H.S Bengali MCQ 2022 Practice Set-1 / উচ্চমাধ্যমিক বাংলা MCQ 2022

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সিলেবাসের উপর বহু বিকল্পধর্মী ( MCQ) প্রশ্ন তৈরি করা হয়েছে। বিভাগ- ‘খ’ প্রশ্নপত্রে 1 থেকে 18 নম্বর পর্যন্ত প্রশ্ন সংখ্যা দেওয়া থাকলেও ‘অথবা‘ দিয়ে প্রশ্ন সহ মোট 22 টি প্রশ্ন থাকে। ২০১৬ সালের প্রশ্নপত্র( H.S Question 2016 )দেখলেই বুঝতে পারবে। প্র্যাকটিস্ করার জন্য এই সাইটে 18 টি প্রশ্নোত্তর দেওয়া রয়েছে।

                        বিভাগ-খ 

১. সঠিক বিকল্পটি নির্বাচন করো :  ১×১৮=১৮
১. মহাশ্বেতা দেবীর একটি বিখ্যাত উপন্যাসের নাম-



(খ) হাজার চুরাশির মা।

২. ‘বাসিনী বাগ্যতা করি তোর।’ বক্তা কে ?



(ঘ) উচ্ছব।

৩. গাঁয়ের চাষাভুষো মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের অপেক্ষা করছিল ?



(গ) রোদ ঝলমলে একটা দিনের

৪. ভারত বর্ষ গল্পের জেহাদ ঘোষণা করেছিল-



(ক) মোল্লা সাহেব।

৫. “পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে”-



(খ) একটি ছোট্ট বাজার।

৬. ‘তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হবো’- কথাটি বলেছে-



(ক) সার্জেন্ট।

৭. কালিনাথ বাবু হলেন থিয়েটারের একজন-



(ঘ) প্রম্পটার।

৮. ‘না না কোন অসুবিধা হবে না’- বৌদি কথাটি বলেছিলেন-



(গ) নেপথ্যে থেকে।

৯. ‘রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে।’- কে ?



(ক) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস।

১০. ‘সকল দেনা’ কিসে শোধ করতে হবে ?



(ঘ) মৃত্যুতে।

১১. “হাঁ করে কেবল সবুজ খায়”- কে সবুজ খায় ?



(ঘ) শহরের অসুখ।

১২. ‘জঙ্গলে পেয়ে তাকে’- জঙ্গলে পাওয়া মেয়েটি-



(গ) নিখোঁজ হয়েছিল।

১৩. আলেকজান্ডার জয় করেছিলেন-



(ঘ) ভারত।

১৪. ‘নীল আকাশের নিচে’ সিনেমাটির পরিচালক-



(খ) মৃণাল সেন

১৫. ‘গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল’- গল্পটা হল-



(ক) বলী কান্ধারীর গল্প।

১৬. রামকিঙ্করের উন্মুক্ত ভাস্কর্যের অন্যতম একটি কাজ হল-



(গ) সাঁওতাল দম্পতি।

১৭. বিশ্বভারতী হিন্দি ভবনের দেয়ালে আঁকা মধ্যযুগের ‘সন্তগণ’ ছবিটির স্রষ্টা কে?



(ক) বিনোদবিহারী মুখার্জি।

১৮. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন-



(ক) স্যার উইলিয়াম জোন্স।


আরো দেখো…….

তোমার বন্ধুদের শেয়ার করো….

Leave a Reply