MADHYAMIK BENGALI QUESTION PAPER 2017
WBBSE Madhyamik Bengali Question Paper 2017 Solved | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2017
2017 Bengali Question Paper with answers for Madhyamik students of West Bengal Board of Secondary Education. Question and Answers of the question paper are given below.
মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ২০১৭ সালের উত্তরসহ বাংলা বিষয়ের প্রশ্নপত্র।
📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র | Madhyamik Previous Years Question Paper CLICK HERE
২০১৭
বাংলা — প্রথম ভাষা
(নতুন পাঠ্যক্রম)
সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট
[ প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ]
[ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০]
১. সঠিক উত্তরটি নির্বাচন করো ১×১৭=১৭
১.১ গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ?
(ক) পুলিশস্টেশনে (খ) জাহাজ ঘাটায়
(গ) রেলস্টেশনে (ঘ) বিমানবন্দরে
উত্তরঃ (গ) রেলস্টেশনে।
১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল—
(ক) আট টাকা দশ আনা
(খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা
উত্তরঃ (ক) আট টাকা দশ আনা।
১.৩ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ?
(ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে
(গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে
উত্তরঃ (গ) কুস্তি লড়তে।
১.৪ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) লোরচন্দ্রাণী (খ) পদ্মাবতী
(গ) সতীময়না (ঘ) তোফা
উত্তরঃ (খ) পদ্মাবতী।
১.৫ “প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস” – ‘প্রদোষ’ শব্দের অর্থ—
(ক) সন্ধ্যা (খ) ভোর (ঘ) দুপুর (গ) রাত্রি
উত্তরঃ (ক) সন্ধ্যা।
১.৬ ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
(ক) ইন্দিরা (খ) সরমা (গ ) নিকষা
(ঘ) প্রমীলা
উত্তরঃ (ঘ) প্রমীলা।
১.৭ “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন,” তার পোশাকি নাম—
(ক) রিজার্ভার (খ) স্টাইলাস (গ) পার্কার
(ঘ) পাইলট
উত্তরঃ (খ) স্টাইলাস।
১.৮ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তাঁর নাম—
(ক) বনফুল
(খ) পরশুরাম
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
উত্তরঃ (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
১.৯ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি—
(ক) ইংরেজি ভাষায় দক্ষ
(খ) বাংলা ভাষায় দক্ষ
(গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
(ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে
উত্তরঃ (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে।
১.১০ বিভক্তি—
(ক) সর্বদা শব্দের পূর্বে বসে
(খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয়
(গ) শব্দের পরে আলাদাভাবে বসে
(ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে
উত্তরঃ (খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয়।
১.১১ ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।’ নিম্নরেখ পদটি—
(ক) অপাদান কারক (খ ) কর্মকারক
(গ) করণ কারক (ঘ) অধিকরণ কারক
উত্তরঃ (গ) করণ কারক।
১.১২ কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে
(ক) পূর্বপদের অর্থের
(খ) পরপদের অর্থের
(গ) উভয় পদের
(ঘ) ভিন্ন অর্থ সমস্তপদের
উত্তরঃ (খ) পরপদের অর্থের।
১.১৩ ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি।— নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ ?
(ক) অভ্যয়ীভাব (খ) নঞ্তৎপুরুষ
(গ) বহুব্রীহি (ঘ) কর্মধারয়
উত্তরঃ (খ) নঞ্তৎপুরুষ।
১.১৪ “এইটুকু কাশির পরিশ্রমেই যে হাঁপাইতে লাগিল।”— বাক্যটি কোন্ শ্রেণির ?
(ক) সরলবাক্য (খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্রবাক্য
উত্তরঃ (ক) সরলবাক্য।
১.১৫ যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়—
(ক) অনুজ্ঞাসূচক বাক্য (খ) নির্দেশক বাক্য
(গ) আবেগসূচক বাক্য (ঘ) প্রশ্নবোধক বাক্য
উত্তরঃ (খ) নির্দেশক বাক্য।
১.১৬ যে বাক্যে কর্ম কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে—
(ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তরঃ (ঘ) কর্মকর্তৃবাচ্য।
১.১৭ পাঁচদিন নদীকে দেখা হয়নাই।- এটি কোন বাচ্যের উদাহরণ—
(ক) কর্তৃবাচ্য (খ) ভাববাচ্য (গ) কর্মবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তরঃ (গ) কর্মবাচ্য।
২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১×১৯=১৯
২. যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪
২.১.১ তপনের গল্প পড়ে ছোটোমাসি কী বলেছিল ?
উত্তরঃ তপন নিজে প্রথম লেগে গল্প ছোটোমাসিকে দেখালে মাসি খানিকটা বিস্ময় প্রকাশ করে বলেছিল- ‘ওমা এ তো বেশ লিখেছিস রে ? কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো ?’
