2018
HISTORY
(New Syllabus)
Total Time : 3 hours 15 Minutes
Total Marks : 80
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
বিভাগ – ক / PART A (Marks 40)
1. যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) : 8 × 5 = 40
👉HS History MCQ Online Mock Test👈
খণ্ড – ক
(i) অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তী বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। 8
উত্তরঃ
কিংবদন্তীঃ ল্যাটিন শব্দ ‘Legenda’ থেকে ইংরেজি ‘লেজেন্ড’ কথাটি এসেছে। যার অর্থ হলো পড়ার বিষয়বস্তু। ইংরাজিতে লেজেন্ড বলতে যা বোঝায় তার প্রতিশব্দ হিসেবে বাংলায় সর্বজনগ্রাহ্য কোন প্রতিশব্দ নেই। যে গল্পকথা, লোক পরম্পরায় বহুশ্রুত হয়ে কোনো দেশ বা জাতির সংস্কৃতি গৌরবকে প্রতিষ্ঠা করে, যার আংশিক ঐতিহাসিক ভিত্তি থাকে সেই কাহিনী ঐএকিংবদন্তি।
কিংবদন্তীর গুরুত্বঃ মৌখিক ইতিহাসের উপাদান হিসেবে কিংবদন্তির গুরুত্ব গুলি
নিয়ে আলোচনা করা হল—
(ক) ঐতিহাসিক তথ্যের সূত্রঃ রূপকথার মতো কিংবদন্তি পুরোপুরি কাল্পনিক নয়। কিংবদন্তির বাস্তবতা রয়েছে। প্রসঙ্গত বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাতের কালীপুজোর সূত্র ধরে একটি কালীমন্দির শনাক্ত করা হয়েছে।
(খ) আনন্দ দানঃ কিংবদন্তীর ঘটনাগুলি অতীতকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে লোকসমাজকে আনন্দ দিয়ে যাচ্ছে। কিংবদন্তিতে আনন্দদায়ক উপাদান আছে বলেই এগুলি বংশপরম্পরায় বর্তমানকালে এসে পৌঁছেছে। সেই কারনে কিংবদন্তীর মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক সূত্র বর্তমানে আমরা জানতে পারি।
(গ) শিক্ষাদানঃ বর্তমানকালের মানুষকে কিংবদন্তির ঘটনাগুলি অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয়ে তথ্য সরবরাহ করে।এগুলি থেকে বর্তমান কালের মানুষ নৈতিকতার শিক্ষা লাভ করতে পারে এবং জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে।
স্মৃতিকথাঃ আত্মজীবনীমূলক গ্রন্থের প্রধান
বিভাগ হলো স্মৃতিকথা। অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোন ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতিকথা থেকে প্রাপ্ত বিভিন্ন ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে প্রকাশ করতে পারে। এরূপ কাহিনী সাধারণভাবে স্মৃতিকথা নামে পরিচিত।
স্মৃতিকথার গুরুত্বঃ স্মৃতিকথামূলক
বিবরণ গুলি যথেষ্ট গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব গুলি হল—
(ক) গুনিজনের বিবরণঃ অধিকাংশ ক্ষেত্রেই এগুলি গুনী ব্যক্তিরা রচনা করেন। ফলে তাতে অবান্তর, পক্ষপাতমূলক, অভিরঞ্জন ঘটনা অনেক কম। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথায় ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙ্গালীদের অবদানের কথা জানা যায়।
(খ) প্রত্যক্ষদর্শীদের বিবরণঃ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিবরণ তাদের স্মৃতিকথাগুলিতে আলোচনা করেন। ফলে উক্ত বিবরণে ঐতিহাসিক তথ্যের সত্যতা অনেক বেশি থাকে।
(গ) ঐতিহাসিক রচনার ক্ষেত্রে গুরুত্বঃ বিভিন্ন স্মৃতিকথা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পারে। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বর্বর পাকিস্তান বাহিনী পূর্ববঙ্গের সাধারণ মানুষের উপর পাক সামরিক বাহিনীর নিশংস অত্যাচার ও হত্যালীলা চালিয়েছিল। তার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হলো স্মৃতিকথা গুলি। কেননা পাক সামরিক বাহিনী তখন পূর্ব বাংলার সমস্ত সংবাদ মাধ্যমকে গোটা বিশ্ব থেকে আড়াল করেছিল।
