপভূ) বলে (এই সময় চাঁদকে একটু ছােটো ও কম উজ্জ্বল দেখায়)। এই সময় যে জোয়ার হয়, তাকে অ্যাপােজি বা অপভূ জোয়ার বলে।
৩.৩ বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় ?
উত্তরঃ বর্জ্য পৃথকীকরণ পদ্ধতি: বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হল বর্জ্য পৃথকীকরণ। এজন্য কঠিন বর্জ্য পদার্থসমূহকে (পরিবেশ তথা প্রকৃতির সঙ্গে বর্জ্য পদার্থের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে) দুই ভাগে ভাগ করা হয়—জৈব ভঙ্গুর বা বায়ােডিগ্রেডেবল এবং জৈব অভঙ্গুর বা ননবায়ােডিগ্রেডেবল।
অথবা,
বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো ?
উত্তরঃ বর্জ্যের পুনর্নবীকরণ (Recycling of waste) : বর্জ্যপদার্থকে নতুন প্রকার প্রয়োজনীয় দ্রব্যে পরিণত করার প্রক্রিয়াই হল পুনর্নবীকরণ। বর্জ্যের পুনর্নবীকরণ প্রক্রিয়ায় কাগজের বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, কাঁচের বোতলের বর্জ্য, ফলের রসের ক্যান ইত্যাদি দ্রব্যের পুনর্নবীকরণ করে বর্জ্যের পরিমাণ হ্রাস ও নিবারন করা যেতে পারে। যেমন — জৈব আবর্জনাকে জৈব সারে পরিণত করে বাড়ির বাগানে ব্যবহার করা যায়। পুরানো খবরের কাগজ থেকে কাগজের মণ্ড তৈরি করা বা কাগজের ঠোঙা তৈরি করা যায় ইত্যাদি ।
৩.৪ কর্ণাটক মালভূমির দুটি ভূ-প্রাকৃতিক অংশের নাম লেখো।
উত্তরঃ কর্নাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশ হল– মালনাদ ও ময়দান।
অথবা,
বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি ?
উত্তরঃ বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য গুলি হল :- (i) জল সরবরাহের খরচ হ্রাস করা। (ii) বন্যা প্রতিরোধে সাহায্য করে। (iii) মৃত্তিকার উপরিস্তরের ক্ষয় হ্রাস পায়। (iv) শুষ্ক ঋতুতে জলের জোগান দেয়।
৩.৫ ধাপ চাষের গুরুত্ব কি ?
উত্তরঃ ধাপে ধাপে চাষ পাহাড়ি ঢালে করা হয় কারণ এটি মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে। এটি জলের প্রবাহ রোধ করতেও সাহায্য করে যা উপত্যকা বা পাদদেশের পাহাড়ে বন্যা আনতে পারে।
অথবা,
ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো ?
উত্তরঃ ধারণযোগ্য উন্নয়ন হল বর্তমান সভ্যতার অগ্রগতির সাথে সাথে সম্পদের এমন ভাবে ব্যবহার ও সংরক্ষণ করতে হবে যে, সেই সম্পদ যাতে ভবিষ্যৎ প্রজন্ম একই ভাবে ব্যবহার করার সুযোগ পায়। অর্থাৎ সম্পদের এমন ভাবে ব্যবহার যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম হবে। এই পরিকল্পনাকে ধারণযোগ্য উন্নয়ন বা সাসটিনেবল ডেভলপমেন্ট বলে।
৩.৬ উপগ্রহ চিত্র বলতে কী বোঝো ?
উত্তরঃ মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানের যে চিত্র তোলা হয়, তাকে উপগ্রহ চিত্র বলা হয়। একেই ইংরেজি ভাষায় স্যাটেলাইট ইমেজ ও বলা হয়।
অথবা,
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।
উত্তরঃ যে মানচিত্রে ভূপৃষ্ঠের প্রাকৃতিক (যেমন— ভূমিরূপ, নদনদী, উদ্ভিদ ইত্যাদি) ও সাংস্কৃতিক (যেমন-জনবসতি, রাস্তা, টেলিফোন লাইন ইত্যাদি) উপাদানগুলি বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট স্কেলে চিত্রায়িত করা হয় সেই মানচিত্রকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টপােগ্রাফিকাল মানচিত্র (Topographical Map) বলে।
বিভাগ—ঘ
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : ৩x৪ =১২
৪.১ নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো।
অথবা,
ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ?
৪.২ গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি ?
অথবা,
বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় ?
৪.৩ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো ?
৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী ?
অথবা,
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তিনটি ব্যবহার উল্লেখ করো।
বিভাগ—ঙ
৫.১ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়) : ৫x২=১০
৫.১.১ হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র-সহ বিবরণ দাও।
৫.১.২ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো।
৫.১.৩ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫.১.৪ সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২=১০
৫.২.১ ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
৫.২.২ ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪ ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো।
বিভাগ—’চ’
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১x১০ =১০
৬.১ শিবালিক পর্বত,
৬.২ কৃষ্ণানদী,
৬.৩ ভারতের শুষ্কতম অঞ্চল,
৬.৪ ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল,
৬.৫ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার,
৬.৬ উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল,
৬.৭ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার,
৬.৮ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর,
৬.৯ ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র,
৬.১০ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর।
📌 আরও দেখুনঃ
» Madhyamik Geography Q.P 2024
» Madhyamik Geography Q.P 2023
» Madhyamik Geography Q.P 2022
» Madhyamik Geography Q.P 2020
» Madhyamik Geography Q.P 2019
» Madhyamik Geography Q.P 2018
» Madhyamik Geography Q.P 2017
📌 আরও দেখুনঃ
» মাধ্যমিক বাংলা পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক ইংরেজি পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক ইতিহাস পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক ভূগোল পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক জীববিজ্ঞান পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক ভৌতবিজ্ঞান পাঠ্যবই সমাধান
» দশম শ্রেণি সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র
» মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫
» মাধ্যমিক সমস্ত বিষয়ের MCQ মক টেস্ট
Pingback: Last 5 Years Madhyamik Question Papers All Subject উত্তর সহ বিগত বছরের মাধ্যমিক প্রশ্নপত্র। -