2019
HIGHER SECONDARY QUESTION PAPER
POLITICAL SCIENCE
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the candidates :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।। Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
বিভাগ-খ (Marks : 40)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (১ নম্বরের)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো: 1×24=24
(i) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল—
(a) 144 (b) 162 (c) 135 (d) 152
উত্তরঃ (a) 144
(ii) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়—
(a) 1975 সালে (b) 1977 সালে
(c) 1978 সালে (d) 1980 সালে
উত্তরঃ (c) 1978 সালে
(iii) পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়—
(a) 1986 সালে (b) 1987 সালে
(c) 2003 সালে (d) 2005 সালে
উত্তরঃ (b) 1987 সালে
(iv) ক্রেতাসুরক্ষা আইন তৈরি হয়—
(a) 1985 সালে (b) 1987 সালে
(c) 1986 সালে (d) 1988 সালে
উত্তরঃ (a) 1985 সালে
(v) “ভারতের সুপ্রিমকোর্ট পৃথিবীর যে-কোনো সুপ্রিমকোর্ট অপেক্ষা শক্তিশালী”- কে বলেছেন ?
(b) পিএন ভগবতী (a) একে আয়ার
(c) ডিডি বসু (d) ডঃ বিআর আম্বেদকর
উত্তরঃ (a) একে আয়ার
(vi) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন—
(a) প্রধানমন্ত্রী (b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার (d) রাজ্যপাল
উত্তরঃ (c) স্পিকার
(vii) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন—
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(c) ডঃ জাকির হোসেন
(d) কোনোটিই নয়
উত্তরঃ (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(viii) আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল—
(a) 9 বছর (b) 7 বছর (c) 5 বছর (d) 2 বছর
উত্তরঃ (a) 9 বছর
(ix) সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়—
(a) 1944 (b) 1945 (c) 1948 (d) 2000
উত্তরঃ (b) 1945
(x) 1991 সালে ভারতে-এর ________ প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে।
(a) ইন্দিরা গান্ধি (b) লাল বাহাদুর শাস্ত্রী
(c) নরসিমা রাও (d) মনমোহন সিং
উত্তরঃ (c) নরসিমা রাও
(xi) ঠান্ডা লড়াইয়ের অবসান হয়—
(a) 1980 সালে (b) 1995 সালে
(c) 1991 সালে (d) 1993 সালে
উত্তরঃ (c) 1991 সালে
(xii) ঠান্ডা যুদ্ধকে ‘গরম শান্তি’ বলে বর্ণনা করেছেন—
(a) ফ্রিডম্যান (b) রেমন্ড (c) ফ্র্যাঙ্কেল
(d) বার্নেট
উত্তরঃ (d) বার্নেট
(xiii) ছোটো শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়—
(a) গ্রাম পঞ্চায়েতের দ্বারা
(b) পৌরসভার দ্বারা
(c) রাজ্য সরকার দ্বারা
(d) গ্রামসভার দ্বারা
উত্তরঃ (b) পৌরসভার দ্বারা
(xiv) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন ?
(a) প্রধান (b) সভাপতি (c) সভাধিপতি
(d) বিডিও
উত্তরঃ (b) সভাপতি
(xv) কোন্ ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে ?
(a) 32 নং ধারা (b) 226 নং ধারা
(c) 51 নং ধারা (d) 326 নং ধারা
উত্তরঃ (b) 226 নং ধারা
(xvi) সুপ্রিমকোর্টের আছে—
(a) মূল এলাকা
(b) আপিল এলাকা
(c) পরামর্শদান এলাকা
(d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা
উত্তরঃ (d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা
(xvii) হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল—
(a) 65 বছর (b) 60 বছর (c) 62 বছর
(d) 70 বছর
উত্তরঃ (c) 62 বছর
(xviii) অর্থবিল প্রথম উপস্থিত হয়—
(a) লোকসভায় (b) রাজ্যসভায়
(c) বিধান পরিষদে (d) সুপ্রিমকোর্টে
উত্তরঃ (a) লোকসভায়
(xix) রাজ্যসভায় সভাপতিত্ব করেন—
(a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার (d) প্রধানমন্ত্রী
উত্তরঃ (b) উপরাষ্ট্রপতি
(xx) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল—
(a) 2 বছর (b) 3 বছর (c) 4 বছর (d) 5 বছর
উত্তরঃ (a) 2 বছর
(xxi) ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ সাধারণ সভায় গৃহীত হয়—
(a) 1960 সালে (b) 1970 সালে
(c) 1950 সালে (d) 1965 সালে
উত্তরঃ (c) 1950 সালে
(xxii) ভারত-চিন সীমানা বিরোধ হয়—
(a) 1962 সালে (b) 1967 সালে
(c) 1960 সালে (d) 2017 সালে
উত্তরঃ (a) 1962 সালে
(xxiii) ‘123’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল—
(a) 2005 সালে (b) 2007 সালে
(c) 2009 সালে (d) 2011 সালে
উত্তরঃ (a) 2005 সালে
(xxiv) ন্যাটো (NATO) গঠিত হয়—
(a) 1943, 4th April
(b) 1944, 4th April
(c) 1945, 4th April
(d) 1949, 4th April
উত্তরঃ (d) 1949, 4th April
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16
(i) জেলা পরিষদের আয়ের দুটি উৎসের উল্লেখ করো।
উত্তরঃ জেলা পরিষদের আয়ের দুটি উৎস হল– 1. যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর। 2. সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য।
অথবা,
পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে ?
