গ্র‍্যাজুয়েট যোগ‍্যতায় HPCL এ অ‍্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গ্র‍্যাজুয়েট যোগ‍্যতায় HPCL এ অ‍্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৪

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। নতুন শিক্ষানবিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল Hindustan Petroleum Corporation Limited (HPCL)। সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ে গ্র‍্যাজুয়েট ছাত্র ছাত্রী এখানে আবেদন করতে পারবেন। এই ধরনের প্রশিক্ষণে ভালো পারফরম্যান্স করলে পাওয়া যায় স্থায়ী চাকরি। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।

» পদেরনাম– Graduate Apprentices
(Civil/ Mechanical/ Electrical/
Chemical/ Electrical & Electronics/
Electronics & Telecommunication/ Instrumentation/ Computer Science/ IT/ Petroleum Engineering).

» শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীদের অবশ্যই শুধুমাত্র (সিভিল/ মেকানিক্যাল/ কেমিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইন্সট্রুমেন্টেশন/ কম্পিউটার সায়েন্স/ আইটি/ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং) এ ইঞ্জিনিয়ারিং স্নাতক থাকতে হবে। Gen/ OBC/ EWS এর জন্য সমস্ত সেমেস্টারে ৬০% এবং SC/ ST/ PwBD/(VH/ HH/ OH) প্রার্থীদের জন্য সমস্ত সেমেস্টারে ৫০% নাম্বার থাকতে হবে।

» বয়সসীমা– আবেদনকারীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।

» আবেদন পদ্ধতি– অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট https://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp থেকে অনলাইন এ আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর উপযুক্ত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে।

»আবেদন ফি– প্রার্থীদের আবেদন ফি হিসেবে কোনো টাকা দিতে হবে না।

»মাসিক বেতন – ২৫০০০/-টাকা

» আবেদনের শেষ তারিখ– ১৩ই জানুয়ারী, ২০২৪।

Official Notification– Download Now

Leave a Reply