H.S. 2018 PHILOSOPHY QUESTION PAPER | SOLVED | দ্বাদশ শ্রেণির দর্শন প্রশ্নপত্র ২০১৮ – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY PHILOSOPHY QUESTION PAPER WITH ANSWER 2018
উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ২০১৮ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার দর্শন বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ-ক / PART – A
(Marks : 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 × 5 = 40


HS All SUBJECT MCQ TEST


(a) নিরপেক্ষ বচন বলতে কি বোঝো ? উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। বচনে সংযোজকের কাজ কি ? 2+4+2

অথবা,

নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো : (1+1)× 4
(i) কেবল পরিশ্রমীরাই সফল হয়।
(ii) শিশুরা ছাড়া আর কেউ সরল নয়।
(iii) অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়।
(iv) বৃত্তাকার বর্গক্ষেত্র নেই।

(b) আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। ‘O’ বচনের আবর্তন সম্ভব নয় কেন ? কোনো ক্ষেত্রে কি ‘A’ বচনের সরল আবর্তন সম্ভব ? আলোচনা করো। 3+2+3

অথবা,

বিবর্তন কাকে বলে ? বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো।
নিম্নোক্ত বাক্যগুলির আবর্তন করো :
(i) সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক।
(ii) সাদা বাঘ আছে।
(iii) লাল সাদা নয়।
(iv) চক্‌চক্‌ করে এমন সকল বস্তু সোনা নয়।


HS All SUBJECT QUESTION PAPER


(c) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো। 2 + 2 + ( 1 × 4 )
প্রত্যেকটির বৈধতা বিচার করো : 4 + 4
(i) সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ।
(ii) তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন। একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন।

(d) নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখো :
4 + 4
(i) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান।
(ii) নিরপেক্ষ ন্যায়ে সাধ্যপদ, পক্ষপদ এবং হেতু পদের কাজ।
মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো।
সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)। 1+2+1+2+2

অথবা,

সমুদ্রের কাছাকাছি জায়গায় প্রচুর নারকেল গাছ জন্মায়। সুতরাং, সমুদ্র তীরবর্তী আবহাওয়া নারকেল গাছ জন্মাবার কারণ। পদ্ধতিটি ব্যাখ্যা করো :
চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)। 1+1+ 2+2+2

(e) নীচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো : 4 + 4
(i) যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই, সেদিনই পরীক্ষা খারাপ হয়। সুতরাং
ডিম অশুভ।
(ii) কলকাতায় বৃষ্টি হল এবং মুম্বাইতে বন্যা দেখা দিল। সুতরাং, কলকাতার বৃষ্টি মুম্বাইয়ের বন্যার কারণ।

অথবা,

সংক্ষিপ্ত টীকা লেখো : 4 + 4
(i) মন্দ উপমা।
(ii) আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ।

বিভাগ-খ / PART- B
(Marks : 40)

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24

(i) বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে, সিদ্ধান্তটি হবে—
(a) সত্য (b) মিথ্যা (c) অনিশ্চিত (d) স্ব-বিরোধী।

উত্তরঃ (a) সত্য

(ii) একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল—
(a) দুটি (b) তিনটি (c) চারটি (d) ছ-টি

উত্তরঃ (c) চারটি

(iii) অধীন বিপরীত বিরোধিতা হয়—
(a) A এবং O বচনের মধ্যে
(c) I এবং O বচনের মধ্যে
(b) A এবং E বচনের মধ্যে
(d) E এবং I বচনের মধ্যে

উত্তরঃ (c) I এবং O বচনের মধ্যে

(iv) “কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয়বাক্যে ব্যাপ্য হতেই হবে”—
(a) চারিপদ ঘটিত দোষ
(c) অবৈধ পক্ষ দোষ
(b) অব্যাপ্য পক্ষ দোষ
(d) এদের কোনোটিই নয়

উত্তরঃ (c) অবৈধ পক্ষ দোষ

(v) হয় p না হয় q হয় একটি—
(a) বৈকল্পিক বচন
(c) প্রাকল্পিক বচন
(b) নিরপেক্ষ বচন
(d) যৌগিক বচন

উত্তরঃ (a) বৈকল্পিক বচন

(vi) “কোনো শিক্ষক নয় অ-শিক্ষিত”— বচনটির ভেনচিত্রটি হল—

(vii) “P ⊃ Q”—এই যৌগিক বচনটি মিথ্যা হবে, যদি—
(a) P সত্য এবং Q মিথ্যা হয়
(b) P মিথ্যা এবং Q মিথ্যা হয়
(c) P মিথ্যা এবং Q সত্য হয়
(d) P সত্য এবং Q সত্য হয়

উত্তরঃ (a) P সত্য এবং Q মিথ্যা হয়

(viii) p = ~ p”— এই বচনাকারটি—
(a) স্বতঃসত্য (b) স্বতঃমিথ্যা (c) অনিয়ত
(d) অসম্ভব b

