2019 Bengali Question Paper with answers for Madhyamik students of West Bengal Board of Secondary Education. Question and Answers of the question paper are given below.
মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ২০১৯ সালের উত্তরসহ বাংলা বিষয়ের প্রশ্ন পত্র।
২০১৯
বাংলা — প্রথম ভাষা
(নতুন পাঠ্যক্রম)
সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট
[ প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ]
[ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০ ]
১. সঠিক উত্তরটি নির্বাচন করো ১×১৭=১৭
১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? (ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা
(ঘ) রংমশাল
উত্তরঃ (গ) সন্ধ্যাতারা।
১.২ ‘নদেরচাঁদ’কে পিষিয়া দিয়া চলিয়া গেল—
(ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার
(খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার
(গ) ৭ নং আপ প্যাসেঞ্জার
(ঘ) ৫ নং আপ প্যাসেঞ্জার
উত্তরঃ (ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার।
১.৩ অপূর্বর পিতার বন্ধু হলেন—
(ক) জগদীশবাবু (খ) রামদাস
(গ) নিমাইবাবু (ঘ) গিরীশ মহাপাত্র
উত্তরঃ (গ) নিমাইবাবু।
মাধ্যমিক সমস্ত বিষয়ের মক্ টেস্ট
মাধ্যমিক সমস্ত বিষয়ের প্রশ্নপত্র
১.৪ ‘যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল …’— ছড়িয়ে রইল ?
(ক) পায়ের দাগ (খ) কাঠকয়লা
(গ) গোলাপি গাছ (ঘ) প্রাচীন জলতরঙ্গ
উত্তরঃ (খ) কাঠকয়লা।
১.৫ আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ?
(ক) দয়াময় দেবতার প্রতি
(খ) কবির সংগীতের প্রতি
(গ) নিজের প্রতি
(ঘ) ধরিত্রীর প্রতি
উত্তরঃ (গ) নিজের প্রতি।
১.৬ কোন্টি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ?
(ক) বাবরের প্রার্থনা (খ) অগ্নিবীণা
(গ) রূপসী বাংলা (ঘ) পাতার পোশাক
উত্তরঃ (ঘ) পাতার পোশাক।
১.৭ রাজশেখর বসুর ছদ্মনাম—
(ক) বনফুল (খ) শ্রীপান্থ (গ) পরশুরাম
(ঘ) রূপদর্শী
উত্তরঃ (গ) পরশুরাম।
১.৮ ‘বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ’ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ করেছেন ?
(ক) অরণ্যে রোদন
(খ) অল্পবিদ্যা ভয়ংকরী
(গ) হাতের পাঁচ
(ঘ) হ – য – ব – র – ল
উত্তরঃ (খ) অল্পবিদ্যা ভয়ংকরী।
১.৯ চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে—
(ক) তুলি (খ) ব্রোঞ্জের শলাকা (গ) হাড়
(ঘ) নলখাগড়া
উত্তরঃ (ক) তুলি।
১.১০ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে—
(ক) সমাস (খ) কারক (গ) প্রত্যয়
(ঘ) বিভক্তি
উত্তরঃ (খ) কারক।
১.১১ ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।’- নিম্নরেখ পদটি—
(ক) সম্বোধন পদ (খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধপদ (ঘ) নিমিত্ত কারক
উত্তরঃ (গ) সম্বন্ধপদ।
১.১২ যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে—
(ক) তৎপুরুষ সমাস (খ) কর্মধারয় সমাস
(গ) দ্বন্দ্ব সমাস (ঘ) অব্যয়ীভাব সমাস
উত্তরঃ (খ) কর্মধারয় সমাস।
১.১৩ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। — নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ ?
(ক) কর্মধারয় সমাস (খ) তৎপুরুষ সমাস
(গ) বহুব্রীহি সমাস (ঘ) দ্বন্দ্ব সমাস
উত্তরঃ (গ) বহুব্রীহি সমাস।
১.১৪ ‘আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকী ঘষত।’ — বাক্যটি কোন্ শ্রেণির ?
