ঘুরে দাঁড়াও কবিতার প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণি বাংলা | Ghure Darao Kobitar Question Answer Class 8 Bengali wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সাহিত্য মেলা
অষ্টম শ্রেণি বাংলা

ঘুরে দাঁড়াও কবিতার প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণি বাংলা | Ghure Darao Kobitar Question Answer Class 8 Bengali wbbse

ঘুরে দাঁড়াও কবিতার প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণির বাংলা | Ghure Darao Kobitar Question Answer Class 8 Bengali wbbse

ঘুরে দাঁড়াও কবিতার কবিতা, কবি পরিচিতি, কবিতার ব্যাখ্যা, শব্দার্থ, হাতে কলমে প্রশ্ন ও উত্তর, অতিরিক্ত প্রশ্নোত্তর অষ্টম শ্রেণির বাংলা | Ghure Darao Kobitar Question Answer Class 8 Bengali wbbse

1. অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্ন Click Here

ঘুরে দাঁড়াও কবিতার কবিতা, কবি পরিচিতি, কবিতার ব্যাখ্যা, শব্দার্থ, হাতে কলমে প্রশ্ন ও উত্তর, অতিরিক্ত প্রশ্নোত্তর অষ্টম শ্রেণির বাংলা | Ghure Darao Kobitar Question Answer Class 8 Bengali wbbse

ঘুরে দাঁড়াও
—প্রণবেন্দু দাশগুপ্ত

∆ শব্দার্থ ও টীকা

• ঘুরে দাঁড়াও— রুখে দাঁড়াও
• তুক— জাদু বা বশীকরণ
• শিস— মুখ দিয়ে করা একপ্রকার শব্দ
• বনান্তরে— এক বন থেকে অন্য বনে
• ছায়াপথের— আকাশের নক্ষত্রপুঞ্জের
• উপান্তের— উপকন্ঠের, শেষ প্রান্তের কাছে
• শহরতলি— শহরের শেষ প্রান্তের অঞ্চল, শহরের উপকন্ঠ, মফস্সল
• বিন্দু— অতি ক্ষুদ্র খুব ছোট

কবি পরিচিতিঃ কবি প্রণবেন্দু দাশগুপ্ত আধুনিক কবিদের মধ্যে অন্যতম। ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। নানান ধরনের কবিতা তিনি রচনা করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ‘এক ঋতু’, ‘সদর স্ট্রীটের বারান্দা’, ‘নিজস্ব ঘুড়ির প্রতি’, ‘হাওয়া স্পর্শ করো’ প্রভৃতি। শুধু কাব্যগ্রন্থ রচনা নয়, অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন পত্রপত্রিকার জন্য কলম ধরেছিলেন। তিনি ‘অলিন্দ’ নামে একটি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন। ২০০৭ সালে এই পৃথিবীর মায়া কাটিয়ে কবি পরলোকগমন করেন।

সারমর্মঃ ‘ঘুরে দাঁড়াও’ কবিতাটিতে মানুষ যে প্রতি মুহূর্তে পিছিয়ে পড়ছে তাকে ঘুরে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন কবি প্রণবেন্দু দাশগুপ্ত। মানুষ জীবনে বহু সংগ্রাম, পরিশ্রম, ত্যাগ ও তিতিক্ষায় নিজের দাঁড়ানোর জায়গা তৈরি করে। পরিস্থিতি বা সমস্যাজনিত কারণে বারবার স্থানচ্যুত হলে জীবনের লক্ষ হারিয়ে যায়, বিপন্ন হয় মানুষের অস্তিত্ব।

