ভারতীয় ডাক বিভাগে প্রচুর নিয়োগ ২০২৪
» Advt No- Rectt/M-12/Staff Car Driver/ 2023/6/ Advertisement-2
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ ২০২৪: ভারতীয় ডাক বিভাগ স্টাফ কার ড্রাইভার (সাধারণ গ্রেড), জেনারেল সেন্ট্রাল সার্ভিসেস, জিআর-সি, নন-গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছে আবেদন চাইছে। আবেদন করার জন্য, আবেদনকারীকে হালকা এবং ভারী মোটর গাড়ির বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ১০ম শ্রেণী পাস হতে হবে।আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।
» পদেরনাম– Staff Car Driver (Ordinary Grade)
» মোট শূন্যপদ– ৭৮
» শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীর হালকা এবং ভারী মোটর গাড়ির জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনকারীকে মোটর মেকানিজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে যানবাহনের ছোটখাটো ত্রুটি দূর করতে সক্ষম হতে হবে।কমপক্ষে তিন বছরের হালকা এবং ভারী মোটরযান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণী পাস হতে হবে।
» বয়সসীমা– আবেদনকারীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।
» আবেদন পদ্ধতি– অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনকারীদের পোস্ট/কুরিয়ারের মাধ্যমে তাদের সম্পূর্ণ আবেদনপত্র পাঠাতে হবে। এটা মনে রাখা অপরিহার্য যে অন্য কোন উপায় বা আবেদনের পদ্ধতি গ্রহণ করা হবে না। আবেদনটি অবশ্যই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে ।
»আবেদনপত্র পাঠানোর ঠিকানা– Mail Motor Service, Kanpur GPO Complex, Kanpur-208001, Uttar Pradesh.
»আবেদন ফি– প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
»মাসিক বেতন – ১৯৯০০-৬৩২০০ /- টাকা।
» আবেদনের শেষ তারিখ– ৯ই ফেব্রুয়ারী, ২০২৪।
Official Notification– Download Now