History 2nd Unit Test | Class 7 | Model Question Paper [WBBSE]

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now


দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয়: ইতিহাস 
পূর্ণমান: 25 সময়: 50 মিনিট
পরীক্ষার সময় – আগস্ট ২০২২

১ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

1×5=5

(ক) কিতাব-আল-রিহলা-এর রচয়িতা হলেন (মিনহাস- ই-সিরাজ / মোহম্মদ-বিন-তুঘলক / ইবন বতুত / বদাউনি)।

(খ) খলজি বিপ্লব ঘটেছিল— (1240 খ্রিস্টাব্দে /1280 খ্রিস্টাব্দে /1290 খ্রিস্টাব্দে / 1296 খ্রিস্টাব্দে)।

(গ) পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল— (1451 খ্রিস্টাব্দে/1516 খ্রিস্টাব্দে /1526 খ্রিস্টাব্দে /1626 খ্রিস্টাব্দে)।

(ঘ) জাহাঙ্গিরের আমলে কোন্ শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়-(জয়সিংহ / অর্জুন / হিমু /কোনোটিই নয়)।

(ঙ) দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল— (গঙ্গা নদী /যমুনা নদী / ব্রহ্মপুত্র নদ / সিন্ধু নদ)।

২. নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও । 1×5=5
(ক) আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কী?
উত্তরঃ আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর।

(খ) ভাস্কো-দা-গামা কে ছিলেন?
উত্তরঃ ভাস্কোদা গামা ছিলেন একজন পোর্তুগিজ নাবিক যিনিbভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন।

(গ) নিজামউদ্দিন আউলিয়া কে ছিলেন?
উত্তরঃ নিজামউদ্দিন আউলিয়া ছিলেন ভারতে চিশতি সম্প্রদায়ের অন্যতম সাধক।

(ঘ) হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৫৭৬ সালে চিতোরের মহারাণা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল ।

(ঙ) ‘রুমি’ কৌশল কে ব্যবহার করেছিলেন?
উত্তরঃ ‘রুমি’ কৌশল বাবর আবিষ্কার করেছিলেন।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি): 2×2=4

(ক) ‘পাট্টা’ ও ‘কবুলিয়ত’ কী?

উত্তরঃ পাট্টা একটি অতি পুরানো ভূমি বন্দোবস্তের চুক্তিপত্র। শেরশাহ কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। পাট্টা ও কবুলিয়তের ভিত্তিতে কৃষকরা জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পায়। কৃষকগণ তাদের
অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদনnকরে দিত আর সরকারপক্ষ থেকে জমির উপর জনগনের স্বত্ব স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হত।

(খ) সুলতান ইলতুতমিসের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল, তার দুটি উল্লেখ করো :
উত্তরঃ 
1. উত্তরাধিকারী সংক্রান্ত সমস্যা: ইলতুৎমিস ছিলেন কুতুবউদ্দিনের জামাই। তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের
উত্তরাধিকারী হিসেবে মেনে নেননি।

2. আমিরদের বিদ্রোহ: ইলতুৎমিসের সময় দিল্লি সুলতানির
বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। আর
কয়েকজন গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন।

(গ) মোগল আমলে মনসবদারদের কীভাবে বেতন দেওয়া হত ?
উত্তরঃ মনসবদারদের বেতন দুভাবে দেওয়া হত- (i) যে সব মনসবদার নগদ বেতন পেতেন তাদের মনসবদার-ই-নগদী’ বলা হত। আর (ii) যারা বেতনের পরিবর্তে জায়গির পেত তাদের ‘জায়গিরদার’ বলা হত।

৪. টীকা লেখো (যে-কোনো দুটি) : 3×2=6

(ক) বারো ভূঁইয়া
উত্তরঃ বারো ভুঁইয়া মধ্যযুগের শেষের দিকে এবং আধুনিক যুগের গোড়ার দিকে আসাম ও বাংলার সৈনিক-ভূস্বামীদের জোটকে
বোঝায়। প্রতিটি জোট আলাদাভাবে স্বাধীন সত্তা নিয়ে গঠিত ছিল, প্রতিটি জোট যোদ্ধাপ্রধান বা ভূস্বামীদের (জমিদার) দ্বারা পরিচালিত ছিল। বারো-ভুইয়াঁর ঐতিহ্য আসাম ও বাংলা উভয়ের জন্যই অদ্ভুত।

(খ) দীন-ই-ইলাহি
উত্তরঃ দীন-ই-ইলাহি ১৫৮২ সালে মুঘল বাদশাহ আকবর প্রবর্তিত একটি মতাদর্শ। তিনি ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য ১৫৭৫ খ্রী ফতেপুর সিক্রিতে একটা উপাসনা ঘর তৈরী করেন। যা ‘ধর্ম সভা’ নামে পরিচিত। সেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন। অবশেষে সকল ধর্মের সারকথা নিয়ে তিনি নতুন একটি নিরপেক্ষ ধর্মমত প্রতিষ্ঠা করেন। এটিই ‘দীন-ই-ইলাহি’ (১৫৮২) নামে পরিচিত। যার পুরো অর্থ ভগবানের প্রতি বিশ্বাস।
 
(গ) ইকতা ব্যবস্থা
উত্তরঃ দিল্লির যে সব রাজ্য জয় করতেন সুলতানরা সেগুলিকে এক একটি প্রদেশ ধরে নিতেন। এই দেশ গুলোকে বলা হয় ইকতা। ইকতা যাদের দেওয়া হয়তো তাদের বলা হতো ইকতাদার। ইকতাদার নিজ নিজ
এলাকায় সরকারের প্রাপ্য রাজস্ব আদায় ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতো। ইকতাদাররা রাজস্বের একাংশ দিয়ে একদল সেনাবাহিনী পোষণ করতেন এবং সুলতানের প্রয়োজনে তা সরবরাহ করতো।

৫. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো : 5×1=5
(ক) মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো।
(খ) আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জান লেখো।
(গ) মধ্যযুগে ভারতে দেশেরমধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল, তা লেখো।

Leave a Reply