HS Economics Question Paper With Answer 2023 WBCHSE | উচ্চ মাধ্যমিক অর্থনীতি বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র ২০২৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY ECONOMICS QUESTION PAPER WITH ANSWER 2023
উচ্চমাধ্যমিক অর্থনীতি বিষয়ের প্রশ্নপত্র ২০২৩ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার অর্থনীতি বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

ECONOMICS
(New Syllabus)
2023
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিস্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপায়ে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

• এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 28.

• এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

• প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।

• প্রয়োজন অনুযায়ী মূল উত্তরপত্রে রাফ / খসড়া কার্য করা যাবে এবং শেষে কোনাকুনি ভাবে কেটে দেবে।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তরপত্রে লেখো : 1 × 10 = 10

(i) স্বল্পকালে গড় পরিবর্তনীয় ব্যয় রেখা কিরূপ আকারের হয় ?
(a) অবতল (b) সমপরাবৃত্তাকার
(c) সমান্তরাল (d) U-আকৃতির।

উত্তরঃ (d) U-আকৃতির।

(ii) যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিক হওয়ার জন্য প্রয়োজনীয় বা প্রথম ক্রমের
শর্তটি হল—
(a) দাম = প্রান্তিক রেভিনিউ
(b) প্রান্তিক রেভিনিউ = প্রান্তিক ব্যয়
(c) প্রান্তিক ব্যয় রেখা নিম্নগামী
(d) প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বগামী।

উত্তরঃ (b) প্রান্তিক রেভিনিউ = প্রান্তিক ব্যয়

(iii) যোগানের স্থিতিস্থাপকতা শূন্য হলে যোগান রেখাটি হবে—
(a) পশ্চাৎবক্রমান
(b) বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী
(c) উল্লম্ব
(d) অনুভূমিক।

উত্তরঃ (c) উল্লম্ব

(iv) একচেটিয়া কারবারীর বিক্রীত দ্রব্যের চাহিদা রেখা সর্বদাই—
(a) ঊর্ধ্বগামী (b) নিম্নগামী (c) উল্লম্ব
(d) অনুভূমিক।

উত্তরঃ (b) নিম্নগামী

(v) প্রান্তিক ভোগপ্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল হবে—
(a) 0   (b) 2   (c) `frac1{2}`   (d) 1

উত্তরঃ (d) 1

(vi) করের পরিমাণ স্থির থাকলে এবং প্রান্তিক ভোগপ্রবণতার মান `frac4{5}` হলে, সরকারের ব্যয় যদি 100 টাকা বৃদ্ধি পায় তবে জাতীয় আয় বৃদ্ধি পাবে—
(a) 500 টাকা (b) 400 টাকা (c) 200 টাকা
(d) 100 টাকা।

উত্তরঃ (a) 500 টাকা

(vii) যদি কোনো রাশিমালার প্রদত্ত সকল মান 5-এর সমান হয়, তবে তার সমক
পার্থক্য হবে—
(a) ঋণাত্মক (b) শূন্য (c) ধনাত্মক  (d) 5

উত্তরঃ (b) শূন্য

(viii) নীচের কোন্ নামটি আয় বৈষম্যের সঙ্গে যুক্ত ?
(a) মিনহাস (b) প্রণব বর্ধন (c) মহালনবীশ (d) ডান্ডেকর।

উত্তরঃ (c) মহালনবীশ

(ix) জাতীয় গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্প (NREP) চালু হয়—
(a) 1980 সালে (b) 1983 সালে
(c) 1985 সালে (d) 1990 সালে।

উত্তরঃ (a) 1980 সালে

(x) ভারতীয় জীবনবিমা নিগম স্থাপিত হয়।
(a) 1951 সালে (b) 1956 সালে
(c) 1960 সালে (d) 1966 সালে।

উত্তরঃ (b) 1956 সালে

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×10 = 10

(i) ঠিক না ভুল লেখো :