তাই কবি বলেছেন সরতে সরতে আর কতদূরে কোথায় সরবে ? একসময় ঘুরে দাঁড়াতে হবেই। নতুবা বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে। ছোট্ট একটা তুক করে বাইরেটা পালটে দিতে হবে। পরিবর্তন আনতে হবে। সাইকেল, রিকশোগুলো চলে যাক বনে-বনান্তরে, কাদা ভরতি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি। গাছগুলো নদীর জলে স্নান করে আসুক। সুন্দর পরিচ্ছন্ন শহরগুলি নতুন করে জেগে উঠুক। যে-কোনো মূল্যে বদল তোমাকে আনতেই হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। পরিস্থিতি যদি বদলে দিতে না পারো তাহলে তাঁর মৃত্যু অবধারিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। যে যেখানে আছে সেখান থেকেই সবকিছুকে টেনে আনতে হবে, না হলে সরতে সরতে একেবারে বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে, এখন সময় এসেছে ঘুরে দাঁড়াতে হবে।

নামকরণঃ নামকরণের মধ্য দিয়েই পাঠক প্রাথমিকভাবে সৃষ্টির গভীরে প্রবেশের সুযােগ পায়। নামকরণ হল সাহিত্যের দর্পণ স্বরূপ। কবি প্রণবেন্দু দাশগুপ্তের ‘ঘুরে দাঁড়াও’ কৃবিতাটিও তার ব্যতিক্রম নয়। কবিতাটিতে কবি মানুষের প্রতিবাদ সত্তার জাগরণ ঘটাতে চেয়েছেন। মানবধর্মের চরম অপমানকর পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষ আজ দেয়ালে ঠেকে গিয়েছে। পরিবেশের দূষণ আজ এতটাই বিস্তৃত যে, মানুষকে ঘুরে দাঁড়াতেই হবে। নইলে মৃত্যুই হবে তাদের একমাত্র অনিবার্য পরিণতি। অন্তরে শক্তি সঞ্চয় করে আগে বাইরের জগৎকে বদলাতে হবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সােচ্চার হতে হবে। ইচ্ছাশক্তির সাহায্যে গতানুগতিকতা ছেড়ে সব শেষ হওয়ার আগে আবার সৃষ্টিসুখে মাততে হবে। কবি মানুষকেও সেই আহ্বান জানিয়েছেন। মানুষের অন্তরাত্মার জাগরণ ঘটিয়ে অনিবার্য মৃত্যুর হাত থেকে জগৎ ও জীবনকে রক্ষা করার জন্য নতুন আদর্শে উদ্বুদ্ধ করেছেন। ঘুরে দাঁড়াও কবিতাটির নামকরণ তাই সার্থক ও যথাযথ হয়েছে।

হাতেকলমে প্রশ্নোত্তর : ঘুরে দাঁড়াও কবিতা অষ্টম শ্রেণি বাংলা | Hate Kolome Question Answer Ghure Darao Kobita Class 8 Bengali wbbse

১.১ প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কী ?

উত্তরঃ প্রণবেন্দুদাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম ‘অলিন্দ’।

১.২ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

উত্তরঃ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ হলো— ‘এক ঋতু’ এবং ‘নিজস্ব ঘড়ির প্রতি’ ইত্যাদি।

২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

২.১ কবিতায় কবি কোন্ আহ্বান জানিয়েছেন ?

উত্তরঃ কবিতায় কবি সামাজিক মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ক্রমাগত সরে যেতে থাকলে পরিস্থিতি বা সমস্যা থেকে ক্ষণিক স্বস্তি পেলেও মুক্ত হওয়া যায় না। তাই নিজেকে বদলাতে হয়। যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই সব কিছুকে টেনে নিতে হয়। কবি প্রকৃতার্থে মানুষের ‘মেনে নেওয়া’ বা আপসকারী মনোভাবকে বদল ও আত্মজাগরণের আহ্বান জানিয়েছেন।

২.২ ‘ছোট্ট একটা তুক করে বাইরেটা পালটে দাও’— ‘বাইরে’টায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন ? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কীভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন ?

