জ্ঞানচক্ষু গল্পের পাঠ্যাংশের ব্যাকরণ দশম শ্রেণি (মাধ্যমিক) বাংলা | Gyanchokkhu Story Textual Grammar Class 10 Bengali wbbse
জ্ঞানচক্ষু
—আশাপূর্ণা দেবী
1. দশম শ্রেণির জ্ঞানচক্ষু গল্পের সমস্ত ধরণের প্রশ্নোত্তর Click Here
2. দশম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
3. দশম শ্রেণির বাংলা সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট Click Here
পাঠ্যাংশের ব্যাকরণ : জ্ঞানচক্ষু গল্প দশম শ্রেণি (মাধ্যমিক) বাংলা | Gyanchokkhu Story Textual Grammar Class 10 Bengali wbbse
• কারক ও অ-কারক বিভক্তি নির্ণয় :
১. ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।’– নিম্নরেখ পদটি (২০১৯)
(ক) সম্বোধন পদ
(খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধ পদ
(ঘ) নিমিত্ত কারক
উত্তরঃ (গ) সম্বন্ধ পদ
২. ‘সেই তিনি নাকি বই লেখেন।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্তৃকারক
(খ) সম্বোধন পদ
(গ) কর্মকারক
(ঘ) অধিকরণ কারক
উত্তরঃ (গ) কর্মকারক
৩. ‘তপন অবশ্য মাসির এই হইচইতে
মনে মনে পুলকিত হয়।’- নিম্নরেখ পদটি
(ক) কর্তৃকারক
(খ) সম্বোধন পদ
(গ) অধিকরণ কারক
(ঘ) কর্মকারক
উত্তরঃ (গ) অধিকরণ কারক
৪. ‘জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনও দেখেনি তপন।’-নিম্নরেখ পদটি
(ক) কর্তৃকারক
(খ) কর্মকারক
(গ) করণ কারক
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (খ) কর্মকারক
৫. ‘ওদিকে মেসােরও নাকি গরমের ছুটি চলছে।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক
(খ) করতি কারক
(গ) অপাদান কারক
(ঘ) সম্বন্ধ পদ
উত্তরঃ (ঘ) সম্বন্ধ পদ
৬.’এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্তৃকারক
(খ) সম্বোধন পদ
(গ) অধিকরণ কারক
(ঘ) কর্মকারক
উত্তরঃ (গ) অধিকরণ কারক
৭. ‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক
(খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক
(ঘ) কর্মকারক
উত্তরঃ (খ) সম্বন্ধ পদ
৮. ‘কিন্তু নতুন মেসােকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।’- নিম্নরেখ পদটি
(ক) কর্মকারক
(খ) নিমিত্ত কারক
(গ) সম্বোধন পদ
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (ক) কর্মকারক
৯. ‘বুকের রক্ত ছলকে ওঠে তপনের।’-
(ক) অধিকরণ কারক
(খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক
(ঘ) কর্মকারক
উত্তরঃ (খ) সম্বন্ধ পদ
১০. মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষ্যেই এসেছে তপন।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) করণ কারক
(খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (খ) অধিকরণ কারক
১১. ওদিকে মেসােরও নাকি গরমের ছুটি চলছে।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক
(খ) করতি কারক
(গ) অপাদান কারক
(ঘ) করণ কারক
উত্তরঃ (ক) অধিকরণ কারক
১২. ‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।’-
নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক
(খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক
(ঘ) কর্মকারক
উত্তরঃ (ক) অধিকরণ কারক
১৩.’লেখক’ মানে কোনাে আকাশ থেকে পড়া জীব নয়।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক
(খ) কর্তৃকারক
(গ) অপাদান কারক
(ঘ) করণ কারক
উত্তরঃ (গ) অপাদান কারক