উত্তরঃ পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত থাকে।
(ii) 1992 সালের কোন্ সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত?
উত্তরঃ 1992 সালের 73 তম সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত।
অথবা,
সপরিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা কত ?
উত্তরঃ সপরিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা 12 জন।
(iii) লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ লোক আদালত দিল্লি ও গুজরাতে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল।
(iv) বিচার বিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বোঝ ?
উত্তরঃ বিচার বিভাগীয় অতিসক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে।
অথবা,
‘পরমাদেশ’ কথার অর্থ কী ?
উত্তরঃ পরমাদেশ কথার অর্থ হল—আমরা আদেশ করছি।
(v) ‘সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য’ বলে কাকে অভিহিত করা হয় ?
উত্তরঃ ‘সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য’ বলে প্রধানমন্ত্রীকে অভিহিত করা হয়।
অথবা,
রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী কে ?
উত্তরঃ রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী |
(vi) ভারতের রাষ্ট্রপতি কোন্ পদ্ধতিতে পদচ্যুত হন ?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত হন।
(vii) সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে-কোনো একটি নীতির উল্লেখ করো।
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের সনদের একটি নীতি হল সকল সদস্য রাষ্ট্রের সমসার্বভৌমত্ব।
(viii) সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন্ দিনটি পালিত হয় ?
উত্তরঃ 24 অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে পালিত হয়।
অথবা,
জাতিপুঞ্জের 193 তম সদস্যরাষ্ট্রটির নাম কী ?
উত্তরঃ জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্রটির নাম হল দক্ষিণ সুদান।
(ix) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
(x) নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম করো।
উত্তরঃ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্র হল—মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন।
অথবা,
জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) মোট সদস্যসংখ্যা কত ?
উত্তরঃ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্যসংখ্যা 54 জন।
(xi) সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো।
উত্তরঃ সার্কের সদস্য দেশগুলির নাম হল—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
অথবা,
SAPTA-র পূর্ণরূপ কী ?
উত্তরঃ SAPTA-র পূর্ণরূপ হল South Asian Preferential Trade Arrangement.
(xii) কোন্ বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ 1955 সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
(xiii) ভারতের কোন্ প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তিস্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন ?
উত্তরঃ 1987 সালে রাজীব গান্ধি শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তিস্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন।
(xiv) ‘পেরেস্ত্রৈকা’ কী ?
উত্তরঃ ‘পেরেস্ত্রৈকা’ বলতে বোঝায় অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ (economic decentralization)।
(xv) দেঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী ?
উত্তরঃ দেঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য হল—দেঁতাত বলতে বোঝায় ‘উত্তেজনা প্রশমনের সচেতন ও স্বেচ্ছাকৃত’
নীতি। অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে বোঝায় ‘উত্তেজনাকে সচেতনভাবে সর্বোচ্চ পর্যায়ে চালিত করার একটি অবস্থা।
(xvi) কোন্ সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় ?
উত্তরঃ ‘পট্সডাম’ সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়।
অথবা,
ট্রুম্যান নীতি কাকে বলে?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দেন| এই বক্তৃতায় তিনি তুরস্ক, গ্রীস সহ বিশ্বের যে-কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দেন। ওই ঘোষণাই ট্রুম্যান নীতি নামে পরিচিত।
বিভাগ-ক (Marks : 40)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8 × 5 = 40
(i) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 3+5
অথবা,
বিশ্বায়ন কাকে বলে ? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 2+6
(ii) গান্ধিজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। 8
(iii) এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 4+4
অথবা,
ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝ ? “কঠোর ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়”—মন্তব্যটির যথার্থতা বিচার করো। 2+6
(iv) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। 8
অথবা,
ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। 8
(v) ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। 8
H.S POL SCIENCE QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
2020 | NoEx | 2022 | 2023 | 2024 |
Pingback: WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE] -
Pingback: HS Political Science Question Paper 2015 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৫ -
Pingback: HS Political Science Question Paper 2017 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৭ - Prosnodekho
Pingback: HS Political Science Question Paper 2018 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৮ - Prosnodekho