১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×১৮=১৮
১.১ যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না—
(ক) অর্থের অভাবে (খ) লোকের অভাবে
(গ) চালের অভাবে (ঘ) কাঠের অভাবে
উত্তরঃ (খ) লোকের অভাবে
১.২ মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকসংখ্যা—
(ক) ৭জন (খ) ৮জন (গ) ৯জন (ঘ) ১০ জন।
উত্তরঃ (গ) ৯জন
১.৩ “উনি হলেন দেবতার সেবিকা’- কথাটি বলে—
(ক) বাসিনী (খ) উৎস(গ) সবাই (ঘ) বড়ো বাড়ির লোকেরা।
উত্তরঃ (ঘ) বড়ো বাড়ির লোকেরা
১.৪ একদা পেশাদর লাঠিয়াল ছিল—
(ক) করিম ফরাজি (খ) নিবারণ বাগদি
(গ) ফজলু সেখ (ঘ) নকড়ি নাপিত
উত্তরঃ (ক) করিম ফরাজি
১.৫ মাঠ পেরিয়ে নদীর দূরত্ব—
(ক) একমাইল (খ) দুমাইল (গ) তিন মাইল (ঘ) চার মাইল
উত্তরঃ (খ) দুমাইল
১.৬ কবি সকল দেনা শোধ করে দিতে চান
(ক) জীবন থাকতে (খ) আমৃত্যুতে (গ) মৃত্যুতে (ঘ) আজন্মে
উত্তরঃ (গ) মৃত্যুতে
১.৭ হরিণটি একটি বিস্তীর্ণ উল্লাস পেতে চেয়েছিল—
(ক) স্রোতের মতো
(খ) সোনার বর্শার মতো
(গ) কুঙ্কুমের মতো
(ঘ) ভোরের রৌদ্রের মতো
উত্তরঃ (ঘ) ভোরের রৌদ্রের মতো
১.৮ কবির ক্লান্তির উপরে নামবে—
(ক) মহুয়ার বন (খ) মহুয়ার ফুল
(গ) মহুয়ার গন্ধ (ঘ) মহুয়ার পাতা
উত্তরঃ (গ) মহুয়ার গন্ধ
১.৯ ‘আমি দেখি’ কবিতায় ‘বহুদিন’ কথাটি ব্যবহৃত হয়েছে—
(ক) দুবার (খ) তিনবার (গ) চারবার (ঘ) পাঁচ বার
উত্তরঃ (খ) তিনবার
১.১০ অমর ‘লভ সিন’ দেখেছেন—
(ক) নাটকে (খ) যাত্রায় (গ) থিয়েটারে (ঘ) বায়োস্কেপে।
উত্তরঃ (ঘ) বায়োস্কেপে।
অথবা,
রজনীবাবুকে যার পার্ট করতে দেখে মেয়েটি ভালোবেসেছিল—
(ক) দিলদারের (খ) ঔরঙ্গজেবের
(গ) বক্তিয়ারের (ঘ) আলমগিরের
উত্তরঃ (ঘ) আলমগিরের
১.১১ ‘এটাই হল বড়ো কথা’ – বড়ো কথাটি হলো—
(ক) নায়ক আসছে
(খ) নায়ক ধাক্কা দিচ্ছে
(গ) নায়ক পালাচ্ছে
(ঘ) নায়ক মার খাচ্ছে
উত্তরঃ (ক) নায়ক আসছে
অথবা
‘ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও’—কথাটি বলেছে—
(ক) দারা (খ) সুজা (গ) মোরাদ (ঘ) ঔরঙ্গজেব
উত্তরঃ (খ) সুজা
১.১২ ‘আমি তো চললাম- আবার দেখা হয় কিনা কে জানে’- যে নাটকের সংলাপ—
(ক) বিভাব (খ) পথিক (গ) নবান্ন (ঘ) ছেঁড়াতার
উত্তরঃ (খ) পথিক
অথবা,
কালীনাথ সেনের বয়স—
(ক) ৬৮ বছর (খ) প্রায় ৬৮ বছর
(গ) ৬০ বছর (ঘ) প্রায় ৬০ বছর
উত্তরঃ (ঘ) প্রায় ৬০ বছর
১৩. শহরের রুটি পায়েস লচি-ডাল ডাঁই করে রাখে—
(ক) গ্রাম বাসীরা (খ) কয়েদীরা
(গ) স্বাধীনতা সংগ্রামীরা (ঘ) শহর বাসীরা
উত্তরঃ (ঘ) শহর বাসীরা
অথবা,
গলদের নিপাত করেছিল—
(ক) আলেকজাণ্ডার (খ) ফিলিপ
(গ) দ্বিতীয় ফ্রেডারিক (ঘ) সিজার
উত্তরঃ (ঘ) সিজার
১.১৪ মান্নাদের প্রকৃত নাম—
(ক) প্রকাশচন্দ্ৰ দে (খ) প্রমোদচন্দ্র দে
(গ) প্রবোধচন্দ্র দে (ঘ) প্রদোষ চন্দ্ৰ দে
উত্তরঃ (গ) প্রবোধচন্দ্র দে
১.১৫ ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটি এঁকেছেন–
(ক) হেমেন্দ্রনাথ মজুমদার
(খ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
(গ) রামকিঙ্কর বেইজ
(ঘ) যামিনী রায়
