HS History 2019 Question Paper With Answer | উচ্চমাধ্যমিক ইতিহাস ২০১৯ উত্তরসহ প্রশ্নপত্র।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
 WBCHSE HIGHER SECONDARY HISTORY QUESTION WITH ANSWER 2019
    উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০১৯
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ইতিহাস বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র যত্নসহকারে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বড় প্রশ্ন, বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো। ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। উত্তরপত্রে কোন ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।

2019
HISTORY
(New Syllabus)
Total Time : 3 hours 15 Minutes
Total Marks : 80

1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.

2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ – ক/ PART A ( Marks 40)

1. যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) : 8 × 5 = 40


👉HS History MCQ Online Mock Test👈


খণ্ড – ক

(i) মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলোচনা করো।


👉আরও দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


(ii) উপনিবেশবাদ বলতে কী বোঝো ? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো।

(iii) ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো।

অথবা,

ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল ? এই বাণিজ্যের অবসান কেন ঘটে ?

(iv) সমাজ ও শিক্ষাসংস্কারে রাজা রামমোহন রায়-এর অবদান মূল্যায়ন করো।

খণ্ড – খ

(v) লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

(vi) 1946-এর নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো।

(vii) 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো।

অথবা,

ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো।

(viii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল ?

বিভাগ-খ ( Marks : 40 )

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো: 1×24=24

(i) মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম—
(a) একাত্তরের ডায়েরি
(b) আমি নেতাজিকে দেখেছি
(d) জীবনের জলসাঘরে
(c) সেদিনের কথা

উত্তরঃ (c) সেদিনের কথা

(ii) ‘বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক’ বলা হয়—
(a) থুকিডিডিসকে (b) হেরোডোটাসকে
(c) সু-মা-কিয়েনকে (d) ইবন খালদুনকে

উত্তরঃ (a) থুকিডিডিসকে

(iii) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:

স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) The Wealth of Nations (A) J. A. Hobson
(ii) Imperialism: A Study (B) Lenin
(iii) Imperialism: The Highest Stage of Capitalism (C) Adam Smith
(iv) Uncle Tom’s Cabin (D) Harriet Beecher Stowe

(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(b) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
(c) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D
(d) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B

উত্তরঃ (c) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D

(iv) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন—
(a) কলম্বাস
(b) ম্যাগেলান
(c) বার্থোলোমিউ ডিয়াজ
(d) ভাস্কো-দা-গামা

উত্তরঃ (c) বার্থোলোমিউ ডিয়াজ

(v) বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন—
(a) মুর্শিদকুলি খাঁ
(b) আলিবর্দি খাঁ
(c) সুজাউদ্দিন
(d) সিরাজ-উদ্-দৌলা

উত্তরঃ (a) মুর্শিদকুলি খাঁ

অথবা,

এশিয়ার কোন্ দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে ?
(a) ভারত (b) চিন (c) ইন্দোনেশিয়া
(d) শ্রীলঙ্কা

উত্তরঃ (b) চিন

(vi) বন্দিবাসের যুদ্ধ হয়েছিল—
(a) ১৭৬০ সালে (b) ১৭৬৫ সালে
(c) ১৭৭০ সালে (d) ১৭৭২ সালে

উত্তরঃ (a) ১৭৬০ সালে

(vii) পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল—
(a) ১৭৭৩ সালে (b) ১৭৭৪ সালে
(c) ১৭৮৩ সালে (d) ১৭৮৪ সালে

উত্তরঃ (d) ১৭৮৪ সালে

(viii) কোন্ গভর্নর-জেনারেল-এর আমলে ‘মেকলে মিনিটস’ গৃহীত হয় ?
(a) ওয়ারেন হেস্টিংস (b) ক্যানিং
(c) ডালহৌসি (d) বেন্টিঙ্ক

উত্তরঃ (d) বেন্টিঙ্ক

(ix) মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন—
(a) থিওডোর বেক
(b) স্যার সৈয়দ আহমেদ খান
(c) ইউসুফ আলি
(d) মৌলভি মোমিন

উত্তরঃ (a) থিওডোর বেক

(x) শুদ্ধি আন্দোলন শুরু করেন—
(a) স্বামী দয়ানন্দ সরস্বতী
(b) কেশবচন্দ্র সেন
(c) শ্রীনারায়ণ গুরু
(d) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (a) স্বামী দয়ানন্দ সরস্বতী

(xi) মর্লে-মিন্টো সংস্কার আইন—
(a) ১৯০৬ সালে (b) ১৯০৯ সালে
(c) ১৯১৫ সালে (d) ১৯১৯ সালে

উত্তরঃ (b) ১৯০৯ সালে

(xii) ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন—
(a) জওহরলাল নেহরু
(b) ড. সীতারামাইয়া
(c) সুভাষচন্দ্র বসু
(d) বল্লভভাই প্যাটেল

