2023 Education question paper with answers for class twelfth students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০২৩ সালের উত্তরসহ এডুকেশন বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।
উচ্চমাধ্যমিক
2023
EDUCATION
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
* পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে । উপাত্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে ।
✪ Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (SAQ) উত্ত উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী )
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 24 = 24
(i) শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হল—
(a) অভাববোধ (b) তাড়না (c) প্রেষণা
(d) জেনে নেওয়া।
উত্তরঃ (c) প্রেষণা
(ii) মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল—
(a) অভ্যাস (b) তীব্রতা (c) আগ্রহ
(d) মেজাজ।
উত্তরঃ (b) তীব্রতা
(iii) প্রাচীন অনুবর্তন হল—
(a) S-type (b) R-type (c) E-type
(d) M-type.
উত্তরঃ (a) S-type
(iv) একটি পরিসংখ্যা 7 হলে Tally চিহ্ন হবে—
(v) স্পীয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম কী ?
(a) বহু উপাদান তত্ত্ব
(b) দ্বি-উপাদান তত্ত্ব
(c) একক উপাদান তত্ত্ব
(d) প্রাথমিক উপাদান তত্ত্ব।
উত্তরঃ (b) দ্বি-উপাদান তত্ত্ব
(vi) পরিসংখ্যা বহুভূজ এক ধরনের—
(a) রৈখিক লেখচিত্র (b) সমান্তরাল লেখচিত্র
(c) অরৈখিক লেখচিত্র (d) সাধারণ লেখচিত্র।
উত্তরঃ (a) রৈখিক লেখচিত্র
(vii) 30 – 39 এর মধ্যবিন্দু হল—
(a) 34 (b) 35 (c) 34.5 (d) 35.5
উত্তরঃ (c) 34.5
(viii) পরিবর্তনশীল রাশিকে বলে—
(a) চল (b) অচল (c) প্রসার (d) শ্রেণী-সীমা।
উত্তরঃ (a) চল
(ix) কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটি হল—
(a) মধ্যমমান (b) গড় (c) ভূয়িষ্ঠক
(d) আয়তলেখ।
উত্তরঃ (b) গড়
(x) ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র
হিসেবে পরিচিত হয় —
(a ) 1947 সালে (b) 1950 সালে
(c) 1948 সালে (d) 1976 সালে।
উত্তরঃ (d) 1976 সালে।
(xi) শিক্ষাকে যুগ্মতালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে ?
(a) 62 তম (b) 42 তম (c) 44 তম (d) 93 তম।
উত্তরঃ (b) 42 তম
(xii) ‘Operation Blackboard’ কোন্ শিক্ষা কমিশনে বলা হয়েছে ?
(a) কোঠারী কমিশনে (b) মুদালিয়র কমিশনে
(c) স্যাডলার কমিশনে (d) হান্টার কমিশনে।
উত্তরঃ (a) কোঠারী কমিশনে
(xiii) CABE-এর পুরো নাম কী ?
(a) Central Advisory Board of Education
(b) Centre Advance Board of Education
(c) Centre of Advance Education
(d) Centre Advice Board of Education.
উত্তরঃ (a) Central Advisory Board of Education
(xiv) মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন ?
(a) ডঃ অনাথনাথ বসু
(b) লক্ষ্মণস্বামী মুদালিয়র
(c) সূর্যকুমার যাদব
(d) ডঃ করন সিং।
উত্তরঃ (a) ডঃ অনাথনাথ বসু
( xv) “The destiny of India is being shaped in her classroom”— কোন্ কমিশন বলেছে ?
(a) রাধাকৃষ্ণান কমিশন (b) কোঠারী কমিশন
(c) স্যাডলার কমিশন (d) মুদালিয়র কমিশন।
উত্তরঃ (b) কোঠারী কমিশন
xvi) ‘সপ্তপ্রবাহ’ শব্দবন্ধটি কোন্ কমিশনে উল্লেখ করা আছে ?
