HS Political Science Online MCQ Mock Test [WBCHSE] | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অনলাইন মক্ টেস্ট দ্বাদশ শ্রেণি।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Political Science Online Mock Test, Set-1 Prosnodekho.com



HS Political Science Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

HS Pol Science Test - 1

1 / 24

(i) কে কূটনীতিকে নিজ নিজ দেশের ‘চক্ষু’ ও ‘কর্ণ' বলে চিহ্নিত করেছেন ?

2 / 24

(ii) 'Politics Among Nation' গ্রন্থটির রচয়িতা হলেন—

3 / 24

(iii) পশ্চিমী উদারনীতিবাদের জনক কে ?

4 / 24

(iv) গান্ধিজির রাজনৈতিক চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হল–

5 / 24

(v) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে ?

6 / 24

(vi) বহু পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হল–

7 / 24

(vii) এক কক্ষবাদের সমর্থক হলেন –

8 / 24

(viii) “ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই
অন্ধকার”— কথাটি বলেছেন–

9 / 24

(ix) প্রকৃত শাসক হল –

10 / 24

(x) রাজ্যপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি' - বলেছেন—

11 / 24

(xi) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন—

12 / 24

(xii) ভারতের রাষ্ট্রপতি ধরনের জরুরী অবস্থা জারী করতে পারেন–

13 / 24

(xiii) কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে _______ এর কাছে।

14 / 24

(xiv) রাজ্যসভায় সভাপতিত্ব করেন—

15 / 24

(xv) বিধান সভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়–

16 / 24

(xvi) অর্থ বিল প্রথম উপস্থিত হয়—

17 / 24

(xvii) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়—

18 / 24

(xviii) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল–

19 / 24

সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হ'ল—

20 / 24

(xx) সুপ্রীম কোর্টের আছে–

21 / 24

(xxi) ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় ______ সালে।

22 / 24

(xii) প্রতিটি গ্রাম পঞ্চায়েত ______ জন সদস্য নিয়ে গঠিত।

23 / 24

(xxiii) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়—

24 / 24

(xxiv) পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় –

Your score is

The average score is 69%

0%

HS POL SCIENCE MCQ TEST – 2
HS POL SCIENCE MCQ TEST – 3
HS POL SCIENCE MCQ TEST – 4
HS POL SCIENCE MCQ TEST – 5
HS POL SCIENCE MCQ TEST – 6
HS POL SCIENCE MCQ TEST – 7
HS POL SCIENCE MCQ TEST – 8
HS POL SCIENCE MCQ TEST – 9
HS POL SCIENCE MCQ TEST – 10

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24

(i) কে কূটনীতিকে নিজ নিজ দেশের ‘চক্ষু’ ও ‘কর্ণ’ বলে চিহ্নিত করেছেন ?
(a) মর্গেনথাউ (b) পামার ও পারকিনস্
(c) হফম্যান (d) ফ্র্যাঙ্কেল।

উত্তরঃ (b) পামার ও পারকিনস্

(ii) ‘Politics Among Nation’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) মরগেন থাউ (b) হলস্টি
(c) ই এইচ কার (d) জিমান।

উত্তরঃ (a) মরগেন থাউ

(iii) পশ্চিমী উদারনীতিবাদের জনক কে ?
(a) কান্ট (b) হেগেল (c) জন লক্
(d) ডাইসি।

উত্তরঃ (c) জন লক্

(iv) গান্ধিজির রাজনৈতিক চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হল–
(a) গণতন্ত্র (b) সত্যাগ্রহ
(c) সর্বোদয় (d) অহিংসা।

উত্তরঃ (d) অহিংসা।

(v) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে ?
(a) মন্তেস্কু (b) ব্ল্যাকস্টোন (c) বার্কার
(d) ডাইসি।

উত্তরঃ (a) মন্তেস্কু

(vi) বহু পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হল– (a) ব্রিটেন (b) ভারত
(c) সুইজারল্যাণ্ড (d) ফ্রান্স