উত্তরঃ (খ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
১.১৬ ‘টনস্টয় অব বেঙ্গল’ বলা হতো যাকে—
(ক) কালিদাস শীল (খ) প্রফুল্ল চন্দ্র রায়
(গ) মহেন্দ্ৰ চন্দ্ৰ নন্দী (ঘ) নীলমনি মিত্র
উত্তরঃ (গ) মহেন্দ্ৰ চন্দ্ৰ নন্দী
১.১৭” মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন-
(ক) চমস্কি (খ) মিলিচ (গ) মাস্ক (ঘ) গারল্যাণ্ড
উত্তরঃ (ক) চমস্কি
১.১৮ ‘শাসনকাল’ যে ধরণের রূপমূল
(ক) সমন্বয়ী (খ) আভিধানিক (গ) মিশ্র (ঘ) জটিল
উত্তরঃ (গ) মিশ্র।
২. কম বেশী ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১×১২=১২
২.১“চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল।’- নজরে কী পড়ল ?
২.২“আসার সময়ে গাঁ-জ্ঞেয়াতি বলেছিল’ -গাঁ জ্ঞেয়াতি কী বলেছিল ?
২.৩ ‘সে কখনো করে না বঞ্চনা’ – ‘সে’ বলতে কে ?
২.৪ ‘একটা অদ্ভূত শব্দ’– শব্দটি ‘অদ্ভুত’ কেন ?
২.৫ ‘মাঝে মাঝে শুনি’ – বক্তা কী শোনেন ?
২.৬ ‘সবুজের অনটন ঘটে’ সবুজের অনটন ঘটে কেন ?
২.৭ ‘একেবারে ইসথেটিক মরা’- ইসথেটিক মরাটি কীরকম ?
অথবা
‘কে যেন একবার বললে’-কার সম্পর্কে, কী বললে ?
২.৮ ‘ওঃ দাতা কর্ণ যে।’– দাতাকর্ণ বলা হয়েছে কেন ?
অথবা
‘তাহলে সে রাজনীতি আমার জন্য নয়।’- কোন রাজনীতির কথা বলা হয়েছে ?
২.৯ ‘কে জিতেছিল ? একলা সে ?’– কার কথা বলা হয়েছে ?
অথবা
‘অমনি আমি বলে উঠি।’- বক্তা কী বলে ওঠেন ?
২.১০ একভাষিক অভিধান কাকে বলে ?
২.১১ ক্র্যানবেরি রূপমূল কী ?
২.১২ থিসরাস কী ?
৩. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫
৩.১ ‘কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।’— অসুস্থ হওয়ার কারণ কী ? এই অসুস্থতা শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে গেল ? ১+৪
৩.২ ‘সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা।’– সর্বনাশ কীভাবে ঘটেছিল ? সর্বনাশের বহর কী রকম ছিল ? ২+৩
৪. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
৪.১ ‘জেগে উঠিলাম’ – বক্তা কোথায় জেগে উঠলেন ? জেগে উঠে তিনি কী কী উপলব্ধি করলেন ? ১+৪
৪.২ ‘এসেছে সে ভোরের আলোয় নেমে’ – সে কখন ভোরের আলোয় নেমে এল ? ভোরের আলোয় তার কী পরিণতি ঘটল ? ১+৪
৫. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫
৫.১ ‘নানা রঙের দিন’ নাটকে রজনীবাবুর চরিত্রবৈশিষ্ট্য লেখো।
৫.২ ‘বিভাব’ নাটক লেখার পেছনে নাট্যকার কোন কোন দৃশ্য ও ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়েছিল ? ৫
৬. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫
৬.১ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় মজুরটির প্রশ্নগুলি কোন্ কোন্ বিষয় সম্পর্কিত ছিল তা লেখো। ৫
৬.২ ‘গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল।’- গল্পটির কথক কে ? গল্পটি সংক্ষেপে লেখো। ১+৪
৭. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫
৭.১ ‘পঁচিশ-ত্রিশবছর আগেকার কথা।’ – পঁচিশ ত্রিশ বছর আগে যে ঘটনাটি ঘটেছিল তা লেখো। এই ঘটনার বিশ্বাসযোগ্যতা কীভাবে পাওয়া যায় ?