১৪. ‘আর সেই সুযােগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন।’- নিম্নরেখ পদটি
(ক) সম্বোধন পদ
(খ) নিমিত্ত কারক
(গ) কর্মকারক
(ঘ) সম্বন্ধ পদ
উত্তরঃ (গ) কর্মকারক
১৫. ‘তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়।’-নিম্নরেখ পদটি
(ক) সম্বোধন পদ
(খ) নিমিত্ত কারক
(গ) কর্মকারক
(ঘ) সম্বন্ধ পদ
উত্তরঃ (খ) নিমিত্ত কারক
১৬. ‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক
(খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক
(ঘ) কর্মকারক
উত্তরঃ (খ) সম্বন্ধ পদ
১৭. ‘কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসােই বুঝবে।’- নিম্নরেখ পদটি
(ক) অধিকরণ কারক
(খ) কর্তৃকারক
(গ) অপাদান কারক
(ঘ) করণ কারক
উত্তরঃ (খ) কর্তৃকারক
১৮. ‘তখন আহ্লাদে কাদো কাঁদো হয়ে যায়।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) সম্বোধন পদ
(খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধ পদ
(ঘ) নিমিত্ত কারক
উত্তরঃ (ঘ) নিমিত্ত কারক
১৯. ‘তপন, তােমার গল্প আমি ছাপিয়ে দেব।’-নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) সম্বোধন পদ
(খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধ পদ
(ঘ) নিমিত্ত কারক
উত্তরঃ (ক) সম্বোধন পদ
২০. ‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অধিকরণ কারক
(খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক
(ঘ) কর্মকারক
উত্তরঃ (ক) অধিকরণ কারক
২১. ‘তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়।’- নিম্নরেখ পদটি
(ক) অধিকরণ কারক
(খ) কর্তৃকারক
(গ) অপাদান কারক
(ঘ) করণ কারক
উত্তরঃ (ঘ) করণ কারক
২২. ‘তপন আস্তে একটি খাতা আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল।’- নিম্নরেখ পদটি
(ক) করণ কারক
(খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (খ) অধিকরণ কারক
২৩. ‘তার মানে তপনকে এখন ‘লেখক’ বলা চলে।’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) করণ কারক
(খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (গ) কর্মকারক।
২৪. ‘ছােটোমাসি, একটা গল্প লিখেছি।’- নিম্ন রেখো পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) সম্বোধন পদ
(খ) নিমিত্ত কারক
(গ) কর্মকারক
(ঘ) সম্বন্ধ পদ
উত্তরঃ (ক) সম্বোধন পদ।
২৫. ‘রােস তাের মেসােমশাইকে দেখাই।’-
(ক) সম্বোধন পদ
(খ) নিমিত্ত কারক
(গ) কর্মকারক
(ঘ) সম্বন্ধ পদ
উত্তরঃ (গ) কর্মকারক
২৬.’কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।’
(ক) অধিকরণ কারক
(খ) সম্বন্ধ পদ
(গ) নিমিত্ত কারক
(ঘ) কর্মকারক
উত্তরঃ (ঘ) কর্মকারক
২৭. ‘মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও।’
(ক) করণ কারক
(খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (ঘ) অপাদান কারক
২৮.’তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন।’
(ক) করণ কারক
(খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (খ) অধিকরণ কারক
২৯. ‘যেন নেশায় পেয়েছে।’
(ক) অধিকরণ কারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) কর্তৃকারক
উত্তরঃ (খ) করণ কারক
৩০. ‘তপন অবশ্য মাসির এই হইচই তে মনে মনে পুলকিত হয়।’
(ক) অধিকরণ কারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) কর্তৃকারক
উত্তরঃ (ঘ) কর্তৃকারক
৩১. ছোট মাসি, একটা গল্প লিখেছি।
উত্তরঃ ছোট মাসি— সম্বোধন পদে শূন্য বিভক্তি।
