HS Political Science Question Paper 2015 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2015
HIGHER SECONDARY QUESTION PAPER
POLITICAL SCIENCE
(New Syllabus)
Total Time : 3 Hours 15 minutes
Total Marks : 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the candidates :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।। Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.

PART- A (Marks : 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5


👉HS Pol Science MCQ Test👈


(i) আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো ? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী ? 4+4

অথবা,

বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।
রাজনীতির মধ্যে পার্থক্য কী ? 4+4

(ii) উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 4+4

(iii) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

অথবা,

দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

(iv) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ আলোচনা করো।

(v) ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলি ব্যাখ্যা করো।

অথবা,

ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলি সংক্ষেপে বিশ্লেষণ করো।

PART – B (Marks : 40)

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24 = 24

(i) ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন—
(a) বার্নাড বারুচ, (b) ট্রুম্যান, (c) চার্চিল, (d) গর্বাচেভ।

উত্তরঃ (a) বার্নাড বারুচ।

(ii) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়—
(a) ভারত ও বাংলাদেশের মধ্যে,
(b) ভারত ও ভুটানের মধ্যে,
(c) ভারত ও রাশিয়ার মধ্যে,
(d) ভারত ও চিনের মধ্যে।

উত্তরঃ (d) ভারত ও চিনের মধ্যে।

(iii) বর্তমানে ‘সার্ক’-এর সদস্য সংখ্যা হল—
(a) 7, (b) 8, (c) 9, (d) 10

উত্তরঃ (b) 8

(iv) ‘সার্ক’-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
(a) ঢাকায়, (b) কলম্বোতে,
(c) দিল্লিতে, (d) ইসলামাবাদে।

উত্তরঃ (a) ঢাকায়।

(v) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল—
(a) 10, (b) 15, (c) 20, (d) 25

উত্তরঃ (b) 15

(vi) সাধারণ সভায় ‘শান্তির জন্য ঐক্যের প্রস্তাব’ গৃহীত হয় কোন্‌ সালে ?
(a) 1948, (b) 1950, (c) 1955, (d) 1960

উত্তরঃ (b) 1950

(vii) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল—
(a) লোকসভা, (b) রাজ্যসভা, (c) সেনেট, (d) জনপ্রতিনিধি সভা।

উত্তরঃ (c) সেনেট।

(viii) এক কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল—
(a) গ্রেট ব্রিটেন, (b) চীন, (c) ভারত, (d) মার্কিন যুক্তরাষ্ট্র।

উত্তরঃ (b) চীন।

(ix) “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার”– একথা বলেছেন—
(a) লর্ড ব্রাইস, (b) ফ্র্যাংকলিন, (c) গেটেল, (d) মার্কস।

উত্তরঃ (a) লর্ড ব্রাইস।

(x) লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল—
(a) 530, (b) 545, (c) 550, (d) 552

উত্তরঃ (d) 552

(xi) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়—
(a) 1947 সালে, (b) 1973 সালে,
(c) 1977 সালে, (d) 1982 সালে।

উত্তরঃ (b) 1973 সালে।

(xii) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন—
(a) সপরিষদ মেয়র, (b) মেয়র,
(c) ডেপুটি মেয়র, (d) মন্ত্রী।

উত্তরঃ (b) মেয়র।

(xiii) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়—
(a) 1919 সালে, (b) 1920 সালে,
(c) 1939 সালে, (d) 1945 সালে।

উত্তরঃ (c) 1939 সালে।

(xiv) জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন—
(a) ইন্দিরা গান্ধি, (b) সুকর্ণ,
(c) মার্শাল টিটো, (d) জওহরলাল নেহরু।

উত্তরঃ (d) জওহরলাল নেহরু।

(xv) “ন্যাটো’ গঠিত হয় কার উদ্যোগে ?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র,
(b) সোভিয়েত ইউনিয়ন,
(c) ব্রিটেন, (d) ভারত।

উত্তরঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্র।

(xvi) ভারত-পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে ?
(a) 1965, (b) 1978, (c) 1972, (d) 1975

উত্তরঃ (c) 1972

(xvii) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল—
(a) 4,     (b) 5,     (c) 6,     (d) 7

উত্তরঃ (b) 5

(xviii) ভেটো প্ৰদান ক্ষমতা আছে কেবলমাত্র—
(a) সাধারণ সভার,
(b) আন্তর্জাতিক আদালতের,
(c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের,
(d) অছি পরিষদের।

উত্তরঃ (c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।

(xix) স্পিরিট অফ দ্য লজ’ গ্রন্থটির রচয়িতা কে ?
(a) মার্কস, (b) হেগেল, (c) হবস্, (d) মন্টেস্কু।