(ক) সরলবাক্য (খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্রবাক্য
উত্তরঃ (খ) জটিল বাক্য
১.১৫ বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে – অর্থগত দিক থেকে এটি—
(ক) না-সূচক বাক্য (খ) সন্দেহবাচক বাক্য
(গ) প্রশ্নবাচক বাক্য (ঘ) প্রার্থনাসূচক বাক্য
উত্তরঃ (খ) সন্দেহবাচক বাক্য।
১.১৬ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়—
(ক) কর্তৃবাচ্যে (খ) ভাববাচ্যে (গ) কর্মবাচ্যে
(ঘ) কর্মকর্তৃবাচ্যে
উত্তরঃ (খ) ভাববাচ্যে।
১.১৭ তাকে টিকিট কিনতে হয়নি— বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল
(ক) তার টিকিট কেনা হয়নি
(খ) তিনি টিকিট কেনেননি
(গ) তার দ্বারা টিকিট ক্রীত হয়নি
(ঘ) বিধেয়ের সম্প্রসারক
উত্তরঃ (খ) তিনি টিকিট কেনেননি।
২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: ১ × ১৯ = ১৯
২.১ যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও : ১x৪ = ৪
২.১.১ ‘অদল – বদলের গল্প’ গ্রামপ্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন ?
উত্তরঃ পান্নালাল প্যাটেল রচিত ‘ অদল – বদল ‘ গল্পে অমৃত ইসাবের জামা অদল – বদল সংক্রান্ত গল্প তাদের গ্রামপ্রধানের কানে গেলে তিনি ঘোষণা করেন— “ আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব । ”
২.১.২ “সপ্তাহে বড়োজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা ।” — ‘বহুরূপী’ কাকে বলে ?
উত্তরঃ বহু রূপ কথার অর্থ হল নানারূপ ধারণকারী। বিশেষ বৃত্তিধারী গ্রামীণ লোকশিল্পীরা বিশেষ বেশে সজ্জিত হয়ে জনসাধারণের মনোরঞ্জন করার মাধ্যমে জীবিকানির্বাহ করে তাদের বহুরূপী বলে।
২.১.৩ ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল ?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসের পাঠ্যাংশে ট্রেনে করে ভামো যাত্রার সময় অপূর্ব’র সঙ্গী ছিল এক আর্দালি এবং তার অফিসের এক হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা ।
২.১.৪ “সূচিপত্রেও নাম রয়েছে।”— সূচিপত্রে কী লেখা ছিল ?
উত্তরঃ আশাপূর্ণা দেবী রচিত ‘ জ্ঞানচক্ষু ’ গল্পে ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় তপনের গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হয়। সেই পত্রিকার সূচিপত্রে লেখা ছিল— “ ‘প্রথম দিন’ (গল্প) শ্রীতপন কুমার রায়। ”
২.১.৫ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী ?
উত্তরঃ সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় ।
২.২ যে-কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও : ১x৪ = ৪
২.২.১ “ছড়ানো রয়েছে কাছে দূরে !”— কী ছড়ানো রয়েছে ?
উত্তরঃ যুদ্ধ দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষ সর্বস্ব হারিয়েছে, সেইসব বিপন্ন মানুষের চারপাশে কাছে-দূরে শিশুদের শব ছড়ানো রয়েছে ।
২.২.২ ‘ছদ্মবেশী অম্বুরাশি-সুতা’ কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ?
উত্তরঃ ‘অম্বুরাশি-সুতা’ অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে বীরবাহুর মৃত্যুসংবাদ ও রাজা রাবণের যুদ্ধসজ্জার সংবাদ ইন্দ্রজিতের কাছে এসেছিলেন।
২.২.৩ “সখী সবে আজ্ঞা দিল”— বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন ?