(a) রাধাকৃষ্ণান কমিশন
(b) কোঠারী কমিশন
(c) মুদালিয়র কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি, 1986.
উত্তরঃ (c) মুদালিয়র কমিশন
(xvii) শিক্ষা ক্ষেত্রে ‘+2’ স্তরের সুপারিশ করেন—
(a) মুদালিয়র কমিশন
(b) জাতীয় শিক্ষা কমিশন
(c) রাধাকৃষ্ণান কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি, 1986.
উত্তরঃ (b) জাতীয় শিক্ষা কমিশন
(xviii) ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল—
(a) 1948-49 (b) 1952-53 (c) 1964-66
(d) 1990-92.
উত্তরঃ (c) 1964-66
xix ) ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় …………… শিশুদের।
(a) বোবা (b) অন্ধ (c) কালা
(d) অস্থি প্রতিবন্ধী।
উত্তরঃ (b) অন্ধ
(xx) CRC এর পুরো নাম কী ?
(a) Corrective Record Card
(b) Cumulative Record Card
(c) Combined Record Card
(d) Cumulative Remedy Card.
উত্তরঃ (b) Cumulative Record Card
(xxi) মূক ও বধিরদের জন্য ‘মৌখিক পদ্ধতি’র প্রবর্তন করেন—
(a) কেটি অ্যালকন
(b) লুই ব্রেইল
(c) সোফিয়া অ্যালকর্ন
(d) জুয়ান পাবলো বনে।
উত্তরঃ (d) জুয়ান পাবলো বনে।
(xxii) অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ?
(a) অন্ধত্ব (b) তোতলামী (c) হাঁটা
(d) বধিরতা।
উত্তরঃ (d) বধিরতা।
(xxiii) EFA-এর পুরো নাম কি ?
(a) Education For Adult
(b) Education For Activities
(c) Education For All
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (c) Education For All
(xxiv) নিম্নলিখিত কোটি কম্পিউটারের আউটপুট যন্ত্র ?
(a) মাউস্ (b) কীবোর্ড (c) প্রিন্টার
(d) স্ক্যানার।
উত্তরঃ (c) প্রিন্টার
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1×16=16
(i) বুদ্ধির সংজ্ঞা দাও।
উত্তরঃ বুদ্ধি একটি মানসিক ক্ষমতা, যত সহজে একে অনুভব করা যায় তত সহজে বুদ্ধির সংজ্ঞা দেওয়া যায় না। প্রাণীর বুদ্ধির প্রকাশ তার আচরণের মাধ্যমে ঘটে। এই আচরণ গুলিকে একসঙ্গে করে বুদ্ধি সম্পর্কে বলা যায়- বুদ্ধি একটি জটিল প্রক্রিয়া, একাধিক ক্ষমতার মিলিত প্রচেষ্টা হলো বুদ্ধি। আরও বলা যায় বুধি হলো – “বিমূর্ত চিন্তা করার ক্ষমতা হলো বুদ্ধি”।
অথবা, শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ শিখনের দুটি বৈশিষ্ট্য—
(১) উদ্দেশমুখীঃ প্রথাগত শিক্ষায় শিখন উদ্দেশমুখী অর্থাৎ পূর্বনির্দিষ্ট উদ্দেশ্য আয়ত্ত করার জন্যই শিক্ষার্থীরা শেখে।
(২) বিকাশমানঃ শিখন হল একটি ক্রমবিকাশমান প্রক্রিয়া। জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে শিখনের প্রক্রিয়া চলতে থাকে।
(ii) আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ আগ্রহের একটি বৈশিষ্ট্য—
(১) চাহিদানির্ভরঃ আগ্রহ সৃষ্টির মূল কারণ হল চাহিদা। শিক্ষার্থী বা ব্যক্তি যখন কোনো বিষয়ে চাহিদা বোধ করে, তখনই তার মধ্যে ওই বিষয়টির প্রতি অনুরাগ বা আগ্রহ সৃষ্টি হয়।
(২) অনুভূতিনির্ভরঃ বহু ক্ষেত্রে ব্যক্তি এমন বিষয়ের প্রতি অনুরাগ বা আগ্রহ দেখায়, যার প্রতি তার সেন্টিমেন্ট যুক্ত থাকে।
(iii) প্রসার বলতে কী বোঝো ?