উত্তরঃ (d) মন্টেস্কু।

(xx) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল—
(a) লর্ড সভা, (b) কমন্স সভা, (c) সেনেট, (d) লোকসভা।

উত্তরঃ (b) কমন্স সভা।

(xxi) উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়—
(a) পাকিস্তানে, (b) বাংলাদেশে,
(c) গ্রেট ব্রিটেনে, (d) ভারতে।

উত্তরঃ (c) গ্রেট ব্রিটেনে।

(xxii) ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন–
(a) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি,
(b) লোকসভার স্পিকার,
(c) রাষ্ট্রপতি,
(d) উপরাষ্ট্রপতি।

উত্তরঃ (c) রাষ্ট্রপতি।

(xxiii) রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল—
(a) 4 বছর, (b) 5 বছর, (c) 6 বছর, (d) 7 বছর।

উত্তরঃ (c) 6 বছর।

(xxiv) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়—
(a) সভাপতি, (b) মন্ত্রী, (c) কাউন্সিলর, (d) ম্যাজিস্ট্রেট।

উত্তরঃ (c) কাউন্সিলর।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও : 1×16

(i) বরো কমিটি কীভাবে গঠিত হয় ?

উত্তরঃ 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরসভায় বরো কমিটি গঠন করা যায়। নির্বাচনের পর ওয়ার্ডগুলিকে 5টি বরোতে ভাগ করা হয়। যাতে প্রতিটি বরো পরস্পর-সংলগ্ন অন্তত 6টি করে ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে। যেসব ওয়ার্ড নিয়ে বরো গঠিত হয় সেইসব ওয়ার্ডের কাউন্সিলাররা বরো কমিটির সদস্য হয়ে থাকেন। কাউন্সিলারদের মধ্যে একজন চেয়ারম্যান নির্বাচিত হন। বরো কমিটি স-পরিষদ চেয়ারম্যানের নিয়ন্ত্রনাধীন থেকে কাজ করে।

(ii) ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে-কোনো দুটি ‘লেখ’-এর নাম উল্লেখ করো।

উত্তরঃ বন্দী প্রত্যক্ষীকরণ ও পরমাদেশ।

(iii) ‘জিরো আওয়ার’ কাকে বলে ?

উত্তরঃ আইনসভায় প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় ‘জিরো আওয়ার’ দুপুর 12টা থেকে বেলা I টা পর্যন্ত আইনসভার যে-কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হল ‘জিরো আওয়ার’।

অথবা,

ছাঁটাই প্রস্তাব’ কয় প্রকার ?

উত্তরঃ ছাঁটাই প্রস্তাব –তিন প্রকার।

১. নীতি অনুমোদন-সংক্রান্ত ছাঁটাই প্রস্তাব,
২. ব্যয় সংক্ষেপের জন্য ছাঁটাই প্রস্তাব,
৩. প্রতীকী ছাঁটাই প্রস্তাব।

(iv) ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে-কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো।

উত্তরঃ রাজ্যের শাসনকার্যাদি সংবিধানসম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা, সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান।

অথবা,

ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন ?

উত্তরঃ ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল।

(v) ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।

উত্তরঃ সংবিধানের নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অনুযায়ী মন্ত্রীসভার সদস্যদের নিয়োগ করেন এবং দপ্তর বণ্টন করেন।

(vi) ভারতের রাষ্ট্রপতি তাঁর পদ থেকে কীভাবে অপসারিত হন ?

উত্তরঃ ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানভঙ্গের অপরাধে 61 নং ধারায় বর্ণিত ‘ইমপিচমেন্ট’ পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়। অর্থাৎ সংসদের দুটি কক্ষে পৃথক পৃথকভাবে আলোচনা অন্তে মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশের সম্মতিসূচক ভোটে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়।

অথবা,

ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?

উত্তরঃ ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক-হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী গোপন ভোটে নির্বাচিত হন।

(vii) বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো।

উত্তরঃ বিচার বিভাগের স্বাধীনতার দুটি রক্ষাকবচ হল—

১. বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একাত্ত প্রয়োজন। কার্যকাল স্বল্পস্থায়ী হলে ন্যায়বিচার উপেক্ষিত হতে পারে।

২. বিচারপতিদের অপসারণ পদ্ধতি যথেষ্ট কঠোর হওয়া প্রয়োজন। শুধুমাত্র অক্ষমতা, অযোগ্যতা, দুর্নীতি, সংবিধানভঙ্গ ইত্যাদি গুরুতর প্রমাণিত অভিযোগের ভিত্তিতে বিশেষ পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করার বিধান থাকা উচিৎ।

(viii) স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো ?