যোগানরেখাটি মূলবিন্দুগামী সরলরেখা হলে, সেটির প্রতিটি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতার মান হবে এক অপেক্ষা কম। (ভুল)

(ii) শূন্যস্থান পূরণ করো :

___________ বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো প্রভেদ থাকে না।

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা।

অথবা,

শূন্যস্থান পূরণ করো :

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা একটি _________ দ্রব্য ক্রয় বিক্রয় করে।

উত্তরঃ সমজাতীয়।

(iii) শূন্যস্থান পূরণ করো :

__________ বাজারে বিক্রেতা তার দ্রব্যের দাম নির্ধারণ করে।

উত্তরঃ একচেটিয়া।

অথবা,

শূন্যস্থান পূরণ করো :

একচেটিয়া বাজারে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা ________ থাকে।

উত্তরঃ কম।

(iv) শূন্যস্থান পূরণ করো :

শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে দাম হল …………. নির্ধারিত।

উত্তরঃ ফার্ম দ্বারা।

অথবা,

শূন্যস্থান পূরণ করো :

মার্ক-আপ ব্যবস্থায়, দাম = গড় উৎপাদন ব্যয় + ______ মার্জিন।

উত্তরঃ মুনাফার।

(v) শূন্যস্থান পূরণ করো :

কোনো রাশিমালার সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে বলে ________।

উত্তরঃ প্রসার।

(vi) ঠিক না ভুল লেখো :

যদি কোনো চলরাশির প্রতিটি মান সমান হয় তাহলে তার সমক পার্থকোর মান হবে শূন্য। (ঠিক)

অথবা,

ঠিক না ভুল লেখো :

গিনি সহগের মান যত বেশি হবে আয় বণ্টনে বৈষম্য তত বেশি হয়। (ঠিক)

(vii) শূন্যস্থান পূরণ করো :

একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয় _______ সালে।

উত্তরঃ 1964

(viii) ঠিক না ভুল লেখো :

ভারতবর্ষে শিল্পক্ষেত্রে প্রচ্ছন্ন বেকারত্ব লক্ষ্য করা যায়। (ভুল)

অথবা,

ঠিক না ভুল লেখো :

ক্যালরির মাধ্যমে দারিদ্র্য রেখা পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গী বলা হয়। (ঠিক)

(ix) শূন্যস্থান পূরণ করো :

………….. সালে আই.আর.ডি.এ. আইন পাশ হয়।

উত্তরঃ 1999

অথবা,

শূন্যস্থান পূরণ করো :

জীবনবিমাকে …………… চুক্তি বলা হয়।

উত্তরঃ নিশ্চয়তা

(x) ঠিক না ভুল লেখো :

GATT একটি সংস্থা কিন্তু WTO একটি চুক্তি। (ভুল)

( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী )

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 2×10=20

(a) অর্থবিদ্যায় কোনো দ্রব্যের চাহিদা বলতে কী বোঝায় ?

উত্তরঃ সাধারণ অর্থে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। অর্থনীতিতে চাহিদা বলতে কার্যকরী চাহিদাকে বোঝায়। অর্থাত্ আকাঙ্ক্ষার সঙ্গে থাকতে হবে ক্রয়ক্ষমতা বা অর্থ। যেমন— কোনো দরিদ্র দিনমজুরের একটি ফ্রিজ কেনার আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু তার ক্রয়ক্ষমতা নেই বলে এটি চাহিদা হবে না। অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায় কোনো দ্রব্যের আকাঙ্ক্ষা পূরণের জন্য সামর্থ্য বা অর্থ এবং অর্থব্যয় করার ইচ্ছা।

অথবা,

নিকৃষ্ট দ্রব্যের সংজ্ঞা দাও।

উত্তরঃ

(b) চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।

উত্তরঃ কোনাে দ্রব্যের দামের একটি নির্দিষ্ট হারে পরিবর্তনের ফলে দ্রব্যটির চাহিদার পরিমাণে যে হারে পরিবর্তন ঘটে বা দ্রব্যটির চাহিদার পরিমাণে যে সাড়া জাগে, তাকেই চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলা হয়। এখানে অবশ্য অনুমান করে নেওয়া হয় যে, চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়ের কোনাে পরিবর্তন হয়নি।

অথবা,

সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলতে কী বোঝো ?

