কারক, বিভক্তি ও অনুসর্গ MCQ Mock Test দশম শ্রেণি বাংলা | Karok Bivokti MCQ Mock Test Class 10 Bengali wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কারক, বিভক্তি ও অনুসর্গ MCQ Mock Test দশম শ্রেণি বাংলা | Karok Bivokti MCQ Mock Test Class 10 Bengali wbbse

মাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৪-২৫ | দশম শ্রেণির বাংলা পাঠ্যসূচী ২০২৫ | WBBSE Madhyamik Bengali Syllabus 2024-25

দশম শ্রেণির বাংলা পাঠ্যবই সমাধান | WBBSE Class 10 Bengali Textbook Solution

দশম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট | WBBSE Madhyamik All Subject Unit Test Question Paper

মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ | WBBSE Madhyamik Exam Routine 2025

দশম শ্রেণির বিগত বছরের প্রশ্নপত্র সমস্ত বিষয় | WBBSE All Subject Previous Year Question Paper

দশম শ্রেণির সমস্ত বিষয়ের মক্ টেস্ট | WBBSE Class 10 All Subject MCQ MOCK Test

• সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নের মান-১)

Q ➤ ১. ‘কারক‘ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – (ক) যে কাজ করে (খ) যে কাজ করে না (গ) যে বলে (ঘ) যে চলে।


Q ➤ ২. ‘বিভক্তি‘ কথার সাধারণ অর্থ – (ক) বণ্টন (খ) বিশেষ ভক্তি (গ) বিভাজন (ঘ) কোনোটাই নয় ।


Q ➤ ৩. ধাতু বিভক্তির অপর নাম – (ক) শব্দ বিভক্ত (খ) ক্রিয়া বিভক্তি (গ) নির্দেশক (ঘ) অনুসর্গ ।


Q ➤ ৪. অনুসর্গ একধরণের– (ক) অব্যয় (খ) সর্বনাম (গ) নির্দেশক (ঘ) বিশেষ্য


Q ➤ ৫. নীচের কোনটি নির্দেশক– (ক) গুলি (খ) থেকে (গ) কে (ঘ) কর্তৃক


Q ➤ ৬. র বা এর বিভক্তি যুক্ত থাকে – (ক) কর্ম কারকে (খ) সম্বোধন পদে (গ) সম্বন্ধ পদে (ঘ) করন কারকে।


Q ➤ ৭. অনুসর্গ প্রধান কারক হল – (ক) কর্মকারক (খ) করণ কারক (গ) কর্তৃ কারক (ঘ) অপাদান কারক।


Q ➤ ৮. তোমায় গান করতে হবে, যে কারকের দৃষ্টান্ত – (ক) কর্তৃ কারক (খ) কর্ম কারক (গ) করন কারক (ঘ) নিমিত্ত কারক ।


Q ➤ ৯. অনুসর্গের অপর নাম– (ক) পরসর্গ (খ) পরাসর্গ (গ) পরাস্বর্গ (ঘ) পরস্বর্গ


Q ➤ ১০. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে– (ক) কর্তৃকারক (খ) করণকারক (গ) কর্মকারক (ঘ) অপাদান কারক


Q ➤ ১১. দ্বারা, দিয়া, হইতে, থেকে-এগুলিকে বলে– (ক) অব্যয় (খ) উপসর্গ (গ) অনুসর্গ (ঘ) অনন্বয়ী অব্যয়


Q ➤ ১২. ট্রেন কলকাতা পৌঁছেছে।– বাক্যে ‘কলকাতা’ কোন্ কারক ? (ক) করণ (খ) অপাদান (গ) অধিকরণ (ঘ) কর্ম কারক


Q ➤ ১৩. ক্রিয়াকে ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে ? (ক) কর্মকারক (খ) করণ কারক (গ) অপাদান কারক (ঘ) কর্তৃকারক


Q ➤ ১৪. কোনটি প্রানীবাচক কর্ম ? (ক) মুখ্য (খ) গৌণ (গ) উদ্দেশ্য (ঘ) বিধেয়


Q ➤ ১৫. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় ? (ক) কারক (খ) সন্ধি (গ) প্রকৃতি (ঘ) সমাস


Q ➤ ১৬. ‘বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ ‘– ‘বৃষ্টিতে’ পদটি কোন্ কারক ? (গ) কর্তৃকারক (খ) অপাদান কারক (গ) কর্মকারক (ঘ) করণকারক


Q ➤ ১৭. একই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়ার কর্মকে বলে– (ক) অক্ষুণ্ণ কর্ম (খ) সমধাতুজ কর্তা (গ) মুখ্যকর্ম (ঘ) সমধাতুজ কর্ম