২.১.২ “এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল।”— উদ্দিষ্ট ব্যক্তি কীসের পাতা জলে ফেলতে লাগল ?
উত্তরঃ ‘নদীর বিদ্রোহ’ গল্পের স্টেশনমাস্টার নদের চাঁদ তার স্ত্রীকে যে পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহবেদনাপূর্ণ চিঠি লিখেছিল, সেই চিঠিটারই এক একটি পৃষ্ঠা জলে ফেলছিল।
২.১.৩ ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।”– ‘ভ্রম’টি কী ?
উত্তরঃ ভামো যাত্রা সময় অপূর্ব ট্রেনের প্রথম শ্রেণির যাত্রী ছিল। সে মনে মনে ভেবেছিল প্রথম শ্রেণির যাত্রী হওয়ায় রাতে কেউ তার ঘুমে ব্যাঘাত ঘটাবে না। কিন্তু কয়েকটা স্টেশন পরে পুলিশ তিনবার তাকে জিজ্ঞাসাবাদ করায় তার এই ভাবনা ভুল প্রমাণ করে।
২.১.৪ ‘অদল বদল’ গল্পটি কে বাংলায় তরজমা করেছেন ?
উত্তরঃ গুজরাটি ভাষায় লেখা ‘অদল বদল’ গল্পটি বাংলা তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত ।
২.১.৫ জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ?
উত্তরঃ ‘বহুরূপী’ গল্পে জগদীশবাবু বিরাগী রূপী হরিদাকে তীর্থভ্রমণের জন্য একশো এক টাকা দিতে চেয়েছিলেন ।
২.২ যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪
২.২.১ “শিশু আর বাড়িরা খুন হলো।”— ‘শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল কেন ?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের প্রভাবে ‘শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল।
২.২.২ “আমাদের পথ নেই আর”— তাহলে আমাদের করণীয় কী ?
উত্তরঃ বিপন্ন মানুষকে নিজেদের রক্ষা করার জন্য পরস্পরের হাতে হাত রেখে সহযোগিতার মনোভাব দেখিয়ে সংঘবদ্ধ হয়ে থাকতে হবে।
২.২.৩ ‘এসো যুগান্তের কবি’— কবির ভূমিকাটি কী হবে ?
উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় যুগান্তের কবি’র কাছে মানহারা মানবীরূপী আফ্রিকার পাশে এসে দাঁড়াবেন এবং তার প্রতি হয়ে চলা অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন।
যুগান্তের কবি সভ্য দুনিয়ার প্রতিনিধি রূপে অপমানিত মানহারা মানবীরূপী আফ্রিকার পাশে এসে দাঁড়াবেন এবং তার প্রতি ঘটা অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন।
২.২.৪ ‘অস্ত্র ফ্যালো অস্ত্র রাখো’— কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?
উত্তরঃ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি গানের পায়ের কাছে অস্ত্র ফেলার কথা বলেছেন ।
২.২.৫ “দেখিয়া রূপের কলা / বিস্মিত হইল বালা / অনুমান করে নিজ চিতে।”— ‘বালা’ কী অনুমান করেছিল ?
উত্তরঃ ‘সিন্ধুতীরে’ কবিতায় ‘বালা’ অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা নৌকায় অচেতন পদ্মাবতীকে দেখে ভেবেছিল ইন্দ্ৰের অভিশাপে বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছেন।
২.৩ যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
২.৩.১ ‘হারিয়ে যাওয়া কালি কলম’— এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম ?
উত্তরঃ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে লেখক শ্ৰীপান্থ জানিয়েছেন টাকার কুমিরদের খুশি করার জন্য সোনা ও হিরা বসানো কলম তৈরি হত, যার মূল্য আড়াই হাজার পাউন্ড।
২.৩.২ “আমরা ফেরার পথে কোনও পুকুরে তা ফেলে দিয়ে আসতাম।”— বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন ?
উত্তরঃ উক্তিটির বক্তা প্রাবন্ধিক ছেলেবেলায় কলাপাতায় হোমটাস্ক করতেন। শিক্ষকমশাই তা দেখে ফেরত দিলে সেগুলিকে পুকুরে ফেলে দিতেন কারণ গোরুকে খাওয়ানো পাপ মনে করা হত।
২.৩.৩ বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিল ?
উত্তরঃ কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা হরফে লিখতে বিধান দিয়েছিল। যেমন– অক্সিজেন ইত্যাদি।
২.৩.৪ পরিভাষার উদ্দেশ্য কী ?
উত্তরঃ পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করে অনর্থক বর্ণনা পরিহার করে বিষয়কে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাই হলো পরিভাষার কাজ।
২.৪ যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও : ১×৮=৮
২.৪.১ ‘শূন্যবিভক্তি’ কাকে বলে ?
