উচ্চমাধ্যমিক
২০১৬
EDUCATION
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
PART – A (Marks: 40)
1. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4×1=4
(a) মুক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের যে-কোনো চারটি পদ্ধতি আলোচনা করো।
(b) সর্বশিক্ষা অভিযানের যে-কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো।
2. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ
4×1=4
(a) ‘মানুষ হয়ে ওঠার শিক্ষা’-র উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
(b) শিক্ষা প্রযুক্তিবিদ্যা-র যে-কোনো চারটি সুবিধা সংক্ষেপে আলোচনা করো।
3. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ
8×2=16
(a) পরিণমন কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 2+6
(b) থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী ? শিক্ষাক্ষেত্রে যে-কোনো দুটি মুল সূত্রের গুরুত্ব আলোচনা করো। 3+5
(c) মোডের সংজ্ঞা দাও। নীচের রাশিমালার মিন ও মোড নির্ণয় করো। 2+6
4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 8×2=16
(a) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষগুলি সংক্ষেপে আলোচনা করো। 1+7
(b) মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো।
(c) কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে ‘প্রাথমিক শিক্ষার পাঠক্রম’ বিষয়ে আলোচনা করো।
PART- B (Marks – 40)
1. নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। 1×24=24
(i) অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক কে ?
(a) স্কিনার (b) প্যাভলভ (c) মৈগন
(d) কোহলার
উত্তরঃ (a) স্কিনার
(ii) অন্তদৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়—
(a) অনুশীলনের দ্বারা (b) বুদ্ধির দ্বারা
(c) অনুকরণের দ্বারা (d) অনুবর্তনের দ্বারা
উত্তরঃ (b) বুদ্ধির দ্বারা
(iii) রাশিবিজ্ঞানে উচ্চঙ্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয়, তবে নিম্নস্কোর হবে—
(a) 30 (b) 150 (c) 90 (d) 75
উত্তরঃ (c) 90
(iv) রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা ১৫ হলে, তার ট্যালি (Tally) চিহ্ন হবে—
(v) কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার স্তরের কথা বলেছেন।
(a) দুইটি (b) তিনটি (c) চারটি (d) পাঁচটি
উত্তরঃ (c) চারটি
(vi) নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন—
(a) মুদালিয়র কমিশন
(b) রামমূর্তি কমিটি
(c) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি
উত্তরঃ (d) জাতীয় শিক্ষানীতি
(vii) গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল—
(a) মুদালিয়র কমিশন
(b) কোঠারি কমিশন
(c) জাতীয় শিক্ষানীতি 1986
(d) রাধাকৃষ্ণণ কমিশন
উত্তরঃ (d) রাধাকৃষ্ণণ কমিশন
(viii) কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হল—
(a) 3 বছর (b) 4 বা 5 বছর (c) 6 বছর (d) 7 বছর
উত্তরঃ (a) 3 বছর
(ix) বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছে ?
(a) রাধাকৃষ্ণণ কমিশন
(b) কোঠারি কমিশন
(c) মুদালিয়র কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি, 1986
উত্তরঃ (c) মুদালিয়র কমিশন
(x) জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচী NAEP কার্যকরী হয়—
(a) 1986 সালে। (b) 1987 সালে
(c) 1978 সালে। (d) 2001 সালে
উত্তরঃ (c) 1978 সালে
(xi) নীচের কোনটি জ্যাকডেলর দেওয়া শিখনের স্তম্ভ নয় ?
(a) জ্ঞান অর্জনের জন্য শিক্ষা
(b) একসঙ্গে বসবাস করার শিক্ষা
(c) সকলকে সাহায্য করার শিক্ষা
(d) কর্মের জন্য শিক্ষা
উত্তরঃ (c) সকলকে সাহায্য করার শিক্ষা
(xii) ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়—
(a) 1990 সালে (b) 1996 সালে
(c) 2000 সালে। (d) 2001 সালে
উত্তরঃ (b) 1996 সালে
(xiii) মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন—
(a) স্পিয়ারম্যান। (b) থর্ণডাইক
(c) থাস্টোন। (d) গিলর্ফোড
উত্তরঃ (c) থাস্টোন
(xiv) ‘আগ্রহ হল সুপ্ত মনোযোগ ও মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এ কথা বলেছেন—
(a) ড্রেভার (b) রাসেল (c) লডেল (d) ম্যাকডুগাল
উত্তরঃ (d) ম্যাকডুগাল
(xv) 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমমান কত ?
