H.S Bengali Question Paper 2016 / উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৬ / WBCHSE Questions Paper With Answe H.S

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বাংলা
‘ক’ ভাষা
(নতুন পাঠক্রম)
২০১৬

PART – B

মােট সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট
পূর্ণমান : ৮০

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
১. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
২. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
৩.উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।


উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন্ ২০২৪


বিভাগ – ‘খ’ (নম্বর : ৩০)

১. সঠিক বিকল্পটি নির্বাচন করো :১×১৮=১৮


👉HS Bengali MCQ Mock Test👈


১.১ উচ্ছবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল ?
(ক) ভজন চাকর (খ) বাসিনী (গ) তান্ত্রিক
(ঘ) ছোটো বউয়ের বাবা

উত্তরঃ (খ) বাসিনী।

১.২ বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল ?
(ক) চিড়ে (খ) মুড়ি (গ) বাতাসা (ঘ) ছাতু

উত্তরঃ (ঘ) ছাতু।

১.৩ “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত ?” — কোন্ জায়গার কথা বলা হয়েছে ?
(ক) ব্যাবিলন (খ) বাইজেনটিয়াম
(গ) রোম (ঘ) আটলান্টিস

উত্তরঃ (খ) বাইজেনটিয়াম।

অথবা,

“সেই শহর দিয়ে খিদে-তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না।” কারণ—
(ক) পাঞ্জাবে নানকের জন্মস্থান
(খ) পাঞ্জাবে মর্দানার মৃত্যু হয়েছিল
(গ) পাঞ্জাসাহেবে গুরুনানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন
(ঘ) পাঞ্জাসাহেবে বলী কান্ধারীর কুটির ছিল

উত্তরঃ পাঞ্জাসাহেবে গুরুনানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন


👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


১.৪ ‘ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য’ হরিণটি কী করল ?
(ক) নরম ঘাসের উপর শুয়ে পড়ল
(খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল
(গ) অর্জুন বনের ছায়ায় বসে রইল
(ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের উত্তাপ নিল

উত্তরঃ (খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল।

১.৫ ‘নিহত ভাইয়ের শবদেহ দেখে কবি’র মনে জাগে’—
(ক) করুণা (খ) হতাশা (গ) ক্রোধ
(ঘ) আতঙ্ক

উত্তরঃ (গ) ক্রোধ।

১.৬ “এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।”- সাহেবের নাম—
(ক) আইজেনস্টাইন
(খ) আইনস্টাইন
(গ) গেরাসিম লেবেদেফ
(ঘ) জর্জ বার্নাড শ

উত্তরঃ (ক) আইজেনস্টাইন।

অথবা,

“আর একদিন তাকে দেখে মনে হয়েছিল—
(ক) মোমের আলোর চেয়েও পবিত্র
(খ) চাঁদের আলোর চেয়েও সিন্ধ
(গ) ভোরের আলোর চেয়েও সুন্দর
(ঘ) গোধূলির আলোর চেয়েও মায়াবী

উত্তরঃ (গ) ভোরের আলোর চেয়েও সুন্দর।

১.৭ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন—
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(গ) মেঘনাদ সাহা
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ (খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ।

১.৮ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন্ শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরি পরিচিতি লাভ করেছিলেন ? ·
(ক) চিত্রশিল্প (খ) পটশিল্প (গ) স্থাপত্যশিল্প
(ঘ) মুদ্রণশিল্প

উত্তরঃ (ঘ) মুদ্রণশিল্প‌

১.৯ ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ ‘গবাদি পশুর থাকার জায়গা’ এবং বর্তমান অর্থ ‘সমূহ’ – এটি শব্দার্থের পরিবর্তনের কোন্ ধারা ?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের রূপান্তর
(গ) শব্দার্থের সংকোচ
(ঘ) শব্দার্থের অবনতি

উত্তরঃ (খ) শব্দার্থের রূপান্তর।

১.১০ ‘মৃত্যুঞ্জয়ের স্ত্রীর‘ কেবলি মনে পড়ে’—
(ক) সংসারের অভাবের কথা
(গ) ফুটপাথের লোকগুলির কথা
(খ) স্বামীর কথা
(ঘ) ছেলেমেয়েদের কথা

