HS Political Science Online Mock Test, Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24-24
(i) ‘ঠাণ্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন–
(a) ট্রুম্যান (b) চার্চিল (c) বার্নার্ড বারুচ
(d) গর্বাচভ।
উত্তরঃ (c) বার্নার্ড বারুচ
(ii) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়–
(a) 1950 সালে (b) 1954 সালে
(c) 1962 সালে (d) 1991 সালে।
উত্তরঃ (b) 1954 সালে
(iii) নয়া উদারনীতিবাদের অন্যতম একজন পৃষ্টপোষক হলেন—
(a) অ্যাডাম স্মিথ (b) রবার্ট নজিক
(c) লাস্কি (d) টি এইচ গ্রীন।
উত্তরঃ (b) রবার্ট নজিক
(iv) ‘Unto This Last’ গ্রন্থটির লেখক কে ?
(a) গান্ধিজি (b) কার্ল মার্কস
(c) জন রাস্কিন (d) হেগেল।
উত্তরঃ (c) জন রাস্কিন
(v) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে ?
(a) বার্কার (b) মন্তেস্কু (c) ব্ল্যাকস্টোন
(d) ডাইসি।
উত্তরঃ (b) মন্তেস্কু
(vi) বহু-পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল–
(a) ফ্রান্স (b) সুইজ্যারলাণ্ড
(c) ভারত (d) গ্রেট ব্রিটেন।
উত্তরঃ (b) সুইজ্যারলাণ্ড
(vii) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চ কক্ষের নাম হল–
(a) লোক সভা (b) রাজ্য সভা
(c) সেনেট (d) জন প্রতিনিধি সভা।
উত্তরঃ (c) সেনেট
(viii) “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার” এ কথা বলেছেন—
(a) মার্কস (b) গেটেল
(c) বার্কার (d) লর্ড ব্রাইস।
উত্তরঃ (d) লর্ড ব্রাইস।
(ix) ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন –
(a) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি
(b) লোক সভার স্পীকার
(c) রাষ্ট্রপতি
(d) উপরাষ্ট্রপতি।
উত্তরঃ (c) রাষ্ট্রপতি
(x) কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা হলেন —
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী
(c) স্পীকার (d) উপরাষ্ট্রপতি।
উত্তরঃ (b) প্রধানমন্ত্রী
(xi) স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন –
(a) অর্থমন্ত্রী (b) শিক্ষামন্ত্রী
(c) মুখ্যমন্ত্রী (d) রাজ্যপাল।
উত্তরঃ (d) রাজ্যপাল।
(xii) মুখ্যমন্ত্রীর প্রধান প্রশাসনিক পরামর্শদাতা হলেন –
(a) রাজ্যপাল (b) মুখ্যসচিব
(c) স্পীকার (d) পুলিশ কমিশনার।
উত্তরঃ (b) মুখ্যসচিব
(xiii) রাজ্য সভার সভাপতি হলেন–
(a) প্রধানমন্ত্রী (b) অধ্যক্ষ
(c) উপরাষ্ট্রপতি (d) রাষ্ট্রপতি।
উত্তরঃ (c) উপরাষ্ট্রপতি
(xiv) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে –
(a) রাজ্য সভার কাছে
(b) লোক সভার কাছে
(c) রাষ্ট্রপতির কাছে
(d) প্রধান বিচারপতির কাছে।
উত্তরঃ (b) লোক সভার
(xv) অর্থ বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন–
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী
(c) লোক সভার স্পীকার (d) প্রধানমন্ত্রী।
উত্তরঃ (c) লোক সভার স্পীকার
(xvi) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল —
(a) বিধান সভা (b) বিধান পরিষদ
(c) লোক সভা (d) রাজ্য সভা।
উত্তরঃ (b) বিধান পরিষদ
(xvii) সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো–
(a) ৬০ বছর (b) ৬২ বছর
(c) ৬৫ বছর (d) ৭০ বছর।
উত্তরঃ (c) ৬৫ বছর
(xviii) হাই কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন–
(a) রাষ্ট্রপতি (b) রাজ্যপাল
(c) মুখ্যমন্ত্রী(d) স্পীকার।
উত্তরঃ (a) রাষ্ট্রপতি
(xix) ন্যায় পঞ্চায়েত দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার করতে–
(a) পারে (b) পারে না
(c) আংশিক ভাবে পারে না
(d) আংশিক ভাবে পারে।
উত্তরঃ (d) আংশিক ভাবে পারে।
(xx) ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয় –
(a) ১৯৮৫ সালে (b) ১৯৮৬ সালে
(c) ১৯৮৭ সালে (d) ১৯৮৮ সালে।
উত্তরঃ (b) ১৯৮৬ সালে
(xxi) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়–
(a) ১৯৭৩ সালে (b) ১৯৭৫ সালে
(c) ১৯৭৭ সালে (d) ১৯৮২ সালে।
উত্তরঃ (a) ১৯৭৩ সালে
(xxii) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন–
(a) পঞ্চায়েত প্রধান (b) সভাধিপতি।
(c) সভাপতি (d) বিডিও
উত্তরঃ (d) বিডিও
(xxii) গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় বছরে–
(a) একবার (b) দুইবার
(c) তিনবার (d) চারবার।
উত্তরঃ (b) দুইবার
(xxiv) জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক হলেন–
(a) জেলাশাসক (b) সভাপতি
(c) সভাধিপতি (d) জেলা-জজ।
উত্তরঃ (a) জেলাশাসক।
Pingback: West Bengal Board HS Online MCQ Mock Test | উচ্চমাধ্যমিক অনলাইন মক্ টেস্ট - Prosnodekho