জ্ঞানচক্ষু- আশাপূর্ণা দেবী
পাঠ্যাংশের ব্যাকরণগত MCQ প্রশ্নোত্তর।
১. ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।’-নিম্নরেখ পদটি (২০১৯)
(ক) সম্বোধন পদ (খ) কর্তৃকারক (গ) সম্বন্ধ পদ
(ঘ) নিমিত্ত কারক
উত্তরঃ (গ) সম্বন্ধ পদ
২. ‘সেই তিনি নাকি বই লেখেন।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্তৃকারক (খ) সম্বোধন পদ (গ) কর্মকারক
(ঘ) অধিকরণ কারক
উত্তরঃ (ক) কর্তৃকারক
৩. ‘সেসব বই নাকি ছাপাও হয়।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্তৃকারক (খ) সম্বোধন পদ
(গ) অধিকরণ কারক (ঘ) কর্মকারক
উত্তরঃ (ঘ) কর্মকারক
৪. ‘তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়।’-নিম্নরেখ পদটি
(ক) কর্তৃকারক (খ) সম্বোধন পদ
(গ) অধিকরণ কারক (ঘ) কর্মকারক
উত্তরঃ (গ) অধিকরণ কারক
৫. ‘জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনও দেখেনি তপন।’-নিম্নরেখ পদটি—
(ক) কর্তৃকারক (খ) কর্মকারক
(গ) করণ কারক (ঘ) অপাদান কারক
উত্তরঃ (খ) কর্মকারক।
৬. ‘ওদিকে মেসােরও নাকি গরমের ছুটি চলছে।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক (খ) করতি কারক
(গ) অপাদান কারক (ঘ) সম্বন্ধ পদ
উত্তরঃ (ঘ) সম্বন্ধ পদ।
৭.’এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্তৃকারক (খ) সম্বোধন পদ
(গ) অধিকরণ কারক (ঘ) কর্মকারক
উত্তরঃ (গ) অধিকরণ কারক।
৮. ‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।’-
নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক (খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক (ঘ) কর্মকারক
উত্তরঃ (ঘ) কর্মকারক
৯. ‘কিন্তু নতুন মেসােকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।’-নিম্নরেখ পদটি
(ক) কর্মকারক (খ) নিমিত্ত কারক
(গ) সম্বোধন পদ (ঘ) অপাদান কারক
উত্তরঃ (ক) কর্মকারক।
১০. ‘মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষ্যেই এসেছে তপন।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) করণ কারক (খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক (ঘ) অপাদান কারক
উত্তরঃ (খ) অধিকরণ কারক
১১. ‘ওদিকে মেসােরও নাকি গরমের ছুটি চলছে।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক (খ) করতি কারক
(গ) অপাদান কারক (ঘ) করণ কারক
উত্তরঃ (ক) অধিকরণ কারক
১২. ‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।’-
নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক (খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক (ঘ) কর্মকারক
উত্তরঃ (ক) অধিকরণ কারক
১৩.’লেখক’ মানে কোনাে আকাশ থেকে পড়া জীব নয়।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক (খ) কর্তৃকারক
(গ) অপাদান কারক (ঘ) করণ কারক
উত্তরঃ (গ) অপাদান কারক
১৪. ‘আর সেই সুযােগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন।’-নিম্নরেখ পদটি
(ক) সম্বোধন পদ (খ) নিমিত্ত কারক
(গ) কর্মকারক (ঘ) সম্বন্ধ পদ
উত্তরঃ (গ) কর্মকারক
১৫. ‘তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়।’-নিম্নরেখ পদটি
(ক) সম্বোধন পদ (খ) নিমিত্ত কারক
(গ) কর্মকারক (ঘ) সম্বন্ধ পদ
উত্তরঃ (খ) নিমিত্ত কারক
১৬. ‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।’-
নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক (খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক (ঘ) কর্মকারক
উত্তরঃ (খ) সম্বন্ধ পদ
১৭. ‘কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে
নতুন মেসােই বুঝবে।’-নিম্নরেখ পদটি
(ক) অধিকরণ কারক (খ) কর্তৃকারক
(গ) অপাদান কারক (ঘ) করণ কারক
উত্তরঃ (খ) কর্তৃকারক
১৮. ‘তখন আহ্লাদে কাদো কাঁদো হয়ে যায়।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) সম্বোধন পদ (খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধ পদ (ঘ) নিমিত্ত কারক
উত্তরঃ (ঘ) নিমিত্ত কারক
১৯. ‘তপন, তােমার গল্প আমি ছাপিয়ে দেব।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) সম্বোধন পদ (খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধ পদ (ঘ) নিমিত্ত কারক
উত্তরঃ (ক) সম্বোধন পদ
২০. ‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।’-
নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক (খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক (ঘ) কর্মকারক
উত্তরঃ (ক) অধিকরণ কারক
২১. ‘তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়।’-নিম্নরেখ পদটি
(ক) অধিকরণ কারক (খ) কর্তৃকারক
(গ) অপাদান কারক (ঘ) করণ কারক
উত্তরঃ (ঘ) করণ কারক
২২. ‘তপন আস্তে একটি খাতা আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল।’-নিম্নরেখ পদটি
(ক) করণ কারক (খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক (ঘ) অপাদান কারক
উত্তরঃ (খ) অধিকরণ কারক
২৩. ‘তার মানে তপনকে এখন ‘লেখক’ বলা চলে।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) করণ কারক (খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক (ঘ) অপাদান কারক
উত্তরঃ (গ) কর্মকারক।
২৪. ‘ছােটোমাসি, একটা গল্প লিখেছি।’-
নিম্ন রেখো পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) সম্বোধন পদ (খ) নিমিত্ত কারক
(গ) কর্মকারক (ঘ) সম্বন্ধ পদ
উত্তরঃ (ক) সম্বোধন পদ।