মাধ্যমিক ২০১৮ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Madhyamik 2018 Physical Science Question Paper Solution

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2018
PHYSICAL SCIENCE
(New Syllabus)

(For Regular & External Candidates)

Time: Three Hours Fifteen Minutes

(First fifteen minutes for reading the question paper)

Full Marks—
90 For Regular Candidates
100 For External Candidates

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, unidiness & bad handwriting

[কেবল ২০১৮ সালের প্রথম পরীক্ষার্থী এবং ২০১৭ সালে প্রথমবার পরীক্ষায় অকৃতকার্য (কন্টিনিউয়িং, কম্পার্টমেন্টাল, ই.ডব্লু. ও বহিরাগত কম্পার্টমেন্টাল) পরীক্ষার্থীদের জন্য।]

নতুন পাঠ্যক্রম

কেবল মাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলি উত্তর দিতে হবে।

প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করেছে

‘ক’-বিভাগ

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 1×15=15

1.1 গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ?
(a) NO₂ (b) CH₄ (c) CO₂ (d) H₂O বাষ্প

উত্তরঃ (c) CO₂

1.2 বয়েল সূত্র অনুযায়ী PV-P লেখচিত্র কোনটি ?

উত্তরঃ (b)

1.3 কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে ?
(a) CO₂ (b) C₂H₄ (c) C₂H₆ (d) C₂H₂

উত্তরঃ (d) C₂H₂

1.4 কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল
(a) m (b) m⁻¹ (c) °C⁻¹ (d) °C

উত্তরঃ (c) °C⁻¹

1.5 একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি ?
(a) সদ্ ও অবশীর্ষ
(b) অসদ্ ও অবশীর্ষ
(c) সদ্ ও সমশীর্ষ
(d) অসদ্ ও সমশীর্ষ

উত্তরঃ (d) অসদ্ ও সমশীর্ষ

1.6 কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে ?
(a) 0° (b) 180° (c) 30° (d) 90°

উত্তরঃ (a) 0°

1.7 নীচের এককগুলির মধ্যে কোনটি রোধের SI একক ?
(a) ভোল্ট (b) অ্যাম্পিয়ার (c) কুলম্ব
(d) ওহম্

উত্তরঃ (d) ওহম

1.8 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ?
(a) আর্থ লাইন
(b) লাইভ লাইন
(c) নিউট্রাল লাইন
(d) লাইভ ও নিউট্রাল উভয় লাইন

উত্তরঃ (b) লাইভ লাইন

1.9 তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত β রশ্মি হল
(a) ইলেকট্রনের স্রোত
(b) প্রোটনের স্রোত
(c) নিউট্রনের স্রোত
(d) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

উত্তরঃ (a) ইলেকট্রনের স্রোত

1.10 দীর্ঘ পর্যায় সারনিতে শ্রেনি সংখ্যা কত ?
(a) 7 (b) 8 (c) 9 (d) 18

উত্তরঃ (d) 18

1.11 নীচের কোণ যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না ?
(a) NaCl (b) LiH (c) KCI (d) CaO

উত্তরঃ (b) LiH

1.12 নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে ?
(a) গলিত NaCl
(b) তরল HCI
(c) কঠিন NaCl
(d) গ্লুকোজের জলীয় দ্রবণ

উত্তরঃ (a) গলিত NaCl

1.13 কপার সালফেটের জলীয় দ্রবনে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কী হবে ?
(a) হলুদ (b) সবুজ (c) গাঢ় নীল (d) বাদামি

উত্তরঃ (c) গাঢ় নীল

1.14 নীচের কোন ধাতু সংকরে জিংক বর্তমান ?
(a) কাঁসা (b) পিতল (c) ব্রোঞ্জ
(d) ডুরালুমিন

উত্তরঃ (b) পিতল

1.15 নীচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ?
(a) C₃H₆ (b) C₂H₄ (c) C₂H₂ (d) C₂H₆

উত্তরঃ (d) C₂H₆

‘খ’-বিভাগ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীর) :

2.1 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।

উত্তরঃ পচনশীল জৈব বস্তুসমূহ থেকে এই
বায়োগ্যাস তৈরি হয়। এই গ্যাসের একটি ব্যবহার হল– এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবং উৎপন্ন বিদ্যুৎ দ্বারা বৈদ্যুতিক পাম্প চালানো ও কুটিরশিল্পে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

অথবা,

ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা কী ?

উত্তরঃ ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO -এর ভূমিকা- ওজোন স্তরের ওজোন গ্যাসের অনু নাইট্রোজেনের অক্সাইড (NO) – এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অনু তে পরিণত হয়।
NO + O₃ → NO₂ + O₂
NO₂ + O → NO + O

2.2 কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানী ?

উত্তরঃ কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কাঠকয়লা ও পেট্রোল হল জিবাশ্ম জালানী।

2.3 স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ?