উত্তরঃ দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। অস্থিতিস্থাপক চাহিদার মান এককের থেকে কম হয়। অর্থাৎ EP >1

অস্থিতিস্থাপক চাহিদা রেখার ক্ষেত্রে চাহিদা রেখার ঢাল একটু বেশী বলে চাহিদা রেখা কিছুটা খাড়া আকৃতির হয়। অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে সাধারণত: দামের প্রভাব কম হয়। সাধারণত: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা অস্থিতিস্থাপক হয়। যেমন- চাল, আটা, চিনি ইত্যাদি। অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে মোট ব্যয় বৃদ্ধি পায় এবং দাম কমলে মোট ব্যয় হ্রাস পায়।

(c) ফার্মের স্থির উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ দাও।

উত্তরঃ ফার্মের স্থির ব্যয়ের দুটি উদাহরণ হলাে –

1. জমিতে যে উৎপাদন হচ্ছে সেটি যদি ভাড়া নেওয়া হয় তাহলে জমির জন্য যে খাজনা দিতে হবে সেটি থির ব্যয়। কারণ উৎপাদনের পরিমাণ বাড়লেও খাজনা বাড়বে না।

2. কোনাে ব্যাঙ্কের কাছ থেকে ফার্ম যদি অর্থ ধার নেয়, তাহলে সুদ বাবদ যে ব্যয় হবে সেটিও স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত।

অথবা,

ফার্মের প্রান্তিক উৎপাদন ব্যয়ের সংজ্ঞা দাও।

উত্তরঃ কোনাে ফার্মের উৎপাদন 1 একক বৃদ্ধি বা হ্রাস করলে ফার্মের মােট ব্যয়ের যে পরিবর্তন হয়, তাকেই বলা হয় প্রান্তিক উৎপাদন ব্যয় (MC)।

(d) চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম (∞) হলে দাম ও প্রান্তিক রেভিনিউয়ের মধ্যে সম্পর্কটি কেমন হবে ?

উত্তরঃ

(e) বাজেট ঘাটতি কাকে বলে ?

উত্তরঃ যদি সরকারের ব্যয়ের চেয়ে আয় কম হয়, তাহলে তাকে ঘাটতি বাজেট বলে।

অথবা,

মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী দুটি রাজকোষ নীতির উল্লেখ করো।

উত্তরঃ সরকারি ঋণপত্র এবং বণ্ডে সুদের হার বৃদ্ধি করা, যার ফলে অধিক বিনিয়োগকারী সেগুলি ক্রয়ে ইচ্ছুক হয়। পরবর্তী নীতির ফলে উচ্চতর চাহিদার কারণে মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পায় এবং ফলস্বরূপ, আমদানি বৃদ্ধি পায় এবং রপ্তানি হ্রাস পায়।

(f) বিস্তৃতির পরিমাপ হিসেবে সমক পার্থক্যের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো।

উত্তরঃ 1. সমক পার্থক্য হলো গাণিতিক বৈশিষ্ট্যের সাপেক্ষে বিস্তৃতির শ্রেষ্ঠ পরিমাপ। বীজগণিতের সূত্রাবলি প্রয়োগের ক্ষেত্রেও এটা উপযুক্ত। এটি নমুনা বিচ্যুতির দ্বারা সবথেকে কম পরিমাণে প্রভাবিত হয় বিস্তৃতির অন্য যে কোনো পরম পরিমাপের তুলনায়।

2. সমক পার্থক্যের একটি পূর্ণ সংজ্ঞা পাওয়া যায় এবং এটা গাণিতিক পদ্ধতির উপর নির্ভরশীল।

(g) মরশুমি বেকারত্ব কাকে বলে ?