Q ➤ ১৮. তির্যক বিভক্তি হল— (ক) শূন্য বিভক্তির অপর নাম (খ) একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি (গ) একসঙ্গে সব রকমের বিভক্তি (ঘ) একসঙ্গে বিভক্তি ও অনুসর্গ


Q ➤ ১৯. তির্যক বিভক্তির উদাহরণ– (ক) দ্বারা (খ) টি (গ) তে (ঘ) থেকে


Q ➤ ২০. টি,টা,খানি, খানা এগুলি হল — (ক) নির্দেশক (খ) উপসর্গ (গ) অনুসর্গ (ঘ) বিভক্তি


Q ➤ ২১. কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয়— (ক) উহ্য কর্তা (খ) অনুক্ত কর্তা (গ) প্রযোজক কর্তা (ঘ) প্রযোজ্য কর্তা


Q ➤ ২২. কারক কথাটির ব্যুৎপত্তি বা প্রত্যয় হল– (ক) √কৃ + ণক্ (অক্) (খ) √কৃ + উক্ (গ) √কৃ + যক্ (ঘ) √কর্ + অক্


Q ➤ ২৩. বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে– (ক) সমাস (খ) কারক (গ) অকারক (ঘ) বিভক্তি


Q ➤ ২৪. অকারক হল— (ক) ২ টি (খ) ৩ টি (গ) ৪ টি (ঘ) ৫ টি


Q ➤ ২৫. বিভক্তি শব্দের ব্যুৎপত্তি হল– (ক) বি-ভজ্+তি (খ) বি+ভজ্+তি (গ) বি+ভক্তি (ঘ) বি+ভক্ +তি


Q ➤ ২৬. যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাকে বলে– (ক) শূন্য বিভক্তি (খ) তির্যক বিভক্তি (গ) নির্দেশক (ঘ) অনুসর্গ


Q ➤ ২৭. যে সব বিভক্তি শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে বলে– (ক) তির্যক বিভক্তি (খ) শূন্য বিভক্তি (গ) ক ও খ উভয়ই (ঘ) কোনোটিই নয়


Q ➤ ২৮. যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলে– (ক) প্রযোজক কর্তা (খ) প্রযোজ্য কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা


Q ➤ ২৯. অন্যের প্রেরণায় যে কর্তা কাজ করে তাকে বলে– (ক) প্রযোজক কর্তা (খ) প্রযোজ্য কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা


Q ➤ ৩০. মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। -এখানে ‘মা’ কোন কর্তা ? (ক) প্রযোজক কর্তা (খ) প্রযোজ্য কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা


Q ➤ ৩১. মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। -এখানে ‘শিশু’ কোন কর্তা ? (ক) প্রযোজক কর্তা (খ) প্রযোজ্য কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা


Q ➤ ৩২. যখন দুটি কর্তার মাঝে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া বোঝায় তখন তাকে বলে– (ক) প্রযোজক কর্তা (খ) প্রযোজ্য কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা


Q ➤ ৩৩. পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে।- এখানে ‘পণ্ডিতে পণ্ডিতে’ কোন্ কর্তা ? (ক) প্রযোজক কর্তা (খ) সমধাতুজ কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা


Q ➤ ৩৪. দুটি কর্তার মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্রিয়া সম্পাদন হলে তাকে বলে– (ক) সহযোগী কর্তা (খ) সমধাতুজ কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা


Q ➤ ৩৫. কর্তা এবং ক্রিয়া এক‌ই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে বলে– (ক) সমধাতুজ কর্তা (খ) সমধাতুজ কর্ম (গ) সমধাতুজ করণ (ঘ) সহযোগী কর্তা


Q ➤ ৩৬. এক‌ই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে– (ক) সহযোগী কর্তা (খ) সমধাতুজ কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা


Q ➤ ৩৭. এক‌ই ক্রিয়ার দুটি কর্মের মধ্যে একটি জড়বাচক ও অন্যটি প্রাণীবাচক হলে জড়বাচক কর্মটিকে বলে– (ক) মুখ্য কর্ম (খ) গৌন কর্ম (গ) অক্ষুণ্ণ কর্ম (ঘ) ঊহ্য কর্ম


Q ➤ ৩৮. এক‌ই ক্রিয়ার দুটি কর্মের মধ্যে একটি জড়বাচক ও অন্যটি প্রাণীবাচক হলে প্রাণীবাচক কর্মটিকে বলে– (ক) মুখ্য কর্ম (খ) গৌন কর্ম (গ) অক্ষুণ্ণ কর্ম (ঘ) ঊহ্য কর্ম


Q ➤ ৩৯. মায়ার বাঁধনে বেঁধেছ মোরে।– নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ— (ক) সমধাতুজ কর্তা (খ) সমধাতুজ কর্ম (গ) সমধাতুজ করণ (ঘ) সহযোগী কর্তা


Leave a Reply