উত্তরঃ (b) স্বতঃমিথ্যা

(ix) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন্ প্রকার বচন ?
(a) সামান্য বিশ্লেষক বচন
(c) বিশ্লেষক বচন
(b) সংশ্লেষক ও বিশ্লেষক বচন
(d) সামান্য সংশ্লেষক বচন

উত্তরঃ (d) সামান্য সংশ্লেষক বচন

(x) ‘কারণ’ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন—
(b) বেইন (a) মিল (c) আইএম কোপি
(d) কার্ভেথ রিড

উত্তরঃ (c) আইএম কোপি

(xi) মিলের যে-পদ্ধতিতে ‘কাকতলীয় দোষ’ হয় তা হল—
(a) অন্বয়ী পদ্ধতি
(b) ব্যতিরেকী পদ্ধতি
(c) যুগ্ম পদ্ধতি (মিশ্র পদ্ধতি)
(d) সহ-পরিবর্তন পদ্ধতি

উত্তরঃ (b) ব্যতিরেকী পদ্ধতি

(xii) মিলের যে-আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, তা হল—
(a) অন্বয়ী পদ্ধতি
(b) ব্যতিরেকী পদ্ধতি
(c) যুগ্ম পদ্ধতি
(d) সহ-পরিবর্তন পদ্ধতি

উত্তরঃ (c) যুগ্ম পদ্ধতি

(xiii) ‘LOGOS’ শব্দটির অর্থ হল—
(a) অনুমান (b) চিন্তা (c) বচন (d) সংবেদন

উত্তরঃ (b) চিন্তা

(xiv) বৈধতা বা অবৈধতার প্রশ্নটি _______ -এর সঙ্গে যুক্ত।
(a) আরোহ যুক্তি (b) অবরোহ যুক্তি
(c) বৈজ্ঞানিক যুক্তি (d) উপমা যুক্তি

উত্তরঃ (b) অবরোহ যুক্তি

(xv) যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়, তা হল—
(a) A    (b) E    (c) I    (d) O

উত্তরঃ (d) O

(xvi) বচনের বিরোধানুমান হল একপ্রকার—
(a) মাধ্যম অনুমান (b) অমাধ্যম অনুমান
(c) ন্যায় অনুমান (d) যৌগিক যুক্তি

উত্তরঃ (b) অমাধ্যম অনুমান

(xvii) DIMARIS মূর্তিটি বৈধ হয়—
(a) প্রথম সংস্থানে (b) দ্বিতীয় সংস্থানে
(c) তৃতীয় সংস্থানে (d) চতুর্থ সংস্থানে

উত্তরঃ (d) চতুর্থ সংস্থানে

(xviii) প্রাকল্পিক নিরপেক্ষ যক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন ?
(a) প্রধান আশ্রয়বাক্য
(b) অপ্রধান আশ্রয়বাক্য
(c) তৃতীয় আশ্রয়বাক্য
(d) সিদ্ধান্ত

উত্তরঃ (a) প্রধান আশ্রয়বাক্য

(xix) “কোনো অ-S নয় অ-P”— এই বচনটির বুলীয় ভাষ্য হল—
(a ) SP = O   (b) S̅P = O   (c) S̅P̅ = O
(d) SP̅ = O

উত্তরঃ (c) S̅P̅ = O

(xx) যে-যৌগিক বচনের সত্যসারণির সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয়, তাকে বলে—
(a ) স্বতঃসত্য (b) স্বতঃমিথ্যা (c) আপতিক
(d) বিশ্লেষক

উত্তরঃ (a ) স্বতঃসত্য

(xxi) আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হল—
(a) সামান্যীকরণ (b) আরোহমূলক লাফ
(c) বৈধতা (d) অবৈধতা

উত্তরঃ (b) আরোহমূলক লাফ

(xxii) লৌকিক আরোহ অনুমানকে ‘শিশুসুলভ’ অনুমান বলেছেন—
(a) মিল (b) হবস্ (c) জনসন (d) বেকন

উত্তরঃ (d) বেকন

(xxiii) “অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ”—এখানে ‘কারণ’ কথাটি যে-অর্থে ব্যবহৃত হয়েছে তা হল—
(a) আবশ্যিক শর্ত (b) পর্যাপ্ত শর্ত
(c) বহুকরণবাদ (d) আবশ্যিক পর্যাপ্ত শর্ত

উত্তরঃ (a) আবশ্যিক শর্ত

(xxiv) ‘শক্তির অবিনশ্বরতা’-র সূত্রটি হল—
(a) কারণের পরিমাণগত লক্ষণ
(b) কারণের গুণগত লক্ষণ
(c) কারণের আবশ্যিক শর্ত
(d) কারণের পর্যাপ্ত শত

উত্তরঃ (a) কারণের পরিমাণগত লক্ষণ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) যুক্তি কাকে বলে ?

উত্তরঃ যুক্তি হল কতগুলি সমষ্টি, যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবী করা হয়।

অথবা,

অবরোহ যুক্তি বলতে কী বোঝো ?