উত্তরঃ (গ) ফুটপাথের লোকগুলির কথা।

১.১১ একসময় দাগি ডাকাত ছিল—
(ক) নিবারণ বাগদি (খ) করিম ফরাজি
(গ) ফজলু শেখ (ঘ) নকড়ি নাপিত

উত্তরঃ (ক) নিবারণ বাগদি।

১.১২ “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”— চৌকিদার কী পরামর্শ দিয়েছিল ?
(ক) দোকান বন্ধ করতে
(খ) দাঙ্গা থামাতে
(গ) বুড়িকে নদীতে ফেলে আসতে
(ঘ) বুড়ির সেবা করতে

উত্তরঃ (গ) বুড়িকে নদীতে ফেলে আসতে।

১.১৩ “সে কখনো করে না বঞ্ছনা।”– ‘সে’ বলতে বোঝানো হয়েছে—
(ক) কঠিনকে (খ) মৃত্যুকে (গ) সত্যকে
(ঘ) জীবনকে

উত্তরঃ (গ) সত্যকে।

১.১৪ “সবুজের অনটন ঘটে …” —
(ক) অনাবৃষ্টির ফলে
(খ) শহরের অসুখ সবুজ খায় বলে
(গ) ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে
(ঘ) অভিজ্ঞ মালী নেই বলে

উত্তরঃ (খ) শহরের অসুখ সবুজ খায় বলে।

১.১৫ “হাঁ বল্লভভাই বলে গেছেন”—
(ক) বাঙালিরা আড্ডাবাজ
(খ) বাঙালিরা সংস্কৃতিমনস্ক
(গ) বাঙালিরা উদার
(ঘ) বাঙালিরা কাঁদুনে জাত

উত্তরঃ (ঘ) বাঙালিরা কাঁদুনে জাত।

অথবা,

“এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই”— কোন্ কথাটা ?
(ক) গ্রিনরুমে ঘুমানোর কথা
(খ) ফাঁকা মঞ্চে অভিনয়ের কথা
(গ) চাটুজ্জেমশাইয়ের সঙ্গে বক্তার সাক্ষাৎ হওয়ার কথা
(ঘ) চাটুজ্জেমশাইকে বাড়ি পৌঁছে দিতে চাওয়ার কথা

উত্তরঃ (ক) গ্রিনরুমে ঘুমানোর কথা।

১.১৬ “হ্যা হ্যাঁ, শম্ভুদা আপনিই হোন।”— কী হওয়ার কথা বলা হয়েছে ?
(ক) যুবক চরিত্র (খ) নায়ক চরিত্র
(গ) সার্জেন্ট চরিত্র (ঘ) খলনায়ক চরিত্র

উত্তরঃ (খ) নায়ক চরিত্র।

অথবা,

রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন ?
(ক) ঔরঙ্গজীবের (খ) দিলদারের
(গ) মোহম্মদের (ঘ) সাজাহানের

উত্তরঃ (খ) দিলদারের।

১.১৭ . মোহনবাগান ক্লাব গঠিত হয়—
(ক) ১৮৮৯ খ্রিস্টাব্দে (খ) ১৮৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯২ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৮৯ খ্রিস্টাব্দে।

১৮. একটি তাড়িত ধ্বনি হল—
(ক) ঝ    (খ) ম    (গ) ঞ     (ঘ) ড়

উত্তরঃ (ঘ) ড়

২. অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২

২.১ ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝো ?

উত্তরঃ একটি ধ্বনিমূল শব্দের যে যে অবস্থানে উচ্চারিত হয়, তাকে ধ্বনিমূলের অবস্থান বলে। যেমন- ই এবং উ প্রভৃতি শব্দের আদি, মধ্য ও অন্তে উচ্চারিত হতে পারে।

২.২ ‘সঞ্জননী ব্যাকরণ’ কাকে বলে ?

উত্তরঃ বাক্যতত্ত্বের আলোচনায় ভাষার বাক্যসমূহ কীভাবে সঞ্জাত হয়, তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ।

২.৩ থিসরাস কী ?

উত্তরঃ থিসরাস কথার বুৎপত্তিগত অর্থ হল রত্নাগার। শব্দার্থের বিশ্বজগতকে সুশৃংখলভাবে বিন্যাস করার নিদর্শন হল থিসরাস।

২.৪ “আমি তা পারি না”– বক্তা কী পারেন না ?

