HS EVS Question Paper 2015 with Answer WBCHSE | উত্তরসহ উচ্চমাধ্যমিক পরিবেশ বিদ্যা প্রশ্নপত্র ২০১৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY ENVIRONMENTAL STUDIES QUESTION PAPER WITH ANSWER 2015
উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০১৫, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

ENVIRONMENTAL STUDIES
(New Syllabus)
2015
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

Part – A (Marks : 40)

1.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40

(i) ভারতবর্ষের বিপন্ন প্রজাতির ওপর একটি টীকা লেখো।

অথবা,

‘পরিবেশগত ভারসাম্য’ বলতে কী বোঝো ? উদাহরণসহ এর গুরুত্ব আলোচনা করো।

(ii) পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো।

অথবা,

‘কার্বন ব্যবসা’ বলতে কী বোঝো ? ‘পরিবেশগত হিসাব পরীক্ষা’ সংক্ষিপ্তভাবে বিবৃত করো ৷

(iii) ‘লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে পর্যালোচনা করো।

অথবা,

শস্যের বিবিধ রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতির ওপর একটি টীকা লেখো।

(iv) জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কী করা সম্ভব ? উদাহরণসহ আলোচনা করো।

(v) সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো।

Part-B (Marks : 40)

১. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো : 1×24=24

(i) মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে—
(a) মাটির অম্লত্ব বৃদ্ধি পায়,
(b) মাটির অম্লত্ব হ্রাস পায়,
(c) মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়,
(d) এদের কোনোটিই নয় ৷

উত্তরঃ (a) মাটির অম্লত্ব বৃদ্ধি পায়।

(ii) ডি ডি টি-র ব্যবহার—
(a) বিশ্বের উন্নত দেশগুলিতে বেড়ে চলেছে।
(b) বিশ্বের উন্নত দেশগুলিতে বন্ধ করে দেওয়া হয়েছে।
(c) সারা পৃথিবীতে বেড়ে চলেছে ।
(d) এদের কোনোটিই নয় ৷

উত্তরঃ (b) বিশ্বের উন্নত দেশগুলিতে বন্ধ করে দেওয়া হয়েছে।

(iii) বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয়—
(a) গোষ্ঠী উন্নয়ন (b) মানব উন্নয়ন,
(c) বন উন্নয়ন (d) সুস্থায়ী উন্নয়ন।

উত্তরঃ (d) সুস্থায়ী উন্নয়ন।

(iv) বিটি শসা একপ্রকার–
(a) প্রাকৃতিক শস্য,
(b) সংকর শস্য,
(c) জিন-পালটানো শস্য,
(d) এদের কোনোটিই নয় ৷

উত্তরঃ (c) জিন-পালটানো শস্য।

(v) জীববৈচিত্র্য বলতে বোঝায়—
(a) প্রাণীর বৈচিত্র্য,
(b) উদ্ভিদের বৈচিত্র্য,
(c) মানুষের বৈচিত্র্য,
(d) প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য।

উত্তরঃ (d) প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য।

(vi) জমির উর্বরতা রক্ষার শ্রেষ্ঠ উপায় হল—
(a) একই শস্যের পৌনঃপুনিক চাষ,
(b) কৃষি-রাসায়নিক ব্যবহার,
(c) ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ,
(d) সবকটিই সঠিক।

উত্তরঃ (c) ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের
চাষ।

(vii) র‍্যাচেল কারসন তাঁর ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থে দেখিয়েছিলেন—
(a) ডাইঅক্সিনের জীববিষক্রিয়া,
(b) নাইট্রোজেনের বিষক্রিয়া,
(c) পারদের জীববিষক্রিয়া,
(d) ডি ডি টি-র জীববিষক্রিয়া।

উত্তরঃ (d) ডি ডি টি-র জীববিষক্রিয়া।

(viii) রামসার সম্মেলনের মুখ্য বিষয় কী ছিল ?
(a) জলাভূমি, (b) পতিতভূমি, (c) কৃষিভূমি,
(d) মরুভূমি।

উত্তরঃ (a) জলাভূমি।

(ix) মাটির প্রধান তিনটি উপাদান হল—
(a) কাদা, বালি ও পলি,
(b) কাদা, বক্সাইট ও পলি,
(c) কাদা, বালি ও অভ্র,
(d) এদের কোনোটিই নয় ৷

উত্তরঃ (a) কাদা, বালি ও পলি।

(x) বিশ্বের কোন্ নদ নদী সবচেয়ে বেশি জল বহন করে ?
(a) নীল, (b) গঙ্গা, (c) আমাজন, (d) পীত

উত্তরঃ (c) আমাজন ৷

(xi) চাষের জমি থেকে কোন্ ক্ষতিকারক গ্যাস নির্গত হয় ?
(a) সালফার ডাইঅক্সাইড,
(b) কার্বন ডাইঅক্সাইড,
(c) মিথেন,
(d) সবকটিই সঠিক।

