2020
HIGHER SECONDARY QUESTION PAPER
POLITICAL SCIENCE
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the candidates :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।। Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
বিভাগ-খ (Marks : 40)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (১ নম্বরের)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো: 1×24=24
(i) প্রতিটি গ্রাম পঞ্চায়েত জন সদস্য নিয়ে গঠিত—
(a) 5 – 30 (b) 5 -10 (c) 10 – 30
(d) 10 – 20
উত্তরঃ (a) 5 – 30
(ii) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন—
(a) BDO (b) SDO (c) DM (d) সভাধিপতি।
উত্তরঃ (d) সভাধিপতি।
(iii) ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় ________ সালে।
(a) 1970 (b) 1971 (c) 1972 (d) 1973
উত্তরঃ (d) 1973
(iv) কলকাতা পৌরনিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়—
(a) সদস্য (b) কমিশনার (c) মেয়র
(d) কাউন্সিলার।
উত্তরঃ (d) কাউন্সিলার।
(v) বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়—
(a) 18 বছর (b) 25 বছর (c) 30 বছর
(d) 35 বছর।
উত্তরঃ (b) 25 বছর।
(vi) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে …….. -এর কাছে।
(a) পার্লামেন্ট (b) লোকসভা (c) রাজ্যসভা
(d) সুপ্রিমকোর্ট।
উত্তরঃ (b) লোকসভা
(vii) ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরী অবস্থা জারী হয় নি ?
(a) জাতীয় জরুরী অবস্থা
(b) রাজ্যে অচলাবস্থাজনিত জরুরী অবস্থা
(c) আর্থিক সংকটাবস্থাজনিত জরুরী অবস্থা
(d) অধ্যাদেশ।
উত্তরঃ (c) আর্থিক সংকটাবস্থাজনিত জরুরী অবস্থা
(viii) রাজাপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি’ বলেছেন—
(a) নেহেরু (b) পাইলি (c) সরোজিনী নাইডু
(d) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (c) সরোজিনী নাইডু
(ix) বহু পরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল—
(a) গ্রেট ব্রিটেন (b) ভারত (c) ফ্রান্স
(d) সুইজারল্যাড।
উত্তরঃ (d) সুইজারল্যাড।
(x) প্রকৃত শাসক হল—
(a) ব্রিটেনের রাজা বা রানী
(b) ভারতের রাষ্ট্রপতি
(c) ভারতের প্রধানমন্ত্রী
(d) এদের কেউই নন।
উত্তরঃ (c) ভারতের প্রধানমন্ত্রী
(xi) এক কক্ষবাদ-এর সমর্থক হলেন—
(a) ল্যাঙ্কি (b) জে. এস. মিল
(c) লর্ড অ্যাক্টন (d) লড ব্রাইস।
উত্তরঃ (a) ল্যাঙ্কি
(xii) “ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।’ একথা বলেছেন—
(a) মার্কস (b) গেটেল (c) লর্ড ব্রাইস
(d) গার্নার।
উত্তরঃ (c) লর্ড ব্রাইস
(xiii) “উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর।” বলেছেন—
(a) ফাইনার (b) লাঙ্কি (c) হেগেল
(d) আবে সিঁয়ে।
উত্তরঃ (d) আবে সিঁয়ে।
(xiv) আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপীল আদালত হিসেবে কাজ করে—
(a) মার্কিন যুক্তরাষ্ট্রে (b) ব্রিটেনে (c) ভারতে
(d) ফ্রান্সে।
উত্তরঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্রে
(xv) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল—
(a) 5 (b) 10 (c) 15 (d) 20
উত্তরঃ (a) 5
(xvi) জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে .-এর দ্বারা নির্বাচিত হন।
(a) সাধারণ সভা (b) জাতিসংঘ
(c) আন্তর্জাতিক বিচারালয় (d) অছি পরিষদ।
উত্তরঃ (a) সাধারণ সভা
(xvii) `সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন” বলেছেন—
(a) অস্টিন (b) গেটেল (c) গুডরিচ
(d) সুম্যান।
উত্তরঃ (a) অস্টিন
(xviii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন ?
(a) এক-তৃতীয়াংশ (b) দুই-তৃতীয়াংশ
(c) অর্ধেক (d) এদের কোনোটিই নয়।
উত্তরঃ (a) এক-তৃতীয়াংশ
(xix) “সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতিই হল পররাষ্ট্রনীতি”, বলেছেন—
(a) এফ. এইচ. হার্টম্যান
(b) জোসেফ ফ্রাঙ্কেল
(c) কে. জে. হলস্টি
(d) সি. ভি. ক্রাব।
উত্তরঃ (a) এফ. এইচ. হার্টম্যান
(xx) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(a ) দিল্লী (b) ঢাকা (c) কাঠমাণ্ডু
(d) ইসলামাবাদ।
উত্তরঃ (c) কাঠমাণ্ডু
(xxi) মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়—
(a) 1945 খ্রিস্টাব্দে (b) 1947 খ্রিস্টাব্দে
(c) 1949 খ্রিস্টাব্দে (d) 1951 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (b) 1947 খ্রিস্টাব্দে
(xxii) পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
(a) ভারত ও বাংলাদেশ
(b) ভারত ও চীন
(c) ভারত ও পাকিস্তান
(d) পাকিস্তান ও শ্রীলঙ্কা।
উত্তরঃ (b) ভারত ও চীন
(xxiii) ‘ওয়ারশ চুক্তি’ গঠিত হয় কার উদ্যোগে ?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র (b) গ্রেট ব্রিটেন
(c) সোভিয়েত ইউনিয়ন (d) ভারত।
উত্তরঃ (c) সোভিয়েত ইউনিয়ন
(xxiv) ‘ঠাণ্ডা লড়াই’ শব্দটি প্রথম ব্যবহার করেন—
(a) বার্নার্ড বারুচ (b) ট্রুমান (c) চার্চিল
(d) গাচেভ।
উত্তরঃ (a) বার্নার্ড বারুচ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 1×16=16
(i) কোন্ সোভিয়েত নেতা ‘শান্তিপূর্ণ সহাবস্থান’-এর কথা তুলে ধরেছিলেন ?
