HS Sanskrit Question Paper With Answer 2018 || উচ্চমাধ্যমিক ২০১৮ সংস্কৃত প্রশ্ন ও উত্তর – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2018 question paper of Sanskrit subject for West Bengal Council of higher secondary students. Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্র ছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের ২০১৮ সালের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রের MCQ ও SAQ এর উত্তর নীচে দেওয়া হলো।

HIGHER SECONDARY EXAMINATION
2018
SANSKRIT
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the candidates :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ ক / PART – A (Marks: 54)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 5×4 =20

গদ্যাংশ (যে-কোনো একটি)

(a) ত্রিবিক্রমভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে
আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও।

(b) “দ্বারং চ সপদিং সংবৃত” কোন্ দ্বার? ঘটনাটি বিশদে বর্ণনা করো।

পদ্যাংশ (যে-কোনো একটি)

(c) ‘গঙ্গাস্তোত্রম্’-এ গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো।

(d) কর্মযোগ অংশটির সারমর্ম লেখো।

নাট্যাংশ (যে-কোনো একটি)

(e) ‘বাসন্তিকস্বপ্নম’ নাট্যাংশের চরিত্রগুলির
পরিচয় দাও।

(f) “নাড়িকাহপি যুগায়তে”— ব্যাখ্যা করো।

সাহিত্যেতিহাস (যে-কোনো একটি)

(g) প্রাচীন ভারতের গণিত চর্চা এবং
জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো।

(h) শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো।

2. ভাবসম্প্রসারণ করো (যে-কোনো একটি):
4×1 = 4

(a) असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति पुरुष:।

(b) ত্বমসি গতির্মম খলু সংসারে। त्वमसि गतिर्मम खलु संसारे।

3. নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো (যে-কোনো তিনটি) 1×3 = 3

(a) पर्वतेषु हिमालयः श्रेष्ठ:।

উত্তরঃ যতশ্চ নির্ধারণম্’ সূত্রানুসারে ‘পর্বতেষু’ পদে নির্ধারণে ‘সপ্তমী’ বিভক্তি হয়েছে।

(b) मह्यं रसगओलकं लोचते।

উত্তরঃ রুচ্যর্থানাং প্রীয়মাণঃ’ সূত্রানুসারে ‘মহ্যং’ পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে।

(c) बालक: जनकात् बिभेति।

উত্তরঃ ভীত্রার্থানাং ভয়হেতুঃ’ সূত্রানুসারে ‘জনকাৎ’ পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে।

(d) मत्स: जलं बिना न जीबति।

উত্তরঃ জলং’ পদে বিনা শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।

4. বিগ্রহসহ সমাসের নাম লেখো যে-কোনো
দুটি): 2×2 = 4

(a) अहर्निशम्

উত্তরঃ অহশ্চ নিশা চ ➙ দ্বন্দ্বঃ সমাসঃ

(b) रामानुज

উত্তরঃ রমস্য অনুজঃ ➙ ষষ্ঠী তৎপুরুষঃ সমাসঃ

(c) दैत्यारि:

উত্তরঃ দৈত্যানাং অরিঃ ➙ ষষ্ঠী তৎপুরুষঃ সমাসঃ

5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো (যে-কোনো দুটি): 1×2 = 2

(a) वाक्यम् – वाच्यम्

উত্তরঃ वाक्यम् ➙ সমষ্টি / কথা।
वाच्यम् ➙ বলা উচিত।

(b) आह्वायति – आह्वायते

উত্তরঃ आह्वायति ➙ আহ্বান করা।
आह्वायते ➙ স্পর্ধা পূর্বক আহ্বান করা।

(c) कवरा – कवरी

উত্তরঃ कवरा ➙ বিচিত্রা।
कवरी ➙ চুলের খোঁপা

6. এককথায় প্রকাশ করো (যে-কোনো তিনটি): 1×3 = 3

(a) गणपति देवता अस्य।  উত্তরঃ গাণপতঃ।
(b) जनानां समुह:।   উত্তরঃ জনতা।
(c) कन्याया: अपत्यं (पउमआन्)  উত্তরঃ কানীন।
(d) व्याकरणम् अधीते।   উত্তরঃ বৈয়াকরণঃ।

7. পরিনিষ্ঠিত রূপটি লেখো (যে-কোনো
তিনটি): 1×3 = 3
(a) पृथा + अण् ➙ উত্তরঃ পাৰ্থঃ।
(b) √सह् + तुमुन् ➙ উত্তরঃ সোঢুম্।
(c) धन + मतुप् ➙ উত্তরঃ ধনবান্।
(d) √गम् + क्त्वा ➙ উত্তরঃ গত্বা।