উত্তরঃ শব্দকে পদে পরিণত করতে হলে তার সঙ্গে কোনো না কোনো বিভক্তি যুক্ত হয়। যে শব্দবিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হয়ে সেটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্যবিভক্তি বলে। যেমন- অলোক ভালো ছেলে নয়।
২.৪.২ ‘অস্ত্র রাখো’— নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো।
উত্তরঃ অস্ত্র— কর্মকারকে, ‘শূন্য’ বিভক্তি।
২.৪.৩ নিত্যসমাস কাকে বলে ?
উত্তরঃ যে সমাসে ব্যাসবাকা হয় না, অথবা যে সমাসের ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয়, তাকে নিত্যসমাস বলে।
২.৪.৪ ‘চরণ কমলের ন্যায়’— ব্যাসবাক্যটি সমাসবন্ধ করে সমাসের নাম লেখো।
উত্তরঃ চরণকমলের ন্যায় = চরণকমল— উপমিত কর্মধারয় ।
২.৪.৫ আমি গ্রামের ছেলে – বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো ।
উত্তরঃ উদ্দেশ্য— আমি, বিধেয়— গ্রামের ছেলে।
২.৪.৬ একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও।
উত্তরঃ অনুজ্ঞাসূচক বাক্য– জানালাগুলো বন্ধ করে দাও।
২.৪.৭ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো।
উত্তরঃ কর্তৃবাচ্যের কর্তা সঙ্গে ‘র’ বা ‘এর’ বিভক্তি যোগ করে, তার সঙ্গে ‘দ্বারা’ ‘দিয়ে’ ‘কর্তৃক’ প্রভৃতি অনুসর্গের ব্যবহার ঘটে। যেমন- অর্জুনই একাজ করেছে > অর্জুনের দ্বারায় এ কাজ করা হয়েছে।
২.৪.৮ প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও।
উত্তরঃ প্রযোজক কর্তা— মা মেয়েকে ভাত খাওয়াচ্ছেন।
২.৪.৯ অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করো।
উত্তরঃ অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন কি ?
২.৪.১০ এ কার লেখা ? – কর্তৃবাচ্যে পরিবর্তন করো ।
উত্তরঃ প্রশ্নোধৃত বাক্যটিকে প্রশ্নবোধক বাক্য করলে হয়— এটি কে লিখেছে ?
৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩ × ২ = ৬
৩.১ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৩.১.১ হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন ? তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। ১+২
উত্তরঃ কথাসাহিত্যিক সুবোধ ঘোষের লেখা ‘বহুরুপী’ গল্পে হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিল । সেখানে এক স্কুলের চারটে ছাত্রের সঙ্গে একজন মাস্টারমশাইয়ের ওপরও নিজের অভিনয়ের চতুরতায় ছদ্মবেশী হরিদা চারটি ছেলেকে ধরলে ছাত্র গুলি ভয় কেঁদে ফেলায় মাস্টারমশাই নকল পুলিশের কাছে ক্ষমা চান ও তাদের মাপ করে দিতে বলেন। এইভাবে মায়াজাল বিস্তার করে, মিথ্যার আশ্রয় নিয়ে ছদ্মবেশধারী হরি আট আনা ঘুসও আদায় করেছিলেন।
৩.১.২ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ।’— কে বুঝতে পেরেছে ? নদীর বিদ্রোহ বলতে কী বোঝাতে চেয়েছে ?
উত্তরঃ ‘নদীর বিদ্রোহ’ গল্পের নদের চাঁদ নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছিল।
পাঁচদিন টানা বৃষ্টির পর নদীর কাছে গিয়ে নদের চাঁদ নদীর এক ভয়ংকর রূপ দেখেছিল। নদীর পঙ্কিল জলস্রোত ফুলে ফেঁপে উদ্দাম গতিতে ছুটে চলেছে। তার জলস্তর প্রায় ব্রিজের কাছাকাছি উঠে এসেছে। নদীর এইরকম অদ্ভুত রূপ নদের চাঁদ আগে দেখেনি। তার মনে হয়েছিল নদীর দু-পাশে বাঁধ আর নদীর উপর ব্রিজ তৈরি করে মানুষ নদীকে যেভাবে বেঁধে রেখেছে, তার বিরুদ্ধে নদী বিদ্রোহ করেছে। তাই যে কোনো মুহূর্তে সে এই বাঁধ আর ব্রিজ ভেঙে ভাসিয়ে নিয়ে যেতে চায়।
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩ × ১ = ৩
৩.২.১ “আসছে নবীন— জীবনহারা অ- সুন্দরে করতে ছেদন!” — উদ্ধৃতিটির তাৎপর্য লেখো ।
উত্তরঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর ‘প্রলয়োল্লাস’ কবিতায় এই উক্তিটি করেছেন।
কবি বিপ্লবে বিশ্বাসী। স্বাধীনতা আর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কবি নবীন বিপ্লব শক্তিকে আহ্বান করেছেন। বিপ্লব মানেই হল বলল, যা জীর্ণ, পুরাতন, অসুন্দরের ধ্বংস করে নতুনের শুভ সূচনা করবে। কবি মনে করতেন এই পরাধীনতার কালো অন্ধকার কাটিয়ে নতুনের প্রতিষ্ঠা একমাত্র করতে পারে নবীন অর্থাৎ তরুণরা । প্রদত্ত পঙ্ক্তির মধ্য দিয়ে কবির সেই ভাবনা প্রকাশিত হয়েছে। ১ + ২
৩.২.২ “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া” – কাকে মহাবাহু বলা হয়েছে ? তার বিস্ময়ের কারণ কী ?
