HS Bengali Exam Mock Test Set-2 WBCHSE | উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা মক্ টেস্ট দ্বাদশ শ্রেণি।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Bengali Online Mock Test, Prosnodekho.com



HS Bengali Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্ন পত্রে ‘অথবা’ সহ মোট ২২টি প্রশ্ন থাকে। 18 টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

HS Bengali Mock Test- 2

1 / 22

১.১ যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না—

 

2 / 22

১.২ মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকসংখ্যা—

 

3 / 22

১.৩ “উনি হলেন দেবতার সেবিকা’- কথাটি বলে—

 

4 / 22

১.৪ একদা পেশাদর লাঠিয়াল ছিল—

 

5 / 22

১.৫ মাঠ পেরিয়ে নদীর দূরত্ব—

 

6 / 22

১.৬ কবি সকল দেনা শোধ করে দিতে চান—

 

7 / 22

১.৭ হরিণটি একটি বিস্তীর্ণ উল্লাস পেতে চেয়েছিল—

 

8 / 22

১.৮ কবির ক্লান্তির উপরে নামবে—

 

9 / 22

১.৯ ‘আমি দেখি’ কবিতায় ‘বহুদিন' কথাটি ব্যবহৃত হয়েছে—

 

10 / 22

১.১০ অমর 'লভ সিন' দেখেছেন—

 

11 / 22

অথবা,

রজনীবাবুকে যার পার্ট করতে দেখে মেয়েটি ভালোবেসেছিল

12 / 22

১.১১ ‘এটাই হল বড়ো কথা' – বড়ো কথাটি হলো—

 

13 / 22

অথবা,

‘ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও'—কথাটি বলেছে—

 

14 / 22

১.১২ ‘আমি তো চললাম- আবার দেখা হয় কিনা কে জানে'- যে নাটকের সংলাপ—

 

15 / 22

অথবা, 

কালীনাথ সেনের বয়স—

16 / 22

১৩. শহরের রুটি পায়েস লচি-ডাল ডাঁই করে রাখে—

 

17 / 22

অথবা,

গলদের নিপাত করেছিল

18 / 22

১.১৪ মান্নাদের প্রকৃত নাম—

 

19 / 22

১.১৫ ‘মধ্যযুগের সন্তগণ' ছবিটি এঁকেছেন—

 

20 / 22

১.১৬ ‘টনস্টয় অব বেঙ্গল' বলা হতো যাকে—

 

21 / 22

১.১৭ মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন—

22 / 22

১.১৮ ‘শাসনকাল’ যে ধরণের রূপমূল—

 

Your score is

The average score is 63%

0%


১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×১৮=১৮

১.১ যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না—
(ক) অর্থের অভাবে (খ) লোকের অভাবে
(গ) চালের অভাবে (ঘ) কাঠের অভাবে

উত্তরঃ (খ) লোকের অভাবে

১.২ মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকসংখ্যা—
(ক) ৭ জন (খ) ৮ জন (গ) ৯ জন (ঘ) ১০ জন।

উত্তরঃ (গ) ৯জন

১.৩ “উনি হলেন দেবতার সেবিকা’- কথাটি বলে—
(ক) বাসিনী (খ) উৎসব
(গ) সবাই (ঘ) বড়ো বাড়ির লোকেরা।

উত্তরঃ (ঘ) বড়ো বাড়ির লোকেরা

১.৪ একদা পেশাদর লাঠিয়াল ছিল—
(ক) করিম ফরাজি (খ) নিবারণ বাগদি
(গ) ফজলু সেখ (ঘ) নকড়ি নাপিত

উত্তরঃ (ক) করিম ফরাজি

১.৫ মাঠ পেরিয়ে নদীর দূরত্ব—
(ক) একমাইল (খ) দুমাইল
(গ) তিন মাইল (ঘ) চার মাইল

উত্তরঃ (খ) দুমাইল

১.৬ কবি সকল দেনা শোধ করে দিতে চান—
(ক) জীবন থাকতে (খ) আমৃত্যুতে
(গ) মৃত্যুতে (ঘ) আজন্মে

উত্তরঃ (গ) মৃত্যুতে

১.৭ হরিণটি একটি বিস্তীর্ণ উল্লাস পেতে চেয়েছিল—
(ক) স্রোতের মতো
(খ) সোনার বর্শার মতো
(গ) কুঙ্কুমের মতো
(ঘ) ভোরের রৌদ্রের মতো

উত্তরঃ (ঘ) ভোরের রৌদ্রের মতো

১.৮ কবির ক্লান্তির উপরে নামবে—
(ক) মহুয়ার বন (খ) মহুয়ার ফুল
(গ) মহুয়ার গন্ধ (ঘ) মহুয়ার পাতা

উত্তরঃ (গ) মহুয়ার গন্ধ

১.৯ ‘আমি দেখি’ কবিতায় ‘বহুদিন’ কথাটি ব্যবহৃত হয়েছে—
(ক) দুবার (খ) তিনবার
(গ) চারবার (ঘ) পাঁচ বার

উত্তরঃ (খ) তিনবার

১.১০ অমর ‘লভ সিন’ দেখেছেন—
(ক) নাটকে (খ) যাত্রায়
(গ) থিয়েটারে (ঘ) বায়োস্কেপে।

উত্তরঃ (ঘ) বায়োস্কেপে।

অথবা, রজনীবাবুকে যার পার্ট করতে দেখে মেয়েটি ভালোবেসেছিল—
(ক) দিলদারের (খ) ঔরঙ্গজেবের
(গ) বক্তিয়ারের (ঘ) আলমগিরের