(ঘ) নিজস্ব অনুভূতির প্রকাশঃ বক্তা বা লেখক তার স্মৃতি কথায় যে কাহিনী বা ঘটনার বিবরণ দেন তা ঘটনার সমসাময়িককালে তার মনে কিরূপ প্রভাব ফেলেছিল তিনি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সেই ঘটনার সমসাময়িক পরিস্থিতি কিভাবে পাল্টে যেতে দেখেছেন তা তার স্মৃতিকথা আলোচনায় উঠে আসে।
👉আরও দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈
(ii) ঔপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো।
উত্তরঃ ইউরোপের সাম্রাজ্যবাদী জাতিগুলি অন্য জাতিকে হীন বলে মনে করে তাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা প্রভৃতির মাধ্যমে বারংবার প্রকাশ করত। যেমন—
(১) জাতিগত শ্রেষ্ঠত্ব প্রচারঃ ইউরোপের সাম্রাজ্যবাদী জাতিগুলি তাদের অধিকৃত উপনিবেশে নিজেদের সীমাহীন জাতিগত গৌরবের কথা প্রচার করে। যেমন, জেমস মিল মনে করতেন ব্রিটিশ শাসনে অনুন্নত ভারতীয়দের মঙ্গল হচ্ছে।
(২) অভিভাবকত্বের মানসিকতাঃ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির কিছু মানুষ এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলির বাসিন্দাদের সঘোষিত অভিভাবক হিসেবে নিজেদের তুলে ধরেন। তাঁরা উপনিবেশের পিছিয়ে পড়া মানুষদের সংস্কৃতবান করে তোলার দায়িত্ব গ্রহণ করেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লর্ড ক্রোমার, লর্ড মিলার, লর্ড লুগার্ড প্রমুখ।
(৩) জাতির শ্রেষ্ঠত্বঃ সাম্রাজ্যবাদী জাতিগুলি চার্লস ডারউইনের যোগ্যতম জাতির শ্রেষ্ঠত্ব রক্ষা’-র তত্ত্ব প্রচার করে। তারা বলে, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে জীবনধারণের উপকরণে ঘাটতি দেখা দিলে বিভিন্ন জাতির মধ্যে সংঘাত অনিবার্য। সেক্ষেত্রে সবচেয়ে যোগ্য বা শক্তিশালী জাতি এই সংগ্রামে জয়ী হয়ে পৃথিবীতে টিকে থাকবে।
(৪) শ্বেতাঙ্গদের উন্নাসিকতাঃ সাম্রাজ্যবাদী জাতিগুলির বদ্ধমূল ধারণা ছিল যে, কৃষ্ণাঙ্গ জাতির চেয়ে শ্বেতাঙ্গ জাতির মানুষ অনেক বেশি উন্নত সভ্যতার অধিকারী। এশিয়া ও আফ্রিকার মানুষ কখনোই তাদের সমকক্ষ হতে পারে না। সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে তাদের উন্নত সভ্যতার রূপটি প্রকাশিত হয় বলে শ্বেতাঙ্গরা মনে করত।
(৫) জাতিগত ব্যবধানঃ উপনিবেশগুলিতে শাসক জাতি ও শাসিত জাতির মধ্যে মর্যাদাগত ব্যবধান সহজেই চোখে পড়ে। সাম্রাজ্যবাদী দেশের আইন, শাসন ও বিচার বিভাগের যাবতীয় বিশেষ সুযোগ সুবিধা শাসক জাতি ভোগ করলেও শাসিত জাতি তা থেকে বঞ্চিত হয়।
(৬) সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিষ্ঠাঃ ঔপনিবেশিক শাসক জাতি সর্বদাই নিজের সাংস্কৃতিক ঐতিহ্যকে শ্রেষ্ঠতর এবং উপনিবেশে বসবাসকারী শাসিত জাতির সংস্কৃতিকে নিকৃষ্ট বলে মনে করত। ভারতে লর্ড বেন্টিঙ্ক-এর আইন সচিব ও শিক্ষাবিদ মেকলে প্রাচ্যের সভ্যতাকে দুর্নীতি, অপবিত্র ও নির্বুদ্ধিতা বলে অভিহিত করেন।
(৭) বিকৃত জাতীয়তাবাদঃ ঊনবিংশ শতকের শেষ এবং বিংশ শতকের প্রথমার্ধে ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী রাষ্ট্রে বিকৃত বা উগ্রজাতীয়তাবাদের প্রসার ঘটে। এ ধরনের রাষ্ট্রের শাসকেরা নিজেদের দেশ ও জাতিকে শ্রেষ্ঠতম বলে মনে করে এশিয়া ও আফ্রিকার অনগ্রসর দেশগুলিকে পদানত করার উদ্যোগ নেয়।
