WBCHSE HIGHER SECONDARY ECONOMICS QUESTION PAPER WITH ANSWER 2016
2016
ECONOMICS
( New Syllabus )
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the Candidates
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
PART-A Marks: 60
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2×10=20
(a) চাহিদার সূত্রটি বিবৃত করো।
অথবা,
নিকৃষ্ট দ্রব্য কাকে বলে ?
(b) চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।
অথবা,
কোনো দ্রব্যের দাম 6 টাকা থেকে বেড়ে ৭ টাকা হওয়ায় চাহিদার পরিমাণ 10 কেজি থেকে কমে 5 কেজি হল। চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান কত ?
(c) উৎপাদনের প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা দাও।
অথবা,
উৎপাদনের দীর্ঘকালীন ব্যয় কখনোই স্বল্পকালীন ব্যয়ের থেকে বেশি হতে পারে না কেন ?
(d) দেখাও যে, ফার্মের গড় রেভিনিউ ও উৎপাদিত দ্রব্যের দাম পরস্পর সমান।
অথবা,
দাম পরিবর্তনশীল হলে গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউয়ের মধ্যে সম্পর্কটি কীরূপ হবে ?
(e) প্রসারমূলক ফিসক্যাল নীতি বলতে কী বোঝায় ?
অথবা,
সরকারি ব্যয়ের গুণক কাকে বলে ?
(f) বিস্তৃতির অর্থ কী ?
(g) ছদ্মবেকারত্ব কাকে বলে ?
অথবা,
ভারতে আয়বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো।
(h) বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে ভারত ভোগ করে এরূপ দুটি সুবিধার উল্লেখ করো।
(i) জীবনবিমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় কেন ?
(j) বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কী বোঝো ?
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 5×8=40
(a) উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো।
অথবা,
স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটির বর্ণনা দাও।
(b) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলি কী?
অথবা,
দেখাও, কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয়রেখা থেকে তার স্বল্পকালীন জোগানরেখা পাওয়া যায় ?
(c) বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমানগুলি আলোচনা করো।
অথবা,
নগদ পছন্দ দ্বারা কীভাবে সুদের হার নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো।
(d) উৎপাদনের উপাদানগুলির আয় যোগ করে কীভাবে জাতীয় আয় পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
অথবা,
কোনো দেশের জাতীয় আয় পরিমাপ করার অসুবিধাগুলি আলোচনা করো।
(e) বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।
(f) লেনদেন ব্যালান্সের হিসাবে চলতি খাত এবং মূলধনি খাতের মধ্যে পার্থক্য দেখাও।
(g) 20, 19, 20, 19, 19, 20-এই সংখ্যাগুলির সমক পার্থক্য নির্ণয় করো।
(h) ভারতে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
ভারতে দারিদ্র্য বজায় থাকার কারণগুলি কী ?
PART-B (Marks: 20)
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×10=10
(i) স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে তার মোট ব্যয়ের পরিমাণ হবে –
(a) মোট পরিবর্তনীয় ব্যয়
(b) গড় পরিবর্তনীয় ব্যয়
(c) মোট স্থির ব্যয়
(d) গড় স্থির ব্যয়
উত্তরঃ (c) মোট স্থির ব্যয়
(ii) পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত শর্তটি হল–
(a) MR = MC
(b) MC রেখা ঊর্ধ্বমুখী
(c) MC রেখা নিম্নাভিমুখী
(d) P = MR
উত্তরঃ (b) MC রেখা ঊর্ধ্বমুখী
(iii) নীচে দেওয়া বিষয়গুলির কোন্টির জন্য একটি দ্রব্যের জোগানরেখা ডানদিকে স্থান পরিবর্তন করে ?