৪. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1 = 5

(a) ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্পর্কে
লেখো।
(b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয়
দাও।

9. সংস্কৃতে অনুবাদ করো: 5

আমাদের দেশ ভারতবর্ষ। দেশের রাজধানী
দিল্লি। আমি দিল্লি যাব। বাবা আমাকে যেখানে নিয়ে যাবে। সেখানে আমরা দশ দিন থাকব।

উত্তরঃ अस्माकं देशः भारतम् अस्ति। देशस्य राजधानी दिल्ली। अहं दिल्लीं गमिष्यामि। पिता मां कुत्र नेष्यति। वयं तत्र दशदिनानि यावत् तिष्ठामः।
(অস্মাকং দেশঃ ভারতবর্ষঃ। দেশস্য রাজধানী দিল্লি ইতি। অহং দিল্লিং গমিষ্যামি। পিতা মাং তত্র নেষ্যতি। তত্র বয়ং দশদিনানি স্থাস্যামঃ।)

অথবা,

রামায়ণ ও মহাভারত আমাদের
মহাকাব্য। বাল্মীকি রামায়ণ লিখেছেন।
বেদব্যাস মহাভারত লিখেছেন। আমি রামায়ণ পড়েছি। আমি মহাভারত পড়তে চাই।

উত্তরঃ रामायणं महाभारतं च अस्माकं
महाकाव्यम् वाल्मीकि रामायणं लिखितवान्।
वेदव्याः महाभारतं रचयत्। मया रामायणं पठितम्। अहं महाभारतं पठितुम् इच्छामि।

(রামায়ণং মহাভারতং চ অস্মাকং মহাকাব্যম্। বাল্মীকিঃ রামায়ণ লিখিতবান্। বেদব্যাসঃ মহাভারত লিখিতবান্। অহং রামায়ণম্ অপঠম্। অহং মহাভারতং পঠিতুম্ ইচ্ছামি৷)

10. যে কোন একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো: 5
(a) স্বামী বিবেকানন্দঃ
(b) সংস্কৃত ভাষা
(c) কালিদাসঃ

PART-B (Marks: 26)

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1×15 = 15

গদ্যাংশ

(i) ‘কনক’ শব্দের অর্থ কী ?
(a) হীরা (b) পান্না (c) সোনা (d) রূপা।

উত্তরঃ (c) সোনা।

(ii) আর্যাবর্তবর্ণনম্-এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য ?
(a) গদ্য (b) পদ্য (c) চম্পু (d) নাটক।

উত্তরঃ (c) চম্পু।

(iii) ভগীরথ কোন্ বংশের রাজা ?
(a) গুপ্ত বংশ (b) মৌর্য বংশ (c) চন্দ্ৰ বংশ
(d) ইক্ষাকু বংশ।

উত্তরঃ (d) ইক্ষাকু বংশ ।

(iv) “পদে পদে ধনদাঃ” – “ধনদাঃ” শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে ?
(a) কুবের (b) যক্ষ (c) শিব (d) রাক্ষস।

উত্তরঃ (a) কুবের।

পদ্যাংশ

(v) “তব কৃপয়া চেন্মাতঃ স্ৰোতঃ স্নাতঃ” কার
কৃপায় ?
(a) শিব (b) বিষ্ণু (c) কৃষ্ণ (d) গঙ্গা।

উত্তরঃ (d) গঙ্গা।

(vi) ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ?
(a) মানুষ (b) কৃষ্ণ (c) অর্জুন
(d) এঁদের কেউই নন।

উত্তরঃ (b) কৃষ্ণ।

(vii) পাৰ্থ কে ?
(a) কৃষ্ণ (b) জনক (c) অর্জুন
(d) এঁদের কেউ নন।

উত্তরঃ (c) অর্জুন।

(viii) শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ?
(a) কৰ্ণাটক (b) কেরালা (c) তামিলনাড়ু
(d) উত্তরপ্রদেশ।

উত্তরঃ (b) কেরালা।

নাট্যাংশ

(ix) ‘কুহূ’ শব্দের অর্থ কী ?
(a) রাত্রি (b) পূর্ণিমা (c) অমাবস্যা
(d) চতুর্দশী।

উত্তরঃ (c) অমাবস্যা।

(x) বাসন্তিকস্বপ্নম্-এর মূল নাটক কী ?
(a) মিডসামার নাইটস ড্রিম
(b) ম্যাকবেথ
(c) হ্যামলেট
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (a) মিডসামার নাইটস ড্রিম।