উত্তরঃ (c) সুভাষচন্দ্র বসু

(xiii) পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হল—
(a) ভারতীয় কাউন্সিল আইন, ১৮৯২
(b) ১৯০৯ সালের ভারত শাসন আইন
(c) ১৯১৯ সালের ভারত শাসন আইন
(d) ভারত শাসন আইন, ১৯৩৫

উত্তরঃ (d) ভারত শাসন আইন, ১৯৩৫

অথবা,

“অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস’-এর প্রতিষ্ঠাতা ছিলেন—
(a) মহাত্মা গান্ধি
(b) জ্যোতিবা ফুলে
(c) বি. আর. আম্বেদকর
(d) বীরসালিঙ্গম পান্ডুলু

উত্তরঃ (c) বি. আর. আম্বেদকর

(xiv) ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’-এর লেখক—
(a) সুভাষচন্দ্র বসু
(b) নেহরু
(c) মহাত্মা গান্ধি
(d) মৌলানা আবুল কালাম আজাদ

উত্তরঃ (d) মৌলানা আবুল কালাম আজাদ

(xv) ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না—
(a) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস্
(b) লর্ড ওয়াভেল
(c) এ. ভি. আলেকজান্ডার
(d) লর্ড পেথিক লরেন্স

উত্তরঃ (b) লর্ড ওয়াভেল

(xvi) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :

স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) হিরোশিমা (A) জাপান
(ii) থাকিন-নু (B) কুয়োমিং-টাং
(iii) পার্ল হারবার (C) দোবাম অ্যাসোসিয়েশন
(iv) চিয়াং কাইশেক (D) মার্কিন যুক্তরাষ্ট্র

(a) (i) – A, (ii) – C, (iii) – D, (iv) – B
(b) (i) – A, (ii) – B, (iii) – C, (iv) – D
(c) (i) – B, (ii) – A, (iii) – D, (iv) – C
(d) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) – A
উঃ (a) (i) – A, (ii) –C, (iii) –D, (iv) – B

(xvii) বার্লিন অবরোধকারী দেশ হল—
(a) ইংল্যান্ড (b) ফ্রান্স (d) ইটালি
(c) রাশিয়া

উত্তরঃ (c) রাশিয়া

(xviii) পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও —
(a) পাকিস্তানের মধ্যে
(b) রাশিয়ার মধ্যে
(c) চিনের মধ্যে
(d) তিব্বতের মধ্যে

উত্তরঃ (c) চিনের মধ্যে

(xix) ন্যাটো গঠিত হয়—
(a) ১৯৪৭ সালে
(b) ১৯৪৮ সালে
(c) ১৯৪৯ সালে
(d) ১৯৫০ সালে

উত্তরঃ (c) ১৯৪৯ সালে

(xx) সুয়েজ খাল জাতীয়করণ করেন—
(a) নাসের (b) জেনারেল নেগুইব
(d) টিটো (c) বুলগানিন

উত্তরঃ (a) নাসের

(xxi) ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল ?
(a) ১৯৪৯ সালে (b) ১৯৫০ সালে
(c) ১৯৫১ সালে (d) ১৯৫২ সালে

উত্তরঃ (b) ১৯৫০ সালে

(xxii) ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন্ ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ?
(a) সুকর্ণ (b) হো চি মিন (c) সুহার্তো
(d) নেলসন ম্যান্ডেলা

উত্তরঃ (a) সুকর্ণ

(xxiii) আওয়ামি লিগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন—
(a) সুরাবর্দি
(b) ফজলুল হক
(c) শেখ মুজিবুর রহমান
(d) জুলফিকর আলি ভুট্টো

উত্তরঃ (c) শেখ মুজিবুর রহমান

(xxiv) SAPTA-এর সম্পূর্ণ নাম—
(a) South Asian Preferential Trade Agreement
(b) South African Preferential Trade Agreement
(c) Senegal and Portugal Trade Agreement
(d) Spain and Portugal Trade Agreement

উত্তরঃ (a) South Asian Preferential Trade Agreement

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16

(i) কোন্ দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল ?

উত্তরঃ ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত।

(ii) নতুন বিশ্ব বলতে কী বোঝ ?

উত্তরঃ ১৭-১৮ শতক নাগাদ স্পেন, পোর্তুগাল, ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশটি ‘নতুন বিশ্ব’ নামে পরিচিত।

অথবা,

‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলতে কী বোঝানো হয় ?

উত্তরঃ ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের অনেকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেন এবং দাবি করতেন যে, এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে-পড়া কৃষ্ণাঙ্গ জাতিগুলির ‘উন্নতি’র দায়িত্ব তাদের পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে কবি রুডইয়ার্ড কিপলিং ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলে অভিহিত করেছেন।

(iii) ভারতের কোথায় কোথায় পোর্তুগিজ বাণিজ্যকুঠি গড়ে উঠেছিল ?