উত্তরঃ প্রতিকূল মরশুমের কারণে কৃষক এবং কৃষি শ্রমিকেরা একটি বছরে 4 – 6 মাস কর্মহীন অবস্থায় থাকে। একেই মরশুমি বেকারত্ব বলে।

অথবা,

ভারতে আয় বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো।

উত্তরঃ মহলানবিশ কমিটির মতে আয় বৈষম্যের দুটি কারণ—

আয় বণ্টনের বৈষম্য বৃদ্ধির দুটি কারণ মহলানবিশ কমিটি নির্দেশ করেছিল। একটি হল দেশের বেশির ভাগ লোকের মধ্যে বেকারি ও অর্ধবেকারি থাকায় এবং শ্রমের উৎপাদনশীলতা কম থাকায় জনসাধারণের আয় কম। দ্বিতীয়ত, কমিটি মনে করে যে আয় বৈষম্যের অপর একটি কারণ কর ফাঁকি দেওয়া। প্রত্যক্ষ করের হার খুব বেশি হওয়ায় উচ্চ আয়বিশিষ্ট লোকেরা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং এর ফলেও আয় বৈষম্য দেখা দেয়।

(h) নরসিংহম কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো।

উত্তরঃ নরসিংহম কমিটির দুটি সুপারিশ—
1. বাণিজ্যিক ব্যাংক গুলির ওপর RBI এর নিয়ন্ত্রণ কমিয়ে আনতে হবে।
2. অলাভজনক ব্যাংক শাখা গুলি বন্ধ করতে হবে।

(i) বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার ফলে ভারতের যে সুবিধাগুলি হয়েছে তার মধ্যে দুটি উল্লেখ করো।

(j) ভারতে বৈদেশিক বাণিজ্য উদারীকরণ প্রক্রিয়া সহায়ক যে কোনো দুটি ব্যবস্থা
উল্লেখ করো।

অথবা,

টাকার চলতি খাতে রূপান্তরযোগ্যতার অর্থ কী ?

উত্তরঃ

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5×8=40

(a) দেখাও কীভাবে উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকাল ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য করা
যায়। 5

(b) একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের জন্য প্রয়োজনীয় ও যথেষ্ট শর্তগুলি কী কী ? দেখাও কিভাবে এই শর্তগুলি পূরণ হলে ফার্মটি স্বল্পকালীন ভারসাম্যে উপনীত হয়। 2+3

অথবা,

ব্যাখ্যা করো কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট চাহিদা ও মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়। 5

(c) রিকার্ডোর খাজনা তত্ত্বের অনুমানগুলি উল্লেখ করো। 5

অথবা,

নগদ পছন্দের তত্ত্বে কীভাবে সুদের হার নির্ধারিত হয় ? 5

(d) স্থূল জাতীয় উৎপাদন ও নিট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য করো। 5

অথবা,

আয়ের বৃত্তস্রোত কাকে বলে ব্যাখ্যা করো। 5

(e) বাণিজ্যিক ব্যাঙ্কের কাজগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 5

(f) বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য করো।

(g) নিম্নে প্রদত্ত রাশিগুলির সমক পার্থক্য নির্ণয় করো :
8, 16, 20, 24 এবং 32.

অথবা,

দেখাও কীভাবে লোরেও রেখার সাহায্যে আয় বণ্টনে বৈষম্যের মাত্রা পরিমাপ
করা যায়।

(h) ভারতে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন তার
সংক্ষিপ্ত বিবরণ দাও। 5

অথবা,

বেসরকারি কেন্দ্রায়ন কাকে বলে ? এটি কয় প্রকার ও কী কী ? ভারতের অর্থনীতি থেকে প্রতিটি প্রকারের উদাহরণ দাও। 1+2+2

Leave a Reply