2017
PHYSICAL SCIENCE
(New Syllabus)
(For Regular & External Candidates)
Time: Three Hours Fifteen Minutes
(First fifteen minutes for reading the question paper)
Full Marks—
90 For Regular Candidates
100 For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point. rks will be deducted for spelling mistakes, untidiness & bad handwriting.
কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।
বিভাগ- ‘ক’
1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো : 1×15=15
1.1 নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ?
(a) মিথেন
(b) জলীয় বাষ্প
(c) কার্বন ডাইঅক্সাইড
(d) অক্সিজেন
উত্তরঃ (d) অক্সিজেন
1.2 নিচের কোনটি চাপের SI একক ?
(a) Nm² (b) Nm⁻² (c) Nm (d) N
উত্তরঃ (b) Nm⁻²
1.3 একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32; নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন ?
(a) 8 (b) 16 (c) 32 (d) 64
উত্তরঃ (d) 64
1.4 নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?
(a) উষ্ণতা (b) দৈর্ঘ্য (c) উপাদানে প্রকৃতি
(d) প্রস্তুচ্ছেদ
উত্তরঃ (c) উপাদানে প্রকৃতি
1.5 দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী ?
(a) f=2r (b) f=`fracr{2}` (c) f=`fracr{3}` (d) f=`frac3{2}`r
উত্তরঃ (b) f=`fracr{2}`
1.6 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি ?
(a) লাল (b) হলুদ (c) বেগুনি (d) সবুজ
উত্তরঃ (c) বেগুনি
1.7 নিম্নলিখিত ভৌত রাশি গুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি ?
(a) কুলম্ব · সেকেন্ড
(b) ভোল্ট · ওহম⁻¹
(c) ভোল্ট · ওহম
(d) ভোল্ট⁻¹ · ওহম
উত্তরঃ (b) ভোল্ট ওহম⁻¹
1.8 নীচের কোনটির রোধাঙ্ক ও উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় ?
(a) পরিবাহী (b) অর্ধপরিবাহী
(c) অতিপরিবাহী (d) অন্তরক
উত্তরঃ (b) অর্ধপরিবাহী
1.9 নীচের কোনটি α, β, γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম ?
(a) α>β>γ (b) α>γ>β (c) γ>β>α
(d) β>α>γ
উত্তরঃ (a) α>β>γ
1.10 নিচের কোনটির পারমানবিক ব্যাসার্ধ সর্বাধিক ?
(a) K (b) H (c) Li (d) Na
উত্তরঃ (a) K
1.11 নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান ?
(a) হাইড্রোজেন ক্লোরাইড
(b) সোডিয়াম ক্লোরাইড
(c) লিথিয়াম হাইড্রাইড
(d) ক্যালশিয়াম অক্সাইড
উত্তরঃ (a) হাইড্রোজেন ক্লোরাইড
1.12 নিচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ?
(a) CH₃COOH (b) NaOH (c) H₂SO₄
(d) NaCI
উত্তরঃ (a) CH₃COOH
1.13 নীচের কোনটি আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় ?
(a) গাঢ় H₂SO₄ (b) P₂O₅ (c) CaO
(d) CaCl₂
উত্তরঃ (c) CaO
1.14 নীচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক ?
(a) বক্সাইট (b) হেমাটাইট (c) ম্যালাকাইট
(d) চ্যালকোপাইরাইটস
উত্তরঃ (a) বক্সাইট
1.15 নীচের কোনটি আলডিহাইডের কার্যকারী গ্রুপ ?