উত্তরঃ সমুদ্রকন্যা পদ্মা সিন্ধুতীরে পদ্মাবতীর সংকটাপন্ন অবস্থা দেখে নিজের সখীদের ও তার সখীদের যত্ন করে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।
২.২.৪ অসুখী একজন কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন ?
উত্তরঃ প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য পাবলো নেরুদা’র ‘La Desdichada’ কবিতা বাংলায় তরজমা করেছেন। কবিতার নাম দিয়েছেন ‘অসুখী একজন’।
২.২.৫ “প্রলয় বয়েও আসছে হেসে”– ‘প্রলয়’ বহন করেও হাসির কারণ কী ?
উত্তরঃ ‘প্রলয়োল্লাস’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম প্রলয়ের মাধ্যমে জরাজীর্ণ পুরাতনের অবসান ঘটিয়ে নবীনের আগমন প্রত্যাশা করেছেন। এই নবীনরা জীবনহারা অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের আগমনকে সুনিশ্চিত করছে বলেই ‘প্রলয়’ বহন করেও তারা হাসছে।
২. যে-কোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও : ১ × ৩ = ৩
২.৩.১ ‘সোনার দোয়াত কলম যে সত্যই হতো’ তা লেখক কীভাবে জেনেছিলেন ?
উত্তরঃ শুভো ঠাকুরের দোয়াতের সংগ্রহ দেখে লেখক জেনেছিলেন সোনার দোয়াত কলম সত্যিই হয়।
২.৩.২ দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন ?
উত্তরঃ দোকানদার প্রাবন্ধিক শ্রীপান্থকে কলম বিক্রি করার আগে একটি জাপানি কলমের জাদু দেখিয়েছিলেন। তিনি হঠাৎ সেই কলমটি’র খাপ খুলে নিয়ে টেবিলের এক পাশে রাখা একটি কাঠের বোর্ডে ছুড়ে মারেন; তারপর দেখান ওই পেনটির কোনো ক্ষতি হয়নি, নিব ঠিক আছে ও স্বচ্ছন্দে লেখা যাচ্ছে।
২.৩.৩ ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন ?
উত্তরঃ প্রাবন্ধিক রাজশেখর বসু তাঁর ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন।
২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন ?
উত্তরঃ ১৯৩৬ খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন।
২.৪ যে-কোনো ৮ টি প্রশ্নের উত্তর দাও : ১ × ৮ = ৮
২.৪.১ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো।
উত্তরঃ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য হল— বিভক্তির চিহ্নগুলি অর্থহীন কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে।
২.৪.২ মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা — নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
উত্তরঃ মন্দিরে – অধিকরণ কারকে ‘ এ ’ বিভক্তি।
২.৪.৩ ব্যাসবাক্যসহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
উত্তরঃ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ হল— বাবা-মা। এর ব্যাসবাক্যটি হল— বাবা ও মা।
২.৪.৪ ‘মেঘে ঢাকা’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো।
উত্তরঃ মেঘে ঢাকা = মেঘে ঢাকা –
করুক তৎপুরুষ সমাস। অথবা,অলোপ করণ তৎপুরুষ সমাস।
২.৪.৫ বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও।
উত্তরঃ ‘গোলাপ ফুটেছে’ – একে প্রসারিত করে লেখা যায়— ‘গোলাপ বাগানের একধারে ফুটেছে’। সুতরাং ‘বাগানের একধারে’ হল বিধেয় প্রসারক।
২.৪.৬ ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না।— যৌগিক বাক্যে পরিবর্তন করো।
উত্তরঃ ঠিক ইসাবের মতো জামাটি তার চাই, নতুবা ও স্কুলে যাবে না। ( যৌগিক বাক্য )।
২.৪.৭ কর্তৃবাচ্য কাকে বলে ?
উত্তরঃ যে বাচ্চে বাক্যের মধ্যে কর্তাই (কর্তৃপদ) প্রাধান্য লাভ করে এবং ক্রিয়া তার অনুগামী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। যেমন— সোমনাথ দারুন ফুটবল খেলছে।
২.৪.৮ তারা আর স্বপ্ন দেখতে পারল না। — ভাববাচ্যে পরিবর্তন করো।
উত্তরঃ তাদের আর স্বপ্ন দেখা হল না। (ভাববাচ্য)।
২.৪.৯ অলোপ সমাস কী ?