(a) 11 (b) 14 (c) 11.5 (d) 14.5
উত্তরঃ (b) 14
(xvi) শ্রেণি 40-45 এর শ্রেণীসীমানা (নিম্ন ও উচ্চসীমা হল)—
(a) 40.5 – 45.5 (b) 39.5 – 45.5
(c) 40.5 – 45 (d) 39.5 – 44.5
উত্তরঃ (b) 39.5 – 45.5
(xvii) বুদ্ধি হল ‘শেখার ক্ষমতা’–এ কথা বলেছেন—
(a) প্লেটো (b) থর্নডাইক (c) অ্যারিস্টটল (d) বাকিংহাম
উত্তরঃ (c) অ্যারিস্টটল।
(xviii) মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন—
(a) ডি. এস. কোঠারি
(b) এস. রাধাকৃষ্ণণ
(c) ডাঃ জাকির হোসেন
(d) এ. লক্ষণস্বামী মুদালিয়র
উত্তরঃ (d) এ. লক্ষণস্বামী মুদালিয়র।
(xix) ভারতীয় সংবিধানের _________ ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না।
(a) 18 নং (b) 16 নং (c) 28 নং (d) 45 নং
উত্তরঃ (c) 28 নং
(xx) নিম্নলিখিত কোনটি প্রাক্ প্রাথমিক শিক্ষালয় নয় ?
(a) মন্তেসরি স্কুল (b) নার্সারি স্কুল
(c) কে.জি স্কুল (d) নিম্নবুনিয়াদি স্কুল
উত্তরঃ (d) নিম্নবুনিয়াদি স্কুল
(xxi) ‘কমন স্কুল’ এর কথা বলা হয়েছে—
(a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে
(b) মাধ্যমিক শিক্ষা কমিশনে
(c) ভারতীয় শিক্ষা কমিশনে
(d) জাতীয় শিক্ষানীতি 1986
উত্তরঃ (c) ভারতীয় শিক্ষা কমিশনে
(xxii) ঠোঁট নাড়া পদ্ধতি (Lip movement) ব্যবহৃত হয়—
(a) মানসিক প্রতিবন্ধীদের
(b) দৃষ্টিহীনদের
(c) মূক ও বধিরদের
(d) প্রক্ষোভজনিত সমস্যা সংক্রান্ত
উত্তরঃ (c) মূক ও বধিরদের
(xxiii) ‘স্ক্রিন রিডার’ যন্ত্র ব্যবহৃত হয়—
(a) দৃষ্টিহীনদের শিক্ষার জন্য
(b) মূক ও বধিরদের জন্য
(c) মানসিক প্রতিবন্ধীদের শিক্ষার জন্য
(d) অনগ্রসরদের শিক্ষার জন্য
উত্তরঃ (a) দৃষ্টিহীনদের শিক্ষার জন্য
(xxiv) একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হল—
(a) অডিও ক্যাসেট (b) দূরদর্শন
(c) রেডিও (d) টেলিফোন
উত্তরঃ (b) দূরদর্শন
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) 1×16 = 16
(i) স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্ক যুক্ত ?
উত্তরঃ ‘জানার জন্য শিক্ষা স্তম্ভের সঙ্গে সম্পর্ক যুক্ত হল স্মৃতি শক্তির বিকাশ সাধন।
(ii) কম্পিউটারের যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখ।
উত্তরঃ কম্পিউটারের যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম হল কীবোর্ড।
(iii) প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো ?
উত্তরঃ পরীক্ষায় অকৃতকার্যতার জন্য বছরের পর বছর একই শ্রেণিতে অবস্থান করাকে বলা হয় অনুন্নয়ন।
অথবা, S. S. A-র পুরো কথাটি লেখ।
উত্তরঃ S. S. A এর পুরো কথাটি হল ‘সৰ্বশিক্ষা অভিযান।
(iv) সফটওয়্যার ও হার্ডওয়্যার এর একটি পার্থক্য লেখ।
উত্তরঃ যে সব যন্ত্রের সাহয্যে তথ্যগ্রহণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাদেরকে বলে কম্পিউটার হার্ডওয়্যার। আর সফটওয়্যার হল কম্পিউটারের যন্ত্রগুলিকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগাম।
অথবা, ALU র পুরো কথাটি লেখ।
উত্তরঃ ALU র পুরো নাম হল অ্যারিথমেটিক লজিক ইউনিট।
(v) বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো।
উত্তরঃ বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য হল গণতন্ত্রের স্বরূপ সম্বন্ধে তাদেরকে অবগত করা।
(vi) স্টাইলাস কী ?
উত্তরঃ অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য ব্রেইল পদ্ধতিতে শিশুরা সাধারণভাবে যার সাহয্যে লিখে থাকে তাকে বলে স্টাইলাস।
অথবা, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো।
উত্তরঃ মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হল এদের মধ্যে আত্মবিশ্বাস বোধের জাগরণ ঘটানো ।
(vii) রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়েছিল ?