উত্তরঃ ভারতের মধ্যে বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, দিউ, হুগলি ইত্যাদি অঞ্চলে পোর্তুগিজরা তাদের বাণিজ্যকুঠি গড়ে তুলেছিল।

(iv) ‘দস্তক’ কী ?

উত্তরঃ মোগল সম্রাট ফারুখশিয়ার ১৭১৭ খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ‘ফরমান’ জারি করেন। এই ফরমান অনুসারে কোম্পানি বার্ষিক ৩ হাজার টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পায়। এটি ফারুকশিয়ারের ফরমান বা ‘দস্তক’ নামে পরিচিত।

অথবা,

১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল ?

উত্তরঃ ১৮১৩ সালের সনদ আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও ২০ বছরের জন্য ভারতে শাসন পরিচালনার অধিকার পায়। তবে এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। এর ফলে যে-কোনো ইংরেজ বণিক ভারতে ব্যবসা করার অধিকার পায়।

(v) কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয় ?

উত্তরঃ চিনে ১৮৫০ খ্রিস্টাব্দে (১৮৫০ – ১৮৬৪ খ্রি.) মাঞ্জু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়।

(vi) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ ১৮৬৭ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে ‘প্রার্থনা সমাজ’ প্রতিষ্ঠা করেন।

(vii) ১৯২৪-২৫-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন ?

উত্তরঃ ১৯২৪-২৫-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন শ্রী নারায়ণ গুরু।

অথবা,

একশো দিনের সংস্কার কী ছিল ?

উত্তরঃ চিনের সম্রাট কোয়াংসু সে দেশের সংস্কারকদের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার-কার্য ১০০ দিন ধরে চলে বলে তা ‘একশো সংস্কার’ নামে পরিচিত।

(viii) কে, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ স্বামী বিবেকানন্দ মানবিক আদর্শ ও সমাজকল্যাণের উদ্দেশ্যে ১৮৯৭ খ্রিস্টাব্দের ১ মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

(ix) রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে ?

উত্তরঃ রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন গান্ধিজি ১৯১৯ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল।

অথবা,

মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায় ?

উত্তরঃ কমিউনিস্ট পার্টির কার্যকলাপ ও তাদের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করতে সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে ৩২ জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এটি ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ নামে পরিচিত।

(x) কে, কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ?

উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন।

অথবা,

মাহাদ মার্চ’ বলতে কী বোঝ ?

উত্তরঃ সর্বসাধারণের জলাশয় থেকে অস্পৃশ্যরা যাতে জল নেওয়ার অধিকার পায় সেই দাবি আদায়ের উদ্দেশ্যে দলিত নেতা ড. ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে ১৯২৭ খ্রিস্টাব্দের ২০ মার্চ বোম্বাইয়ের কোলাবা জেলার চৌদার জলাশয়কে কেন্দ্র করে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এটি ‘মাহাদ মার্চ’ নামে পরিচিত।

(xi) তাম্প্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন ?

উত্তরঃ তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্ৰ সামন্ত।

(xii) আজাদ হিন্দ বাহিনীর ‘ঝাঁসির রানি ব্রিগেড’-এর নেতৃত্ব কে দেন ?

উত্তরঃ আজাদ হিন্দ বাহিনীর ‘ঝাঁসির রানি ব্রিগেড’-এর নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন।

অথবা,

রশিদ আলি দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ আজাদ হিন্দ বাহিনীর ক্যাপটেন রশিদ আলিকে বিচারে ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফ্রেব্রুয়ারি ‘রশিদ আলি দিবস’ হিসেবে পালিত হয়।

(xiii) সুয়েজ সংকট সমাধানের জন্য কোন্ ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে (১৯৫৬) যোগ দেন ?

উত্তরঃ কৃষ্ণ মেনন সুয়েজ সংকট সমাধানের জন্য লন্ডন সম্মেলনে (১৯৫৬ খ্রি.) যোগ দেন।

(xiv) ফিদেল কাস্ত্রো কে ছিলেন ?

উত্তরঃ ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার কমিউনিস্ট বিপ্লবী ও রাজনীতিবিদ। তাঁর নেতৃত্বে কিউবার একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়।

(xv) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ স্বাধীন আলজিরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন বেল্লা।

(xvi) সার্ক (SAARC) কী ?

উত্তরঃ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই অঞ্চলের ① ভারত, ② বাংলাদেশ, ③ পাকিস্তান, ④ নেপাল, ⑤ ভুটান, ⑥ শ্রীলঙ্কা, ও ⑦ মালদ্বীপ—এই সাতটি দেশ ১৯৮৫ খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা গড়ে তোলে। এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC) নামে পরিচিত।

H.S HISTORY QUESTION PAPER
2015 2016 2017 2018 2019
2020 NoEx 2022 2023

This Post Has 6 Comments

  1. Anonymous

    Oo

Leave a Reply