সুতরাং দেখা যায়, সাম্রাজ্যবাদী দেশগুলির শাসনাধীনে বিভিন্ন উপনিবেশের অনগ্রসর জাতিগুলি নানান শোষণ-পীড়ন ও দুর্দশার শিকার হয়। ফলে জাতিগত ব্যবধানের সমর্থক ও নঞর্থক উভয় ধরনের প্রভাব লক্ষ করা যায়।
(iii) নানকিং-এর সন্ধি ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। 4+4
অথবা,
ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। 4+4
(iv) বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল ? 5+3
খণ্ড – খ
(v) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন ? 4+4
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। 8
(vii) সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।
8
অথবা,
পূর্ব ইওরোপের সোভিয়েতীকরণের উদ্দেশ্য কী ছিল ? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল ? 3+5
(viii) অব-উপনিবেশীকরণ বলতে কী বোঝায় ? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 3+5
PART – B (Marks – 40)
(i) ‘একাত্তরের ডায়েরী’ নামক স্মৃতিকথার রচয়িতা—
(a) সুফিয়া কামাল
(b) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(c) নারায়ণ সান্যাল
(d) দক্ষিণারঞ্জন বসু।
উত্তরঃ (a) সুফিয়া কামাল
(ii) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
(i) সাম্রাজ্যবাদ : একটি সমীক্ষা | (A) অ্যাডাম স্মিথ |
(ii) হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া | (B) ভি. আই. লেনিন |
(iii) ওয়েলথ অফ নেশনস | (C) জেমস্ মিল |
(iv) সাম্রাজ্যবাদ : পুঁজিবাদের সর্বোচ্চ স্তর | (D) জে. এ. হবসন। |
বিকল্পসমূহ :
(a) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B
(b) (i)-D, (ii)-B, (iii)-A, (iv)-C
(c) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A.
উত্তরঃ (a) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B
(iii) রেগুলেটিং আইন পাশ হয়েছিল
(a) 1770-এ (b) 1771-এ (c) 1773-এ
(d) 1774-এ।
উত্তরঃ (c) 1773-এ
(iv) শ্রীরামপুর এয়ী নামে পরিচিত কারা ?
(a) কেরি-হিকি-ওয়ার্ড
(b) ডাফ-কেরি-মার্শমান
(c) হেয়ার-ডাফ-কেরি
(d) কেরি-মার্শম্যান ওয়ার্ড।
উত্তরঃ (d) কেরি-মার্শম্যান ওয়ার্ড।
👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈
(v) সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন—
(a) দয়ানন্দ সরস্বতী (b) কেশবচন্দ্র সেন
(c) জ্যোতিবা ফুলে (d) রামমোহন রায়।
উত্তরঃ (c) জ্যোতিবা ফুলে
(vi) ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোস-এর প্রতিদ্বন্দ্বী ছিলেন—
(a) গোবিন্দ বল্লভ পন্থ
(b) চক্রবর্তী রাজাগোপালাচারী
(c) পটভি সীতারামাইয়া
(d) জওহরলাল নেহেরু।
উত্তরঃ (c) পটভি সীতারামাইয়া
(vii) ‘Now or Never’ শীর্ষক পুস্তিকাটি লেখেন—
(a) আগা খান
(b) মহঃ আলি জিন্নাহ
(c) বাল গঙ্গাধর তিলক
(d) চৌধুরী রহমত আলি।
উত্তরঃ (d) চৌধুরী রহমত আলি।
(viii) ভারতের স্বাধীনতা আইন পাশ হয়—
(a) 1946-এর 4 ঠা জুলাই
(b) 1946-এর 14 ই আগষ্ট
(c) 1947-এর 4 ঠা জুলাই
(d) 1947-এর 14 ই আগষ্ট।
উত্তরঃ (c) 1947-এর 4 ঠা জুলাই
(ix) ফুলটন বক্তৃতা দিয়েছিলেন—
(a) চার্চিল (b) রুজভেল্ট (c) স্তালিন
(d) কেমান।
উত্তরঃ (a) চার্চিল
(x) মাইলাই ঘটনাটি ঘটেছিল—
(a ) জাপানে (b) চীনে (c) কোরিয়ায়
(d) ভিয়েতনামে।
উত্তরঃ (d) ভিয়েতনামে।
(xi) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন ?