উত্তরঃ নিখোঁজ মেয়েকে ছিন্নভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে তার জন্য বিধাতার কাছে বিচারের প্রত্যাশায় বক্তা আকাশের দিকে চেয়ে থাকতে পারেনা।

২.৫ “চিনিলাম আপনারে”– কবি কীভাবে নিজেকে চিনলেন ?

উত্তরঃ আঘাতে আঘাতে বেদনার মধ্যে দিয়ে কঠিন সত্য উপলব্ধি করে রক্তের অক্ষরে নিজের রূপ উপলব্ধি করে কবি নিজেকে চিনলেন।

২.৬ ‘সোনার বর্শার মতো জেগে উঠে’ হরিণটি কী করতে চেয়েছিল ?

উত্তরঃ সোনার বর্শার মতো জেগে উঠে হরিণ হরিণ হরিণ চমক লাগিয়ে দিতে চেয়েছিল।

২.৭ “এখানে অসহ্য, নিবিড় অন্ধকারে / মাঝে মাঝে শুনি”– বক্তা কী শোনেন ?

উত্তরঃ এখানে অসহ্য নিবিড় অন্ধকারে বক্তা মাঝে মাঝে মহাবনের ধারে কয়লাখনির গভীর বিশাল শব্দ শোনান।

২.৮ “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ?”— কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে ?

উত্তরঃ যেদিন চীনের প্রাচীর তৈরি শেষ হলো সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।

অথবা,

“সেকালে ঘন ঘন ‘সাকা’ হত” –‘সাকা’ হলে কী করতে হত ?

উত্তরঃ সেকালে ‘সাকা’ হলে বাড়িতে কোন রান্না হতো না আর রাতে মেঝেতে শুতে হত।

২.৯ ‘বিভাব’ নাটকের নামকরণ হয়েছিল কীভাবে ?

উত্তরঃ কোন এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশি করে শম্ভু মিত্রের নাটকটির ‘বিভাব’ নামকরণ করেছিলেন।

অথবা,

‘নানা রঙের দিন’ নাটকে রজীনাকান্ত ঔরঙ্গজীব ও মোহম্মদের যে-দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন্ নাটকের অংশ ?

উত্তরঃ নানা রঙের দিন নাটকে রজনীকান্ত, ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি দ্বিজেন্দ্রলাল রায়ের ‘সাজাহান’ নাটকের অংশ।

২.১০ “Box office বলেও তো একটা কথা আছে”– বক্তা কখন কথাটি বলেছেন ?

উত্তরঃ বিভাব নাটকের অন্যতম চরিত্র শম্ভু কোন একটি মেয়েলি কন্ঠে গাওয়া ‘মালতীলতা দোলে’ রবীন্দ্র সঙ্গীতের প্রসঙ্গে তার এস্থেটিক কথা বলতে গিয়ে কথাটি বলেছেন।

অথবা,

তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না’— কিসে ‘বয়েস’ বোঝা যায় না ?

উত্তরঃ লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে ইয়ার্কি টিয়ার্কি মারলে বয়সটা ঠিক বোঝা যায় না।

২.১১ ‘উৎসব তাড়াতাড়ি হাত চালায়’— কেন ?

উত্তরঃ উৎসব জেনেছে কাঠ কাটলে হোম যজ্ঞ হবে আর হোম যজ্ঞ হওয়ার পর সে ভাত পাবে- এই আশায় সে তাড়াতাড়ি হাত চালায়।

২.১২ পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাক পুরুষের’ পুরনো ‘বচনে’ কি বলা আছে ?

উত্তরঃ পৌঁছে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে বলা আছে শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন বাকি সব দিন দিন।

বিভাগ – ‘ক’ (নম্বর : ৫০)

১. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

১.১ “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এ ভাবে দেশের লোককে বাঁচনো যায় না। কোন্ প্রসঙ্গে নিখিলের এই ভাবনা ? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ? ১ + ৪

১.২ “বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।”— ‘বাদা’ কাকে বলে ? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী ? ১+৪

২ . অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

২.১ “এই ভোরের জন্য অপেক্ষা করছিল !” – কে অপেক্ষা করছিল ? তার পরিণতি কী হয়েছিল ? ১+৪

২.২ “আমার দরকার শুধু গাছ দেখা।”— বক্তা কে ? তার গাছ দেখা দরকার কেন ? ১+৪

৩. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৩.১ “আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম।” –বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন ? বক্তা কোন্ প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন ?