৩২. সেই তিনি নাকি বই লেখেন।
উত্তরঃ বই— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।
৩৩. কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।
উত্তরঃ জ্ঞানচক্ষু— কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।
৩৪. মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষ্যেই এসেছে তপন।
উত্তরঃ বাড়িতে— অধিকরণ কারকে ‘তে’ বিভক্তি।
৩৫. এই কথাটাই ভাবছে তপন রাত-দিন।
উত্তরঃ রাত-দিন— অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি।
৩৬. মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও।
উত্তরঃ বাড়ি থেকে— অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।
৩৭. তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে।
উত্তরঃ তপন— সম্বোধন পদে ‘শূন্য’ বিভক্তি।
৩৮. বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।
উত্তরঃ বিকেলে— অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।
৩৯. তপন বইটা ফেলে রেখে চলে যায়।
উত্তরঃ বইটা— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি, ‘টা’ নির্দেশক।
৪০. এই কথাটাই ভাবছে তপন রাতদিন।
উত্তরঃ তপন— কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।
• ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় :
১. কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।
উত্তরঃ জ্ঞানচক্ষু— জ্ঞান রূপ চক্ষু (রূপক কর্মধারয় সমাস)।
২. কোথাও কিছু উলটোপালটা নেই।
উত্তরঃ উলটোপালটা— উলটো ও পালটা (দ্বন্দ্ব সমাস)।
৩. তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন।
উত্তরঃ শ্বশুরবাড়িতে— শ্বশুরের বাড়ি (সম্বন্ধ তৎপুরুষ সমাস)।
৪. আমি বললে ‘সন্ধ্যাতারার’ সম্পাদক ‘না’ করতে পারবে না।
উত্তরঃ সম্পাদক— সম্পাদনা করেন যিনি (উপপদ তৎপুরুষ সমাস)।
৫. এই কথাটাই ভাবছে তপন রাত-দিন।
উত্তরঃ রাত-দিন— রাত ও দিন (দ্বন্দ্ব সমাস)।
৬. ছোটোমাসি, একটা গল্প লিখেছি।
উত্তরঃ ছোটোমাসি— ছোটো যে মাসি (কর্মধারয় সমাস)।
৭. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ?
উত্তরঃ অলৌকিক— নয় লৌকিক (না তৎপুরুষ সমাস)।
৮. তপনের অপরিচিত।
উত্তরঃ অপরিচিত— নয় পরিচিত (না তৎপুরুষ সমাস)।
৯. গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছেন।
উত্তরঃ আগাগোড়াই— আগা থেকে গোড়া পর্যন্ত (অপাদান তৎপুরুষ সমাস)।
১০. তবু এইসব ঠাট্টা-তামাশার মধ্যেই তপন আরো দু-তিনটে গল্প লিখে ফেলেছে।
উত্তরঃ ঠাট্টা-তামাশা— ঠাট্টা ও তামাশা (দ্বন্দ্ব সমাস)।
১১. তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।
উত্তরঃ অপমানের— মানের বিপরীত (উপসর্গ তৎপুরুষ সমাস)।
১২. আমরাও চেষ্টা করে দেখতাম।
উত্তরঃ আমরাও— তুমি, সে ও আমি- ও (একশেষ দ্বন্দ্ব সমাস)।
১৩. ছোটোমাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ডিমভাজা আর চা খায়।
উত্তরঃ ডিমভাজা— ভাজা যে ডিম (সাধারণ কর্মধারয় সমাস)।
• ডিমভাজা— ডিমকে ভাজা (কর্মতৎপুরুষ সমাস)।
১৪. দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন।
উত্তরঃ একখানি— কেবল এক (নিত্য সমাস)।
• দিবানিদ্রা— দিবা কালে নিদ্রা (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।
১৫. এইসব মাল মশলা নিয়ে বসে।
উত্তরঃ মাল মশলা— মাল ও মশলা (দ্বন্দ্ব সমাস)।
• নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন :
১. মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষ্যেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। (সরলবাক্যে)
উত্তরঃ এই বিয়ে উপলক্ষ্যে মামার বাড়িতে এসে ছুটি থাকায় তপন রয়ে গেছে।
২. তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? (নির্দেশক বাক্যে)
উত্তরঃ তবে তপনেরও লেখক হতে কোনো বাধা নেই।
৩. রত্নের মূল্য জহুরির কাছেই। (জটিল বাক্যে)
উত্তরঃ রত্নের যা মূল্য তা জহুরির কাছেই।
৪. আর সবাই তপনের গল্প শুনে হাসে। (যৌগিক বাক্যে)
উত্তরঃ আর সবাই তপনের গল্প শোনে ও হাসে।
৫. গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। (সরলবাক্যে)
উত্তরঃ গায়ে কাঁটা দিয়ে উঠে তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল।
৬. আরে বাবা খেপছিস কেন ? (নির্দেশক বাক্যে)
উত্তরঃ না খেপতে অনুরোধ করছি। (নির্দেশক বাক্য)
৭. তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। (প্রশ্নসূচক বাক্যে)
উত্তরঃ তপনের লেখা গল্প কি পত্রিকায় ছাপা হয়নি ?
৮. ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। (না-সূচক বাক্যে)
উত্তরঃ ক্রমশ ও কথাটাও চাপা রইল না।
৯. তা জানে না তপন। (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তরঃ তা তপনের অজানা।
১০. যদি কখনও লেখা ছাপতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে। (সরলবাক্যে)
উত্তরঃ কখনও লেখা ছাপতে দিলে তপন নিজে গিয়ে দেবে।
১১. কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। (জটিল বাক্যে)
উত্তরঃ যখন কথাটা শুনল, তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল।
১২. কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। (যৌগিক বাক্যে)
উত্তরঃ কিন্তু নতুন মেসোকে দেখল এবং জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।
১৩. সেই তিনি নাকি বই লেখেন। (বিস্ময়সূচক বাক্যে)
উত্তরঃ সেই তিনি বই লেখেন!
১৪. তপনের নতুন মেসোমশাই একজন লেখক। (জটিল বাক্যে)
উত্তরঃ তপনের যিনি নতুন মেসোমশাই, তিনি একজন লেখক।
১৫. জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনও দেখেনি তপন। (ইতিবাচক বাক্যে)
উত্তরঃ জলজ্যান্ত একজন লেখক এত কাছ থেকে এতকাল অদেখাই ছিল তপনের।
১৬. এ দেশের কিছু হবে না। (প্রশ্নবাচক বাক্যে)
উত্তরঃ এ দেশের আর কী হবে ?
১৭. ‘লেখক’ মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। (বিস্ময়সূচক বাক্যে)
উত্তরঃ লেখক’ মানে কি আর কোনো আকাশ থেকে পড়া জীব!
১৮. তবে তপনেরই বা লেখক হতে বাধা কী ? (নির্দেশক বাক্যে)
উত্তরঃ তবে তপনেরও আর লেখক হতে বাধা নেই।
১৯. অনেক বই ছাপা হয়েছে মেসোর। (বিস্ময়সূচক বাক্যে)
উত্তরঃ কম বই ছাপা হয়েছে মেসোর!
২০. কিন্তু কে শোনে তার কথা ? (নেতিবাচক বাক্যে)
উত্তরঃ কিন্তু কেউ শোনে না তার কথা।
২১. এ যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে। (প্রশ্নবাচক বাক্যে)
উত্তরঃ এ কি সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে না ?
২২. তার মানে তপনকে এখন ‘লেখক’ বলা চলে। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তরঃ তার মানে কি এই নয় যে, তপনকে এখন ‘লেখক’ বলা চলে ?
২৩. আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। (প্রশ্নবাচক বাক্যে)
উত্তরঃ আর সেই সুযোগই কি দেখতে পাচ্ছে না তপন ?
