WBCHSE HIGHER SECONDARY SOCIOLOGY QUESTION PAPER WITH ANSWER 2023
উচ্চমাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০২৩ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সমাজবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।
SOCIOLOGY
(New Syllabus)
2023
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
✪ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিস্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপায়ে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
✪ Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
• এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 28.
• এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
• প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1×24=24
(i) ‘হরিজন’ পত্রিকা প্রকাশ করেন
(a ) জি. কে. গোখলে
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) মহাত্মা গান্ধী।
উত্তরঃ (d) মহাত্মা গান্ধী।
(ii) আপিকো আন্দোলন সংঘটিত হয়েছিল _________ রাজ্যে।
(a ) কেরালা (b) আসাম (c ) উড়িষ্যা (d) কৰ্ণাটক।
উত্তরঃ (d) কৰ্ণাটক।
(iii) উন্নয়নের চুইয়ে পড়া প্রভাব’ _______ দূরীকরণের জন্য গৃহীত ব্যবস্থাদির প্রসঙ্গে আলোচিত হয়।
(a) বেকারত্ব (b) জনসংখ্যা বৃদ্ধি (c) নিরক্ষরতা (d) দারিদ্র্য ।
উত্তরঃ (d) দারিদ্র্য।
(iv) Social Background of Indian Nationalism’ গ্রন্থটির লেখক
(a) এ. আর. দেশাই (b) অম্লান দত্ত
(c ) রামকৃষ্ণ মুখার্জী (d) ডি. পি. মুখার্জী।
উত্তরঃ (a) এ. আর. দেশাই
(v) ‘চুক্তি কৃষি’ বিষয়টি সাধারণত আলোচিত হয় ……….. -এর সাথে।
(a) বিশ্বায়ন (d) উদারীকরণ (c) পাশ্চাত্যীকরণ
(d) আধুনিকীকরণ।
উত্তরঃ (a) বিশ্বায়ন
(vi) ‘অরোভিল’ একটি বিশ্ব সর্বধর্ম সমন্বয় কেন্দ্র গঠিত হয়েছে ………..এর শিক্ষার উপর নির্ভর করে।
(a) ঋষি অরবিন্দ
(b) মৌলানা আবুল কালাম আজাদ
(c ) স্বামী বিবেকানন্দ
(d) রামকৃষ্ণ পরমহংস।
উত্তরঃ (a) ঋষি অরবিন্দ
(vii) Who Were Shudras’ গ্রন্থের লেখক
(a) স্বামী বিবেকানন্দ
(b) বি. আর. আম্বেদকর
(c) স্বামী দয়ানন্দ সরস্বতী
(d) অ্যানি বেসান্ত।
উত্তরঃ (b) বি. আর. আম্বেদকর
(viii) ‘Social problems in India’ গ্রন্থের লেখক
(a) রাম আহুজা
(b) রিচার্ড সি. ফুলার
(c) রিচার্ড আর. মেয়ার
(d) জওহরলাল নেহেরু।
উত্তরঃ (a) রাম আহুজা
(ix) Prevention of Money Laundering Act, 2002 পাশ হয় …………… জন্য ।
(a ) সন্ত্রাসবাদ প্রতিরোধের
(b) দারিদ্র দূরীকরণের
(c ) সাম্প্রদায়িকতা প্রতিরোধের
(d) দুর্নীতি প্রতিরোধের।
উত্তরঃ (d) দুর্নীতি প্রতিরোধের।
(x) …………. উদ্যোগে ‘নারী শিক্ষা ভাণ্ডার’ প্রতিষ্ঠিত হয়।
(a ) রবীন্দ্রনাথ ঠাকুর (b) স্বামী বিবেকানন্দ
(c) মহাত্মা গান্ধী (d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উত্তরঃ (d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
(xi) ইরাবতী কার্ডে ভারতীয় সমাজ অধ্যয়নে দৃষ্টিভঙ্গীর সমাজতাত্ত্বিক ছিলেন—
(a) ঐতিহাসিক (b) ভারততাত্ত্বিক
(c) কাঠামো কার্যগত (d) দ্বান্দ্বিক।
উত্তরঃ (b) ভারততাত্ত্বিক
(xii) ……….. 1912 সালে ‘আল হিলাল’ পত্রিকা প্রকাশ করেন।
(a) মৌলানা আবুল কালাম আজাদ
(b) স্যার সৈয়দ আহমেদ খান
(c) বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন
(d) আমির আলি।
উত্তরঃ (a) মৌলানা আবুল কালাম আজাদ
(xiii) ভারতের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা নষ্ট করার এক জ্বলন্ত সমস্যা
হলো ……………।
(a ) প্রাদেশিকতাবাদ (b) দাঙ্গা (c) গৃহযুদ্ধ
(d) সন্ত্রাসবাদ।
উত্তরঃ (d) সন্ত্রাসবাদ।
(xiv) ……………. বোম্বাই (মুম্বাই) বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের প্রথম ভারতীয় অধ্যাপক ছিলেন।
(a) এম. এন. শ্রীনিবাস (b) জি. এস. ঘুরে
(c) কে. এম. কাপাড়িয়া (d) আই. পি. দেশাই।
উত্তরঃ (b) জি. এস. ঘুরে
(xv) …………. ভারতবর্ষকে নৃতত্ত্বের সংগ্রহশালা বা ‘Ethnological Museum’ আখ্যা দিয়েছেন।
(a) হ্যারল্ড গোল্ড (b) বিডলম্যান
(c) ভিনসেন্ট স্মিথ (d) অস্কার লিয়ুইস।
উত্তরঃ (c) ভিনসেন্ট স্মিথ
(xvi) নারী উন্নয়নের কর্মসূচী অনুযায়ী ……………… মাধ্যমে মহিলাদের অঙ্গনওয়াড়ী কর্মীকে কাজের সুযোগ দেওয়া হয়েছে।
(a) ICDS (b) SGSY (c) CPWC (d) STEP
উত্তরঃ (a) ICDS
(xvii) ‘Village Communities in the East and the West’ গ্রন্থটি কার লেখা ?