উত্তরঃ (ঘ) আলমগিরের

১.১১ ‘এটাই হল বড়ো কথা’ – বড়ো কথাটি হলো—
(ক) নায়ক আসছে
(খ) নায়ক ধাক্কা দিচ্ছে
(গ) নায়ক পালাচ্ছে
(ঘ) নায়ক মার খাচ্ছে

উত্তরঃ (ক) নায়ক আসছে

অথবা, ‘ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও’—কথাটি বলেছে—
(ক) দারা (খ) সুজা
(গ) মোরাদ (ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ (খ) সুজা

১.১২ ‘আমি তো চললাম- আবার দেখা হয় কিনা কে জানে’- যে নাটকের সংলাপ—
(ক) বিভাব (খ) পথিক
(গ) নবান্ন (ঘ) ছেঁড়াতার

উত্তরঃ (খ) পথিক

অথবা, কালীনাথ সেনের বয়স—
(ক) ৬৮ বছর (খ) প্রায় ৬৮ বছর
(গ) ৬০ বছর (ঘ) প্রায় ৬০ বছর

উত্তরঃ (ঘ) প্রায় ৬০ বছর

১৩. শহরের রুটি পায়েস লচি-ডাল ডাঁই করে রাখে—
(ক) গ্রাম বাসীরা (খ) কয়েদীরা
(গ) স্বাধীনতা সংগ্রামীরা (ঘ) শহর বাসীরা

উত্তরঃ (ঘ) শহর বাসীরা

অথবা, গলদের নিপাত করেছিল—
(ক) আলেকজাণ্ডার (খ) ফিলিপ
(গ) দ্বিতীয় ফ্রেডারিক (ঘ) সিজার

উত্তরঃ (ঘ) সিজার

১.১৪ মান্নাদের প্রকৃত নাম—
(ক) প্রকাশচন্দ্ৰ দে (খ) প্রমোদচন্দ্র দে
(গ) প্রবোধচন্দ্র দে (ঘ) প্রদোষ চন্দ্ৰ দে

উত্তরঃ (গ) প্রবোধচন্দ্র দে

১.১৫ ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটি এঁকেছেন—
(ক) হেমেন্দ্রনাথ মজুমদার
(খ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
(গ) রামকিঙ্কর বেইজ
(ঘ) যামিনী রায়

উত্তরঃ (খ) বিনোদবিহারী মুখোপাধ্যায়

১.১৬ ‘টনস্টয় অব বেঙ্গল’ বলা হতো যাকে—
(ক) কালিদাস শীল (খ) প্রফুল্ল চন্দ্র রায়
(গ) মহেন্দ্ৰ চন্দ্ৰ নন্দী (ঘ) নীলমনি মিত্র

উত্তরঃ (গ) মহেন্দ্ৰ চন্দ্ৰ নন্দী

১.১৭ মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন—
(ক) চমস্কি (খ) মিলিচ
(গ) মাস্ক (ঘ) গারল্যাণ্ড

উত্তরঃ (ক) চমস্কি

১.১৮ ‘শাসনকাল’ যে ধরণের রূপমূল—
(ক) সমন্বয়ী (খ) আভিধানিক
(গ) মিশ্র (ঘ) জটিল

উত্তরঃ (গ) মিশ্র।

This Post Has 11 Comments

    1. proshnodekho

      খুব পরিশ্রম করতে হয় মক্ টেস্ট তৈরি করতে। তাই ডেলি দেওয়া সম্ভব নয়। ভবিষ্যতে কিছু অর্থের বিনিময়ে চালু করার কথা ভাবছি। ছাত্র-ছাত্রীরা অর্থের বিনিময়ে প্র্যাকটিস করবে কিনা সন্দেহ আছে। তা নাহলে পরিশ্রমটাই বৃথা যাবে। তবে এবার হচ্ছে না, আগামী বছরের জন্য চেষ্টা করব।

      1. Rahan

        Dada kmn earning hoi , Ar kechu mock test r babosta korla valo lagto kub dorkar chelo

        1. proshnodekho

          আর্নিং হয় না বলেই পেড মক্ টেস্টএর ভাবনা, যা আর্নিং হয় তাতে ওয়েবসাইট রান করতেই খরচ হয়ে যায়। তবে যাই হোক আরও জনপ্রিয় হলে কিছু আর্ন হবে।
          আরও কিছু ফ্রী মক্ টেস্ট দেওয়ার চেষ্টা করছি।

  1. Rahan sekh

    Ar kechu mock test add korla aktu valo hoto …sir…. thanks a lot .

    1. proshnodekho

      অন্তত উচ্চমাধ্যমিক পরীক্ষার দু-তিন মাস আগে বলতে হত। চেষ্টা করছি আর কয়েকটা দেওয়ার।

  2. Rahan sekh

    Dada tomar sathe kechu personal kotha chelo insta osob kechu pao jaba ta hola aktu valo hoto …r jodi try korta para ta hola khub valo hoy

    1. proshnodekho

      Bujlam na. বাংলা হরফে লিখলে ভালো হয়।

  3. Rahan sekh

    দাদা তুমি তোমার ইন্সটাগ্রাম দিলে একটু ভালো হতো কিছু কথা ছিল পার্সোনালি

    1. proshnodekho

      আমার ইনস্টাগ্রাম নেই। তুমি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকলে এখন কোনো আলোচনা নয়। পরীক্ষার পরে কথা হবে। কী বিষয়ে কথা আছে সেটা proshnodekho@gmail.com এ আগাম জানিয়ে রাখতে পারো।

Leave a Reply