(a) –OH (b) –CHO (c) >C=O
(d) –COOH
উত্তরঃ (b) –CHO
বিভাগ- ‘খ’
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×10=10
2.1 শূন্যস্থান পূরন করো :
ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ____________।
উত্তরঃ কমতে থাকে।
অথবা,
ভূ- উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ ভূ- উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের (গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা) সঞ্চিত বরফের স্তূপগুলি গলে যাবে এবং সমুদ্রে জলস্ফীতি ঘটবে। ফলে ভারত বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ফিলিপিন্স প্রভৃতি সমুদ্রতীরবর্তী দেশের উপকূল ভাগে বিরাট এলাকা জলমগ্ন হয়ে যাবে। সমুদ্রের লবনাক্ত জলের প্রভাবে উর্বর কৃষিজমিগুলি চাষের অনুপযুক্ত হবে, এর পরিণতি হিসেবে ফসলের উৎপাদন ব্যাপক ভাবে ব্যাহত হবে।
2.2 UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুয়োরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে ?
উত্তরঃ ক্লোরিন গ্যাস।
2.3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO₂ এবং N₂ গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক।
উত্তরঃ মিথ্যা।
2.4 বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও অয়তনের মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তরঃ বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও অয়তনের মধ্যে সম্পর্কটি হল– PV = ধ্রুবক।
2.5 তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ?
উত্তরঃ তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য হল– তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।
অথবা,
তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী ?
উত্তরঃ
2.6 আলোকের বিচ্ছুরণের একটি প্রকৃতিক উদাহরণ দাও।
উত্তরঃ আলোকের বিচ্ছুরণের একটি প্রকৃতিক উদাহরণ হল– রামধনু ।
2.7 কোন্ ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় ?
উত্তরঃ হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় অবতল লেন্সের দ্বারা।
2.8 যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্রের গতিতে কী পরীবর্তন ঘটবে ?
উত্তরঃ যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্র বিপরীত দিকে ঘুরবে।
2.9 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে ?
উত্তরঃ 1 জুল।
2.10 তেজস্ক্রিয় পরমাণুর কোন্ অংশ থেকে β কণা নির্গত হয় ?
উত্তরঃ তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে β কণা নির্গত হয়।
অথবা,
238/92 U থেকে α কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ 238/92 U থেকে α কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা 90।
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.11.1 একটি সন্ধিগত মৌল | (a) অ্যালুমিনিয়াম |
2.11.2 একটি ইউরেনিয়ামোত্তর মৌল | (b) নিকেল |
2.11.3 থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe₂O₃ -কে বিজারিত করে | (c) টিন |
2.11.4 ধাতু সংকর কাঁসাতে উপস্থিত | (d) প্লুটোনিয়াম |
উত্তরঃ
(b) নিকেল
(d) প্লুটোনিয়াম
(a) অ্যালুমিনিয়াম
(c) টিন
2.12 F₂ অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। (F = 9)
2.13 বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ?
উত্তরঃ
অথবা,
কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা ?
উত্তরঃ কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপাদানের আয়নগুলি। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপাদান আয়নগুলির পারস্পরিক আকর্ষন বল শিথিল হয়ে আয়নগুলি গতিশীল হয়। এই গতিশীল আয়নগুলিই গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে।
2.14 Cu⁻ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO₄ এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ?
উত্তরঃ Cu⁻ তড়িৎদ্বার ব্যাবহার করে CuSO₄ এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ Cu আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়।
2.15 লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
উত্তরঃ লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল– PbS ।
অথবা,
আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয় ?
উত্তরঃ আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ সবুজ হয়ে যায়।
2.16 ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়। একটি অ্যামোনিয়া, অপরটি কী ?
উত্তরঃ অপরটি হল– কার্বন ডাই অক্সাইড।
2.17 পলি (ভিনাইল ক্লোরাইড) এর একটি ব্যবহার উল্লেখ করো।
উত্তরঃ পলি (ভিনাইল ক্লোরাইড) এর একটি ব্যবহার হল– বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
2.18 CH₃CH₂CH₂OH এর IUPAC নাম লেখো।
অথবা,
CH₃CH₂OH সমাবয়বের গঠন সংকেত লেখো।
‘গ’ বিভাগ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়):
3.1 কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝায় ? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি ?
3.2 STP তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m³ হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?
অথবা,
4 আ্যটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 8g H₂ গ্যাসের (H=1) অয়াতন কত হবে ?
(R=0.082 লিটার আ্যটমস্ফিয়ার মোল⁻¹ K⁻¹)
3.3 কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে ?