উত্তরঃ (c) মিথেন ।

(xii) নিম্নোক্ত কোন্ তৃণভূমির বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায় ?
(a) প্রেইরি, (b) স্টেপ, (c) সাভানা,
(d) সবকটিই সঠিক।

উত্তরঃ (c) সাভানা

(xiii) ‘জাতীয় জীববৈচিত্র্য আইন’ কবে চালু হয় ?
(a) 1996 সালে, (b) 2000 সালে,
(c) 2005 সালে, (d) 2003 সালে।

উত্তরঃ (d) 2003 সালে৷

(xiv) নীচের কোনটিকে ‘মেগাডাইভারসিটি দেশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ?
(a) ইংল্যান্ড (b) ফ্রান্স (c) ভারত (d) ভুটান৷

উত্তরঃ (c) ভারত।

(xv) কৃষি-সেচের জলে লবণাক্ততার উচ্চ সীমা কত ?
(a) 5 পিপিটি (b) 10 পিপিটি
(c) 7.5 পিপিটি (d) এদের কোনোটিই নয়৷

উত্তরঃ (b) 10 পিপিটি ।

(xvi) কোন্ ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে ?
(a) নাগার্জুন সাগর (b) ভাকরা-নাঙ্গাল
(c) ফারাক্কা (d) তিলপাড়া।

উত্তরঃ (b) ভাকরা-নাঙ্গাল।

(xvii) ‘ETP”-র পুরো কথাটি হল—
(a) এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট,
(b) এনভায়রনমেন্টাল ট্রিটমেন্ট প্রোগ্রাম,
(c) এনভায়রনমেন্টাল ট্রিটমেন্ট প্ল্যান,
(d) এদের কোনোটিই নয়৷

উত্তরঃ (a) এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট।

(xviii) গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন্ সালে শুরু হয় ?
(a) 1974 সালে, (b) 1984 সালে,
(c) 1980 সালে, (d) এদের কোনোটিই নয়৷

উত্তরঃ (d) এদের কোনোটিই নয় ৷

(xix) নীচের কোনটিকে ‘জীবিত জীবাশ্ম বলা হয় ?
(a) লিমিউলাস (হর্স সু),
(b) লাল কাঁকড়া,
(c) ফিলার ক্লাব,
(d) সবকটিই সঠিক।

উত্তরঃ (a) লিমিউলাস (হর্স সু)।

(xx) সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণীর কোন্ গোষ্ঠীর অন্তর্ভুক্ত ?
(a) উভচর (b) সরীসৃপ (c) মৎস্য,
(d) এদের কোনোটিই নয় ৷

উত্তরঃ (b) সরীসৃপ।

(xxi) প্রদত্ত কোনটিকে জুপ্ল্যাংকটন বলা হয় ?
(a) ইলিশ (b) জেলিফিস (c) লবস্টার,
(d) সবকটিই সঠিক।

উত্তরঃ (b) জেলিফিস।

(xxii) পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা শুরু হয় ?
(a) পশ্চিম মেদিনীপুর (b) বীরভূম,
(c) বর্ধমান (d) নদীয়া।

উত্তরঃ (a) পশ্চিম মেদিনীপুর।

(xxiii) ধোঁয়াশা (স্মগ) সৃষ্টির সবেচেয়ে বেশি সম্ভাবনা—
(a) গ্রীষ্মকালে (b) বর্ষাকালে (c) শীতকালে
(d) সবকটিই সঠিক।

উত্তরঃ (c) শীতকালে।

(xxiv) গৃহস্থালি বর্জ্য ফেলার জন্য শহরের সন্নিকটে দরকার হয়—
(a) ভরাট করার মতো নীচু জমি,
(b) জলাভূমি,
(c) পতিত জমি,
(d) কৃষিজমি ।

উত্তরঃ (a) ভরাট করার মতো নীচু জমি।

২. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) ভারতবর্ষের একটি প্রদেশের নাম লেখো যেখানে ‘রেইন ফরেস্ট’ দেখতে পাওয়া যায়৷

উত্তরঃ ভারতের আসাম রাজ্যটি “আসাম রেইনফরেস্ট” বা “আসাম ভ্যালি ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট” নামে পরিচিত এটি রেইনফরেস্ট অঞ্চল বলে পরিচিত।

অথবা,

ভারতবর্ষের একটি বনাঞ্চলের নাম লেখো যেখানে ‘গোল্ডেন লেঙ্গুর’ দেখতে পাওয়া যায়৷

উত্তরঃ পূর্ব হিমালয়ের বনাঞ্চলে (পশ্চিম অসম) ‘গোল্ডেন লেঙ্গুর’ দেখতে পাওয়া যায়।

(ii) ভারতবর্ষের কোন প্রদেশে ‘নাচুনে হরিণের দেখা মেলে ?

