স্তম্ভ মেলানো প্রশ্নোত্তর : দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় | History Question Answer Class 10 (Madhyamik) Chapter-2 wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

স্তম্ভ মেলানো প্রশ্নোত্তর : দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় | History Question Answer Class 10 (Madhyamik) Chapter-2 wbbse

1. দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. দশম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

3. দশম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট Click Here

স্তম্ভ মেলানো প্রশ্নোত্তর : দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা | History Question Answer Class 10 (Madhyamik) Chapter-2 wbbse

• ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : প্রতিটি প্রশ্নের মান- ১

১. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) উমেশচন্দ্র দত্ত (ক) আত্মীয়সভা
(২) দীনবন্ধু মিত্র (খ) হুতোম প্যাঁচা
(৩) কালীপ্রসন্ন সিংহ (গ) নীলদর্পণ
(৪) রামমোহন রায় (ঘ) বামাবোধিনী

উত্তরঃ ‌ (১) – (ঘ), (২) – (গ), (৩) – (খ), (৪) – (ক)

২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন (ক) স্বামী বিবেকানন্দ
(২) সর্বধর্মসমন্বয়ের আদর্শ (খ) শ্রীরামকৃষ্ণ
(৩) আদি ব্রাহ্মসমাজ (গ) ডিরোজিও
(৪) নব্য বেদান্তবাদ (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (১) – (গ), (২) – (খ), (৩) – (ঘ), (৪) – (ক)

৩. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) কলকাতা মাদ্রাসা (ক) মেকলে
(২) এশিয়াটিক সোসাইটি (খ) লর্ড ওয়ারেন হেস্টিংস
(৩) বারাণসী সংস্কৃত কলেজ (গ) স্যার উইলিয়াম জোন্স
(৪) চুঁইয়ে পড়া নীতি (ঘ) জোনাথন ডানকান

উত্তরঃ (১) – (খ), (২) – (গ), (৩) – (ঘ), (৪) – (ক)

৪. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) উডের ডেসপ্যাচ (ক) রাধাকান্ত দেব
(২) বেদান্ত কলেজ (খ) ম্যাগনা কার্টা
(৩) স্ত্রীশিক্ষা বিধায়ক (গ) ডেভিড হেয়ার
(৪) স্কুল বুক সোসাইটি (ঘ) রাজা রামমোহন রায়

উত্তরঃ (১) – (খ), (২) – (ঘ), (৩) – (ক), (৪) – (গ)

৫. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ক) আলালের ঘরে দুলাল
(২) শিবনাথ শাস্ত্রী (খ) আমার জীবন
(৩) প্যারীচাঁদ মিত্র (গ) কৃষ্ণকান্তের উইল
(৪) রাসসুন্দরী দেবী (ঘ) রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ

উত্তরঃ (১) – (গ), (২) – (ঘ), (৩) – (ক), (৪) – (খ)

৬. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) ১৮২৯ খ্রি. (ক) উডের ডেসপ্যাচ
(২) ১৮৩০ খ্রি. (খ) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন
(৩) ১৮৩৫ খ্রি. (গ) সতীদাহপ্রথা নিষিদ্ধ
(৪) ১৮৫৪ খ্রি. (ঘ) কলকাতা মেডিকেল কলেজ

উত্তরঃ (১) – (গ), (২) – (খ), (৩) – (ঘ), (৪) – (ক)

৭. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) উমেশচন্দ্র দত্ত (ক) প্রবাসী
(২) দ্বারকানাথ বিদ্যাভূষণ (খ) সোমপ্রকাশ
(৩) স্বর্ণকুমারী দেবী (গ) বামাবোধিনী
(৪) রামানন্দ চট্টোপাধ্যায় (ঘ) ভারতী

উত্তরঃ (১) – (গ), (২) – (খ), (৩) – (ঘ), (৪) – (ক)

৮. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) পটলডাঙ্গা অ্যাকাডেমি (ক) আলেকজান্ডার ডাফ
(২) বিশপ কলেজ (খ) রবার্ট মে
(৩) জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন (গ) ডেভিড হেয়ার
(৪) চুঁচুড়ার ইংরেজি বিদ্যালয় (ঘ) মিডলটন

উত্তরঃ (১) – (গ), (২) – (ঘ), (৩) – (ক), (৪) – (খ)

৯. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) কালীপ্রসন্ন সিংহ (ক) পলাশীর যুদ্ধ
(২) দীনবন্ধু মিত্র (খ) নীলদর্পণ
(৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) হুতোম প্যাঁচার নক্সা
(৪) নবীনচন্দ্র সেন (ঘ) আনন্দমঠ

উত্তরঃ (১) – (গ), (২) – (খ), (৩) – (ঘ), (৪) – (ক)

১০. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) শব ব্যবচ্ছেদ (ক) লর্ড বেন্টিঙ্ক
(২) নব্যবঙ্গ (খ) লর্ড ক্যানিং
(৩) সতীদাহপ্রথা নিষিদ্ধ (গ) ডিরোজিও
(৪) বিধবাবিবাহ প্রচলন (ঘ) মধুসূদন গুপ্ত

উত্তরঃ (১) – (ঘ), (২) – (গ), (৩) – (ক), (৪) – (খ)

১১. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(১) ঈশ্বরচন্দ্র গুপ্ত (ক) তত্ত্ববোধিনী
(২) কাঙাল হরিনাথ (খ) হিন্দু প্যাট্রিয়ট
(৩) হরিশচন্দ্র মুখার্জি (গ) গ্রামবার্তা প্রকাশিকা
(৪) অক্ষয়কুমার দত্ত (ঘ) সম্বাদ প্রভাকর

উত্তরঃ (১) – (ঘ), (২) – (গ), (৩) – (খ), (৪) – (ক)

Leave a Reply