২৪. হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। (জটিল বাক্যে)
উত্তরঃ হঠাৎ যে উত্তেজনা অনুভব করে তপন, তা ভয়ানক।
২৫. তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। (না-বাচক বাক্যে)
উত্তরঃ তপনের মনে হয় আজ যেন তার জীবনে একেবারেই আনন্দের দিন নয়।
২৬. তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটোমাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। (না-বাচক বাক্যে)
উত্তরঃ তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটোমাসিকে সর্বাগ্রে না-দিয়ে পারে না।
২৭. কোথায় গল্পের সেই আঁটসাঁট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি ? (নির্দেশক বাক্যে)
উত্তরঃ গল্পের সেই আঁটসাঁট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি কোথাও নেই।
২৮. হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে।
(সরল বাক্যে)
উত্তরঃ হোম টাস্ক হয়ে না উঠলেও লিখছে।
২৯. তপন লজ্জা ভেঙে পড়তে যায়। (যৌগিক বাক্যে)
উত্তরঃ তপনের লজ্জা ভাঙে এবং পড়তে যায়।
৩০. এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন ক’দিন। (সরল বাক্যে)
উত্তরঃ এখন ছুটি চলার সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন ক’দিন।
৩১. কিন্তু তাই কি সম্ভব ? (না-বাচক বাক্যে)
উত্তরঃ কিন্তু তা সম্ভব নয়।
৩২. সকলেই একবার করে চোখ বোলায় আর বলে। (সরল বাক্য)
উত্তরঃ সকলেই একবার করে চোখ বুলিয়ে বলে।
৩৩. যদি কখনো লেখা ছাপতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে। (সরল বাক্যে)
উত্তরঃ লেখা ছাপতে দিতে হলে তপন নিজে গিয়ে দেবে।
৩৪. তা ওরকম একটি লেখক-মেসো থাকা মন্দ নয়। (জটিল বাক্যে)
উত্তরঃ তা যদি ওরকম একটি লেখক-মেসো থাকে, তবে তা মন্দ নয়।
৩৫. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ? (নির্দেশক বাক্যে)
উত্তরঃ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কিনা সন্দেহ।
৩৬. আজ আর অন্য কথা নেই। (বিস্ময়সূচক বাক্যে)
উত্তরঃ আজ কি আর অন্য কথা আছে!
৩৭. এর মধ্যে তপন কোথা ? (না-বাচক বাক্যে)
উত্তরঃ এর মধ্যে তপন কোথাও নেই।
৩৮. তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন ক’দিন। (যৌগিক বাক্যে)
উত্তরঃ তাই মেসো শ্বশুরবাড়িতে এসেছেন এবং রয়েছেন ক’দিন।
• বাচ্যান্তর বা বাচ্য পরিবর্তন :
১. এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। (কর্তৃবাচ্য)
উত্তরঃ এ বিষয়ে সন্দেহ করত তপন।
২. ছোটোমাসি সেই দিকে ধাবিত হয়। (কর্মবাচ্যে)
উত্তরঃ ছোটোমাসির দ্বারা সেই দিকে ধাবিত হওয়া হয়।
৩. সেই ওঁদের মতোই দাড়ি কামান। (ভাববাচ্যে)
উত্তরঃ সেই ওঁদের মতোই দাড়ি কামানো হয়।
৪. তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। (কর্মবাচ্যে)
উত্তরঃ তপনের দ্বারা বিহ্বল দৃষ্টিতে তাকানো হয়।
৫. আরে ব্যস, এত কখনও খাওয়া যায় ? (কর্তৃবাচ্যে)
উত্তরঃ আরে ব্যস, এত কখনো খাই ?