(a) জওহরলাল নেহরু
(b) প্রশান্তচন্দ্ৰ মহলানবিশ
(c) বল্লভভাই প্যাটেল
(d) মেঘনাদ সাহা।
উত্তরঃ (a) জওহরলাল নেহরু
(xii) 1951 খৃঃ প্রথম ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি স্থাপিত হয়—
(a) শিবপুর-এ (b) কানপুর-এ
(c) খড়গপুর-এ (d) যাদবপুর-এ।
উত্তরঃ (c) খড়গপুর-এ
(xiii) ‘ইতিহাস একটি বিজ্ঞান-এর বেশিও নয়, কমও নয়’- এটি কার উক্তি—
(a) রাঙ্কে (Ranke) (b) ই. এইচ. কার
(c) জেমস্ মিল (d) বিউরি
উত্তরঃ (d) বিউরি।
(xiv) ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন ?
(a) দমন (b) গোয়া (c) কালিকট
(d) কোচিন।
উত্তরঃ (c) কালিকট
(xv) বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না ?
(a) সিরাজউদদৌল্লা (c) দ্বিতীয় শাহ আলম
(b) মীরকাশিম (d) সুজাউদ্দৌলা।
উত্তরঃ (a) সিরাজউদদৌল্লা
(xvi) বোর্ড অফ রেভিনিউ গঠন করেন—
(a) লর্ড লিটন (b) লর্ড রিপন
(c) লর্ড কর্নওয়ালিশ (d) ওয়ারেন হেস্টিংস।
উত্তরঃ d) ওয়ারেন হেস্টিংস।
xviii) শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) 1894-এ (b) 1895-এ (c) 1896-এ
(d) 1897-এ।
উত্তরঃ (b) 1895-এ
(xviii) মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন—
(a) এস. এ. ভাঙ্গে
(b) মুজফফর আহমেদ
(c) সোমনাথ লাহিড়ী
(d) ফিলিপ স্প্ল্যাট।
উত্তরঃ (c) সোমনাথ লাহিড়ী
(xix) ভারতীয় সংবিধান কার্যকরী হয়—
(a) 1950 খ্রীঃ (c) 1955 খ্রীঃ (b) 1951 খ্রীঃ
(d) 1960 খ্রীঃ
উত্তরঃ (a) 1950 খ্রীঃ
(xx) মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান-এর দাবি তোলা হয় সেটি হল—
(a) লাহোর (b) লক্ষ্ণৌ (c) করাচি (d) ঢাকা।
উত্তরঃ (a) লাহোর
(xxi) ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা ?
(a) ইংরেজ (b) ওলন্দাজ (c) ফরাসী
(d) পর্তুগীজ।
উত্তরঃ (b) ওলন্দাজ
(xxii) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
(i) ম্যাক্সিম লিটভিভ | (A) ব্রিটিশ প্রধানমন্ত্রী |
(ii) উইনস্টন চার্চিল | (B) মার্কিন রাষ্ট্রপতি |
(iii) জোসেফ স্টালিন | (C) রুশ পররাষ্ট্রমন্ত্রী |
(iv) হ্যারি ট্রুম্যান | (D) রুশ রাষ্ট্রপতি। |
বিকল্পসমূহ :
(a) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D
(b) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B
(c) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(d) (i)-B, (ii)-D, (iii)-C, (iv)-A.
উত্তরঃ (c) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(xxii) জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন ?
(a) মিশর (b) ইজরায়েল (c) আলজেরিয়া
(d) লিবিয়া।
উত্তরঃ (a) মিশর।
(xxiv) প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন ?
(a) ঘানা (b) কঙ্গো (c) মরক্কো (d) মাল্টা।
উত্তরঃ (b) কঙ্গো।
2.নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 16 = 16
(i) ন্যাটো (NATO)-র পুরো কথা কী ?
