2022
HIGHER SECONDARY QUESTION PAPER
POLITICAL SCIENCE
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the candidates :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।। Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
বিভাগ-খ (Marks : 40)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (১ নম্বরের)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো: 1×24=24
(i) কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় ?
(a) 1972 (b) 1973 (c) 1971 (d) 1974
উত্তরঃ (b) 1973
অথবা,
তপশিলি জাতি, তপশিলী উপজাতি ও মহিলাদের জন্য 73 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে—
(a) 1992 সালে (b) 1993 সালে
(c) 1994 সালে (d) 1995 সালে
উত্তরঃ (a) 1992 সালে
(ii) প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ—
(a) 5 বছর (b) 6 বছর (c) 7 বছর
(d) 8 বছর
উত্তরঃ (a) 5 বছর
(iii) বিচার বিভাগীয় (judicial review) পর্যালোচনা অধিকার আছে—
(a) সুপ্রিম কোর্টের
(b) হাইকোর্টের
(c) কনজিউমার কোর্টের
(d) সাবঅর্ডিনেট কোর্টের
উত্তরঃ (a) সুপ্রিম কোর্টের
অথবা,
ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়—
(a)1985 সালে (b) 1986 সালে
(c) 1987 সালে (d) 1988 সালে
উত্তরঃ (b) 1986 সালে
(iv) হাই কোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন ?
(a) 60 বছর (b) 62 বছর (c) 64 বছর
(d) 65 বছর
উত্তরঃ (b) 62 বছর
(v) ভারতের অর্থবিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ?
(a) লোকসভার
(b) রাজ্যসভার
(c) রাজ্যসভা ও লোকসভার
(d) বিধানসভার।
উত্তরঃ (a) লোকসভার
(vi) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল—
(a) 270 (b) 250 (c) 260 (d) 290
উত্তরঃ (b) 250
অথবা,
রাজ্যসভার সদস্যদের মেয়াদ কাল হলো—
(a) পাঁচ বছর (b) 6 বছর (c) 7 বছর
(d) 4 বছর
উত্তরঃ (b) 6 বছর
(vii) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন—
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
(c) কে আর নারায়ন
(d) প্রণব মুখার্জি
উত্তরঃ (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(viii) কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন—
(a) উপরাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী (c) রাষ্ট্রপতি
(d) স্পিকার
উত্তরঃ (b) প্রধানমন্ত্রী
(ix) স্পিরিট অফ দি লজ গ্রন্থটি প্রকাশিত হয়—
(a) 1748 সালে (b) 1749 সালে
(c) 1750 সালে (d) 1789 সালে
উত্তরঃ (a) 1748 সালে
অথবা,
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল—
(a) জনপ্রতিনিধি সভা (b) লোকসভা
(c) জাতীয় কংগ্রেস (d) সিনেট
উত্তরঃ (a) জনপ্রতিনিধি সভা
(x) দ্বিকক্ষ বাদের সমর্থক হলেন—
(a) জে.এস. মিল (b) হেগেল
(c) বার্কার (d) ফাইনার
উত্তরঃ (a) জে.এস. মিল
(xi) জাতীয় মূল্যবোধ এর সমষ্টি হল জাতীয় স্বার্থ একথা বলেছেন—
(a) হ্যান্স জে মর্গেনথাউ
(b) জোসেফ ফ্রাঙ্কেল
(c) অ্যালান বল
(d) মর্টন কাপলান
উত্তরঃ (b) জোসেফ ফ্রাঙ্কেল
অথবা,
পলিটিক্স অ্যামং নেশনস্ politics among Nations বইটি কার লেখা—
(a) কে জে হলস্টি (b) কুইন্সি রাইট
(c) হফম্যান (d) হ্যান্স জে মর্গেনথাউ
উত্তরঃ (d) হ্যান্স জে মর্গেনথাউ
(xii) ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় __________ সালে।
(a) 1648 (b) 1658 (c) 1668 (d) 1678
উত্তরঃ (a) 1648
(xiii) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন ?
(a) প্রধান (b) সভাপতি (c) সভাধিপতি
(d) বি.ডি.ও
উত্তরঃ (b) সভাপতি
(xiv) ছোট শহর গুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়—
(a) গ্রাম পঞ্চায়েতের দ্বারা
(b) পৌরসভার দ্বারা
(c) রাজ্য সরকার দ্বারা
(d) বরো কমিটির দ্বারা
উত্তরঃ (b) পৌরসভার দ্বারা
(xv) কতজন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত ?