উত্তরঃ (c) সুইজারল্যাণ্ড

(vii) এক কক্ষবাদের সমর্থক হলেন –
(a) জে এস মিল (b) ল্যাস্কি
(c) লর্ড অ্যাক্‌টন (d) লর্ড ব্রাইস।

উত্তরঃ (b) ল্যাস্কি

(viii) “ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই
অন্ধকার”— কথাটি বলেছেন–
(a) মার্কস (b) গেটেল (c) লর্ড ব্রাইস
(d) গার্নার।

উত্তরঃ (c) লর্ড ব্রাইস

(ix) প্রকৃত শাসক হল –
(a) ব্রিটিশ রাজা বা রানী
(b) ভারতের রাষ্ট্রপতি
(c) ভারতের প্রধানমন্ত্রী
(d) কেউ নন।

উত্তরঃ (c) ভারতের প্রধানমন্ত্রী

(x) রাজ্যপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি’ – বলেছেন—
(a) নেহরু (b) পাইলি
(c) সরোজিনী নাইডু (d) গান্ধিজি।

উত্তরঃ (c) সরোজিনী নাইডু

(xi) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন—
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান
(c) ডঃ জাকির হোসেন
(d) কোনটিই নয়।

উত্তরঃ (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(xii) ভারতের রাষ্ট্রপতি ধরনের জরুরী অবস্থা জারী করতে পারেন–
(a) 1 (b) 2 (c) 3 (d) 4

উত্তরঃ (c) 3

(xiii) কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে _______ এর কাছে।
(a) লোকসভা (b) পার্লামেন্ট
(c) রাজ্যসভা (d) সুপ্রীমকোর্ট।

উত্তরঃ (a) লোকসভা

(xiv) রাজ্যসভায় সভাপতিত্ব করেন—
(a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) স্পীকার
(d) প্রধানমন্ত্রী।

উত্তরঃ (b) উপরাষ্ট্রপতি

(xv) বিধান সভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়– (a) 18 বছর (b) 25 বছর
(c) 30 বছর (d) 35 বছর।

উত্তরঃ (b) 25 বছর

(xvi) অর্থ বিল প্রথম উপস্থিত হয়—
(a) লোক সভায় (b) রাজ্য সভায়
(c) বিধান পরিষদে (d) সুপ্রীম কোর্টে।

উত্তরঃ (a) লোক সভায়

(xvii) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়—
(a) 1985 সালে (b) 1987 সালে
(c) 1986 সালে (d) 1988 সালে।

উত্তরঃ (c) 1986 সালে

(xviii) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল–
(a) দিল্লিতে (b) জুনাগড়ে (গুজরাট)
(c) চেন্নাইতে (d) মুম্বাইতে

উত্তরঃ (a) দিল্লিতে

(xix) সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হ’ল—
(a) 65 বছর (b) 62 বছর
(c) 60 বছর (d) 70 বছর।

উত্তরঃ (a) 65 বছর

(xx) সুপ্রীম কোর্টের আছে–
(a) মূল এলাকা (b) আপীল এলাকা
(c) পরামর্শদান এলাকা
(d) মূল, আপীল ও পরামর্শদান এলাকা।

উত্তরঃ (d) মূল, আপীল ও পরামর্শদান এলাকা।

(xxi) ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় ______ সালে।
(a) 1970 (b) 1971 (c) 1972 (d) 1973

উত্তরঃ (d) 1973

(xii) প্রতিটি গ্রাম পঞ্চায়েত ______ জন সদস্য নিয়ে গঠিত।
(a) 5-30 (b) 5-10 (c) 10-30 (d) 10-20

উত্তরঃ (b) 5-10

(xxiii) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়—
(a) 1975 সালে (b) 1977 সালে
(c) 1978 সালে (d) 1980 সালে।

উত্তরঃ (c) 1978 সালে

(xxiv) পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় –
(a) 1992 (b) 1993 (c) 1994 (d) 1995

উত্তরঃ (b) 1993



This Post Has 10 Comments

Leave a Reply