(a) স্যার প্যাট্রিক গেডেস
(b) স্যার হেনরী মেইন
(c) এম. এন. শ্রীনিবাস
(d) এ. আর. দেশাই।
উত্তরঃ (b) স্যার হেনরী মেইন
(xviii) ভারতবর্ষে উদারনীতিকরণ প্রক্রিয়া চালু হয়
(a) 1989 (b) 1991 (c) 1995 (d) 1997
উত্তরঃ (b) 1991
(xix) ত্রিস্তর রূপান্তর জড়িত হল—
(a ) স্বামী বিবেকানন্দ
(b) ঋষি অরবিন্দ
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) এফ. জে. মৌয়াত।
উত্তরঃ (b) ঋষি অরবিন্দ
( xx) ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ সম্পর্কিত
(a) দারিদ্র্য (b) নিরক্ষরতা (c) উগ্রপন্থা
(d) আঞ্চলিকতাবাদ।
উত্তরঃ (b) নিরক্ষরতা
(xxi) ‘শান্তারাম কমিটি’ সুপারিশ করে …………… নিয়ন্ত্রণ করতে।
(a) সাম্প্রদায়িকতা (b) দুর্নীতি (c) মুদ্রাস্ফীতি
(d) জনসংখ্যায় আধিক্য।
উত্তরঃ (b) দুর্নীতি
(xxii) চিপকো আন্দোলনের নেতা / নেত্রী হলেন
(a) মেধা পাটেকর
(b) শঙ্কর গুহ নিয়োগী
(c) সুন্দরলাল সুন্দরলাল বহুগুণা
(d) অরুন্ধতী রায়।
উত্তরঃ (c) সুন্দরলাল সুন্দরলাল বহুগুণা
(xxiii) ‘ধর্ম ও মানবতা হল সমার্থক’— বলেন—
(a) ফ্রেজার (b) ম্যাক আইভার (c) কোঁৎ
(d) দুর্খেইম।
উত্তরঃ (c) কোঁৎ
(xxiv) ‘Electronic Money’ ধারণাটি যুক্ত ………….. -এর সাথে।
(a) বিশ্বায়ন (b) দুর্নীতি (c) আইন
(d) আধুনিকীকরণ।
উত্তরঃ (a) বিশ্বায়ন
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর অনধিক 20 টি শব্দের মধ্যে দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16
(i) BOD-এর পূর্ণরূপ কী ?
উত্তরঃ Biochemical Oxigen Demand.
অথবা,
কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে দৃষ্টিভঙ্গিতে সমগ্র সমাজকাঠামোর সাথে যুক্ত বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্ক ক্রিয়া-প্রতিক্রিয়ার ধরন বিশ্লেষিত হয়।
(ii) ভারতবর্ষে জনাধিক্য রোধে গৃহীত দুটি উপায় লেখো।
উত্তরঃ বিবাহ বয়স নিয়ন্ত্রন ও দারিদ্র দুরকরণ।
(iii) পশ্চিমীকরণ বলতে কি বোঝো ?
উত্তরঃ শ্রীনিবাসের মতে, পশ্চিমী সমাজের সঙ্গে দীর্ঘকাল সংযোগ সম্পর্কের ফলে অপশ্চিমী সমাজের প্রযুক্তি, মতাদর্শ ও মূল্যবোধের যে পরিবর্তন ঘটে, তা পশ্চিমীকরণ।
অথবা,
সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কী ?