উত্তরঃ কোনো মাধ্যমে আলোর বেগ বেশি হলে প্রতিসরাঙ্ক কম হয় এবং আলোর বেগ কম হলে প্রতিসরাঙ্ক বেশি হয়। অর্থাৎ কোনো মাধ্যমে আলোর বেগের সাথে প্রতিসরাঙ্কের ব্যাস্তানুপাতিক সম্পর্ক।
অথবা,
গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন ?
3.4 ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।
3.5 চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন ?
অথবা,
সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন ?
3.6 ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের নীচের দুটি ধর্মের তুলনা করোঃ
গলনাঙ্ক ও জলে দ্রাব্যতা।
3.7 কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
3.8 জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় ? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
অথবা,
CuSO₄ এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয় ? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।
3.9 ইথিলিন এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
অথবা,
ডিনেচার্ড স্পিরিট কী ?
বিভাগ- ‘ঘ’
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
4.1 গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের (V বনাম t) সাহায্যে প্রকাশ করো। 2+1
4.2 অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে ? 3
(H=1, N=14, O=16, S=32)
অথবা,
CaCO₃ এর সঙ্গে লঘু HCI এর বিক্রিয়ায় CaCl₂, CO₂ ও H₂O উৎপন্ন হয়। 50.0 g CaCO₃ থেকে 55.5 g CaCl₂, 22.0 g CO₂ ও 9.0 g H₂O উৎপন্ন করতে কত গ্রাম HCI এর প্রয়োজন হবে ? প্রয়োজনীয় HCI এর মোল সংখ্যা কত ? (H=1, Cl=35.5) 2+1
4.3 স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ? এর মান কত ? 2+1
অথবা,
তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপপরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো। 2+1
4.4 আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্রটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটিও লেখো। 2+1
4.5 অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের দৈর্ঘ্য সম্পর্কটি নির্ণয় করো।
অথবা,
একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়। দেখাও যে চ্যুতিকোণের মান δ= i₁+i₂ – A। (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত) 3
4.6 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কী বোঝায় ? 2+1
4.7 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে ১০ ঘন্টার সঙ্গে যুক্ত করা হল। ব্যায়িত তড়িৎ শক্তির পরিমাণ BOT এককে নির্ণয় করো।
অথবা,
6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অন্তিম রোধ কত হবে ? 3
4.8 ভর ত্রুটি বলতে কী বোঝায় ? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী ? 2+1
4.9 মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়। 2+1
অথবা,
মৌলের তড়িৎঋণাত্মকতা বলতে কী বোঝায় ? ওপর থেকে নীচের দিকে দীর্ঘ পর্যায়সারণির গ্রুপ। মৌলগুলির তড়িৎঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় ? 2+1
4.10 তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী ? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয় ? 1+2
4.11 স্পর্শ পদ্ধতিতে SO₂ থেকে SO₃ এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন SO₃ থেকে কিভাবে H₂SO₄ প্রস্তুত করা হয় ? (2+1)
4.12 অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। LPG-র একটি ব্যবহার উল্লেখ করো। (2+1)
অথবা,
কীভাবে পরিবর্তিত করবে ?
CH₃ CH₂ OH → CH₂ = CH₂
প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কীভাবে ? (2+1)
‘ঙ’ বিভাগ
(শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো চারটি) 1×4
5.1 বায়োগ্যাসের মুখ্য উপাদান কী ?
5.2 তড়িৎ আধান এর SI একক কী ?
5.3 দীর্ঘ পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে কটি মৌল আছে?
5.4 যে তেজস্ক্রিয় রশ্মি কণা দ্বারা গঠিত নয় সেটি কী ?
5.5 CNG-র শিল্প উৎস কী ?
6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো 3 টি) 2×3 = 6
6.1 উয়তার পরম স্কেল কী ?
6.2 D.C. থেকে A.C. র দুটি সুবিধা উল্লেখ করো।
6.3 ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
6.4 মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।