HS Education Online Mock Test, Prosnodekho.com
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×24=24
(i) প্রেষণা হ্রাসের কারণ হতে পারে—
(a) আগ্রহ (b) কৌতুহল
(c) বিষয়বস্তুর কাঠিন্য (d) মনোযোগ।
উত্তরঃ (c) বিষয়বস্তুর কাঠিন্য
(ii) থাস্টোনের মতে প্রাথমিক উপাদানের সংখ্যা হল—
(a) ১ টি (b) 6 টি (c) 7 টি (d) ৪ টি
উত্তরঃ (c) 7 টি
(iii) ‘প্রত্যভিজ্ঞা’ কথাটির আক্ষরিক অর্থ হল—
(a) দেখা (b) শোনা (c) মনে পড়া
(d) চিনে নেওয়া।
উত্তরঃ (d) চিনে নেওয়া।
(iv) অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের জন্য সুলতান নামক শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালু করেন—
(a) প্যাভলভ (b) স্কিনার (c) থর্নডাইক
(d) কোহলার।
উত্তরঃ (d) কোহলার।
(v) প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের অপর নাম হল—
(a) প্রাচীন অনুবর্তন (b) অপারেন্ট অনুবর্তন (c) বন্ধন তত্ত্ব (d) অন্তদৃষ্টিমূলক শিখন তত্ত্ব।
উত্তরঃ (d) অন্তদৃষ্টিমূলক শিখন তত্ত্ব।
(vi) প্রাচীন অনুবর্তন তত্ত্বের আবিষ্কর্তা হলেন—
(a) প্যাভলভ (b) কোহলার (c) ওয়ার্দিমার
(d) স্পিয়ারম্যান।
উত্তরঃ (b) কোহলার
(vii) লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনে ব্যবহৃত হয়—
(a) আয়তলেখ (b) মিন
(c) মিডিয়ান (d) মোড।
উত্তরঃ (a) আয়তলেখ
(viii) 81-90 শ্রেণীটির প্রকৃত উদ্ধসীমা হল—
(a) 88.5 (b) 90 (c) 90.5 (d) 9
উত্তরঃ (c) 90.5
(ix) পরিসংখ্যা বহুভূজ আঁকার সময় যদি ‘X’ অক্ষ 60 হয় তাহলে ‘Y’ অক্ষের দৈর্ঘ্য হবে—
(a) 20 (b) 45 (c) 75 (d) 90
উত্তরঃ (b) 45
(x) গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষাকালের সুপারিশ ছিল—
(a) 1 বছরের (b) 2 বছরের (c) 3 বছরের (d) 4 বছরের।
উত্তরঃ (b) 2 বছরের
(xi) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল—
(a) কোঠারী কমিশন (b) রামমূর্তি কমিশন (c) মুদালিয়র কমিশন
(d) রাধাকৃষ্ণন কমিশন।
উত্তরঃ (d) রাধাকৃষ্ণন কমিশন।
(xii) মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়— (a) 1952 সালে (b) 1956 সালে
(c) 1960 সালে (d) 1964 সালে।
উত্তরঃ (a) 1952 সালে।
(xiii) মুদালিয়র কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমকে মোট কতগুলি প্রবাহে বিভক্ত করেছিলেন ?
(a) 1 টি (b) 6 টি (c) 7 টি (d) 8 টি
উত্তরঃ (c) 7 টি
(xiv) ‘কমন স্কুল’ এর কথা উল্লিখিত হয়েছে—
(a) রাধাকৃষ্ণন কমিশনে
(b) মুদালিয়র কমিশনে
(c) রেড্ডি কমিটিতে
(d) ভারতীয় শিক্ষা কমিশনে।
উত্তরঃ (d) ভারতীয় শিক্ষা কমিশনে।
(xv) কোঠারী কমিশনের মতে শিক্ষার একটি লক্ষ্য ছিল—
(a) নেতৃত্বের বিকাশ
(b) সহযোগিতার বিকাশ
(c) বোধশক্তির বিকাশ
(d) বৈজ্ঞানিক মানসিকতার বিকাশ
উত্তরঃ (a) নেতৃত্বের বিকাশ
(xvi) অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার কর্মসূচি ?
(a) মাধ্যমিক (b) প্রাথমিক
(c) উচ্চমাধ্যমিক (d) প্রাক্ প্রাথমিক।
উত্তরঃ (b) প্রাথমিক
(xvii) “Challange of Education a policy perspective” কোন শিক্ষানীতির শিরোনাম—
(a) NEP 2020-21 (b) NEP 1968
(c) NEP 1986 (d) রামমূর্তি কমিটি 1990
উত্তরঃ (c) NEP 1986
(xviii) নবোদয় বিদ্যালয়ে পড়ানো হয়—
(a) V থেকে X (b) VI থেকে XII
(c) VI থেকে X (d) V থেকে XII
উত্তরঃ (b) VI থেকে XII
(xix) ‘স্বাক্ষরতা সক্ষমতা সচেতনতা’ এই শব্দবন্ধটি জড়িত—
(a) নবোদয় বিদ্যালয়ের সঙ্গে
(b) বয়স্ক শিক্ষার সঙ্গে
(c) নারী শিক্ষার সঙ্গে
(d) প্রতিবন্ধীদের শিক্ষার সঙ্গে
উত্তরঃ (b) বয়স্ক শিক্ষার সঙ্গে
(xx) ‘Each One Teach One’ শ্লোগানটি যে শিক্ষা কর্মসূচির সঙ্গে জড়িয়ে—
(a) জাতীয় শিক্ষা নীতি 1968
(b) সর্বশিক্ষা অভিযান
(c) ভাষা শিক্ষা আন্দোলন
(d) মাধ্যমিক শিক্ষা অভিযান।
উত্তরঃ (b) সর্বশিক্ষা অভিযান
(xxi) UNESCO কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
(a) 1944 খ্রিঃ (b) 1945 খ্রিঃ (c) 1946 খ্রিঃ
(d) 1947 খ্রিঃ
উত্তরঃ (b) 1945 খ্রিঃ
(xxii) ‘জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ’– উক্তিটি করেছেন—
(a) রবীন্দ্রনাথ (b) রুশো
(c) গান্ধিজি (d) এ্যারিস্টটল।
উত্তরঃ (d) এ্যারিস্টটল।
(xxiii) কত মেগাবাইট নিয়ে এক গিগাবাইট হয় ?
(a) 1020 (b) 1240 (c) 1032 (d) 1024
উত্তরঃ (d) 1024
(xxiv) ‘TAL’ -এর পুরো কথাটি হল—
(a) Technology Aided Learning
(b) Technique Aided Learning
(c) Technical Assisted Learning
(d) Tech- nique All Learning
উত্তরঃ (a) Technology Aided Learning
Pingback: West Bengal Board HS Online MCQ Mock Test | উচ্চমাধ্যমিক অনলাইন মক্ টেস্ট - Prosnodekho