উত্তরঃ রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালের 7 ই মে।
অথবা, ECCE বলতে কী বোঝো ?
উত্তরঃ ECCE বা শিশু কল্যাণ ও শিক্ষার প্রথম প্রজন্মের শিক্ষায় অংশগ্রহণকারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা 2012 হয়। এর প্রধান উদ্দেশ্য হল এদের ক্ষেত্রে পুষ্টিসাধক সহায়তা ও মনস্তাত্ত্বিক অনুপ্রেরণা প্রদান করা।
(viii) জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়?
উত্তরঃ জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় 1959 সালে।
অথবা,
নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত ধারায় বলা হয়েছে ?
উত্তরঃ নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের ১৪ নং ধারায় উল্লেখ
করা হয়েছে।
(ix) UGC কথাটি কোন শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ UGC কথাটি উচ্চ শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত।
অথবা,
মুদালিয়র কমিশনের রিপোটে উচ্চমাধ্যমিক স্তরকে কত বছর করার কথা বলা হয়েছে ?
উত্তরঃ মুদালিয়র কমিশনের রিপোটে উচ্চমাধ্যমিক স্তরকে তিন বছর (IX, X, XI) করার কথা বলা হয়েছে।
(x) A.I. C. T. E এর পুরো কথাটি কী ?
উত্তরঃ A.I C. T. E এর পুরো কথাটি হল অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (All India Council of Technical Education)।
অথবা, CABE এর পুরো নাম লেখো।
উত্তরঃ CABE পুরো নাম হল সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন (Central Advisory Board of Education) ।
(xi) স্কিনারের উল্লিখিত সিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি সিডিউল উল্লেখ করো ।
উত্তরঃ স্কিনারের উল্লিখিত সিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি হল- (ক) শিখনের সময় প্রতিটি সঠিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে পুরস্কৃত করার ব্যবস্থা থাকবে। (খ) নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পুনঃ সংযোজক প্রদান করতে হবে।
অথবা, প্রচেষ্টা ও ভুলের কৌশল এর প্রবক্তা কে ?
উত্তরঃ প্রচেষ্টা ও ভুলের কৌশল এর প্রবক্তা হলেন ই. এল থর্নডাইক।
(xii) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে ?
উত্তরঃ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 সালের 4th নভেম্বর।
(xiii) রেসপন্ডেন্ট বলতে কী বোঝো ?
উত্তরঃ মনোবিজ্ঞানী স্কিনার প্রাণীর আচরণকে দুভাগে ভাগ করেছেন। রেসপন্ডেন্ট ও অপারেন্ট। কোনো আচরণ স্বাভাবিক উদ্দীপকের র দ্বারা সৃষ্টি হলে তাকে বলে রেসপন্ডেন্ট। এই পর্যায়ে প্রাণী নির্দিষ্টভাবে আচরণ করতে বাধ্য হয়।
অথবা,
রাশিবিজ্ঞানে শ্রেণিব্যবধান বলতে কী বোঝো ?
উত্তরঃ রাশিবিজ্ঞানে একটি শ্রেণির থেকে ঠিক তার পরবর্তী শ্রেণির মধ্যে পার্থক্যকে বলে শ্রেণিব্যবধান। একে ইংরেজি ছোটো ‘i’ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়।
(xiv) মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ মনোযোগ হল একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে আমাদের মন বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে একটি বিশেষ নির্বাচন করে তার প্রতি আমাদেরকে মনোযোগী করে তোলে।
(xv) বুদ্ধির অভীক্ষা কী ?
উত্তরঃ বুদ্ধির পরিচারক প্রতিক্রিয়া সৃষ্টিকারী উদ্দীপকের সমষ্টিকে বলে বুদ্ধির অভীক্ষা।
অথবা,
স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বে g-উপাদান বলতে কী বোঝো ?
উত্তরঃ স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বে g উপাদানটি হল একটি সাধারণ উপাদান যা সব রকম বৌদ্ধিক কাজের জন্য প্রয়োজন হয়।
(xvi) আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তরঃ ব্যক্তির আগ্রহ বিকাশধর্মী। বয়স বৃদ্ধির সাথে সাথে আগ্রহের বিকাশ হতে থাকে।
H.S EDUCATION QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
NoEx | NoEx | 2022 | 2023 | 2024 |
Pingback: WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE] -
Pingback: HS Education Question Paper 2015 WBCHSE | উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৫ -
Pingback: HS Education Question Paper 2017 WBCHSE | উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৭ -