উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | WBBSE H.S Bengali Question Answer – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর

বাংলা পাঠ্য বিষয়ে কিছু কথা:

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত নতুন পাঠ্যসূচি চালু হয়েছিল ২০১৩ সালে এবং এই সিলেবাস অনুযায়ী দ্বাদশ শ্রেণির প্রথম বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। ছাত্র-ছাত্রীদের পড়া শুরু করার আগে পাঠ্যসূচি বা সিলেবাস সম্পর্কে সম্যক ধারনা থাকা একান্ত প্রয়োজন। প্রতিটি পাঠের পাশে আলােচনা এবং প্রশ্নোত্তর এই দুটি কলাম আছে। আলােচনা এবং প্রশ্নোত্তর অংশে ক্লিক করলে কাঙ্খিত পৃষ্ঠায় যাওয়া যাবে। প্রতিটি পাঠের  গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, ভাষার ইতিহাস এবং সাহিত্যের ইতিহাসের বিস্তারিত আলােচনা করা আছে এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং MCQ প্রশ্ন দেওয়া হয়েছে। এই সাইটটি নিয়মিত অনুসরণ করলে আশা করি বাংলা সহায়িকা বইয়ের দরকার হবে না।  
পাঠ প্রশ্নোত্তর MCQ
কে বাঁচায় কে বাঁচে প্রশ্নোত্তর TEST
ভাত প্রশ্নোত্তর TEST
ভারতবর্ষ প্রশ্নোত্তর TEST
রূপনারানের কূলে প্রশ্নোত্তর TEST
শিকার প্রশ্নোত্তর TEST
মহুয়ার দেশ প্রশ্নোত্তর TEST 
আমি দেখি প্রশ্নোত্তর TEST
ক্রন্দনরতা জননীর পাশে প্রশ্নোত্তর TEST
বিভাব প্রশ্নোত্তর TEST
নানা রঙের দিন প্রশ্নোত্তর TEST
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন প্রশ্নোত্তর TEST
অলৌকিক প্রশ্নোত্তর TEST
আমার বাংলা প্রশ্নোত্তর TEST
ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশ্নোত্তর TEST
ধ্বনিতত্ত্ব প্রশ্নোত্তর TEST
রুপতত্ত্ব প্রশ্নোত্তর TEST
বাক্যতত্ত্ব প্রশ্নোত্তর TEST
শব্দার্থতত্ত্ব প্রশ্নোত্তর TEST
বাংলা গানের ইতিহাস প্রশ্নোত্তর TEST
বাঙালির চিত্রকলা প্রশ্নোত্তর TEST
বাংলা চলচ্চিত্র প্রশ্নোত্তর TEST
বাঙালির বিজ্ঞানচর্চা প্রশ্নোত্তর TEST
বাঙালির ক্রীড়াসংস্কৃতি প্রশ্নোত্তর TEST

উচ্চমাধ্যমিক বাংলা নতুন সিলেবাস ২০২৬

উচ্চমাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৫

পরীক্ষা প্রস্তুতি

MCQ Mock Test All Subjects

বিগত বছরের প্রশ্নঃ

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার আয়ােজন করে। নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা হয়। নীচে বিগত বছরগুলির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল। প্রশ্নগুলি পড়লে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে; এছাড়া মেধাবী ছাত্রছাত্রীরা নিজেদের সাজেশন নিজেরাই করে নিতে পারবে।

বিগত বছরের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র

This Post Has 3 Comments

Leave a Reply