উত্তরঃ কবি প্রণবেন্দু দাসগুপ্ত রচিত ‘ঘুরে দাঁড়াও’ কবিতায় ধুপ করে বাইরেটা পালটে দিতে পারলে দেখা যাবে সাইকেল রিক্সা গুলোর শিষ দিতে দিতে বনে, বনান্তরে চলে গেছে। কাদাভর্তি রাস্তা উঠে পড়েছে ছায়াপথের কাছাকাছি, গাছগুলোসব নদীর জলে স্নান করে এসেছে আর সা-রা-রা-রা করে জেগে উঠেছে উপান্তের শহরতলি।

সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে অবশ্যই জীবন অন্যরকম হবে এবং একঘেয়েমি থেকে মুক্ত হওয়া মানুষ এক বৈচিত্রের সন্ধান পাবে। সুন্দর হবে চলাচলের পথ, সুগম হবে যাতায়াত। গাছপালা আরো সবুজ, সতেজ, স্বাস্থ্যকর ও প্রাণবন্ত হয়ে উঠবে। সমাজে বহু আকাঙ্ক্ষিত অগ্রগতির আগমন ঘটবে।

২.৩ ‘সরতে সরতে সরতে / তুমি আর কোথায় সরবে ?’— কবি কোথা থেকে এই ‘সরণ’ লক্ষ করেছেন ? এক্ষেত্রে তাঁর দেওয়া পরামর্শটি কী ?

উত্তরঃ কবি এই চলমান পৃথিবীর মাঝে দাঁড়িয়ে জীবন থেকে উপলব্ধি করে এই ‘সরণ’ লক্ষ করেছেন।

এক্ষেত্রে জীবনে যে অবক্ষয় শুরু হয়েছে তাতে লেখকের পরামর্শ যেমন করেই হোক ঘুরে দাঁড়াতে হবে। হাত বাড়িয়ে দিতে হবে আর নিজের দিকে সব কিছুকে টেনে আনতে হবে। শুধু ঘুরে দাঁড়ালেই হবে না চারপাশটাও বদলে দিতে হবে।

বেশি নম্বর থাকলে এই উত্তরটি লিখবে—

উত্তরঃ সমাজসচেতন কবি প্রণবেন্দু দাশগুপ্ত লক্ষ্য করেছেন ক্রমাগত আপস করতে, অন্যায়ের প্রতিবাদ না করতে, অসংগতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি হারিয়ে ফেলে মানুষকে পিছু হটতে। নিষ্ঠুর, অত্যাচারী একদল মানুষের হাতে চলে যেতে দেখছেন সমস্ত ক্ষমতা। সমাজের উন্নতি আর উত্তরণের পথ কি তবে বন্ধ হয়ে যাবে ? আদর্শপূর্ণ, মর্যাদাময়, উন্নত আর দৃঢ় জীবনচেতনা থেকে এই ‘সরণ’ বা ‘সরে আসা’কেই কবি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করেছেন।

মানবতার এই লাঞ্ছনায় কবি দুঃখিত, ব্যাথিত। তিনি তাই এ ক্ষেত্রে যে পরামর্শটি দিয়েছেন, তা হল নিতান্ত নিরুপায় ও অসহায় হয়ে পড়ার আগেই সমাজবদলের প্রচেষ্টায় শামিল হতে হবে। চেষ্টা না করে মৃত্যুবরণের মধ্যে কোনো মাহাত্ম্য নেই। বরং ঘুরে দাঁড়িয়ে প্রতিকূল পরিস্থিতিকে নিজের আয়ত্তে নিয়ে আসাতেই জীবনের সার্থকতা। সেই উদ্দেশ্যেই কবি পাঠ্য কবিতায় ‘ঘুরে দাঁড়ানো’র আহ্বান জানিয়েছেন।

২.৪ ‘এবার ঘুরে দাঁড়াও।’ আর ‘এখন ঘুরে দাঁড়াও।’— পঙক্তি দুটিতে ‘এবার’ আর ‘এখন’ শব্দ দুটির প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও।