(a) শ্রমিকদের মজুরি হ্রাস
(b) দ্রব্যটির উৎপাদনে সরকারি অনুদান হ্রাস
(c) প্রাকৃতিক বিপর্যয়
(d) কাঁচামালের সরবরাহে বিঘ্ন
উত্তরঃ (a) শ্রমিকদের মজুরি হ্রাস
(iv) একচেটিয়া কারবারির ভারসাম্যের একটি শর্ত হল –
(a) MR = AC (b) MR = MC
(c) AR = MC (d) AR = AC
উত্তরঃ (b) MR = MC
(v) গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতার যোগফল হবে –
(a) 0 (b) `frac1{2}` (c) 1 (d) 2
উত্তরঃ (c) 1
(vi) যদি সরকারি ব্যয় এবং কররাজস্ব সমান পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে আয় বৃদ্ধির গুণকের মান হবে –
(a) 0 (b) 1 (c) 1-এর বেশি (d) 1-এর কম
উত্তরঃ (b) 1
(vii) সমক পার্থক্যের নিম্নতম মান হল –
(a) –2 (b) –1 (c) 0 (d) 1
উত্তরঃ (d) 1
(viii) নীচের কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয় ?
(a) মিনহাস (b) মহলানবিশ
(c) প্রণব বর্ধন (d) ডান্ডেকার ও রথ।
উত্তরঃ (b) মহলানবিশ
(ix) মাথাগুনতি অনুপাত দ্বারা কী পরিমাপ করা হয় ?
(a) জাতীয় আয় (b) বেকারত্ব
(c) মুদ্রাস্ফীতি (d) দারিদ্র্য
উত্তরঃ (d) দারিদ্র্য
(x) বিশ্ববাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা হয় –
(a) 1991 সালে (b) 1992 সালে
(c) 1994 সালে (d) 1995 সালে
উত্তরঃ (d) 1995 সালে
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×10
(i) ঠিক না ভুল লেখো: পচনশীল দ্রব্যের জোগানের দাম স্থিতিস্থাপকতা অত্যন্ত কম হয়।
উত্তরঃ ঠিক
অথবা,
ঠিক না ভুল লেখো: জোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে জোগানরেখার আকৃতি হবে অনুভূমিক।
উত্তরঃ ভুল।
(ii) ঠিক না ভুল লেখো: পূর্ণ প্রতিযোগিতার বাজারের একটি বৈশিষ্ট্য হল দ্রব্যের দাম পৃথককরণ।
উত্তরঃ ভুল।
অথবা,
ঠিক না ভুল লেখো: যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে, তাকে অলিগোপলি বলে।
উত্তরঃ ঠিক
(iii) ঠিক না ভুল লেখো: একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই।
উত্তরঃ ঠিক
অথবা,
ঠিক না ভুল লেখো: একচেটিয়া বাজারে MR সর্বদা AR অপেক্ষা বেশি হয়।
উত্তরঃ ভুল।
(iv) ঠিক না ভুল লেখো: পরিকল্পিত মুনাফাই মার্ক আপ।
উত্তরঃ ঠিক
(v) ঠিক না ভুল লেখো: একটি রাশিমালার প্রসারের মান ঋণাত্মক হতে পারে না।
উত্তরঃ ঠিক
অথবা,
ঠিক না ভুল লেখো: 20টি সংখ্যাবিশিষ্ট একটি রাশিমালার সমক পার্থক্য হল 10। যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে নতুন সমক পার্থক্য হবে 12 ।
উত্তরঃ ভুল।
(vi) শূন্যস্থান পূরণ করো: ভেদমান হল সমক পার্থক্যের __________।
উত্তরঃ বর্গ।
(vii) ঠিক না ভুল লেখো: বেকারি ও দারিদ্র্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
উত্তরঃ ঠিক
অথবা,
ঠিক না ভুল লেখো: পরিকল্পনাকালে ভারতের আয়বৈষম্য বৃদ্ধি পেয়েছে।
উত্তরঃ ঠিক
(viii) শূন্যস্থান পূরণ করো: একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠন করা হল __________ সালে।
উত্তরঃ 1964
(ix) শূন্যস্থান পূরণ করো: ভারতীয় জীবনবিমা নিগম স্থাপিত হয় _________ সালে।
উত্তরঃ 1956
(x) শূন্যস্থান পূরণ করো: ভারতের বিমাক্ষেত্রে সংস্কারের জন্য ভারত সরকার 1993 সালে ________ কমিটি নিয়োগ করে।
উত্তরঃ মালহোত্রা।