উত্তরঃ যে সমাসের সমস্তপদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে বলে অলোপ সমাস বা অলুক সমাস। যেমন— রাজার হাট– রাজারহাট।
২.৪.১০ সে তখন যেতে পারবে না – হ্যাঁ-বাচক বাক্যে পরিবর্তন করো।
উত্তরঃ তার পক্ষে তখন যাওয়া অসম্ভব। (হ্যাঁ-বাচক বাক্য)।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও : ৩ × ২ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ৩ × ১ = ৩
১.১ “… যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।”– ‘আহ্লাদ’ হওয়ার কথা ছিল কেন ? ‘আহ্লাদ’ খুঁজে না পাওয়ার কারণ কী ? ১ + ২
উত্তরঃ আশাপূর্ণা দেবী রচিত ‘জ্ঞানচক্ষু’ গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের লেখা গল্প প্রথমবার ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল। তাই তপনের ‘আহ্লাদ’ হওয়ার কথা ছিল।
৩.১.২ “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।”— কার কথা বলা হয়েছে ? তার ‘পাগলামি’-টি কী ? ১+২
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩
৩.২.১ ‘অতি মনোহর দেশ’- এই ‘মনোহর দেশের’ সৌন্দর্যের পরিচয় দাও।
৩.২.২ ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো’- কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন ? তার একথা বলার কারণ কী ?
৪. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
৪.১ ‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও।
৪.২ “অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।”— হরিদা কী ভুল করেছিলেন ? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী ?
৫. কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
৫.১ “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।”— ‘তোমার’ বলতে কার কথা বলা হয়েছে ? তার ‘অপমানিত ইতিহাস’ – এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.২ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো ।
৬. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
৬.১ “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।”— কারা কালি তৈরি করতেন ? তারা কীভাবে কালি তৈরি করতেন ?
৬.২ “পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।” — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?
৭. কমবেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪ × ১ = ৪
৭.১ “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।”— কাদের উদ্দেশে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন ?
৭.২ “ওখানে কী দেখচ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো !”— বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বস্তার কী মনোভাব লক্ষ করা যায় ? ১ + ৩
৮. কমবেশি ১৫০ শব্দে যে-কোনো ২ টি প্রশ্নের উত্তর ৫×২ = ১০
৮.১ “আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না।”— বস্তা কাকে, কেন এ কথা বলেছিলেন ? ১+৪
৮.২ “এটা বুকের মধ্যে পুষে রাখুক।”— কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ? ২ + ৩
৮.৩ ‘কোনি’ উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও।
৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪
One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they were beyond his reach.
১০. কমবেশি ১৫০ শব্দে যে – কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
১০.১ বৃক্ষরোপণ – উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
১০.২ বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।
১১. কমবেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধরচনা করো ১০×১ = ১০
১১.১ বিজ্ঞান ও কুসংস্কার
১১.২ তোমার প্রিয় ঋতু
১১.৩ ছুটির দিন
১১.৪ বিশ্ব উষ্ণায়ন
Pingback: WBBSE Madhyamik History Solved Question Paper 2023 -
Pingback: WBBSE Madhyamik Bengali Questions Paper 2022 - Prosnodekho -
Pingback: WBBSE Madhyamik Bengali Solved Question Paper 2023 -
Pingback: Madhyamik Bengali Question Paper 2017 / মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৭ -
Pingback: Madhyamik Bengali Question Paper 2018 /মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৮ -
Pingback: Last 5 Years Madhyamik Question Papers All Subject উত্তর সহ বিগত বছরের মাধ্যমিক প্রশ্নপত্র। -
Pingback: Madhyamik Bengali Question Paper 2020 / মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২০ -