৬. ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। (কর্মবাচ্যে)
উত্তরঃ ওর লেখক মেসো কর্তৃক ছাপিয়ে দেওয়া হয়েছে।
৭. ছুটি আছে বলেই রয়ে গেছে। (কর্মবাচ্যে)
উত্তরঃ ছুটি আছে বলেই থেকে যাওয়া হয়েছে।
৮. বারে, চমৎকার লিখেছে তো। (ভাববাচ্যে)
উত্তরঃ বারে, চমৎকার লেখা হয়েছে তো।
৯. তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন ক’দিন। (ভাববাচ্যে)
উত্তরঃ তাই মেসোর শ্বশুরবাড়িতে এসে থাকা হচ্ছে ক’দিন।
১০. তা জানে না তপন। (কর্মবাচ্যে)
উত্তরঃ তা তপনের জানা নেই।
১১. কিন্তু কে শোনে তার কথা ? (ভাববাচ্যে)
উত্তরঃ কিন্তু কার শোনা হয় তার কথা ?
১২. ততক্ষণে তো গল্প ছোটোমেসোর হাতে চলেই গেছে। (কর্তৃবাচ্যে)
উত্তরঃ ততক্ষণে তো গল্প ছোটোমেসোর হাতে দিয়েই দিয়েছে।
১৩. এই কদিন আগে তপনের ছোটোমাসির বিয়ে হয়ে গেল। (কর্তৃবাচ্য)
উত্তরঃ এই কদিন আগে তপনের ছোটোমাসি বিয়ে করল।
১৪. তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে। (কর্তৃবাচ্যে)
উত্তরঃ তপন, তুমি গল্প তো দিব্যি লিখেছ।
১৫. তোমার গল্প আমি ছাপিয়ে দেব। (কর্মকর্তৃবাচ্যে)
উত্তরঃ তোমার গল্প ছাপা হবে।
১৬. একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে। (ভাববাচ্য)
উত্তরঃ একটু পরেই ছোটো মেসোর তপনকে ডেকে পাঠানো হয়।
১৭. ওর হবে। (কর্তৃবাচ্যে)
উত্তরঃ ও পারবে।
১৮. নতুন মেসোকে দেখে জানলে সেটা। (ভাববাচ্যে)
উত্তরঃ নতুন মেসোকে দেখে জানা হল সেটা।
১৯. মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। (কর্মবাচ্য)
উত্তরঃ মেসো কর্তৃক গল্পটি নিয়ে চলে যাওয়া হল।
২০. হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। (কর্মকর্তৃবাচ্যে)
উত্তরঃ হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা হয় তপনের।
২১. তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। (ভাববাচ্য)
উত্তরঃ তপনের কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনা হয়।
২২. ওমা এ তো বেশ লিখেছিস রে ? (ভাববাচ্যে)
উত্তরঃ ওমা এতো বেশ লেখা হয়েছে রে।
২৩. ছোটো মাসি, একটা গল্প লিখেছি। (ভাববাচ্য)
উত্তরঃ ছোটো মাসি, একটা গল্প লেখা হয়েছে।
২৪. ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। (কর্মবাচ্য)
উত্তরঃ ওর লেখক মেসো কর্তৃক ছাপিয়ে দেওয়া হয়েছে।
২৫. মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছেন। (কর্মবাচ্য)
উত্তরঃ মেসো কর্তৃক তপনের গল্পটি আগাগোড়াই কারেকশান করা হয়েছে।
২৬. যেন নেশায় পেয়েছে। (কর্তৃবাচ্যে)
উত্তরঃ যেন নেশা করেছে।
📌 আরও দেখুনঃ
1. মাধ্যমিক বাংলা পাঠ্যসূচী ২০২৪-২৫ Click Here
2. মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ Click Here
3. মাধ্যমিক বিগত বছরের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Madhyamik Previous Years Question Paper Click Here
4. মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি অনলাইন MCQ মক্ টেস্ট | Madhyamik Preparation MCQ Mock Test Click Here
📌 অন্যান্য বিষয় দেখুনঃ
1. দশম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. দশম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
3. দশম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
4. দশম শ্রেণির জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
5. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here