HS Bengali Online Mock Test, Prosnodekho.com
HS BENGALI MCQ TEST – 2
HS BENGALI MCQ TEST – 3
HS BENGALI MCQ TEST – 4
HS BENGALI MCQ TEST – 5
HS BENGALI MCQ TEST – 6
HS BENGALI MCQ TEST – 7
HS BENGALI MCQ TEST – 8
HS BENGALI MCQ TEST – 9
HS BENGALI MCQ TEST – 10
১. সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১×১৮=১৮
১.১ ‘বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো’– চৌকিদার কি পরামর্শ দিয়েছিল—
(ক) সেবা করতে
(খ) বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে
(গ) দাঙ্গা থামাতে (ঘ) দোকান বন্ধ করতে।
উত্তরঃ (খ) বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে
১.২ বুড়ো কর্তার বয়স হয়েছিল—
(ক) ৮০ বছর (খ) ৮৪ বছর (গ) ৮৫ বছর (ঘ) ৮২ বছর।
উত্তরঃ (ঘ) ৮২ বছর।
১.৩ শ্বশুরকে শরবত করে দিতে হতো—
(ক) মুসুম্বি লেবু দিয়ে (খ) পাতি লেবু দিয়ে
(গ) দই পেতে লেবু দিয়ে
(ঘ) দই পেতে ইসবগুল দিয়ে
উত্তরঃ (ঘ) দই পেতে ইসবগুল দিয়ে
১.৪ যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ হলো—
(ক) টাকার অভাব (গ) সদিচ্ছার অভাব
(খ) লোকের অভাব (ঘ) পরিকল্পনার অভাব
উত্তরঃ (খ) লোকের অভাব
১.৫ মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়—
(ক) ২০ টাকা (খ) ৪০ টাকা (গ) ৫০ টাকা (ঘ) ৬০ টাকা
উত্তরঃ (গ) ৫০ টাকা
১.৬ জানিলাম এ জগত—
(ক) সত্য নয় (খ) মিথ্যা নয় (গ) স্বপ্ন নয়
(ঘ) সহজ নয়
উত্তরঃ (গ) স্বপ্ন নয়
১.৭ অবসন্ন মানুষের শরীরে দেখি—
(ক) কর্মের মলিনতা (খ) চাঁদের আলো
(গ) অপমানের কলঙ্ক (ঘ) ধুলোর কলঙ্ক
উত্তরঃ (ঘ) ধুলোর কলঙ্ক
১.৮ সূর্যের আলোয় তার রং হয়ে গেছে—
(ক) রামধনুর মত
(খ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো
(গ) মোরগ ফুলের মত (ঘ) কুমকুমের মতো।
উত্তরঃ (খ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো
১.৯ ক্রন্দনরতা জননীর পাশে কবিতা কোন্ কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে—
(ক) আম পাতা জাম পাতা (খ) সরষে খেত
(গ) ধানক্ষেত থেকে
(ঘ) জলই পাষান হয়ে আছে
উত্তরঃ (গ) ধানক্ষেত থেকে
১.১০ রজনীকান্ত কোন চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন—
(ক) মহম্মদ (খ) শাহজাহান (গ) দিলদার
(ঘ) ঔরঙ্গজেব
উত্তরঃ (গ) দিলদার
অথবা, তুলসী লাহিড়ীর ‘পথিক নাটক থেকে বলি’ – বক্তা কে ?
(ক) বৌদি (খ) অমর (গ) শম্ভু (ঘ) সার্জেন্ট
উত্তরঃ (গ) শম্ভু
১.১১ “কথাটা মালিকের কানে তুলবেন না চ্যাটুজ্জে মশাই” – কারণ
(ক) মালিক মাইনে কমিয়ে দেবেন
(খ) মালিক দুঃখ পাবেন
(গ) বক্তা বেঘোরে মারা পড়বেন
(ঘ) মালিক তাকে তাড়িয়ে দেবেন
উত্তরঃ (গ) বক্তা বেঘোরে মারা পড়বেন
অথবা, “হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন” –
(ক) বাঙালিরা আড্ডাবাজ
(খ) বাঙালিরা উদার
(গ) বাঙালিরা কাঁদুনে জাত
(ঘ) বাঙালিরা সংস্কৃতি মনষ্ক
উত্তরঃ (গ) বাঙালিরা কাঁদুনে জাত
১.১২ যারা বলে, ‘নাট্যাভিনয়, একটা পবিত্র শিল্প’ – তারা সব—
(ক) চালাক (খ) বুদ্ধিমান (গ) পণ্ডিত
(ঘ) গাধা
উত্তরঃ (ঘ) গাধা
অথবা, “The night is calling me me me”– কে লিখেছেন—
(ক) শেক্সপিয়র (খ) বায়রন (গ) বার্নাড শ (ঘ) মিল্টন
উত্তরঃ (গ) বার্নাড শ
১.১৩ সিজার ছিলেন—
(ক) গ্রিসের সম্রাট (খ) ইংল্যান্ডের রাজা
(গ) তুরস্কের সেনাপতি
(ঘ) রোমের অধিপতি
উত্তরঃ (ঘ) রোমের অধিপতি
অথবা, আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন—
(ক) গুরু নানক (খ) বলী কান্ধারী
(গ) দরবেশ (খ) মায়ের বান্ধবী
উত্তরঃ (খ) মায়ের বান্ধবী
১.১৪ ‘Universal Grammar’– এই কথাটি ব্যবহার করেছেন—
(ক) নোয়াম চমস্কি (খ) ম্যাক্স মুলার
(গ) উইলিয়াম জোনস
(ঘ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ (ক) নোয়াম চমস্কি
১.১৫ বাংলায় অর্থ-স্বরধ্বনির সংখ্যা কয়টি ?
(ক) দুটি (খ) পাঁচটি (গ) চারটি (ঘ) তিনটি
উত্তরঃ (গ) চারটি
১.১৬ টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন–
(ক) জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী
(খ) তারাপদ চক্রবর্তী (গ) রামশঙ্কর ভট্টাচার্য
(ঘ) রামনিধি গুপ্ত
উত্তরঃ (ঘ) রামনিধি গুপ্ত
১.১৭ “মধ্যযুগের সন্তগণ” – এই চিত্রটি অঙ্কন করেছিলেন—
(ক) যামিনী রায় (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) বিনোদন বিহারী মুখোপাধ্যায়
(ঘ) রামকিঙ্কর বেইজ
উত্তরঃ (গ) বিনোদন বিহারী মুখোপাধ্যায়।
১.১৮ ভারতীয় ফুটবলের জনক হলেন—
(ক) গোষ্ঠ পাল
(খ) শৈলেন মান্না
(গ) তুলসীদাস বলরাম
(ঘ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
উত্তরঃ (ঘ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
Pingback: Practice West Bengal HS Online Mock Test Free & MCQ Suggestion - Prosnodekho - Prosnodekho
Pingback: H.S Bengali Question Paper 2015 / উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৫ / WBCHSE Questions Paper With Answe H.S - Prosnodekho
Pingback: H.S Bengali Question Paper 2016 / উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৬ / WBCHSE Questions Paper With Answe H.S - Prosnodekho
Pingback: West Bengal Board HS Online MCQ Mock Test | উচ্চমাধ্যমিক অনলাইন মক্ টেস্ট - Prosnodekho
Dada thak you 🥺