Madhyamik Geography MCQ Mock Test with answer | মাধ্যমিক ভূগোল মক্ টেস্ট

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Madhyamik Geography MCQ Mock Test with answer | মাধ্যমিক ভূগোল মক্ টেস্ট

MADHYAMIK GEOGRAPHY TEST -1

মাধ্যমিক ভূগোল মক্ টেস্ট -১

1 / 14

১.১ 'ক্ষয়সীমা' ধারণার (Base Level) প্রবর্তক হলেন—

2 / 14

১.২ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ, আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে বলে—

3 / 14

১.৩ ক্রান্তীয় ঘূর্ণবাত ফিলিপাইনস-এ যে নামে পরিচিত—

4 / 14

১.৪ পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে বয়ে চলা বায়ুকে বলে—

5 / 14

১.৫ উষ্ণ কুরোশিও স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে—

6 / 14

১.৬ পৃথিবীর বৃহৎ মৎস্যক্ষেত্রগুলি গড়ে উঠেছে যে দুই ধরনের সমুদ্রস্রোতের মিলন স্থলে তা হল—

7 / 14

১.৭ বর্জ্য সৃষ্টি হয় না নীচের যে উৎস থেকে—

8 / 14

১.৮ গাঙ্গেয় সমভূমির নদীতীরবর্তী নবীন পলিমাটিকে বলে—

9 / 14

১.৯ পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ যা নীলগিরি পর্বতের নিকটবর্তী তা হল—

10 / 14

১.১০ গোদাবরীর একটি উপনদী হল—

11 / 14

১.১১ ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হল—

12 / 14

১.১২ উত্তর ভারতের একটি ডিজেল রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল—

13 / 14

১.১৩ পূর্ব উপকূলের গভীরতম সমুদ্র বন্দরটি হল—

14 / 14

১.১৪ নীচের যেটি 'জিও স্টেশনারি' উপগ্রহ নয়, তা হল—

Your score is

The average score is 50%

0%

GEOGRAPHY

বিভাগ-‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১৪×১=১৪

১.১ ‘ক্ষয়সীমা’ ধারণার (Base Level) প্রবর্তক হলেন—
(ক) এল সি কিং (খ) ডব্লিউ পেঙ্ক
(গ) জে ডব্লিউ পাওয়েল
(ঘ) ডব্লিউ এম ডেভিস।

উত্তরঃ (গ) জে ডব্লিউ পাওয়েল।

১.২ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ, আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে বলে—
(ক) এসকার (খ) কেম্ (গ) ড্রামলিন
(ঘ) কেটল।

উত্তরঃ (ক) এসকার।

১.৩ ক্রান্তীয় ঘূর্ণবাত ফিলিপাইনস-এ যে নামে পরিচিত—
(ক) টুইস্টার (খ) তাইফুন (গ) হ্যারিকেন
(ঘ) ব্যাগুই।

উত্তরঃ (ঘ) ব্যাগুই।

১.৪ পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে বয়ে চলা বায়ুকে বলে—
(ক) ক্যাটাবেটিক বায়ু (খ) অ্যানাবেটিক বায়ু (গ) পশ্চিমা বায়ু (ঘ) আয়ন বায়ু।

উত্তরঃ (খ) অ্যানাবেটিক বায়ু।

১.৫ উষ্ণ কুরোশিও স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে—
(ক) আটলান্টিক মহাসাগর
(খ) প্রশান্ত মহাসাগর (গ) ভারত মহাসাগর (ঘ) উত্তর সাগর।

উত্তরঃ (খ) প্রশান্ত মহাসাগর।

১.৬ পৃথিবীর বৃহৎ মৎস্যক্ষেত্রগুলি গড়ে উঠেছে যে দুই ধরনের সমুদ্রস্রোতের মিলন স্থলে তা হল—
(ক) দুটি উষ্ণস্রোতের
(খ) উষ্ণ ও শীতল স্রোতের
(গ) দুটি শীতল স্রোতের
(ঘ) কোনটাই নয়।

উত্তরঃ (খ) উষ্ণ ও শীতল স্রোতের।

১.৭ বর্জ্য সৃষ্টি হয় না নীচের যে উৎস থেকে—
(ক) বায়ু বিদ্যুৎ কেন্দ্র (খ) সৌর বিদ্যুৎ কেন্দ্র (গ) জোয়ার ভাটা শক্তি কেন্দ্র
(খ) সবগুলিই প্রযোজ্য।

উত্তরঃ (খ) সবগুলিই প্রযোজ্য।

১.৮ গাঙ্গেয় সমভূমির নদীতীরবর্তী নবীন পলিমাটিকে বলে—
(ক) ভাবর (খ) ভুর (গ) খাদার (ঘ) ভাঙর।

উত্তরঃ (গ) খাদার

১.৯ পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ যা নীলগিরি পর্বতের নিকটবর্তী তা হল—
(ক) থলঘাট (খ) ভোরঘাট (গ) পলঘাট
(ঘ) কাসারা ঘাট।

উত্তরঃ (গ) পলঘাট

১.১০ গোদাবরীর একটি উপনদী হল—
(ক) ধানসিড়ি (খ) তুঙ্গভদ্রা (গ) কোশি
(ঘ) ইন্দ্রাবতী।’

উত্তরঃ (ঘ) ইন্দ্রাবতী।

১.১১ ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হল—
(ক) জলসেচ (খ) ঝুম চাষ (গ) ফালি চাষ (ঘ) পশুচারণ।

উত্তরঃ (গ) ফালি চাষ।

১.১২ উত্তর ভারতের একটি ডিজেল রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল—
(ক) কানপুর (খ) কাপরথালা (গ) বারানসী (ঘ) গুরগাঁও

উত্তরঃ (গ) বারানসী।

১.১৩ পূর্ব উপকূলের গভীরতম সমুদ্র বন্দরটি হল—
(ক) চেন্নাই (খ) তুতিকোরিন (গ) পারাদ্বীপ (ঘ) বিশাখাপত্তনম।

উত্তরঃ (গ) পারাদ্বীপ।

১.১৪ নীচের যেটি ‘জিও স্টেশনারি’ উপগ্রহ নয়, তা হল—
(ক) INSAT (খ) LANDSAT (গ) GOES (ঘ) METEOSAT

উত্তরঃ (খ) LANDSAT

Leave a Reply