উত্তরঃ মানুষ ভাগ্যের হাতে মার খেতে খেতে ক্রমশ পিছন দিকে সরে যাচ্ছে, সরতে সরতে সে কোথায় যাবে ? সরে দাঁড়ানোর জায়গাও যখন শেষ হয়ে যাবে তখন ঘুরে দাঁড়াতেই হবে। মানুষের ঘুরে দাঁড়ানোর অপরিহার্যতাকে বোঝাতেই কবি কবিতায় ‘এবার’ শব্দটি ব্যবহার করেছেন।

মানুষকে পরিবর্তন আনতেই হবে, তাই দেরি করার সময় নেই। বিন্দুর মত মিলিয়ে যাওয়ার শেষ পরিণতির পূর্ব মুহূর্তে অর্থাৎ এখন সময় এসেছে, তাই কবি ‘এখন ঘুরে দাঁড়াও’ বাক্যটি ব্যবহার করেছেন। কবি ঘুরে দাঁড়ানোর বিষয়টিতে জোর দেবার জন্যই ‘এবার’ ও ‘এখন’ এই দুটি সময়বাচক শব্দকে সার্থকভাবে প্রয়োগ করেছেন।

৩. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করোঃ

৩.১ তুমি আর কোথায় সরবে ? (প্রশ্ন পরিহার করো)

উত্তরঃ তোমার আর কোথাও সরবার কোনো জায়গা নেই।

৩.২ এবার ঘুরে দাঁড়াও। (না-সূচক বাক্যে)

উত্তরঃ এবার ঘুরে না দাঁড়ালে চলবে না।

৩.৩ তুমি যদি বদলে দিতে না পারো, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। (সরল বাক্যে)

উত্তরঃ বদলে দিতে না পারলে তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।

৩.৪ নইলে সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে । (প্রশ্নবোধক বাক্যে)

উত্তরঃ নইলে সরতে সরতে কি তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে না ?

৩.৫ গাছগুলো নদীর জলে স্নান করে আসুক (নির্দেশক বাক্যে)

উত্তরঃ গাছগুলোর নদীর জলে স্নান করুক।

৪. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো : বনান্তর, ছায়াপথ, উপান্ত, সাইকেল- রিকশো।

উত্তরঃ

» বনান্তর— অন্য বন (নিত্য সমাস)।

» ছায়াপথ— ছায়াঘেরা পথ (মধ্যপদলোপী কর্মধারায় সমাস)।

» উপান্ত— উপ-অন্ত (অব্যয়ীভাব সমাস)।

» সাইকেল রিকশো— সাইকেল ও রিকশো (দ্বন্দ্ব সমাস)।

অতিরিক্ত প্রশ্নোত্তর : ঘুরে দাঁড়াও কবিতা অষ্টম শ্রেণি বাংলা | Extra Question Answer Ghure Darao Kobita Class 8 Bengali wbbse

• সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

১. ঘুরে দাঁড়াও কবিতাটির কবি হলেন— (জয় গোস্বামী / সুভাষ মুখোপাধ্যায় / শক্তি চট্টোপাধ্যায় / প্রণবেন্দু দাশগুপ্ত)।

উত্তরঃ প্রণবেন্দু দাশগুপ্ত।

২. কবি প্রণবেন্দু দাশগুপ্ত যে পত্রিকার সম্পাদক ছিলেন— (কবিতা / অলিন্দ / অরনি / আনন্দবাজার পত্রিকা)।

৩. ছোট্ট একটা তুক করে বাইরেটা (পাল্টে দাও / বদলে দাও / চমকে দাও / ঘুরিয়ে নাও)।

উত্তরঃ পাল্টে দাও।

৪. উপান্তের শহরতলী কি করে জেগে উঠবে ? (নাচতে নাচতে / সা-রে-গা-মা করে / সা-রা-রা-রা করে / গান গাইতে গাইতে)।

উত্তরঃ সা-রা-রা-রা করে।

৫. তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কী হবে ? (আপনা আপনি বদল হয়ে যাবে / দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে / দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে / অন্য কেউ এসে বদলে দেবে)।