৭.২ ‘মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভূত জন্তু দেখলাম।’—অদ্ভূত জন্তুটির বর্ণনা দাও। এই জন্তুটি কেন্দ্র করে লেখক কোন্ কোন্ কথা বলতে চেয়েছেন ? ২+৩
৮. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫
৮.১ বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝ ? বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করো ।১+৪
৮.২ শব্দার্থ পরিবর্তনের সাধারণ ভাগগুলির পরিচয় দাও। ৫
৯. অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×২ = ১০
৯.১ বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের ভূমিকা লেখো।
৯.২ বাংলা চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো৷
৯.৩ বাংলা চলচিত্রে মৃনাল সেনের ভূমিকা লেখো।
৯.৪ বাঙালীর ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সুত্রপাত কীভাবে হয়েছিল ? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে ? ফুটবলের কোন ঘটনা, কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল ?
১+১+৩
১০. নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কম-বেশি ৪০০শব্দের মধ্যে ১টি প্রবন্ধ রচনা করোঃ ১০×১=১০
১০.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :
বিশ্ব উষ্ণায়ন
নিত্যনতুন আবিষ্কার আর প্রচণ্ড গতিতে সঙ্গে নিয়ে মানুষ যে অপরিমেয় ভোগ ও স্বাচ্ছ্যন্দ্যের পথে চলেছে, সেই সার্বিক অগ্রগতির পথে বর্তমান না সংকটময় পরিস্থিতি উপস্থিত। এর মধ্যে ভয়ংকর সংকটটি হল বিশ্বউষ্ণায়ন। পৃথিবীর আবহাওয়া উষ্ণ থেকে উষ্ণতর হওয়ার ফলে সমস্ত প্লেমিয়ার ও চির-তুহিন মেরু অঞ্চলের সাম্রাজ্য দ্রুতহারে গলছে, মরুভূমি অঞ্চলগুলির পরিধি বাড়ছে। বহু জলচর ও স্থলচর প্রাণী ইতিমধ্যে অবলুপ্ত বা বিলপ্তির পথে। আত্মসচেতনতা বাড়িয়ে পৃথিবীর প্রাণকে রক্ষা করাই আমাদের সবচেয়ে বড়ো কর্তব্য।
১০.৩ প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিবিন্যাস করে প্রবন্ধ রচনা করো :
বিতর্কের বিষয় : ‘চলভাষ ছাড়া চলমান জীবন অচল’
পক্ষে : বর্তমান জীবনে চলভাষ বা মোবাইল ফোন অবশ্য প্রয়োজনীয় এক উপাদান। জীবনের প্রতি মুহূর্তেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনীয়তা পূরণের জন্য মোবাইল ফোন
অপরিহার্য। অত্যন্ত দ্রুতগতির এই আধুনিক জীবনে সময়ের মূল্যকে সবাধিক গুরুত্ব দিতে চলভাষ ছাড়া চলেই না।
বিপক্ষেঃ চলভাষের জন্য মানুষ এখন যান্ত্রিক হয়ে পড়েছে। মানুষে মানুষে বন্ধন শিথিল হয়েছে। এর তরঙ্গ প্রতিনিয়ত আমাদের মস্তিষ্ক ও হৃদযন্ত্রের ক্ষতি করছে। প্রকৃতি থেকে পাখি ও গাছ হারিয়ে যাচ্ছে। চলভাষের কারণে দুর্ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। বিভিন্ন বিনোদন ছাত্রসমাজকে বিপথে চালিত করছে।
১০.৪ প্রদত্ত সুত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :
শতবর্ষের আলোকে সত্যজিৎ রায়।