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ১ = ৫
৪.১ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে”— বাবুটি কে ? তার সাজসজ্জার পরিচয় দাও। ১+৪
৪.২ জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো । ৫
৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
৫.১ “হায় ছায়াবৃতা”— ‘ছায়াবৃতা’ বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো । ১+৪
৫.২ “যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।”— ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো । ৫
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
৬.১ “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”— এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো।
৬.২ ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।
৭. কম-বেশি ১২০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪
৭.১ ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ৪
৭.২ “কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা”— কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? একথা বলার কারণ কী ? ১+৩
উত্তরঃ শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশে নবাব যাকে উদ্দেশ্য করে উক্তি সিরাজদ্দৌলা রাজদরবারে উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে এ কথাটি বলেছেন।
সিরাজ বাংলার মসনদে বসার মাস দুয়েকের মধ্যেই ; ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করেন এবং কলকাতা থেকে তাদের বিতাড়িত করেন। কিন্তু রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে পুনরায় তা দখলে আনেন। সেসময় পরিস্থিতির চাপে সিরাজ; ইংরেজদের সঙ্গে আলিনগরের সন্ধির মাধ্যমে মীমাংসা করেন। কিন্তু স্বাধীনচেতা সিরাজকে সরানোর জন্য ইংরেজরা তলে তলে নানারকম চক্রান্ত শুরু করে। মীরজাফর , রায়দুর্লভ, রাজবল্লভ ও জগৎশেঠদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে উৎখাত করার নীল-নকশা রচিত হয়। এ সম্পর্কিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধির সঙ্গে মীরজাফরের ষড়যন্ত্রমূলক গোপন চিঠি নবাবের হস্তগত হয়। ইংরেজদের এই দুঃসাহস, স্পর্ধা ও অন্যায় আচরণে ক্রুদ্ধ হয়ে তাই সিরাজদ্দৌলা প্রশ্নোদ্ভূত মন্তব্যটি করেছেন।
৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০
৮.১ কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও । ৫
৮.২ ক্ষিদা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো । ৫
৮.৩ “জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে” –কোনির এই অভিযানের কারণ কী ? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো ।
৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪
One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly , he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.
উত্তরঃ একদিন একটা কুকুর এক কসাইখানা থেকে একটুকরো মাংস চুরি করেছিল। সে একটা সেতু অতিক্রম করছিল। হঠাৎ সে দেখতে পেল জলে তার নিজেরই প্রতিবিম্ব পড়েছে। সে ভাবল যে এটা আরেকটা কুকুর এবং এর কাছে আরো বড় একটা মাংস খন্ড রয়েছে।
১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
১০.১ নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ।
১০.২ কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হল এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।
১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো : ১০
১১.১ বাংলার ঋতু বৈচিত্র্য
১১.২ দৈনন্দিন জীবনে বিজ্ঞান ।
১১.৩ . তোমার প্রিয় পর্যটন কেন্দ্র
১১.৪ একটি গাছ একটি প্রাণ ।
📌 আরও দেখুনঃ
📌 আরও দেখুনঃ
» মাধ্যমিক বাংলা পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক ইংরেজি পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক ইতিহাস পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক ভূগোল পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক জীববিজ্ঞান পাঠ্যবই সমাধান
» মাধ্যমিক ভৌতবিজ্ঞান পাঠ্যবই সমাধান
» দশম শ্রেণি সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র
» মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫
» মাধ্যমিক সমস্ত বিষয়ের MCQ মক টেস্ট
Pingback: WBBSE Madhyamik History Solved Question Paper 2023 -
Pingback: WBBSE Madhyamik Bengali Questions Paper 2022 - Prosnodekho -
Pingback: WBBSE Madhyamik Bengali Solved Question Paper 2023 -
Pingback: Last 5 Years Madhyamik Question Papers All Subject উত্তর সহ বিগত বছরের মাধ্যমিক প্রশ্নপত্র। -