উত্তরঃ যে যুক্তিরক্ষেত্রে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে।

(ii) অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো।

উত্তরঃ অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিছু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে।

অথবা,

“উভয় বচন একই সঙ্গে সত্য নয়।” – এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম ?

উত্তরঃ উভয় বচন একই সঙ্গে সত্য নয়’। এটি বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম।

(iii) বিরুদ্ধ বিরোধিতার মূল শর্তদুটি উল্লেখ করো।

উত্তরঃ মূল শর্ত দুটি হল- (1) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের গুণ ও পরিমাণ উভয়ই পৃথক হবে।
(2) দুটি বচন একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না।

(iv) E বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কী হবে ?

উত্তরঃ ‘E’ বচনের বিবর্তনের আবর্তিত বচনটি ‘I’বচন হবে।

অথবা,

“অমানুষ কবি নেই।” – বচনটির বিবর্তন করো।

উত্তরঃ L.F (E) কোন কবি নয় অ-মানুষ।
(A) সকল কবি হয় মানুষ। (বিবর্তিত)

(v) একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ হয় ?

উত্তরঃ মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকার জনিত দোষ হয়।

অথবা,

বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে ?

উত্তরঃ বৈকল্পিক বচনে কমপক্ষে দুটি বিকল্প থাকে।

(vi) বৈধতা / অবৈধতা নির্ণয় করো :
যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক। সুতরাং তিনি বস্তুবাদী।

উত্তরঃ আদর্শ আকার :
যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক।
∴ লক বস্তুবাদী
উপরিউক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টি অবৈধ। ন্যায়টি ‘অনুগ-স্বীকার জনিত দোষ”-এ দুষ্ট।

(vii) শূন্যগর্ভ শ্রেণি’ কাকে বলে ?

উত্তরঃ যে শ্রেণির অন্তর্গত কোন ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণি বলে।

অথবা,

‘O’ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী ?

উত্তরঃ ‘O’ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা হলঃ উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণির কিছু সদস্য বিধেয় পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণিরও বাক্য।

(viii) ভেনচিত্রে প্রকাশ করো :
“সাংবাদিকরা উপস্থিত

উত্তরঃ L.F → (I) কোন কোন সাংবাদিক হয় উপস্থিত। কোন কোন S হয় P → SP ≠ O

(ix) ‘pv ~ p’ বচনাকারটি কখন সত্য হয় ?

উত্তরঃ p সত্য বা মিথ্যা হলে ‘pv ~ p’ বচনাকারটি সত্য হয়।

অথবা,

আপতিক বচনাকার কিরূপ ?

উত্তরঃ যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রতিস্থাপন দৃষ্টান্তগুলি সত্য মিথ্যা মিশ্রিত, তাই হল আপতিক বচনাকার।

(x) স্বতঃসত্য বাক্য কাকে ?

উত্তরঃ যে বচনাকারের প্রধান স্তম্ভের সকল প্রতিস্থাপন দৃষ্টান্তই সত্য, তাকে স্বতঃসত্য বচনাকার বলে। যেমন– pv ~ p

অথবা,

একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়?

উত্তরঃ সংযৌগিক বচনের যে কোন একটি সংযোগী মিথ্যা হলেই সংযৌগিক বচনটি মিথ্যা হয়।

(xi) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী ?

উত্তরঃ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল– পর্যবেক্ষণ ও পরীক্ষণ।

অথবা,

‘প্রকৃতির একরূপতা’ নীতি কাকে বলে ?

উত্তরঃ ‘প্রকৃতির একরূপতা’ নীতির অর্থ হল প্রকৃতি অবস্থায় একইরূপ আচরণ করে।

(xii) বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কী বচন ?

উত্তরঃ বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত হল সামান্য সংশ্লেষক বচন।

(xiii) সামান্যীকরণ বলতে কী বোঝায় ?

উত্তরঃ যে প্রক্রিয়ার সাহায্যে একজাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই সামান্যীকরণ বলা হয়।

(xiv) কার্ভের্থ রীড কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন ?

উত্তরঃ কার্ভের্থ রীড কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন—“গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান।

অথবা,

কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী ?

উত্তরঃ কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি হল (i) বস্তুর অবিনশ্বরতা নীতি এবং
(ii) শক্তির অবিনশ্বরতা নীতি।

(xv) কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কী ?

উত্তরঃ কারণ হল শর্ত সমষ্টি বা সমগ্র ঘটনা, আর শর্ত হল কারণের অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়।

(xvi) বহুকারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো।

উত্তরঃ বহুকারণ সমন্বয়ের নীতিটি হল, অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করতে পারে।

H.S PHILOSOPHY QUESTION PAPER
2015 2016 2017 2018 2019
2020 NoEx 2022 2023 2024

This Post Has 4 Comments

Leave a Reply