(xi) বল্লভ শব্দের অর্থ কী ?
(a) প্রিয় (b) সম্মানীয় (c) শক্তিমান
(d) ভক্ত।

উত্তরঃ (a) প্রিয়।

(xi) “কিং বা যুক্তং সময়বিরুদ্ধাচরণম্”- বক্তা কে ?
(a) পিতা (b) রাজা (c) বসন্ত
(d) মকরন্দ।

উত্তরঃ (b) রাজা।

সাহিত্যেতিহাস

(xiii) কোনটি ভাসের লেখা ?
(a) চারুদত্তম্ (b) অভিজ্ঞানশকুন্তলম্
(c) প্রসন্নরাঘবম্ (d) মৃচ্ছকটিকম্।

উত্তরঃ (a) চারুদত্তম্।

(xiv) গীতগোবিন্দের রচয়িতা কে ?
(a) কালিদাস (b) অঘোষ (c) জয়দেব
(d) শূদ্রক।

উত্তরঃ (c) জয়দেব।

(xv) রঘুবংশম্ কার লেখা ?
(a) শূদ্রক (b) কালিদাস (c) অমরসিংহ
(d) শঙ্করাচার্য।

উত্তরঃ (b) কালিদাস।

2. পূর্ণবাক্যে উত্তর দাও: 1×11 = 11

গদ্যাংশ (যে-কোনো তিনটি)

(i) যক্ষরা কার অনুচর ?

উত্তরঃ যক্ষরা কুবেরের অনুচর।

(ii) “কিং ময়া প্রোক্তেন পূর্বপদ্যেন দ্বারমিদং
বিঘটেত” – কে বলেছেন?

উত্তরঃ এই কথাটি বলেছেন অলিপৰ্বা।

(iii) স্ফোটপ্রবাদ কাদের অভিমত ?

উত্তরঃ স্ফোটপ্রবাদ বৈয়াকরণদের অভিমত।

(iv) তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি
প্রতিশব্দ লেখো।

উত্তরঃ ঘোড়ার দুটি প্রতিশব্দ হলো তুরঙ্গঃ
এবং সপ্তিঃ।

পদ্যাংশ (যে-কোনো তিনটি)

(v) “অলকানন্দে” -কোন বিভক্তি ?

উত্তরঃ “অলকানন্দে”- সম্বোধনে প্রথমা।

(vi) ‘মুনিবরকন্যে’’ – মুনিবর কে ?

উত্তরঃ ‘মুনিবরকন্যে’ – এখানে মুনিবর বলা
হয়েছে জহ্নুমুনিকে।

(vii) কর্মেন্দ্ৰিয় কী কী ?

উত্তরঃ পাঁচটি কর্মেন্দ্রিয় হল- বাক্, পাণি, পাদ, পায়ু ও উপস্থ।

(viii) শূন্যস্থান পূরণ করো: ‘কর্মেণৈব হি
সংসিদ্ধিমাস্থিতা …………….।

উত্তরঃ কর্মেণৈব হি সংসিদ্ধিমাস্থিতা
জনকাদয়ঃ।

নাট্যাংশ (যে-কোনো তিনটি)

(ix) সাধয়ামঃ-এর একটি প্রতিশব্দ লেখো।

উত্তরঃ সাধয়ামঃ-এর একটি প্রতিশব্দ হল
‘গচ্ছামঃ।

(x) কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে ?

উত্তরঃ কৌমুদীর পিতার পছন্দের পাত্র হলেন মকরন্দ।

(xi) কৌমুদীর পিতা কে ?

উত্তরঃ কৌমুদীর পিতা ইন্দুশর্মা।

(xii) ইন্দ্রবর্মার উদবেগের কারণ কী ?

উত্তরঃ তাঁর আসন্ন বিবাহ উপলক্ষে রাজা
ইন্দ্ৰবৰ্মা উদ্বিগ্ন।

সাহিত্যেতিহাস (যে-কোনো দুটি)

(xiii) প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণম কার লেখা ?

উত্তরঃ ‘প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণম’ ভাসের লেখা।

(xiv) শূদ্রকের লেখা নাটকটির নাম কী ?

উত্তরঃ শূদ্রকের লেখা নাটকটির নাম
‘মৃচ্ছকটিকম্’।

(xv) মেঘদূতের নায়ক কে ?

উত্তরঃ মেঘদূতের নায়ক হলেন যক্ষ।

H.S SANSKRIT QUESTION PAPER
2015 2016 2017 2018 2019
NoEx NoEx 2022 2023 2024

This Post Has One Comment

Leave a Reply