অথবা, কল্পিত গড় কী ?
উত্তরঃ দ্রুত নির্ণয় পদ্ধতিতে রাশিমালা বন্টনের মধ্যে অবস্থিত কোন রাশিকে যখন ইচ্ছামতো গড় হিসেবে ধরে নেওয়া হয়, তখন তাকে বলে কল্পিত গড় বা Assumed Mean.
(iv) শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী ?
উত্তরঃ শিক্ষা প্রক্রিয়াতে অর্থাৎ শিখন প্রশিখন ও নির্দেশ দানে Hardware, Software & System Aproach প্রয়োগকেই শিক্ষা প্রযুক্তি বলে। বিভিন্ন ধরণের প্রযুক্তিগত কৌশল শিক্ষাক্ষেত্রে জ্ঞানের সংরক্ষণ সঞ্চালন ও প্রসারের জন্য ব্যবহার করা নীতি বর্তমানে প্রচলিত হয়েছে। এই বিভিন্ন ধরণের প্রযুক্তিগত কৌশলের প্রয়োগ রীতিকেই শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলে।
(v) অপানুবর্তন কী ?
উত্তরঃ অনুবর্তন প্রক্রিয়ার পর যদি বিকল্প উদ্দীপকের সঙ্গে সাধারণ বা স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন না করা হয়, তবে প্রাণীর স্বভাবজাত আচরণ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে অপানুবর্তন বলে।
অথবা,
প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো।
উত্তরঃ
অনুবর্তনের পূর্বে—
ঘণ্টাধ্বনি (S₁) (স্বাভাবিক উদ্দীপক)➙
সজাগভাব (R₁) (স্বাভাবিক প্রতিক্রিয়া)
খাদ্য (S₂) (স্বাভাবিক উদ্দীপক)➙
লালাক্ষরণ (R₂) (স্বাভাবিক প্রতিক্রিয়া)
অনুবর্তনের পর—
ঘণ্টাধ্বনি (S₁) (কৃত্রিম উদ্দীপক বা অনুবর্তিত উদ্দীপক)➙ লালাক্ষরণ (R₂) (কৃত্রিম প্রতিক্রিয়া বা অনুবর্তিত প্রতিক্রিয়া )
(vi) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ?
উত্তরঃ প্রাণী যখন কোনাে বিষয় বুঝতে চায় তখন সেটিকে ছােটো ছােটো একক হিসেবে না দেখে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে সমস্যামূলক পরিস্থিতি সমাধানের জন্য। এর ফলে হঠাৎ করে যে প্রত্যক্ষণ হয় তাকে বলে অন্তর্দৃষ্টি এবং তার ফলে যে শিখন হয়, তাকে বলে অন্তদৃষ্টিমূলক শিখন।
(vii) NCRHE-এর পুরো কথাটি লেখো।
উত্তরঃ NCRHE -এর পুরো নাম – National Council of Rural Higher SEA কমিশন।
অথবা,
রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম কী ?
উত্তরঃ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
(viii) SSA-এর পুরো কথাটি লেখো।
উত্তরঃ SSA-এর পুরো নাম হলো Sarba Shiksha Abhijan.
(ix) UGC কোন্ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ UGC কথাটি বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত।
অথবা,
NCERT-র পুরো কথাটি কী ?
উত্তরঃ National Council for Education Research and Training.
(x) কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয় ?
উত্তরঃ ১৯৯০ সালে।
অথবা,
বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন ?
উত্তরঃ মাধ্যমিক শিক্ষা কমিশন।
(xi) www-এর পুরো কথাটি কী ?
উত্তরঃ WWW এর পুরো কথাটি হচ্ছে World Wide Web ( ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব)।
অথবা,
ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কী ?
