প্রিয় ছাত্র-ছাত্রী, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের জন্য MCQ মক্ টেস্ট। নিজেকে যাচাই করার জন্য অত্যন্ত উপযোগী এই মক্ টেস্ট। Quiz Test প্র্যাকটিস করলে তুমি অনেকের থেকে এক কদম এগিয়ে থাকবে। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য Quiz Blog এর আয়োজন করা হলো। প্রতিটি প্রশ্নের মান -১, প্র্যাকটিস্ করার শেষে অবশ্যই একটা কমেন্ট করবে। কারণ তোমার একটা কমেন্ট ব্লগ চালিয়ে যাওয়ার অণুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।
Q ➤ ১. কবি যে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি— (ক) ক্রন্দনরতা (খ) স্নেহময়ীৎ(গ) সুজলা-সুফলা (ঘ) জরাজীর্ন
Q ➤ ২. বিধির বিচার চাওয়ার চেয়ে কবির কাছে গুরুত্বপূর্ণ হল— (ক) আত্মার শান্তিকামনা (খ) প্রতিবাদ (গ) আত্মসুখ সন্ধান (ঘ) অন্য প্রসঙ্গে চলে যাওয়া
Q ➤ ৩. নিজের বিবেককে কবি যার সঙ্গে তুলনা করেছেন, তা হল— (ক) ঝড় (খ) বারুদ (গ) বিদ্যুৎ (ঘ) আলাে
Q ➤ ৪. ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে— (ক) লেখা লেখিকে (খ) বেঁচে থাকাকে (গ) নাগরিক হওয়াকে (ঘ) রাজনীতিকে
Q ➤ ৫. “আমি তা পারি না।” – যা না পারার কথা বলা হয়েছে, তা হল— (ক) বিধির মুখাপেক্ষী হয়ে থাকা (খ) নিজের সুখসন্ধান (গ) প্রতিবাদ-বিমুখ হয়ে থাকা (ঘ) কবিতা লেখা।
Q ➤ ৬. নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল— (ক) বেদনা (খ) সহানুভূতি (গ) ক্রোধ (ঘ) আত্মগ্লানি
Q ➤ ৭. ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে যে মেয়েটির, সে– (ক) পথ হারিয়েছিল (খ) নিখোঁজ ছিল (গ) খেলতে গিয়েছিল (ঘ) পালিয়ে গিয়েছিল
Q ➤ ৮. কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে পাওয়া গিয়েছিল— (ক) নিজের বাড়িতে (খ) রাস্তায় (গ) জঙ্গলে শত্রু শিবিরে (ঘ) জঙ্গলে
Q ➤ ৯. আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয়— (ক) বৃষ্টি (খ) বিধির বিচার (গ) ঈশ্বরের শুভেচ্ছা (ঘ) চাঁদের টিপ
Q ➤ ১০. নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে পাওয়া গিয়েছিল— (ক) গুলিবিদ্ধ অবস্থায় (খ) রক্তাক্ত অবস্থায় (গ) ছিন্ন ভিন্ন অবস্থায় (ঘ) অচৈতন্য অবস্থায়
Q ➤ ১১. কবির বিবেক জেগে ওঠার পটভূমি হল— (ক) সমাজ (খ) পরিবার (গ) কবিতা (ঘ) রাজনীতি
Q ➤ ১২. কবি যার পাশে থাকতে চেয়েছেন— (ক) দরিদ্র মানুষের (খ) ক্রন্দনরতা জননীর (গ) শহরের পাশে (ঘ) সমস্ত পৃথিবীবাসীর
Q ➤ ১৩. ছিন্নভিন্ন মেয়ে টিকে দেখে কবি তাকাতে চান না— (ক) পৃথিবীর দিকে (খ) সমাজের দিকে (গ) জঙ্গলের দিকে (ঘ) আকাশের দিকে
Q ➤ ১৪. কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্য গ্রন্থের নাম— (ক) জল পাই কাঠের এসরাজ (খ) ঝরা পালক (গ) সোনার তরী (ঘ) সোনার মাছি খুন করেছি
Q ➤ ১৫. ‘ক্রন্দনরতা জননী পাশে’ কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্য গ্রন্থ থেকে ? (ক) ধানক্ষেত (খ) সোনার বুদ্ধ (গ) এভাবে কাঁদে না (ঘ) সূর্যাস্তে নির্মিত গৃহ
Q ➤ ১৬. ‘কেন তবে আঁকা আঁকি ‘ কথাটির অর্থ হলো— (ক) না আঁকায় শ্রেয় (খ) আঁকা আঁকির অর্থ না বোঝা (গ) আঁকা অর্থ সময়ের অপচয় (ঘ) আঁকা আঁকি করাটাই অর্থহীন
Q ➤ ১৭. “আমি তা পারিনা”। এখানে আমি কে ? (ক) শ্রোতা (খ) পাঠক (গ) সচেতন মানুষ (ঘ) কবি
Q ➤ ১৮. ‘বিস্ফোরনের আগে’ কী জেগে উঠে ? (ক) আগ্নেয় গিরি (খ) জনগন (গ) কবির বিবেক (ঘ) প্রতিবাদী আন্দোলন
Pingback: উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | WBBSE H.S Bengali Question Answer - Prosnodekho -