উত্তরঃ নাচুনে হরিণ (Sangai Deer) ভারতবর্ষের মনিপুরে দেখতে পাওয়া যায় ৷

অথবা,

লোটিক জল’ কাকে বলে ?

উত্তরঃ স্রোতযুক্ত জলকে লোটিক জল বলে।

(iii) একটি পাখির নাম লেখো যা শুধু ভারতবর্ষের নারকোন্দাম দ্বীপে দেখতে পাওয়া যায় ৷

উত্তরঃ নারকোন্দাম হর্নবিল (Narcondam Hornbill) নামক পাখিটি শুধু ভারতবর্ষে নারকোন্দাম দ্বীপে দেখা যাই৷

অথবা,

ভারতবর্ষের একটি জীববৈচিত্র্য হটস্পট-এর নাম লেখো।

উত্তরঃ ভারতে তিনটি বায়োডাইভার্সিটি হটস্পট দেখা যায়: পশ্চিমঘাট পর্বতমালা, পূর্ব হিমালয় ও ভারত-মিয়ানমার সীমান্ত বরাবর প্রসারিত পার্বত্য অঞ্চল।

(iv) EIA-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ EIA এর পূর্ণরূপ হল— Enivironmental Impact Assessment এর বাংলা অর্থ হল পরিবেশগত প্রভাব মূল্যায়ন ৷

অথবা,

UNCED-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ UNCED-এর পুরো কথাটি হলো United Nations Conference on Environment and Development.

(v) IUCN-এর মুখ্য কার্যালয় কোন দেশে অবস্থিত ?

উত্তরঃ ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত IUCN এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে অবস্থিত।

অথবা,

ICAR-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ ICAR-এর পুরো কথাটি হলো Indian Council of Agricultural Research.

(vi) EMP এর পুরো কথাটি কী ?

উত্তরঃ ‘EMP’-এর পুরো কথাটি হল Environmental Management – Plan.

অথবা,

EIS-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ EIS-এর পুরো কথাটি হলো Environmental Impact Statement.

(vii) একটি C₄ উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তরঃ একটি C₄ উদ্ভিদের উদাহরণ হলো ভূট্টা / আনারস / আখ৷

অথবা,

একটি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তরঃ একটি লেগুম জাতীয় উদ্ভিদ হলো সরিষা / ছোলা / মটর।

(viii) ভার্মিকম্পোস্ট কাকে বলে ?

উত্তরঃ কেঁচো দ্বারা বিশেষ পদ্ধতিতে উৎপাদিত সার হলো ভার্মিকম্পোস্ট। এই ভার্মিকম্পোস্ট শুধুমাত্র বর্জ্য কমাতেই সাহায্য করে না, বরং সুস্থ মাটি তৈরি করতে এবং সুস্থ উদ্ভিদের বৃদ্ধিতেও সাহায্য করে।

অথবা,

জৈবসারের একটি উদাহরণ দাও।

উত্তরঃ জৈবসার হলো গোবর সার, হাড়গুড়ো, রাইজোবিয়াম, খৈল ইত্যাদি ।

(ix) EPA-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ EPA-এর পুরো কথাটি হলো৷ Environmental Protection Agency.

(x) ‘গ্রিন ট্রাইব্যুনাল’ কী ?

উত্তরঃ ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল (NGT) – হলো একটি বিশেষ সংস্থা। যা 18ই অক্টোবর 2010-এ NGT আইনের অধীনে বহু-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা জড়িত যে কোনও পরিবেশগত বিরোধ পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।

(xi) জৈব কীটনাশকের একটি উদাহরণ দাও।

উত্তরঃ জৈব কীটনাশকের একটি উদাহরণ- হলো নিকোটিন,ব্যসিলাস থুরিনজিয়েনসিস, নিয়তের প্রভৃতি।

(xii) ভৌমজলস্তর নেমে যাওয়ার ফলে কী ধরনের জলদূষণ হতে পারে ?

উত্তরঃ ভৌমজলস্তর নেমে যাওয়ার ফলে আর্সেনিক দূষণ বাড়ে এবং ভারী ধাতুজনিত দূষণ সৃষ্টি হয় ৷

(xiii) W.W.F-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ WWF’-এর পুরো কথাটি হলো World Wide Fund for Nature / World Wildlife Fund.

(xiv) ‘CDM’-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ CDM – এর পুরো কথাটি হলো Clean Development Mechanism.

(xv) সুস্থায়ী উন্নয়ন-এর একটি উদাহরণ দাও।

উত্তরঃ সুস্থায়ী উন্নয়ন-এর উদাহরণ হলো স্থায়ী পপুলেশন, বায়োডাইভার্সিটি সংরক্ষন।

(xvi) সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে ?

উত্তরঃ সমাজের কল্যাণ সাধনের জন্য যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে, অব্যবহৃত বা পতিত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে সামাজিক বনসৃজন বলা হয় ৷

Leave a Reply