(a) 31 জন (b) 26 জন (c) 37 জন
(d) 38 জন
উত্তরঃ (a) 31 জন
(xvi) লোক আদালত গঠিত হয়—
(a) 1985 সালে (b) 1986 সালে
(c) 1984 সালে (d) 1988 সালে
উত্তরঃ (a) 1985 সালে
(xvii) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন—
(a) প্রধানমন্ত্রী (b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার (d) রাজ্যপাল
উত্তরঃ (c) স্পিকার
(xviiii) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল—
(a) 294 (b) 180 (c) 160 (d) 295
উত্তরঃ (a) 294
(xix) রাজ্য সভায় সভাপতিত্ব করেন—
(a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার (d) প্রধানমন্ত্রী
উত্তরঃ (b) উপরাষ্ট্রপতি
(xx) ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে—
(a) রাষ্ট্রপতিকে (b) রাজ্যপালকে
(c) প্রধানমন্ত্রীকে (d) মুখ্যমন্ত্রীকে
উত্তরঃ (b) রাজ্যপালকে
অথবা,
রাষ্ট্রপতি পদ প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে—
(a) 35 বছর (b) 30 বছর (c) 37 বছর
(d) 42 বছর
উত্তরঃ (a) 35 বছর
(xxi) উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়—
(a) পাকিস্তান (b) বাংলাদেশে
(c) গ্রেট ব্রিটেনে (d) ভারতে
উত্তরঃ (c) গ্রেট ব্রিটেনে
(xxii) পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র এই কথা কে বলেছেন—
(a) মার্কিন রাষ্ট্রপতি উইলসন
(b) ম্যাডিসন (c) মুসোলিনী (d) ব্লাকস্টোন
উত্তরঃ (c) মুসোলিনী
(xxiii) হিন্দ স্বরাজ বইটির লেখক—
(a) জওহরলাল নেহেরু (b) ইন্দিরা গান্ধী
(c) এম.কে. গান্ধী (d) সুকর্ণ
উত্তরঃ (c) এম.কে. গান্ধী
(xxiv) বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত—
(a) মার্কসবাদ (b) উদারনীতিবাদ
(c) ভাববাদ (d) গান্ধীবাদ
উত্তরঃ (a) মার্কসবাদ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 1×16=16
(i) গ্রাম সংসদ কী ?
উত্তরঃ ১৯৯৪ সালের পঞ্চায়েত (সংশোধনী) আইন অনুসারে, পশ্চিমবঙ্গে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রের মধ্যে সব ভোটারকে নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ।
অথবা,
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর এর নাম কী ?
উত্তরঃ জেলা পরিষদ হলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার তৃতীয় তথা সর্বোচ্চ স্তর।
(ii) পৌরসভার যে-কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো।
উত্তরঃ পৌরসভার দুটি বাধ্যতামূলক কাজ হলো– জল সরবরাহ ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ।
(iii) বন্দী প্রত্যক্ষীকরণ কী ?
উত্তরঃ বন্দীকে আদালতে সশরীরে হাজির করার নামই ‘বন্দী প্রত্যক্ষীকরণ’।
(iv) ভারতীয় বিচারব্যবস্থার যে-কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ অখন্ড বিচার ব্যবস্থা– ভারতীয় বিচারব্যবস্থার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো অখন্ড বিচার ব্যবস্থা। এই অখন্ড বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তর রয়েছে সুপ্রিমকোর্ট এবং সর্বনিম্ন স্তরে রয়েছে ন্যায় পঞ্চায়েত এবং অঙ্গরাজ্য গুলির জন্য রয়েছে হাইকোর্ট।
অথবা,
ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে ?
উত্তরঃ ২১৪ নং ধারায়।
(v) লোকসভার গঠন কী ?
উত্তরঃ লোকসভার অনধিক ৫৫২ (৫৩০+২০+২) জন সদস্য। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২০ জন নির্বাচিত হন এবং ২ জন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি মনোনীত করেন।
অথবা,
জিরো আওয়ার কাকে বলে ?
উত্তরঃ ঘড়িতে যখন ঠিক দুপুর ১২টা বাজে, তারপর থেকে পুরো ১ ঘন্টা ধরে, অর্থাৎ ১টা পর্যন্ত, আইনসভার যে-কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকে। এই সময়কে জিরো আওয়ার বলে।
(vi) রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে ?
উত্তরঃ ৩০ বছর।
(vii) ভারতীয় সংবিধানের 356 ধারায় কী বলা হয়েছে ?