উত্তরঃ স্থায়ী প্রশাসক বলতে বোঝায় যারা নির্দিষ্ট বয়স পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য নির্দিষ্ট বেতনের ভিত্তিতে সরকারি কর্মচারি হিসাবে নিযুক্ত হন। এরা রাষ্ট্রকৃত্যক (Civil Servant) নামে পরিচিত। ক্ষমতাসীন রাজনৈতিক অংশের পরিবর্তন হয় কিছু এদের কার্যকালের মেয়াদ নির্দিষ্ট থাকে। এই রাষ্ট্রকৃত্যকদের মাধ্যমেই সরকারের যাবতীয় সিদ্ধান্ত ও নীতি কার্যকর হয়।

(ix) এক কক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ এককক্ষ বিশিষ্ট আইনসভা গণতন্ত্রের অনুপন্থী। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভার সদস্যরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। তাই নির্বাচিত সদস্যরা জনস্বার্থ রক্ষা করে চলেন।

(x) গান্ধিজির অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ (1) গান্ধীজির কাছে অহিংসাই ছিল সত্য আর সত্যই হল ঈশ্বর। (2) তাঁর মতে অন্যায়ের প্রতিরোধকল্পে নিজের রক্তপাত বা আত্মবলিদান দিতে প্রস্তুত থাকতে হবে কিছু কোনোওভাবে সহিংস হওয়া যাবে না।

অথবা,

গান্ধিজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ গান্ধিজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য হল- (১) সত্য (২) আত্মনিগ্রহ

(xi) মার্কসবাদের যে-কোনো দুটি উৎস উল্লেখ করো।

উত্তরঃ মার্কসবাদের দুটি উৎস হল- (1) জার্মান দর্শন (2) ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি

অথবা,

দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে-কোনো দুটি সূত্র উল্লেখ করো।

উত্তরঃ দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটি সূত্র হল- (i) বস্তুজগতের প্রতি-এর দৃষ্টিভঙ্গি এবং বস্তুজগতের ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও ব্যাখ্যার পদ্ধতি হল দ্বন্দ্বমূলক (ii) বস্তুজগতের ব্যাখ্যা সম্পর্কে এর ধারণা ও তত্ত্ব হল বস্তুবাদী। দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটি দিক- (1) দার্শনিক (2) পদ্ধতিগত।

(xii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি ‘বিশেষজ্ঞ সংস্থা’র নাম লেখো।

উত্তরঃ FAO (খাদ্য) ও কৃষি সংস্থা- Food and Agtriculture Organisation

(xiii) ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল- জোটনিরপেক্ষতা।

(xiv) জাতীয় ক্ষমতা বলতে কী বোঝায় ?

উত্তরঃ জাতীয় ক্ষমতা বলতে বোঝায় সেই দেশের জনগণের জাতীয় চরিত্র বা জাতীয় বৈশিষ্ট্য ও আত্মবিশ্বাস এবং তৎসহ একটি দৃঢ় জনসমর্থন ভিত্তিক শক্তিশালী সরকার। এছাড়া অর্থনৈতিক সামর্থ্য ও শক্তিশালী সামরিক ব্যবস্থা ও জাতীয় ক্ষমতার নির্ণায়ক।

অথবা,

জাতীয় স্বার্থ বলতে কী বোঝায় ?

উত্তরঃ জাতীয় স্বার্থ বলতে বোঝায় জাতির সেইসব নূন্যতম লক্ষ্য ও উদ্দেশ্যসমূহকে, যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহন করে। তৎসহ জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ও উল্লেখযোগ্য।

(xv) সুয়েজ সংকট কবে দেখা দেয় ?

উত্তরঃ সুয়েজ সংকট দেখা দেয় 1956 খ্রিস্টাব্দে।

অথবা,

কিউবার সংকট কবে দেখা দেয় ?

উত্তরঃ কিউবার সংকট দেখা দেয় 1962 খ্রিস্টাব্দে।

(xvi) বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?

উত্তরঃ বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে।

অথবা,

বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো।

উত্তরঃ সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা লড়াই মুক্ত বিশ্বে বিশ্বায়নের প্রভাবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দিয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলন উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্যকরী ভূমিকা গ্রহন করতে পারে।

H.S POL SCIENCE QUESTION PAPER
2015 2016 2017 2018 2019
2020 NoEx 2022 2023 2024

This Post Has 8 Comments

Leave a Reply