HS Political Science Online Mock Test, Set-5 Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24
Q ➤ (i) বিশ্বায়নকে ‘কার্যকলাপ, মিথস্ক্রিয়া ও ক্ষমতার আন্তঃ মহাদেশীয় কিংবা আন্তঃআঞ্চলিক প্রবাহ ও নেটওয়ার্ক’ বলে বর্ণনা করেছেন – (a) পিটার মারকাস (b) জোসেফ স্টিগলিৎস (c) নোয়াম চমস্কি (d) ডেভিড হেল্ড।
Q ➤ (ii) কুটনীতিকে নিজ নিজ দেশের ‘চক্ষু ও কর্ণ’ বলে চিহ্নিত করেছেন – (a) মর্গেনথাউ (b) পামার ও পারকিনস্ (c) নিকলসন (d) ডেভিড।
Q ➤ (iii) জনকল্যাণবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা হলেন – (a) কেইনস (b) হেগেল (d) জন (d) ডয়োফিন।
Q ➤ (iv) কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় – (a) 1800 সালে (b) 1840 সালে (c) 1845 সালে (d) 1848 সালে।
Q ➤ (v) বহু-পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হল – (a) গ্রেট ব্রিটেন (b) ভারত (c) ফ্রান্স (d) সুইজারল্যান্ড।
Q ➤ (vi) ‘ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার’ – একথা বলেছেন – (a) মার্কস (b) গেটেল (c) লর্ড ব্রাইস (d) গার্নার।
Q ➤ (vii) তত্ত্বগত ভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে – (a) মার্কিন যুক্তরাষ্ট্রে (b) ভারতে (c) জাপানে (d) ব্রিটেনে।
Q ➤ (viii) আইন সভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে – (a) মার্কিন যুক্তরাষ্ট্রে (b) বিট্রেনে (c) ভারতে (d) ফ্রান্সে।
Q ➤ (ix) রাজ্যপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি’ বলেছেন – (a) নেহরু (b) পাইলি (c) সরোজিনী নাইডু (d) রবীন্দ্রনাথ ঠাকুর।
Q ➤ (x) রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র পেশ করেন যাঁর কাছে – (a) প্রধানমন্ত্রী (b) মুখ্যমন্ত্রী (c) রাজ্যপাল (d) উপরাষ্ট্রপতি।
Q ➤ (xi) ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন – (a) সরোজিনী নাইডু (b) জওহরলাল নেহরু (c) রাজেন্দ্র প্রসাদ (d) গান্ধিজি।
Q ➤ (xii) ভারতে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন – (a) প্রধানমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) রাজ্যপাল (d) এদের কেউই না।
Q ➤ (xiii) রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হল – (a) লোকসভা (b) বিধানসভা (c) রাজ্যসভা (d) বিধানপরিষদ।
Q ➤ (xiv) বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে – (a) 25 বছর (b) 30 বছর (c) 35 বছর (d) 21 বছর।
Q ➤ (xv) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা – (a) 200 (b) 250 (c) 294 (d) 550
Q ➤ (xvi) অর্থবিল প্রথম উপস্থাপিত হয় – (a) লোকসভায় (b) রাজ্যসভায় (c) বিধান পরিষদে (d) এদের কোনাটিই নয়।
Q ➤ (xvii) সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন – (a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) প্রধানমন্ত্রী (d) রাজ্যপাল।
Q ➤ (xviii) হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো – (a) 60 বছর (b) 62 বছর (c) 65 বছর (d) 66 বছর।
Q ➤ (xix) ‘ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোন সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী’ – একথা বলেছেন – (a) হবস (b) ডি ডি বসু (c) আম্বেদকর (d) এ কে আয়ার।
Q ➤ (xx) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় – (a) 1985 সালে (b) 1987 সালে (c) 1986 সালে (d) 1988 সালে।
Q ➤ (xxi) পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন – (a) সভাপতি (b) সভাধিপতি (c) প্রধান (d) বিডিও।
Q ➤ (xxii) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল – (a) 100 (b) 125 (c) 140 (d) 144
Q ➤ (xxiii) ক্ষুদে জেলাশাসক বলা হয় – (a) BDO কে (b) DM কে (c) প্রধান কে (d) SDO কে।
Q ➤ (xxiv) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন তৈরি হয়— (a) 1970 সালে (b) 1973 সালে (c) 1977 সালে (d) 1978 সালে।