উত্তরঃ ভারতীয় সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী, কোনও রাজ্যের সরকার সাংবিধানিক শর্ত অনুসারে রাজ্য শাসনে অসমর্থ হলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের সরকারকে বরখাস্ত করে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারে।
অথবা,
ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
(viii) কেন্দ্রীয় মন্ত্রিসভার যেকোনো একটি কার্য চিহ্নিত করো।
উত্তরঃ সরকারের নীতি নির্ধারণ করা। কী ধরনের এবং কোন কোন নীতির দ্বারা পরিচালিত হবে তা নির্ধারণ করা মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ কাজ।
(ix) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।
উত্তরঃ ত্রূটিমুক্ত আইন প্রণয়ন: আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হলে সুচিন্তিত আইন প্রণীত হয়। দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে হঠকারী সিদ্ধান্ত নিতে পারে। এর দরুন- দুটি কক্ষ থাকলে যুক্তি ও আবেগের অপেক্ষা কার্যকরী হয়ে সুচিন্তিত আইন প্রণয়ন করতে পারে।
অথবা,
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও।
উত্তরঃ ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবজ নয় : স্যাবাইন, গিলক্রিস্ট প্রমূখ সমালোচকদের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কখনোই ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ হতে পারে না।কারণ ব্যক্তিস্বাধীনতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো স্বাধীনতার অনুকূল পরিবেশ এবং স্বাধীনতাগামী সদাজাগ্রত জনগণ। তাই কোনো সরকারের পক্ষে সচেতন জনমতকে উপেক্ষা করে স্বেচ্ছাচারী হয়ে ওঠা সম্ভব নয়।
(x) ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কী ?
উত্তরঃ হাউস অব লর্ডস।
অথবা,
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যেকোনো দুটি পদ্ধতি উল্লেখ করো।
উত্তরঃ (ক) বিচারপতিগণের উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নিযুক্তি ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া।
(খ) বিচার বিভাগের উপর কার্যপালিকার ও আইনবিভাগের হস্তক্ষেপ না করা।
(xi) নামসর্বস্ব শাসক ও প্রকৃত শাসক এর মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ নামসর্বস্ব: (১) নামসর্বস্ব শাসক বলতে বােঝায় যার নামে তত্ত্বগতভাবে দেশের শাসনকার্য পরিচালিত হয়, কিন্তু বাস্তবে তিনি ক্ষমতা ভোগ করেন না। দৃষ্টান্তস্বরূপ বলা যায় ইংল্যান্ডের রাজা-রানি এবং ভারতের রাষ্ট্রপতি।
প্রকৃত শাসক: (১) তত্ত্বগতভাবে যিনি সর্বোচ্চ শাসনক্ষমতা বা মর্যাদার অধিকারী নন, কিন্তু বাস্তবে যিনি শাসনক্ষমতার প্রকৃত কর্ণধার ও প্রভূত ক্ষমতার অধিকারী, তাকে বলা হয় প্রকৃত শাসক। উদাহরণস্বরূপ বলা যায় ভারতের প্রধানমন্ত্রী, গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী।
(xii) আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো।
উত্তরঃ আমলাতন্ত্রের দুটি কার্যাবলী-(১) সংবাদ ও তথ্য সরবরাহ, (২) বিচার বিভাগীয় কার্যসম্পাদন, (৩) রাজনৈতিক ব্যবস্থা সংরক্ষণ।
(xiii) রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলে কে ব্যাখ্যা করেছেন ?
উত্তরঃ মহাত্মাগান্ধী।
(xiv) উদারনীতিবাদের জনক হিসেবে কাকে অভিহিত করা হয় ?
উত্তরঃ অধ্যাপক জন লক হলেন উদারনীতিবাদের জনক।
অথবা,
উৎপাদন শক্তির দুটি উদাহরণ দাও।
উত্তরঃ প্রাকৃতিক উপাদান- শ্রমিক, যন্ত্রপাতি, মানুষের শ্রমশক্তি।
(xv) Twenty years crisis বইটি কে লিখেছেন ?
উত্তরঃ ই এইচ কার। (E.H.Caar)
অথবা,
ক্ষমতার যেকোনো দুটি উপাদান চিহ্নিত করো।
উত্তরঃ ক্ষমতার দুটি উপাদান—
১. ভৌগোলিক উপাদান (Geographical Elements): একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থার ওপর ক্ষমতা অনেকাংশ নির্ভরশীল। রাষ্ট্রের আয়তন যদি বড় হয় তাহলে শক্তি বৃদ্ধি পায়।
২. প্রাকৃতিক সম্পদ (Natural Resources): যে দেশের প্রাকৃতিক সম্পদ যত বেশি সেই দেশ তত শক্তিশালী।
(xvi) প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে ?
উত্তরঃ একটি দেশ যখন অপর কোন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রাথমিক লক্ষ্যকে বা বিষয়কে গুরুত্ব দেয় তাকে উক্ত দেশের প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ বলে।
বিভাগ-ক / PART – A (Marks : 40)
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 × 5 = 40
(i) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। 2+6
অথবা,
বিশ্বায়ন কাকে বলে ? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 2+6
(ii) মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 8
অথবা,
গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টীকা লেখো। 8
(iii) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ করো।
অথবা,
ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।
(iv) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলি ব্যাখ্যা করো। 8
অথবা,
ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। 8
(v) ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো। 2 +6
অথবা,
ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলির উপর একটি টীকা লেখো। 4+4
H.S POL SCIENCE QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
2020 | NoEx | 2022 | 2023 | 2024 |
Pingback: WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE] -
Pingback: HS Political Science Question Paper 2015 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৫ -
Pingback: HS Political Science Question Paper 2016 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৬ -