উত্তরঃ যে প্রযুক্তিগত কৌশল ভাষা, বিশেষ করে বিদেশি ভাষাশিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ভাষা গবেষণাগার বলা হয়।
(xii) সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয় ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্যে সর্ব শিক্ষা অভিযান শুরু হয় ২০০৩ সাল থেকে।
(xiii) ক’টি বিন্দু বা ডট্ দিয়ে ব্রেইল লেখা হয় ?
উত্তরঃ ছয়টি বিন্দু দিয়ে ব্রেইল পদ্ধতিতে লেখা হয়।
অথবা,
মূকদের দু’টি শিক্ষা পদ্ধতির নাম লেখো।
উত্তরঃ শ্রবণ সহায়ক পদ্ধতিঃ এই পদ্ধতিটি মূলত আংশিকভাবে বধির ছেলেমেয়েদের পড়ানোর জন্য ব্যবহৃত হয়। উচ্চশক্তিসম্পন্ন শ্রবণ সহায়ক যন্ত্রের সাহায্যে আংশিক বধিরদের বধিরতা অনেকটা দূর করা যায়।
ওষ্ঠপঠন পদ্ধতিঃ বক্তার কথা বলার সময় তার ঠোটের নড়াচড়া দেখে কথা বা ভাব বুঝতে পারাকে ওষ্ঠপঠন বা বাক-পঠন বলা হয়।
(xiv) বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো।
উত্তরঃ আত্মবিশ্বাস বৃদ্ধি করাঃ বিভিন্ন বৃত্তিমূলক কাজের মাধ্যমে স্বনির্ভর করে তোলা এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
(xv) মধ্যমা কী ?
উত্তরঃ কোন তথ্যসারিকে মানের উর্ধ্বক্রমে সাজালে যে সংখ্যাটি ঠিক মাঝখানে থাকে অর্থাৎ যে সংখ্যাটি তথ্যসারিকে দুটি সমান অংশে বিভক্ত করে তাকে মধ্যমা বলে।
অথবা,
পরিসংখ্যা বহুভুজের যে কোনো একটি সুবিধা লেখো।
উত্তরঃ পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগনের দুটি সুবিধা —
(১) পরিসংখ্যা বিভাজন অনুধাবনঃ পরিসংখ্যা বিভাজনের কোথায় ও কীভাবে পরিসংখ্যাগুলি আছে তা ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে সহজে অনুধাবন করা যায়।
(২) তথ্য পরিবেশনঃ প্রাপ্ত তথ্যগুলি যখন পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন ফ্রিকোয়েন্সির মাধ্যমে তথ্য পরিবেশন সুবিধাজনক।
( xvi) ডেলর কমিশন কত সালে রিপোর্ট পেশ করে ?
উত্তরঃ 1996 সালে।
( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী )
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a) সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4
(b) অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। 4
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a) মানুষ হয়ে ওঠার শিক্ষা’-এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা
আলোচনা করো। 4
(b) শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে ? শিক্ষা ক্ষেত্রে এর যে কোনো দু’টি সুবিধা উল্লেখ করো। 4
5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2=16
(a) প্রেষণা কাকে বলে ? প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী ? 1+4+3
(b) থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষা ক্ষেত্রে যে কোনো দু’টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। 3+5
(c) নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে 5 একক শ্ৰেণী ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যা বিভাজন স্থাপন করো। ঐ পরিসংখ্যা বিভাজনের মধ্যমমান (Median) নির্ণয় করো : 5+3
52 34 50 27 33 67 70 34 48 48
46 50 26 38 49 65 42 49 57 46
76 65 35 67 57 74 53 61 51 36
45 22 42 31 64 59 56 32 45 63
6. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2=16
(a) রাধাকৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। 8
(b) মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4+4
(c) 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ ও ‘নবোদয় বিদ্যালয়’ গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে ? 4+4
H.S EDUCATION QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
NoEx | NoEx | 2022 | 2023 | 2024 |
Ata peye khub valo hoyeche amar tobe education ar boro question gulor answer pele aro valo hoto