উত্তরঃ স্থির চাপে –273°C উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে।

2.4 PV = `fracW{M}` RT সমীকরণটিতে M এর একক কি ? (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)

উত্তরঃ PV = `fracW{M}` RT সমীকরণটিতে M -এর একক হল – g.mol⁻¹

2.5 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা ?

কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে।

উত্তরঃ মিথ্যা।

অথবা,

লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির ?

উত্তরঃ লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হল ইনভারের।

2.6 আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো ?

উত্তরঃ আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বড়ো।

2.7 মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয় ?

উত্তরঃ মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।

2.8 উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয় ?

উত্তরঃ উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কমে।

2.9 ডায়নামোতে কোন্ ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ?

উত্তরঃ ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।

2.10 α, β ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উরধক্রমে সাজাও।

উত্তরঃ α, β ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উরধক্রমে সাজিয়ে পায়, α<β<γ

অথবা,

কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ?

উত্তরঃ নিউক্লীয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস।

2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বাম স্তম্ভ ডান স্তম্ভ
2.11.1 একটি ক্ষার ধাতু (a) F
2.11.2 যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে (b) Fe
2.11.3 হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় (c) K
2.11.4 সর্বাধিক তড়িৎ ঋনাত্মক মৌল (d) Cl

উত্তরঃ (c) K (d) Cl (b) Fe (a) F

2.12 CaO তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ?

উত্তরঃ CaO তে তড়িৎ যোজী বা আয়নীয় রাসায়নিক বন্ধন বর্তমান।

2.13 তামার চামচের ওপর রুপোর তড়িৎলেপন করতে ক্যাথোেড হিসেবে কী ব্যবহার করা হয় ?

উত্তরঃ তামার চামচের ওপর রুপোর তড়িৎলেপন করতে ক্যাথোেড হিসেবে তামার চামচ ব্যবহার করা হয়।

অথবা,

একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য।

উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য।

2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ?

উত্তরঃ তড়িৎ বিশ্লেষণের সময় কোশের ঋনাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়।

2.15 তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো।

উত্তরঃ রেফ্রিজারেটর, কোল্ড স্টোরেজ এ হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়।

অথবা,

অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।

উত্তরঃ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল AI (OH)₃ ।

2.16 নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন্ যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় ?

উত্তরঃ নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়।

2.17 CH₃CH₂CHO -এর IUPAC নাম লেখো।

উত্তরঃ CH₃CH₂CHO -এর IUPAC নাম হল প্রোপান্যাল।

অথবা,

CH₃CH₂CH₂OH -এর একটি অবস্থানগত সমবায়বের গঠন সংকেত লেখো।

উত্তরঃ

2.18 পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) -এর একটি ব্যবহার উল্লেখ করো।

উত্তরঃ বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরক হিসাবে ব্যবহার করা হয়।

‘গ’ বিভাগ

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

3.1 মিথেন হাইড্রেট কী ?

3.2 0° উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুন ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ?

অথবা,

স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত ?

3.3 কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায় ?

অথবা,

দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন ?

3.4 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।

3.5 লুইস-এর ধারণা অনুসারে সমযোজী যৌগের উদাহরণ দিয়ে লেখো।

অথবা,

সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na–CI হিসাবে প্রকাশ করা যায় না কেন ?

3.6 একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।

3.7 জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ লেখো।

3.8 MSO₄ (M-ধাতু) এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ যুক্তি সহ লেখো।

অথবা,

কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো।

3.9 ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী ? বিক্রিয়ার প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো।

অথবা,

ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।

‘ঘ’- বিভাগ

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

4.1 বয়েলের সূত্র, চার্লস-এর সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো।

4.2 আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO₂ উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নীচে দেওয়া হলঃ

4FeS₂ + 11O₂ → 2Fe₂O₃+ 8SO₂
512 g SO₂ উৎপাদনের জন্য কত গ্রাম FeS₂ প্রয়োজন ? (Fe=56, S=32, O=16)

অথবা,

কোনো ধাতব কার্বনেটের 200 g কে উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22 । বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় ?

4.3 তাপ পরিবাহিতা কাকে বলে ? এর SI একক কী ?

অথবা,

ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর SI একক লেখো।

4.4 উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় ? কোন্ ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় ?

4.5 কোনো মাধ্যমে আলোর বেগ 2×10⁸ m/s হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত ? 3

অথবা,

বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 । বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। 3

4.6 তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র গুলি লেখো। 3

4.7 10 Ohm রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হল। তুল্যরোধ কত হবে নির্ণয় করো। 3

অথবা,

একটি বাড়িতে 2 টি 60 ওয়াট বাতি এবং 2 টি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো। (ধরে নাও 1 মাস = 30 দিন) 3

4.8 α ও β রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। 2+1

4.9 কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায় ? Li, Rb, K ও Na কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। 2+1

অথবা,

হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌল গুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। 1+2

4.10 তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে ? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয় ? 1+2

4.11 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 3

4.12 একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂ । যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমীত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 1+2

অথবা,

জৈব ও অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা করো। 3

Leave a Reply