উত্তরঃ দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।

৬. ‘নদীর জলে স্নান করে আসুক।’— কে স্নান করে আসবে ? (বন্ধুরা / গাছগুলো / রিকশা গুলো / সাইকেলগুলো)।

উত্তরঃ গাছগুলো।

৭. তুমি মিলিয়ে যাবে— (ধোঁয়ার মতো / শিখার মতো / কর্পূরের মতো / বিন্দুর মতো)।

উত্তরঃ বিন্দুর মতো।

৮. সাইকেল রিক্সা গুলো চলে যাক– (শিস দিয়ে / বাঁশি বাজিয়ে / হর্ন বাজিয়ে / দুরন্ত গতিতে)।

উত্তরঃ শিস দিয়ে।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : ঘুরে দাঁড়াও কবিতা অষ্টম শ্রেণি বাংলা | Extra Question Answer Ghure Darao Kobita Class 8 Bengali wbbse

১. ‘সরতে সরতে’ কথাটি কোন্ কবিতার অংশ, কার লেখা ?

উত্তরঃ ‘সরতে সরতে’ কথাটি ‘ঘুরে দাঁড়াও’ কবিতার অংশ, কবি হলেন প্রণবেন্দু দাশগুপ্ত।

২. গাছগুলো কী করবে ?

উত্তরঃ গাছগুলো নদীর জলে স্নান করে আসবে।

৩. সাইকেল-রিকশোগুলো কেমনভাবে কোথায় যাবে ?

উত্তরঃ সাইকেল-রিকশোগুলো শিস দিয়ে বনে বনান্তরে চলে যাবে।

৪. বাইরেটা পালটে দেবার জন্য কবি কী করতে বলেছেন ?

উত্তরঃ ‘বাইরেটা পালটে দেবার জন্য কবি মানুষকে ‘তুক’ করতে বলেছেন।

৫. বদল করতে না পারলে কী হবে ?

উত্তরঃ বদল করতে না পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।

৬. সরতে সরতে কী অবস্থা হবে ?

উত্তরঃ সরতে সরতে শেষে বিন্দুর মতো শূন্যে মিলিয়ে যেতে হবে।

৭. কেমন করে বদল করতে হবে ?

উত্তরঃ সাহায্যের হাত বাড়াতে হবে, যেখানে যে আছে সেখান থেকেই সবকিছুকে টেনে আনতে হবে তবেই বদল হবে।

৮. শহরতলি কেমনভাবে জেগে উঠবে ?

উত্তরঃ সা-রা-রা-রা করে উপান্তের শহরতলি জেগে উঠবে।

৯. কাদা ভরতি রাস্তা কোথায় উঠবে ?

উত্তরঃ কাদা ভরতি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি।

১০. ‘ঘুরে দাঁড়াও’ কথাটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে ?

উত্তরঃ ঘুরে দাঁড়াও কথাটি কবিতায় দু-বার ব্যবহার করা হয়েছে।

১১. গাছগুলো নদীর জলে স্নান করবে কেন ?

উত্তরঃ দূষণের ফলে গাছগুলো মলিন ও বিবর্ণ হয়ে পড়েছে। নদীর নির্মল জলে স্নান করলে গাছেদের সেই মলিনতা ঘুচে যাবে। তাই গাছগুলো নদীর জলে স্নান করে আসবে।

১২. ‘তুক করে’ কথাটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন ?

উত্তরঃ ‘তুক’ কথাটির অর্থ হল জাদুমন্ত্র। কবি মানুষকে তুক করতে বলেছেন। কিন্তু এখানে তিনি কোনো জাদুমন্ত্র বা ম্যাজিক করার জন্য কথাটি ব্যবহার করেননি। তিনি মনে করেছেন মানুষের মধ্যে থাকা সদিচ্ছাই হল এক আশ্চর্য ক্ষমতা সেই ক্ষমতা হল তুক। তাই তিনি সেই সদিচ্ছার ক্ষমতা দিয়ে বাইরেটা বদলে দেবার কথা বলেছেন।

Leave a Reply