উত্তরঃ North Atlantic Treaty Organisation.
(ii) সি আর ফর্মূলা কী ?
উত্তরঃ ভারতের অখণ্ডতা রক্ষার জন্য, রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য কংগ্রেস ও মুসলি লিগের মধ্যে যে সমাধানসূত্র চক্রবর্ত্তী রাজা গোপালাচারি তৈরি করেন, তার নাম সি.আর ফর্মুলা।
অথবা,
সুভাষচন্দ্র বসু কাকে ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক’ বলে অভিহিত করেন ?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসুকে ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক’ বলে অভিহিত করেন।
(iii) সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিদলের নেতৃত্ব কে দেন ?
উত্তরঃ আগা খান।
অথবা,
ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন ?
উত্তরঃ কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য।
(iv) ক্যান্টন বাণিজ্য কাকে বলে ?
উত্তরঃ চিনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সঙ্গে চিনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাকে ক্যান্টন বাণিজ্য বলা হয়।
অথবা,
ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে।
(v) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
উত্তরঃ স্যার জেমস উইলিয়াম কোলভিল
(vi) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো ?
উত্তরঃ সাম্রাজ্যবাদ হল এমন একটি প্রক্রিয়া, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে একটি কর্তৃত্বকারী দেশ অন্য দেশের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে থাকে।
(vii) কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয় ?
উত্তরঃ ১৭৮৩ সালে।
(viii) তৃতীয় বিশ্ব কী ?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত ও অনুন্নত দেশগুলি ‘তৃতীয় বিশ্ব’ নামে পরিচিত।
(ix) হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন ?
উত্তরঃ ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।
(x) জেনেভা সম্মেলন কেন ডাকা হয় ?
উত্তরঃ ভারত-চিন সমাধানসূত্র, ভিয়েতনাম সমস্যা মেটানোর জন্য।
অথবা,
প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ যুগোস্লাভিয়া রাজধানী বেলগ্রেডে। 1961 সালে।
(xi) কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় ?
উত্তরঃ 1945 সালে।
(xii) পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ 1932 সালে। গান্ধীজি ও বি আর আম্বেদকর এর মধ্যে।
অথবা,
বিশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল ?
উত্তরঃ 1943 সালে।
(xiii) আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ 1875 খ্রিস্টাব্দে। স্বামী দয়ানন্দ সরস্বতী।
অথবা,
4 মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ 1919 সালে।
(xiv) চার্লস উড কে ছিলেন ?
উত্তরঃ শিক্ষা বিষয়ে ১৮৫৪ সালের প্রতিবেদন রচনাকার।
(xv) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তরঃ স্যার এলিজা ইম্পে।
অথবা,
সূর্যাস্ত আইন কী ছিল ?
উত্তরঃ চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাবার আগে, সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো। নতুবা অনাদায়ে জমিদারি হারাতে হতো। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত।
(xvi) ভাস্কো দা গামা কবে ভারতে আসেন ?
উত্তরঃ 1498 খ্রিস্টাব্দে।
অথবা,
বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায় ?
উত্তরঃ ঔপনিবেশিক নীতির প্রসার, শাসকদের দ্বারা বণিকদের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধনের পর্যায়ভুক্ত।
H.S HISTORY QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
2020 | NoEx | 2022 | 2023 |
Pingback: HS History 2020 Question Paper With Answer | উচ্চমাধ্যমিক ইতিহাস ২০২০ উত্তরসহ প্রশ্নপত্র। -
Pingback: WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE] -
Pingback: HS History 2016 Question Paper With Answer | উচ্চমাধ্যমিক ইতিহাস ২০১৬ উত্তরসহ প্রশ্নপত্র। -
Pingback: HS History 2019 Question Paper With Answer | উচ্চমাধ্যমিক ইতিহাস ২০১৯ উত্তরসহ প্রশ্নপত্র। -
Pingback: HS History 2017 Question Paper With Answer | উচ্চমাধ্যমিক ইতিহাস ২০১৭ উত্তরসহ প্রশ্নপত্র। -
Pingback: WBCHSE Class 12 History Solved Question Paper 2022 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র ২০২২ - Prosnodekho - Prosnodekho
Pingback: WBCHSE HS History Solved Question Paper 2023 - Prosnodekho