উত্তরঃ নিরক্ষরতা দুরীকরণ।
(iv) WTO-র পূর্ণরূপ কী ?
উত্তরঃ World Trade Organisation.
(v) Economic drain’ বলতে কি বোঝো ?
উত্তরঃ দাদাভাই নৌরজির মতে, বৃটিশদের শোষন, লুন্ঠন এর জন্য ভারতে ধন নিষ্কাশন ও অবশিল্পায়ন পর্ব সূচীত হয়। একে Economic Drain বলে।
অথবা,
উপজাতি বলতে কী বোঝো ?
উত্তরঃ সমজাতীয় বংশানুক্রমিক গোষ্ঠী ও অভিন্ন ভাষা সংস্কৃতি ভিত্তিক গোষ্ঠীকে উপজাতি বলে।
(vi) IRDP এর পূর্ণরূপ কী ?
উত্তরঃ Integrated Rural Development Programme.
অথবা,
IMF এর পূর্ণরূপ কী ?
উত্তরঃ International Monitary Fund.
(vii) ব্রিটিশ সরকার ভারতে কোন্ তিন ধরনের ভূমিসত্ত্ব ব্যবস্থা বজায় রেখেছিল ?
উত্তরঃ
(viii) যৌথ পরিবারের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ একত্রে বসবাস করা।
(ix) ‘ভূমিদাস’ কাদের বলা হত ?
উত্তরঃ যাদের নিজস্ব জমি ছিল না, যারা জীবন ও জীবিকার জন্য অক্লান্ত পরিশ্রম করত তোদের ভূমিদার বলা হত।
অথবা,
বুনিয়াদি শিক্ষা কী ?
উত্তরঃ শিশু কিশোরদের অন্তর্নিহিত সম্ভাবনার সর্বাঙ্গীন বিকাশ ও জাতির বুনিয়াদকে দৃঢ় করা, কাজের মাধ্যমে জ্ঞআনআর্জন, স্বনির্ভর হওয়া।
(x) কৃষির বাণিজ্যকরণ’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ নতুন প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে কৃষিপন্যকে বাজারমুখী করে তোলা।
(xi) নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কিত দুটি কর্মসূচীর নাম লেখো।
উত্তরঃ জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি (NAED) ও সর্বশিক্ষা অভিযান (SSA).
অথবা,
ভারতে জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ উল্লেখ করো।
উত্তরঃ দারিদ্রতা ও অল্প বয়সে বিবাহ
(xii) স্বায়ত্তশাসন’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ যে শাসনব্যাবস্থায় মানুষ বা সংস্থার স্বাধীনতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে নিজেরা শাসনকার্য চালায়।
অথবা,
‘সত্যশোধক সমাজের’ প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জ্যোতিরা ফুলে।
(xii) সর্বোদয়’-এর অর্থ কী ?
উত্তরঃ সকলের মঙ্গল সাধন।
(xiv) ‘যজমান’ কারা ?
উত্তরঃ যজমানি ব্যবস্থায় যারা সেবা ও কাজ গ্রহন করে।
(xv) জাতি ও শ্রেণীর মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তরঃ জাতি আরোপিত ও শ্রেণি অস্থিত।
(xvi) অপারেশন বর্গা কী ?
উত্তরঃ বামফ্রন্ট সংস্কারের নেতৃবর্গ ভূমি সংস্কারের মাধ্যমে ভূমি বন্টন ভোগকারীদের মধ্যে কআর্যএর ভাগ ও নথিভুক্ত আইন রূপায়নে সচেষ্ট হয়।
অথবা,
বি. এন. শীল কে ছিলেন ?
উত্তরঃ একজন সমাজতত্ত্ববিদ্ ও ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক।
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)
[ 3 নম্বরের প্রশ্নের উত্তর 100 শব্দের মধ্যে দিতে হবে। 5 নম্বরের প্রশ্নের উত্তর 200 শব্দের মধ্যে দিতে হবে এবং 8 নম্বরের প্রশ্নের উত্তর 300 শব্দের মধ্যে দিতে হবে ]
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40
(a) ভারতবর্ষে প্রাক্-স্বাধীনতা যুগে সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। 5+3
অথবা,
ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গী বলতে কী বোঝায় ? এই প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। 3+5
(b) সংস্কৃতায়ন বলতে কি বোঝায় ? প্রাক্-ব্রিটিশ সমাজের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 3+5
(c) ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গী আলোচনা করো। 8
অথবা,
জাতি ব্যবস্থা সম্বন্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো।
(d) রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্বন্ধে অবদান লেখো। 8
(e) গণমাধ্যম বলতে কী বোঝো ? সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো।
অথবা,
ভারতবর্ষে নারী নির্যাতনের উপর আলোচনা করো।