উত্তরঃ নিকিতা ক্রুশ্চেভ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন।
(ii) জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত ?
উত্তরঃ জোট নিরপেক্ষ মতাদর্শ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্কপ্রসূত।
অথবা,
সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল ?
উত্তরঃ কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়।
(iii) সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী ?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি হল বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া।
অথবা,
অছি পরিষদের একটি কাজ লেখো।
উত্তরঃ অছি অঞ্চল পরিদর্শন করা।
(iv) UNESCO কথাটির পূর্ণ রূপ কী ?
উত্তরঃ The United Nations Educational, Scientific and cultural organization.
(v) ‘Spirit of Laws’ গ্ৰন্থটি কার লেখা ?
উত্তরঃ “স্পিরিট অফ লজ” গ্রন্থটি মন্তেস্কুর লেখা।
অথবা,
আমলাতন্ত্র বলতে কী বোঝ ?
উত্তরঃ শাসনকার্যে নিযুদ্ধ স্বামী অরাজনৈতিক প্রশাসকমন্ডলীকে বলা হয় আমলাতন্ত্র। (অন্যভাবে বললে, সরকারি উচ্চপদস্থ কর্মীদের আমলা বলা হয়। প্রশাসনিক কাজকর্ম আমাদের অংশগ্রহণকে সম্মিলিতভাবে আমলাতন্ত্র বলা হয়।)
(vi) অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কী বোঝো ?
উত্তরঃ আইনবিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসনবিভাগ যে আইন রচনা করে, তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়।
(vii) ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কী ?
উত্তরঃ ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম পঞ্চায়েত সমিতি।
অথবা,
বরো কমিটি কী ?
উত্তরঃ বরো কমিটি হল পৌর এলাকায় এলাকা ভিত্তিক বিশেষ কমিটি। পাঁচ থেকে দশটি ওয়ার্ড নিয়ে একেকটি বরো গঠিত হয় এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ সংশ্লিষ্ট বরো কমিটির সদস্য হন। বর্তমানে কলকাতা পৌরনিগমের 15 টি বরো কমিটি রয়েছে৷
(viii) পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো।
উত্তরঃ 1. রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান; 2. বিভিন্ন কর ও ও ফি বাবদ সংগৃহিত অর্থ।
(ix) ঠাণ্ডা যুদ্ধে গৃহীত যে-কোনো দুটি পদ্ধতির নাম লেখো।
উত্তরঃ বাকযুদ্ধ (War of words), কূটনীতি (Dilpomacy), মর্যাদার লড়াই (Prestige War), ছায়া যুদ্ধ (Proxy war) ।
অথবা’
কিউবা সংকট কবে দেখা দেয় ?
উত্তরঃ 1962 সালে।
(x) SALT-এর পূর্ণ রূপ কী ?
উত্তরঃ Strategic Arms Limitation Talks (স্ট্র্যাটেজিক আর্মস্ লিমিটেশন টকস্ বা ট্রিটি।)
অথবা,
গ্লাসনস্ত কী ?
উত্তরঃ সোভিয়েত রাশিয়া কর্তৃক গৃহীত বিশেষ একটি নীতি হল গ্লাসনস্ত। এর অর্থ হল মুক্তমনা (openness)। এর ফলে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মুক্ত আলোচনার পথ অবারিত হয়েছিল।
(xi) সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন ?
উত্তরঃ বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
(xii) NIEO की ?
উত্তরঃ New International Economic order (নিউ ইন্টার্নেশনাল ইকনোমিক অর্ডার)। এর মাধমে জাতিসংঘের সম্মেলনের (1970) দ্বারা কিছু উন্নয়নশীল দেশে বৃদ্ধি, উন্নয়নে সহযোগিতা করা হয়।
(xiii) ভেটো ক্ষমতা বলতে কী বোঝো ?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী। সদস্য একটি বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। এই ক্ষমতাবলে কোনো স্থায়ী সদস্যরাষ্ট্র যেকোনো প্রস্তাবে অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর এই বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়।
অথবা,
সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কী ?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম সনদ বা চার্টার।
(xiv) জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখো।
উত্তরঃ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
(xv) কাকে ‘ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর’ বলা হয় ?
উত্তরঃ প্রধানমন্ত্রীকে “ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর” বলা হয়।
অথবা,
রাষ্ট্রপতি তাঁর পদত্যাগ পত্র কার কাছে পেশ করেন ?
উত্তরঃ ভারতের উপরাষ্ট্রপতির কাছে।
(xvi) রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো।
উত্তরঃ তাঁকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অন্তত 35 বছর বয়স্ক হতে হবে।
বিভাগ-ক / PART – A (Marks : 40)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 8×5=40
(i) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 2+6
অথবা,
জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো।
3+5
(ii) উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 3+5
(iii) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 8
অথবা,
ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 5+3
(iv) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। 8
(v) ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো। 2+6
অথবা,
ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। 8
H.S POL SCIENCE QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
2020 | NoEx | 2022 | 2023 | 2024 |
Pingback: WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE] -
Pingback: HS Political Science Question Paper 2015 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৫ -
Pingback: HS Political Science Question Paper 2017 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৭ - Prosnodekho