৩.২ “অভিনেতা মানে একটা চাকর – একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটেখুটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটক-ওয়ালাদের একমাত্র কর্তব্য।”— বক্তার কথার তাৎপর্য আলোচনা করো।

৪. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৪.১ “পাতায় পাতায় জয় / জয়োৎসবের ভোজ বানাত কারা ?” – পাতায় পাতায় কাদের জয় লেখা ? ‘জয়োৎসবের ভোজ’ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে ? ৫x১=৫

৪.২ “ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাঁই থামানো যাবে না কেন ?” — ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ? ট্রেন কীভাবে থামানো হয়েছিল ?

৫. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৫.১ “কিন্তু হাতি-বেগার আর চলল না।”— হাতি-বেগার আইন কী ? তা আর চলল না কেন ?

৫.২ “তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো।”— লেখক কাকে, কীভাবে, কেন সাহায্য করতে বলেছেন ?

৬. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৬.১ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ? যে-কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও।

৬.২ উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও।

৭. অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৭.১ বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো।

৭.২ বাংলার দুটি লোকসংগীতের ধারার নাম লেখো। যে-কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫x২ = ১০

৭.৩ বাঙালির চিত্রকলাচর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো।

৭.৪ কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও।

৮. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো : ১০×১=১০

৮.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :

৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধরচনা করো :

গাছের কথা

বীজের ওপর এক কঠিন ঢাকনা; তাহার মধ্যে বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায় । বীজের আকার নানাপ্রকার, কোনোটি অতি ছোটো, কোনোটি বড়ো। বীজ দেখিয়া গাছ কত বড়ো হইবে বলা যায় না। অতি প্রকাণ্ড বটগাছ, সরিষা অপেক্ষা ছোটো বীজ ইইতে জন্মে। কে মনে করিতে পারে এত বড়ো গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে ? তোমরা হয়তো কৃষকদিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ। কিন্তু যত গাছপালা, বনজঙ্গলে দেখো, তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় নাই।

৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধরচনা করো :

বিতর্কের বিষয় : চলভাষ ছাড়া চলমান জীবন অচল

মতের পক্ষে : আধুনিক গতিশীল যুগে প্রতিমুহূর্তে মানুষের কাছে চলভাষ বা মোমাইল ফোন অবশ্য প্রয়োজনীয় এক উপাদান — প্রায় ছায়াসঙ্গী বলা যায়। জীবনের প্রতিমুহূর্তেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনীয়তা পূরণের জন্য মোবাইল ফোন অপরিহার্য। অত্যন্ত দ্রুতগতির এই আধুনিক জীবনে সময়ের মূল্যকে সর্বাধিক গুরুত্ব দিতে মোবাইল ফোন ছাড়া চলেই না। কেবল যোগাযোগের মাধ্যমেই নয় — মোবাইল ফোন ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্যসম্ভার হাতের মুঠোয় এনে দেয়।

৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধরচনা করো :

স্বামী বিবেকানন্দ

জন্ম: ১৮৬৩ খ্রিস্টাব্দের, ১২ জানুয়ারি, কলকাতার সিমলায়।
পিতা : বিখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত।
মাতা : ভূবনেশ্বরী দেবী।
শিক্ষাজীবন : মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ।
রামকৃষ্ণের সান্নিধ্য : দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তার শিষ্যত্ব গ্রহণ ১৮৮৬ খ্রিস্টাব্দে রামকৃষ্ণের দেহত্যাগের পর বরানগর রামকৃষ্ণ মঠ স্থাপন।
কর্মজীবন : ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগো ধর্মমহাসভায় যোগদানের জন্য আমেরিকা যাত্রা। ইংল্যান্ড ভ্রমণ, ১৮৯৭ খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন। ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠা।
উল্লেখযোগ্য রচনা : ‘পরিব্রাজক’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য’, ‘বর্তমান ভারত’।
মৃত্যু : ১৯০২ খ্রিস্টাব্দের ৪ জুলাই।

H.S BENGALI QUESTION PAPER
2015 2016 2017 2018 2019
2020 NoEx 2022 2023 2024

This Post Has 8 Comments

  1. Anonymous

    not mach

Leave a Reply